জাতীয় বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা, প্রথম বর্ষ সম্পন্ন করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করায় কোর্সটিকার পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। দ্বিতীয় বর্ষে ওঠার শুরুতেই আজ আমরা তোমাদের ডিগ্রি ২য় বর্ষের বইয়ের তালিকা এর সাথে পরিচয় করে দেব। কেননা এখন তোমাদের এই তালিকা অনুযায়ী বই কিনতে হবে।
নিচে আমরা ডিগ্রি ২য় বর্ষের বইয়ের পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরেছি। কোর্সটিকার নিয়মিত পাঠকদের জন্য এখানে আমরা প্রতিটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও তুলে ধরেছি। নিচে উল্লেখ করা প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে এসকল প্রশ্ন ও উত্তর পিডিএফ ফাইলে ডাউনলোড করা যাবে।
ডিগ্রি ২য় বর্ষের বইয়ের তালিকা
১. আবশ্যিক: বাংলা জাতীয় ভাষা
২. ইতিহাস (৩য় পত্র), বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫)
৩. ইতিহাস (৪র্থ পত্র), দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৭৬৫-১৯৪৭)
৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৩য় পত্র), ভারতে মুসলমানদের ইতিহাস (৭১২-১৫২৬ খ্রি.)
৫. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪র্থ পত্র), ভারতে মুসলমানদের ইতিহাস(১৫২৬-১৮৫৮ খ্রি.)
৬. দর্শন (৩য় পত্র), মুসলিম দর্শন
৭. দর্শন (৪র্থ পত্র), ভারতীয় দর্শন
৮. ইসলামিক স্টাডিজ (৩য় পত্র), হাদিস শাস্ত্র অধ্যায়ন
৯. ইসলামিক স্টাডিজ (৪র্থ পত্র), ফিকহশাস্ত্র অধ্যায়ন
১০. রাষ্ট্রবিজ্ঞান (৩য় পত্র), বাংলাদেশের সরকার ও রাজনীতি
১১. রাষ্ট্রবিজ্ঞান (৪র্থ পত্র), বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি
১২. সমাজবিজ্ঞান (৩য় পত্র), ধ্রুপদী সমাজচিন্তা
১৩. সমাজবিজ্ঞান (৪র্থ পত্র), সমাজ মনোবিজ্ঞান
১৪. সমাজকর্ম (৩য় পত্র), সামাজিক নীতি পরিকল্পনাও বাংলাদেশ সমাজকল্যাণ সেবাসমূহ
১৫. সমাজকর্ম (৪র্থ পত্র), সমাজকর্মের পদ্ধতি সমূহ
১৬. অর্থনীতি (৩য় পত্র), সামষ্টিক অর্থনীতি
১৭. অর্থনীতি (৪র্থ পত্র), অর্থ ব্যাংকিং আন্তর্জাতিক বাণিজ্য ও সরকারি অর্থব্যবস্থা
১৮. ভূগোল ও পরিবেশ (৩য় পত্র), জনসংখ্যা ও সাংস্কৃতিক ভূগোল
১৯. ভূগোল ও পরিবেশ (৪র্থ পত্র), বাংলাদেশের ভূগোল
২০. মনোবিজ্ঞান (৩য় পত্র), বিকাশ মনোবিজ্ঞান
২১. মনোবিজ্ঞান (৪র্থ পত্র), সমাজ মনোবিজ্ঞান
মনোবিজ্ঞান ৩য় পত্র
১. বিকাশ কী?
উত্তর: বায়োবৃদ্ধির বিভিন্ন স্তরে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত দিকের যে ইতিবাচক পরিবর্তন সূচিত হয় তাই বিকাশ।
২. জীবনচক্রে কয়টি ধাাপ আছে?
উত্তর: জীবনচক্রে দশটি ধাাপ আছে।
৩. মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা মনোবিজ্ঞানী এরিকসন।
৪. ‘Developmental Psychology’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Developmental Psychology’ গ্রন্থটির লেখক ই. বি. হারলক।
৫. আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য হলো- ১. আঁতুড়কালে বিকাশ দ্বারা শ্লথগতি হয়ে থাকে ও ২. আঁতুড়কাল বিকাশমূলক পর্যায়ের সংক্ষিপ্ত সময়।
৬. জিন কী?
