এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৪ ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বায়ুমণ্ডল।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৪ ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় mcq
এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৪ ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বায়ুমণ্ডল।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৪ ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় mcq
১. বায়ুমন্ডলে কোন শক্তির দ্বারা ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে?
ক. চৌম্বক শক্তি
খ. আন্তঃআণবিক শক্তি
গ. তড়িৎ চুম্বকীয় শক্তি
ঘ. মাধ্যাকর্ষণ শক্তি
২. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি?
ক. ট্রপোমণ্ডলে
খ. স্ট্রাটোমন্ডলে
গ. মেসোমণ্ডলে
ঘ. তাপমণ্ডলে
৩. আরগন গ্যাসটি বায়ুমন্ডলের কোন স্তরে থাকে?
ক. স্ট্রাটোমন্ডল
খ. এক্সোমন্ডল
গ. ট্রপোমণ্ডল
ঘ. মেসোমণ্ডল
৪. আবহাওয়া ও জলবায়ু যাবতীয় প্রক্রিয়া কোন স্তরে ঘটে?
ক. ট্রপোমণ্ডল
খ. স্ট্রাটোমন্ডল
গ. মেসোমণ্ডল
ঘ. তাপমন্ডল
৫. জেট বিমান স্ট্রাটোমন্ডল দিয়ে চলাচল করে কেন?
ক. ওজোন গ্যাসের স্তর বেশি আছে বলে
খ. ঝড়-বৃষ্টি থাকে না বলে
গ. জলীয়বাষ্প বেশি থাকে বলে
ঘ. বাতাসের গতিবেগ থাকে না বলে
৬. অধিকাংশ উল্কা বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে যায়?
ক. ট্রপোমণ্ডল
খ. স্ট্রাটোমন্ডল
গ. মেসোমণ্ডল
ঘ. তাপমন্ডল
৭. জলবায়ুর নিয়ামক কোনটি?
ক. অক্ষাংশ
খ. বাড়িঘর
গ. দ্রাঘিমাংশ
ঘ. বৃষ্টিপাত
৮. বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে কী বলে?
ক. হিমাঙ্ক
খ. শিশিরাঙ্ক
গ. জলীয়বাষ্প
ঘ. পরিপূক্ত
৯. বায়ুর জলীয়বাষ্প ধারণ করাকে কী বলে?
ক. আর্দ্রতা
খ. কুয়াশা
গ. বারিপাত
ঘ. শিশির
১০. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়?
ক. ঘূর্ণি
খ. বায়ু প্রাচীরজনিত
গ. শৈলোৎক্ষেপ
ঘ. পরিচলন
১১. বাংলাদেশে কখন পরিচলন বৃষ্টিপাত হয়?
ক. গ্রীষ্মকালে
খ. বর্ষাকালে
গ. বসন্তকালে
ঘ. শীতকালে
১২. মধ্য ইউরোপে শীতকালে কোন বৃষ্টিপাত হয়?
ক. পরিচলন
খ. শৈলোৎক্ষেপ
গ. বায়ু প্রাচীরজনিত
ঘ. ঘূর্ণি
১৩. ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়?
ক. ডানদিকে
খ. বাম দিকে
গ. পূর্ব দিকে
ঘ. পশ্চিম দিকে
১৪. কোন গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
১৫. একশত বছর পূর্বের পৃথিবীর গড় তাপমাত্রার তুলনায় বর্তমানে কত সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে?
ক. ০.২০° সেলসিয়াস
খ. ০.০৪° সেলসিয়াস
গ. ০.৬০° সেলসিয়াস
ঘ. ০.০৮° সেলসিয়াস
১৬. গ্রিনহাউস প্রতিক্রিয়ার প্রত্যক্ষ ফল কোনটি?
ক. তাপমাত্রা বৃদ্ধি
খ. বৃষ্টিপাত হ্রাস
গ. মৃত্তিকার দূষণ
ঘ. প্রাকৃতিক বিপর্যয়
১৭. বায়ুমন্ডলের প্রথম তিনটি স্তরকে কী বলা হয়?
