শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা নবম শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৪ নিয়ে আলোচনা করবো। যা শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য সহায়ক। এই সিলেবাসের মাধ্যমে তোমরা জানতে পারবে কোন কোন বিষয়বস্তু পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে এবং কীভাবে তোমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারবে। এতে তোমরা নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেবে, যা তোমাদের মেধার বিকাশ ও পরীক্ষার ফলাফল উন্নত করতে সহায়ক।
পরীক্ষার ফলাফল উন্নত করতে তোমাদের অবশ্যই এই সিলেবাস মেনে চলা এবং সিলেবাস অনুযায়ী নিয়মিত অধ্যবসায় করা জরুরি। শিক্ষকদের নির্দেশনা মেনে চললে এবং বাড়িতে নিজেরা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অষ্টম শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষায় সফলতা অর্জন করা সম্ভব।
নবম শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৪
শিক্ষার্থীরা, ৫ জুন প্রেরিত এক নোটিশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ বছর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন উল্লেখ করেছে। নোটিশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, আগামী ০৩/০৭/২০২৪ তারিখ হতে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত সংশোধিত রুটিন ইতোপূর্বে প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায়, ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, পরিচালনার জন্য বিষয়ভিত্তিক সিলেবাস ও এ সংক্রান্ত নির্দেশনা এতদসঙ্গে প্রেরণ করা হলো।
আগামী ১২, জুন ২০২৪ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু ১২ই জুনের পরে ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈবচয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণি কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
নবম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাস
১. বাংলা — ১ থেকে ৯৯ পৃষ্ঠা
২. ইংরেজি — ১ থেকে ৭৭ পৃষ্ঠা
৩. গণিত — ১ থেকে ১১২ পৃষ্ঠা
৪. বিজ্ঞান — ১ থেকে ৩৬ পৃষ্টা
৫. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান — ১ থেকে ৭৩ পৃষ্ঠা
৬. ডিজিটাল প্রযুক্তি — ১ থেকে ৭০ পৃষ্ঠা
৭. জীবন ও জীবিকা — ১ থেকে ৯০ পৃষ্ঠা
৮. স্বাস্থ্য সুরক্ষা — ১ থেকে ৫৮ পৃষ্ঠা
৯. শিল্প ও সংস্কৃতি — ১ থেকে ৪২ পৃষ্ঠা
১০. ইসলাম শিক্ষা — ১ থেকে ৭৫ পৃষ্ঠা
১১. হিন্দুধর্ম শিক্ষা — ১ থেকে ৫৪ পৃষ্ঠা
১২. খ্রীষ্টধর্ম শিক্ষা — ১ থেকে ৩৮ পৃষ্ঠা
১৩. বৌদ্ধধর্ম শিক্ষা — ১ থেকে ৫৬ পৃষ্ঠা
শিক্ষার্থীরা, উপরে উল্লেখিত অংশ থেকে তোমাদের প্রতিটি সাবজেক্টের অর্ধ-বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তোমাদের উচিত, সঠিক প্রস্তুতির জন্য অষ্টম শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৪ অনুযায়ী পড়া করা উচিত। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করা এবং পরীক্ষার আগের সপ্তাহগুলোতে পুনরায় চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাসে উল্লিখিত প্রত্যেকটি অধ্যায় ভালোভাবে বুঝে এবং চর্চা করে গেলে অর্ধ বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করা সম্ভব। তোমরা যদি তোমাদের সময় সঠিকভাবে কাজে লাগাতে পারে, তবে তোমরা নিজেদেরকে আরও আত্মবিশ্বাসী এবং পরীক্ষার জন্য প্রস্তুত মনে করবে।
আগামী ১২, জুন ২০২৪ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু ১২ই জুনের পরে ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি যাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের অন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন।
বিকল্প উপায়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার দিকনির্দেশনা:
১. বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করনীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কী কী তা সহজ ভাষায় বুঝিয়ে দিন।
২. শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন।
৩. কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে ভডেদাহরণস্বরূপ, দলগত কাজের বদলে একক কাজ, পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে) কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন।
৪. কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী এ্যসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেবার সময় নির্ধারণ করে দিন।
৫. প্রয়োজনে অনলাইন ক্লাস করে, অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যম গুপে, মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন
আরও দেখো: অর্ধ-বার্ষিক মূল্যায়নের সাজেশন (উত্তরসহ)
শিক্ষার্থীরা, উপরে সিলেবাস PDF অপশনে ক্লিক করে নবম শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৪ সংগ্রহ করে নাও। গত বছরের ন্যায় এবছরও ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সমাধান ক্লাস কোর্সটিকা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তাই পরীক্ষা প্রস্তুতি এবং ভালো ফলাফল করার জন্য আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post