উত্তর: ক্রোমোসোমের ক্ষুদ্রাতিক্ষুদ্র একক বা বংশগতির বাহককে জিন বলে।
৭. Meiosis কী?
উত্তর: Meiosis হলো একটি বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যুপরি দুইবার বিভাজিক হলেও ক্রোমোসের বিভাজন ঘেেট মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়।
৮. জন্মপূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম লেখ।
উত্তর: জন্মপূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম হলো- ১. জাইগোট পর্যায় বা প্রস্ফুটিত ডিম্বকাল, ২. ভ্রƒণকাল ও ৩. ফেটাস পর্যায়।
৯. মরুলা কী?
উত্তর: যখন এককোষী জাইগোট ফ্যালোপিয়ান টিউব দিয়ে নামার সময় কোষ বিভাজনের মাধ্যমে একগুচ্ছ কোষের র্সষ্টি করে তখন তাকে মরুলা বলে।
১০. Blastocyst কী?
উত্তর: মরুলাওক গ্রহণ করার জন্য জরায়ুর পাত্র একটু স্ফীত হয়ে ওঠে এবং যখন মরুলা জরায়ুতে প্রবেশ করে তখন তাকে ব্লাস্টোসিস্ট বলে।
মনোবিজ্ঞান ৪র্থ পত্র
১. ‘দি রিপাবলিক’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘দি রিপাবলিক’ গ্রন্থটির রচয়িতা প্লেটো।
২. সমাজ মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: সমাজ মনোবিজ্ঞানের জনক কার্ট লুইন।
৩. সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত দুটি পদ্ধতির নাম উল্লেখ কর।
উত্তর: সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত দুটি পদ্ধতির নাম হল: ১. পর্যবেক্ষণ পদ্ধতি ও ২. পরীক্ষণ পদ্ধতি।
৪. সামাজিক শিখন প্রক্রিয়াকে এককথায় কী বলা হয়?
উত্তর: সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এককথায় জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়।
৫. সামাজিকীকরণ কী ধরনের প্রক্রিয়া?
উত্তর: সামাজিকীকরণ একটি জীবনব্যাপী চলমান শিক্ষণ প্রক্রিয়া।
৬. সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো কী?
উত্তর: সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো হল- ১. অনুকরণ, ২. শিক্ষণ, ৩. সাংস্কৃতিক দিক্ষা ইত্যাদি।
৭. সামাজিকীকরণের মাধ্যমগুলো কী?
উত্তর: সামাজিকীকরণের মাধ্যমগুলো হল পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় আদর্শ, সংঙ্গী ও খেলার সাথী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গণমাধ্যম, রাষ্ট্র, সাহিত্য ইত্যাদি।
৮. মনোভাব পরিমাপের লিকার্ট মানকটি কয় বিন্দু বিশিষ্ট?
উত্তর: মনোভাব পরিমাপের লিকার্ট মানকটি পাঁচ বিন্দু বিশিষ্ট।
৯. মনোভাব গঠনের দুটি উপাদানের নাম লেখ।
উত্তর: মনোভাব গঠনের দুটি উপাদানের নাম হল: ১. জ্ঞান বা অভিজ্ঞতা ও ২. অনুভূতিমূলক উপাদান।
১০. যোগাযোগ প্রক্রিয়ার ধাপসমূহ লেখ।
উত্তর: যোগাযোগ প্রক্রিয়ার ধাপ সমূহ হলো: প্রেরক বা উৎস- লিপিবদ্ধকরণ বা এনকোডিং- তথ্য প্রেরণ যন্ত্র বা মাধ্যম- তথ্য প্রেরণের পথ- তথ্য গ্রহণ- শ্রোতা বা গন্তব্যস্থল।
অর্থনীতি ৩য় পত্র
১. সামষ্টিক অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতি যে শাখায় ফার্ম পারিবারিক সরকারি খাত এবং আন্তর্জাতিক খাতের অর্থনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
২. উৎপাদন অপেক্ষক কী?
উত্তর: উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি বা কৌশলগত সম্পর্ক বিরাজ করে তাকে উৎপাদন অপেক্ষক বলে।
৩. সামষ্টিক অর্থনীতির তিনটি চালকের নাম লেখ।
উত্তর: সামষ্টিক অর্থনীতির উল্লেখযোগ্য নাম হল- ১.জাতীয় আয়, ২. ভোগ ও ৩. সঞ্চয়।
৪. মাথাপিছু আয় কী?
