এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- মহাবিশ্ব ও আমাদের পৃথিবী।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় mcq
১. কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনই দেখা যায় না?
ক. বুধ
খ. শুক্র
গ. শনি
ঘ. বৃহস্পতি
২. কোন গ্রহের বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা ৯৯ ভাগ?
ক. বুধ
খ. শুক্র
গ. পৃথিবী
ঘ. মঙ্গল
৩. সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কী?
ক. বুধ
খ. শনি
গ. ইউরেনাস
ঘ. নেপচুন
৪. সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের কত সময় লাগে?
ক. ৪৪ দিন
খ. ৬৮ দিন
গ. ৭৪ দিন
ঘ. ৮৮দিন
৫. কোন গ্রহের ২২টি উপগ্রহ আছে?
ক. মঙ্গল
খ. বৃহস্পতি
গ. শনি
ঘ. ইউরেনাস
৬. হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন সালে দেখা গিয়েছিল?
ক. ১৭৫৯
খ. ১৮৩৫
গ. ১৯১০
ঘ. ১৯৮৬
৭. দিন ও রাতের আলোর বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহের?
ক. শনি
খ. শুক্র
গ. পৃথিবী
ঘ. মঙ্গল
৮. পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রী?
ক. ৩৬০°
খ. ৯০°
গ. ৫°
ঘ. ০°
৯. যাদের নিজস্ব আলো আছে তাদের কী বলা হয়?
ক. ধূমকেতু
খ. গ্রহ
গ. নীহারিকা
ঘ. নক্ষত্র
১০. কোন ধরনের জ্যোতিষ্ককে নক্ষত্র বলা হয়?
ক. অত্যন্ত ক্ষুদ্র
খ. যারা আলো দেয় না
গ. যারা আলো দেয়
ঘ. অত্যন্ত বৃহৎ
১১. নীহারিকাসমূহ কী ধরনের পদার্থ দ্বারা পূর্ণ?
ক. গ্যাসীয়
খ. কঠিন
গ. তরল
ঘ. পাথুরে
১২. ‘ছায়াপথ’ এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Galaxy
খ. Nebula
গ. Orion
ঘ. Milky way
১৩. ছায়াপথের অপর নাম কী?
ক. কালপুরুষ
খ. ক্যাসিওপিয়া
গ. আকাশ গঙ্গা
ঘ. পালসার
১৪. শীতকালে রাতের পরিষ্কার আকাশে উত্তর-দক্ষিণে তেজোদীপ্ত স্বচ্ছ যে দীর্ঘ আলোর রেখা দেখা যায় এটি কী?
ক. লঘু সপ্তর্ষি
খ. ধূমকেতু
গ. নীহারিকা
ঘ. ছায়াপথ
১৫. ছায়াপথ কী?
ক. উজ্জ্বল নক্ষত্র
খ. তেজোদীপ্ত আগুনের গোলা
গ. তেজোদীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোর রেখা
ঘ. গ্রহাণুপুঞ্জ
১৬. চাঁদ কী?
ক. গ্রহ
খ. গ্যালাক্সি
গ. উপগ্রহ
ঘ. ধূমকেতু
১৭. চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরার পেছনে সহায়ক শক্তি হিসেবে কোনটি কাজ করে?
ক. অভিকর্ষ বল
খ. মহাকর্ষ বল
গ. আন্তঃআণবিক বল
ঘ. পারমাণবিক শক্তি
১৮. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?
ক. বৃহস্পতি
খ. মঙ্গল
গ. ইউরেনাস
ঘ. শনি
১৯. বুধ গ্রহে কত দিনে বছর হয়?
ক. ৫৬ দিনে
খ. ৮৮ দিনে
গ. ৩৬৫ দিনে
ঘ. ৬৮৭ দিনে
২০. কত সালে মার্কিন মহাশূন্যযান মেরিনার-১০ বুধের ছবি পাঠায়?
ক. ১৯৬৯
খ. ১৯৭৪
গ. ১৯৮০
ঘ. ১৯৮৯
২১. কোন গ্রহের দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান?
ক. বুধ
খ. শুক্র
গ. মঙ্গল
ঘ. বৃহস্পতি
২২. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
ক. মঙ্গল
খ. বুধ
গ. শনি
ঘ. নেপচুন
২৩. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
ক. টাইটান
খ. চাঁদ
গ. ইউরোপা
ঘ. ডিমোস
২৪. সৌরজগতের কেন্দ্র কোনটি?
ক. বৃহস্পতি
খ. পৃথিবী
গ. সূর্য
ঘ. চাঁদ
২৫. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়?
ক. মহাকর্ষ বলের প্রভাবে
খ. অভিকর্ষ বলের প্রভাবে
গ. ঘূর্ণন শক্তির প্রভাবে
ঘ. আণবিক শক্তির প্রভাবে
২৬. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
ক. বুধ
খ. পৃথিবী
গ. বৃহস্পতি
ঘ. নেপচুন
২৭. বৃহস্পতিকে কী নামে অভিহিত করা হয়?
