Question: dialogue importance of learning english
dialogue importance of learning english
Raju : Hello Meena, how are you? (হ্যালো মীনা, কেমন আছো?)
Meena : Fine, thank you. What about you? (ভাল, তোমাকে ধন্যবাদ। তোমার খবর কি?)
Raju : I am also okay. What are you doing? (আমিও ঠিক আছি। তুমি কি করছো?)
Meena : I am reading an article about the importance of learning English. (আমি ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে একটি লেখা পড়ছি।)
Raju : Nice! Actually English is essential in our every walk of life. (চমৎকার! প্রকৃতপক্ষে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ইংরেজি জরুরি।)
Meena : Of course. It is an international language. In this age of globalization, it plays an important role for communication in the present world. So, learning English is a must. (অবশ্যই। এটি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বায়নের এই যুগে এটি বর্তমান বিশ্বে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, ইংরেজি শেখা একটি আবশ্যক।)
Raju : But it is unfortunate that we are neglecting it. For that we are lagging behind our neighbours. (তবে দুর্ভাগ্যজনক যে, আমরা এটিকে অবহেলা করছি। সে জন্য আমরা আমাদের প্রতিবেশীদের (দেশ) চেয়ে পিছিয়ে আছি।)
Meena : Oh! It is really disgraceful. This situation must be changed if we want to keep pace with the modern world. (ওহ! এটা সত্যিই অসম্মানজনক। আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে এই পরিস্থিতি অবশ্যই পরিবর্তন করতে হবে।)
Raju : Right you are. Our international relations and trade would be affected much if we do not learn English well. (ঠিক আছে। আমরা ইংরেজি ভাল না শিখলে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য অনেকটা প্রভাবিত হবে।)
Meena : Exactly. Besides, without efficiency in English none can expect to receive higher studies as all the books on higher education are written in English. (একদম ঠিক। তদুপরি, ইংরেজী দক্ষতা ব্যতীত কেউই উচ্চতর পড়াশোনা পাওয়ার আশা করতে পারে না। )
Raju : Yes, it is only English that can help us to enter the storehouse of knowledge. (কারণ, উচ্চ শিক্ষার সমস্ত বই ইংরেজিতে লেখা হয়।)
Meena : Absolutely. But it is a matter of shame that most of the university graduates lack proper knowledge on English. (হ্যাঁ, কেবলমাত্র ইংরেজীই আমাদের জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করতে সহায়তা করতে পারে।)
Raju : Exactly, and as a result they are being deprived of getting good job and receiving handsome salary. (একেবারেই। তবে এটা লজ্জার বিষয় যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্নাতকই ইংরেজি বিষয়ে যথাযথ জ্ঞানের অভাব বোধ করেন।)
Meena : Right you are. A sound command over English is a prerequisite for good job and good salary. (তুমি ঠিক বলেছো। একটি ভাল চাকরি ও ভাল বেতনের পূর্বশর্ত হচ্ছে ভালো ইংরেজি জানা।)
Raju : Undoubtedly. In fact, the importance of learning this language cannot be described in words. We must study and practice English seriously. Thank you. (নিঃসন্দেহে। আসলে, এই ভাষা শেখার গুরুত্ব কথায় বর্ণিত হতে পারে না। আমাদের অবশ্যই ইংরেজি গুরুত্ব সহকারে অধ্যয়ন এবং অনুশীলন করা উচিত। ধন্যবাদ।)
Meena : You are most welcome. Good bye. (তোমাকে স্বাগতম, বিদায়।)
গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ
Importance – গুরুত্ব, Learning – শিখা, article – নিবন্ধ, essential – অপরিহার্য, every walk of life – জীবনের প্রতিটি পদচারণা, international language – আন্তর্জাতিক ভাষা, globalization – বিশ্বায়ন, role – ভূমিকা, plays – পালন করা, communication – যোগাযোগ, unfortunate – দুর্ভাগ্যজনক, neglecting – অবহেলা, lagging – পিছিয়ে, neighbours – প্রতিবেশী, disgraceful – অপমানজনক। situation – পরিস্থিতি, pace – গতি, modern world – আধুনিক বিশ্ব, international relations – আন্তর্জাতিক সম্পর্ক, trade – বাণিজ্য, affected – আক্রান্ত, efficiency – দক্ষতা, higher studies – উচ্চতর পড়াশোনা, storehouse of knowledge – জ্ঞানের ভাণ্ডার, matter of shame – লজ্জার বিষয়, graduates – স্নাতক, deprived – বঞ্চিত, salary – বেতন, prerequisite – পূর্বশর্ত, Undoubtedly – নিঃসন্দেহে, described – বর্ণিত।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে Dialogue বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post