উত্তর: কোন দেশের জাতীয় আয়কে সেদেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাই মাথাপিছু আয়।
৫. পূর্ণ নিয়োগ বলতে কী বুঝায়
উত্তর: পূর্ণ নিয়োগ বলতে সংঘাতমূলক সেবা কাঠামোগত বেকারত্ব ব্যতীত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে অর্থনীতির সর্বোচ্চ পরিমাণ দক্ষ অদক্ষ শ্রমের নিয়োগকে নির্দেশ করে।
৬. ছদ্দবেশী বেকারত্ব কাকে বলে
উত্তর: একটি কাজে যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন তার চেয়ে যদি বেশি পরিমাণে নিয়োজিত থাকে তখন তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য।
৭. সে’র বিধিটি লেখ।
উত্তর: Say বলেন, ‘যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে’। এটি সে এর বাজার বিধি।
৮. Lekages কী?
উত্তর: জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ থেকে যে আয় মূল্য থেকে বেরিয়ে যায় তাই Lekages।
৯. GNP Deflator কী?
উত্তর: কোন নির্দিষ্ট বছরের আর্থিক GNP কে প্রকৃত GNP ধারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল GNP Deflator।
১০. GNP ব্যবধান কী?
উত্তর: কোন নির্দিষ্ট বছরে একটি দৃশ্যে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP মধ্যকার ব্যবধান কে বলা হয় GNP ব্যবধান।
অর্থনীতি ৪র্থ পত্র
১. অর্থের ফটকা চাহিদা বলতে কী বুঝ?
উত্তর: ব্যবসা-বাণিজ্যের জন্য মানুষ যে অর্থের প্রয়োজনীয়তা অনুভব করে তাই অর্থের ফটকা চাহিদা।
২. কালোটাকা কী?
উত্তর: অবৈধ উৎস হতে উপার্জিত অর্থ কালো টাকা।
৩. তারল্য ফাঁদ কী?
উত্তর: প্রত্যাশিত সর্বনিম্ন সুদের হারে অর্থের ফটকা চাহিদা অসীম হলে তাই তারল্য ফাঁদ।
৪. প্রায় মুদ্রা কী?
উত্তর: যেসব সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থের রূপান্তর করা যায় সেগুলো কে প্রায় মুদ্রা বলে যেমন ট্রেজারি বিল চাহিদা আমানত প্রাইজবন্ড ইত্যাদি।
৫. মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে?
উত্তর: সরকার নিজ ইচ্ছায় যে নিজের মধ্যে রাহমান আন্তর্জাতিক মান থেকেই কমিয়ে দিলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।
৬. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী?
উত্তর: সামগ্রিক যোগান এর তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে দাম স্তরের বৃদ্ধি ঘটে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।
৭. তফসিলি ব্যাংক কী?
উত্তর যে ব্যাংক কতিপয় শর্তপূরণ সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হওয়ার জন্য তার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে সেই ব্যাংকই তফসিলি ব্যাংক।
৮. কৃষি ব্যাংক কী?
উত্তর: ধরনের ব্যাংক উত্তর কৃষি ব্যাংক বিশেষায়িত ব্যাংক।
৯. বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তর: বিশেষ উদ্দেশ্যে যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং সে আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ এবং ঋণ প্রদানের ব্যবস্থা থাকে তখন সে আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষায়িত ব্যাংক বলে বিশেষায়িত ব্যাংকের অনেক সময় উন্নয়ন ব্যাংক বলা হয়।
১০. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
উত্তর: যে আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে জমাকৃত অর্থের জন্য কম হারে সঞ্জয়ী সুদ প্রদান করে এবং আর্থিক হারে বিনিয়োগের নিমিত্তে সুদ ধার্য করে উদ্বত্ত সুদ মুনাফা হিসেবে লাভ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
ভূগোল ও পরিবেশ ৩য় পত্র
উত্তর: ভূগোলের শাখা জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় (জন্ম, মৃত্যু, আচারব্যবহার, সংস্কৃতি, অভিগমন, ঘনত্ব, বন্টন ইত্যাদি বিষয়) নিয়ে আলোচনা করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে।
২. জি টি ট্রিওয়ার্থা কোন দেশের ভূগোলবিদ?