ক. নক্ষত্ররাজ
খ. গ্রহরাজ
গ. তারকারাজ
ঘ. বিশ্বরাজ
২৮. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
ক. ১৩ কোটি কিলোমিটার
খ. ১৪ কোটি কিলোমিটার
গ. ১৫ কোটি কিলোমিটার
ঘ. ১৬ কোটি কিলোমিটার
২৯. সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত?
ক. ৫.৮ কোটি কিলোমিটার
খ. ১০.৮ কোটি কিলোমিটার
গ. ১৫ কোটি কিলোমিটার
ঘ. ৭৭.৮ কোটি কিলোমিটার
৩০. কোনটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ?
ক. বুধ
খ. শুক্র
গ. পৃথিবী
ঘ. মঙ্গল
৩১. বৃহস্পতি গ্রহের বায়ুমন্ডল কী গ্যাস দিয়ে তৈরি?
ক. অক্সিজেন ও নাইট্রোজেন
খ. হাইড্রোজেন ও হিলিয়াম
গ. মিথেন ও অ্যামোনিয়া
ঘ. কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প
৩২. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
ক. বুধ
খ. পৃথিবী
গ. শনি
ঘ. ইউরেনাস
৩৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন
খ. ৬৮৭ দিন
গ. ৪,৩৩১ দিন
ঘ. ৮৪ বছর
৩৪. কান গ্রহের আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক?
ক. নেপচুন
খ. ইউরেনাস
গ. শনি
ঘ. বৃহস্পতি
৩৫. কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়?
ক. ব্যারেমিটার
খ. সেক্সট্যান্ট
গ. থার্মোমিটার
ঘ. তাপমান যন্ত্র
৩৬. উত্তর মেরুতে ঠিক মাথার উপরে ধ্রুবতারার উন্নতি কত?
ক. ০°
খ. ১°
গ. ৯০°
ঘ. ১৮০°
৩৭. গ্রিনিচ মান মন্দির কোন শহরের উপকণ্ঠে অবস্থিত?
ক. লন্ডন
খ. প্যারিস
গ. রোম
ঘ. মস্কো
৩৮. লন্ডনের নিকটে গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর হতে দক্ষিণে যে রেখা অতিক্রম করেছে তার নাম কী?
ক. অক্ষরেখা
খ. মূল মধ্যরেখা
গ. দ্রাঘিমারেখা
ঘ. নিরক্ষরেখা
৩৯. মূল মধ্যরেখার বৈশিষ্ট্য কী?
ক. এটি অর্ধবৃত্ত আকৃতির
খ. এটি পূর্ণবৃত্ত আকৃতির
গ. এটি পূর্ব পশ্চিমে বিস্তৃত
ঘ. এটি ৯০° বরাবর বিস্তৃত
৪০. পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে কী বলে?
ক. সৌরবছর
খ. সৌরদিন
গ. অপসূর
ঘ. অনুসূর
৪১. কোথায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি?
ক. মেরু অঞ্চলে
খ. নিরক্ষরেখায়
গ. মকরক্রান্তি রেখায়
ঘ. কর্কটক্রান্তি রেখায়
৪২. পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণের সময়কে কী বলে?
ক. সৌরদিন
খ. সৌরবছর
গ. অধিবর্ষ
ঘ. লিপ ইয়ার
৪৩. অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে ধরা হয়?
ক. ৩০ দিনে
খ. ২৮ দিনে
গ. ৩১ দিনে
ঘ. ২৯ দিনে
৪৪. অধিবর্ষ হয় কত দিনে?
ক. ৩৬৫ দিনে
খ. ৩৬৬ দিনে
গ. ৩৫৫ দিনে
ঘ. ৩৬০ দিনে
৪৫. বার্ষিক গতির ফল কয়টি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৪৬. পৃথিবীর যে গতির ফলে দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি হয়-
ক. আহ্নিক গতি
খ. বার্ষিক গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. দোল গতি
৪৭. কোনটি পৃথিবীর বার্ষিক গতির ফল?
ক. দিন রাত্রির সংঘটন
খ. ঋতু পরিবর্তন
গ. বায়ু প্রবাহের গতি পরিবর্তন
ঘ. জোয়ার ভাটার সৃষ্টি
৪৮. পৃথিবীর মেরুরেখাটি কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
ক. ৬৫°
খ. ৬৫.৫°
গ. ৬৬°
ঘ. ৬৬.৫°
৪৯. পৃথিবীর দিনরাত্রি সংঘটিত হওয়ার কারণ কী?
ক. পৃথিবীর আহ্নিক গতি
খ. সূর্যকে প্রদক্ষিণ করা
গ. পৃথিবীর মহাকর্ষ বল
ঘ. পৃথিবীর অভিকর্ষ বল
৫০. কোনটি পৃথিবীর আহ্নিক গতির ফল?
ক. দিনরাত্রি সংঘটন
খ. দিনরাত্রির হ্রাস-বৃদ্ধি
গ. ঋতু পরিবর্তন
ঘ. সৌরবছর
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post