ক. সমমণ্ডল
খ. বিষমমন্ডল
গ. অশ্বমন্ডল
ঘ. কেন্দ্রমন্ডল
১৮. স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে কী বলে?
ক. মেসোবিরতি
খ. তাপবিরতি
গ. ট্রপোবিরতি
ঘ. স্ট্রাটোবিরতি
১৯. আর্দ্র বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ শতকরা কত থাকে?
ক. প্রায় ২ থেকে ৫ ভাগ
খ. প্রায় ১ ভাগ
গ. প্রায় ০.৫ থেকে ২ ভাগ
ঘ. প্রায় ৩ ভাগ
২০. কী যন্ত্র দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়?
ক. ব্যারোমিটার
খ. হাইগ্রোমিটার
গ. থার্মোমিটার
ঘ. ল্যাক্টোমিটার
২১. বায়ুর আর্দ্রতা কয়ভাবে প্রকাশ করা হয়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২২. বারিপাত নিচের কোনটির উপর নির্ভর করে?
ক. তুষার
খ. শিশির
গ. জলীয়বাষ্প
ঘ. প্রস্বেদন
২৩. জলীয়বাষ্প ক্ষুদ্র জলবিন্দুরূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হলে তাকে কী বলে?
ক. শিশির
খ. কুয়াশা
গ. বারিপাত
ঘ. ঘূর্ণি
২৪. জলীয়বাষ্প ঘনীভূত হয়ে কোন ধরনের বৃষ্টিপাত ঘটায়?
ক. শৈলোৎক্ষেপ
খ. ঘূর্ণি
গ. পরিচলন
ঘ. বায়ু প্রাচীরজনিত
২৫. নাতিশীতোষ্ণ মণ্ডলে কখন পরিচলন বৃষ্টির প্রভাব দেখা যায়?
ক. গ্রীষ্মের শুরুতে
খ. গ্রীষ্মের মাঝামাঝিতে
গ. গ্রীষ্মের শেষে
ঘ. বর্ষার শেষে
২৬. বায়ুমন্ডলে জলীয়বাষ্পের পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ০.০৩
খ. ০.৪১
গ. ০.৮০
ঘ. ০.০২
২৭. সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করতে বিশেষভাবে সহায়ক কোন স্তর?
ক. ওজোন গ্যাসের স্তর
খ. C*O_{2} গ্যাসের স্তর
গ. অক্সিজেনের স্তর
ঘ. হিলিয়াম স্তর
২৮. তাপমন্ডলের নিম্ন অংশকে কী বলে?
ক. আয়নমণ্ডল
খ. ইন্টারপানেটারি স্তর
গ. মেসোমণ্ডল
ঘ. এক্সোমন্ডলে
২৯. সূর্ সারা বছর কোথায় লম্বভাবে কিরণ দেয়?
ক. নিরক্ষরেখায়
খ. দ্রাঘিমা রেখায়
গ. আন্তর্জাতিক তারিখ রেখায়
ঘ. সমাক্ষরেখায়
৩০. পানির আবর্তন এবং অবস্থার পরিবর্তন প্রক্রিয়াকে কী বলে?
ক. কার্বনচক্র
খ. অক্সিজেনচক্র
গ. পানিচক্র
ঘ. আবর্তনচক্র
৩১. একটি পাত্রে পানি নিয়ে উন্মুক্ত জায়গায় রেখে দিলে ধীরে ধীরে পানিশূন্য হয় কী পদ্ধতিতে?
ক. বাষ্পীভবন
খ. ঘনীভবন
গ. বারিপাত
ঘ. আর্দ্রতা
৩২. পানিচক্রের জন্য নিচের কোনটি দরকার?
ক. সালোকসংশ্লেষণ ও শ্বসন
খ. সূর্যের আলো ও তাপ
গ. পানি ও বায়ু
ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন
৩৩. আর্দ্রতা সাধারণত কোনটির ওপর নির্ভর করে?