উত্তর: জি টি ট্রিওয়ার্থা আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূগোলবিদ।
৩. জনসংখ্যা ও উপাত্তের দুটি উৎসের নাম লেখ।
উত্তর: জনসংখ্যা উপাত্তের দুটি উৎসবের নাম হল- ১. আদমশুমারি ও ২. নিবন্ধীকরণ।
৪. মরণশীলতা কী?
উত্তর: সাধারণত মানুষের মরণশীল বৈশিষ্ট্যকে মরণশীলতা বলে অধ্যাপক মরণশীলতা হচ্ছে মানুষের ইচ্ছেশক্তির শেষ নিয়ামক।
৫. আদমশুমারির দ্বৈত গণনা কী?
উত্তর: আদমশুমারিতে কোন ব্যক্তি দুইবারের স্থায়ী ও অস্থায়ী বাসস্থান থেকে গণনার প্রক্রিয়ায় দ্বৈত গণনা।
৬. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।
৭. জনসংখ্যা ঘনত্বের প্রাকৃতিক কারণগুলোর নাম লেখ।
উত্তর: জনসংখ্যা ঘনত্বের প্রাকৃতিক কারণগুলো হলো- ১. ভূপ্রকৃতি ও ২.জলবায়ু, ৩. অবস্থান, ৪. নদনদী, ৫. মৃত্তিকা, ৬. স্বাভাবিক উদ্ভিদ ৭. খনিজ সম্পদ ইত্যাদি।
৮. কাম্য জনসংখ্যা কী?
উত্তর কোন দেশে প্রাপ্ত সম্পদ এর পরিপূর্ণ ব্যবহার এর জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন সেই পরিমাণ জনসংখ্যা থাকায় কাম্য জনসংখ্যা।
৯. জনসংখ্যা বন্টন এর দুটি কারণ লেখ।
উত্তর: জনসংখ্যা বন্টন এর দুটি কারণ হলো- ১. ভৌগলিক অবস্থান ও জলবায়ু ২. খনিজ সম্পদ ও মৃত্তিকার গঠন।
১০. বয়ঃলিঙ্গ কাঠামো কী?
উত্তর: জনসংখ্যার বয়স ও লিঙ্গ ভিত্তিক গঠন কাঠামোই বয়ঃলিঙ্গ কাঠামো।
ভূগোল ও পরিবেশ ৪র্থ পত্র
১. বাংলাদেশের ভূ-প্রকৃতির প্রকারভেদ লেখ।
উত্তর: বাংলাদেশের ভূপ্রকৃতি তিন প্রকার। যথা- ১. টারশিয়ারি যুগের পাহাড় সমূহ ২. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ও ৩. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।
২. বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: বিশ্বের বৃহত্তম দ্বীপ বাংলাদেশ।
৩. বাংলাদেশের সিটি কর্পোরেশন কয়টি?
উত্তর: বাংলাদেশের সিটি কর্পোরেশন ১২টি।
৪. পোতাশ্রয় কী?
উত্তর: আমদানি রপ্তানি বাণিজ্যের সময় যেখানে করে কিংবা আশ্রয় নেয় তাকে পোতাশ্রয় বলে।
৫. বাংলাদেশের মধ্যে দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
অথবা, বাংলাদেশের উপর দিয়ে কোন উল্লেখযোগ্য অতিক্রম করেছে?
উত্তর: বাংলাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বাট রাসিক অফ ক্যান্সার অতিক্রম করেছে।
৬. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
উত্তর: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হল সেন্টমার্টিন।
৭. বরেন্দ্রভূমি কী?
অথবা, বরেন্দ্রভূমি কাকে বলে?
উত্তর: দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তৃত সমভূমি বরেন্দ্রভূমি নাটোর রাজশাহী ও বগুড়া।
৮. বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত?
অথবা, বাংলাদেশের জলবায়ু কোন ধরনের?
উত্তর: বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত।
শিক্ষার্থীরা, ওপরে আমরা ডিগ্রি ২য় বর্ষের বইয়ের তালিকা তুলে ধরেছি। কোর্সটিকার নিয়মিত পাঠকদের জন্য এখানে আমরা প্রতিটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও তুলে ধরেছি। ওপরে উল্লেখ করা প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে এসকল প্রশ্ন ও উত্তর পিডিএফ ফাইলে ডাউনলোড করা যাবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post