ক. বায়ুপ্রবাহ
খ. জলীয় বাষ্প
গ. বৃষ্টিপাত
ঘ. নদনদী
৩৪. যে বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে, তাকে কী বলা হয়?
ক. সম্পৃক্ত বায়ু
খ. পরিপূক্ত বায়ু
গ. শুষ্ক বায়ু
ঘ. আর্দ্র বায়ু
৩৫. ‘বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়’ এই সূত্রকে কী বলা হয়?
ক. নিউটনের সূত্র
খ. ফেরেলের সূত্র
গ. প্যাসকেলের সূত্র
ঘ. ডালটনের সূত্র
৩৬. পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বায়ুপ্রবাহ বছরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়। একে কী বলে?
ক. নিয়ত বায়ু
খ. সমুদ্র বায়ু
গ. স্থল বায়ু
ঘ. মৌসুমি বায়ু
৩৭. নিয়ত বায়ুপ্রবাহ কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক. চাপ বলয়
খ. জলাশয়
গ. জলীয় বাষ্প
ঘ. সমুদ্রের সান্নিধ্য
৩৮. নিয়ত বায়ু কত প্রকারের?
ক. দুই খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩৯. নিয়ত বায়ুর উদাহরণ কোনটি?
ক. সমুদ্র বায়ু
খ. মৌসুমি বায়ু
গ. অয়ন বায়ু
ঘ. স্থল বায়ু
৪০. নিরক্ষীয় শান্ত বলয় কোন অক্ষাংশ বরাবর সৃষ্টি হয়?
ক. ০° থেকে ৫° অক্ষাংশ
খ. ৫° থেকে ১০° অক্ষাংশ
গ. ১০° থেকে ১৫° অক্ষাংশ
ঘ. ১৫° থেকে ২০° অক্ষাংশ
৪১. ফেরেলের সূত্র অনুসারে অয়ন বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক. দক্ষিণ-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. উত্তর-পূর্ব
ঘ. দক্ষিণ-পশ্চিম
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
শোভন তার বাবার সাথে সিলেট বেড়াতে গেল। তারা সিলেটের জয়ন্তিয়া পাহাড় দেখতে গেল। দূর থেকে তারা দেখল যে পাহাড়ের একদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু বিপরীত দিকে বৃষ্টি হচ্ছে না।
৪২. শোভন কোন ধরনের বৃষ্টিপাত দেখতে পেল?
ক. পরিচলন
খ. শৈলোৎক্ষেপ
গ. ঘূর্ণি
ঘ. বায়ু প্রাচীরজনিত
৪৩. পাহাড়ের বিপরীত দিকে বৃষ্টি না হওয়ার কারণ-
i. বায়ুতে জলীয়বাষ্পের অভাব
ii. বায়ু উষ্ণ ও শুষ্ক
iii. বায়ুতে জলীয়বাষ্পের বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?
ক. ট্রপোমণ্ডল
খ. মেসোমণ্ডল
গ. স্ট্রাটোমন্ডল
ঘ. এক্সোমন্ডল
৪৫. বায়ু সর্বদা একস্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়-
i. তাপের তারতম্যের জন্য
ii. গতির পার্থক্যের জন্য
iii. চাপের পার্থক্যের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছদটি পড়ে এবং প্রশ্নের উত্তর দাও:
বুশরার মামা বাড়ি কুয়াকাটায়। তার মামা একজন জেলে। তিনি বুশরাকে জানান শীতের রাতে বাড়িতে যতটা ঠান্ডা লাগে মাছ ধরতে গেলে তত ঠান্ডা লাগে না।
৪৬. বুশরার মামা বাড়ির এলাকায় সকালবেলা কীরূপ বায়ু প্রবাহিত হয়?
ক. স্থল বায়ু
খ. মৌসুমী বায়ু
গ. স্থানীয় বায়ু
ঘ. সমুদ্র বায়ু
এসএসসি-২০২৪ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post