ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ২ সেশন ৪ : রিতু সম্প্রতি একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করেছে, যেটি দিয়ে নিজের বাসায় থাকা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন- বাতি, পাখা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। এই সফটওয়্যারটি নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেডমার্কও করিয়েছে যেন এটিকে বাজারজাত করতে পারে।
একদিন বাবা বললেন, “তুমি যে সফটওয়্যার তৈরি এটা শুনে রিতু বেশ অবাক হয়ে বলল, “সফটওয়্যারটি কীভাবে চালাতে হবে সেটির নির্দেশনামালা তৈরি করেছি। কিন্তু ব্যবহারকারীর জন্য আবার কি নীতিমালা বানাব?
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ২ সেশন ৪
তখন বাবা বললেন, “দেখো আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি, তখন প্রথমেই কিছু নীতিমালা আমাদের প্রদর্শন করে। অর্থাৎ এ সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে সেটা আমাদের জানিয়ে দেয়। সেই নিয়মগুলো মানতে আমরা সম্মতি জানালে তখনই কেবল সফটওয়্যারটি ব্যবহার করা যায়।
নইলে যে কেউ তোমার তৈরি সফটওয়্যার ইচ্ছেমতো ব্যবহার করা শুরু করবে বা সেটা পুনরায় বাজারজাত করে দিতে পারে । আর এটা শুধু সফটওয়্যার নয়, যেকোনো বুদ্ধিবৃত্তিক সম্পদই ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে ব্যবহারের নীতিমালা তৈরি করা উচিত। তাহলে সেই সম্পদ কেউ অপব্যবহার করার সুযোগ পাবে না।
সব শুনে রিতু বুঝল তাকে এখন নিজের সফটওয়্যারের জন্যই এ রকম ব্যবহারের নীতিমালা তৈরি করতে হবে। উপরের গল্প থেকে আমরা যেটি বুঝলাম বুদ্ধিবৃত্তিক সম্পদ যারা ব্যবহার করবে, তাদের ব্যবহারের ক্ষেত্রে কী কী বাধানিষেধ থাকবে তা স্বত্বীধিকারীকে তৈরি করে নিতে হবে।
বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা
যেমন, ধরি একটি ওয়েবসাইটে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিভিন্ন সিনেমা দেখা যায়। এখন ওয়েবসাইট নির্মাতারা চান একজন তাদের ওয়েবসাইটে নিবন্ধন করলে শুধু একজনই যেন সকল কন্টেন্ট উপভোগ করেন।
অর্থাৎ একই ত্যাকাউন্ট দিয়ে যেন একাধিক মানুষ কন্টেন্ট উপভোগ না করেন। কেননা, এ রকম হলে তাদের আর্থিক ক্ষতি হবে, একই ত্যাকাউন্ট থেকে ১০০ জনও তাদের কন্ন্ট দেখতে পারে। এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মকে তাদের ব্যবহারকারীদের জন্য তৈরি নীতিমালায় যুক্ত করে দিতে হবে যে একটি ত্যাকাউন্ট থেকে কোনো অবস্থাতেই একাধিক ব্যবহারকারী কন্টেন্ট দেখতে পারবেন না।
ঠিক একইভাবে যেকোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষেত্রেই ব্যবহারকারীদের জন্য এরকম নীতিমালা তৈরি করতে হয়। আমরা এর আগের সেশনে বেশকিছু ট্রেডমার্ক সংক্রান্ত আইনি ঘটনা সম্পর্কে দলগত উপস্থাপনা করেছিলাম ।
১. বিভিন্ন মামলা সম্পর্কে যে ধারণা পেয়েছি, তার আলোকে আমরা কিছু নীতির কথা চিন্তা করি যেগুলো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের জন্য রাখা উচিত।
২. দলের সবাই মিলে আলোচনা করার পরে এবার যে নীতিগুলো আমাদের রাখা উচিত মনে হয়, সেগুলো নিচের ছকে লিখে ফেলি। লেখার সময়ে কোনো নীতিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য আর কোনোগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্য সেটিও টিক চিহ্ন দিয়ে উল্লেখ করি।
নীতিমালা (Terms and Conditions) কাকে বলে?
উত্তর: বুদ্ধিবৃত্তি সম্পদ ব্যবহারের কিছু নির্দেশনা রয়েছে। যেমন- উক্ত সম্পদ কীভাবে ব্যবহার করা যাবে, কোন কাজে ব্যবহার করা যাবে আর কোন কাজে ব্যবহার করা যাবে না; ইত্যাদি নিয়ম-কানুন সংবলিত নির্দেশনাকে নীতিমালা বলা হয়।
মূল বইয়ের অনুশীলনীর সমাধান
প্রস্তাবিত নীতি: ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি (মামলা-১)
- গান যেকেউ চাইলে গাইতে পারবে, শুনতে পারবে।
- বিশেষ সঙ্গীতানুষ্ঠান বা কনসার্টে উক্ত গান গাইতে পূর্বানুমতি নিতে হবে।
- অনলাইন মাধ্যমে মূল শিল্পীর গান হুবহু প্রকাশ করা যাবে না।
- কোনো বিয়ে, জন্মদিন বা পারিবারিক যেকোন অনুষ্ঠান গান ব্যবহার করা যাবে।
- কোন প্রতিষ্ঠান তাদের ব্যবসায় প্রচারণার উদ্দেশ্যে গান ব্যবহার করলে অবশ্যই পূর্বানুমতি নিতে হবে।
প্রস্তাবিত নীতি: ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি (মামলা-২)
- নিবন্ধিত কোম্পানির নাম অন্য কোন প্রতিষ্ঠান ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে না।
- উক্ত কোম্পানির লোগো টি-শার্ট বা ক্যাপে প্রিন্ট করে ব্যবহার করা যাবে।
- উক্ত কোম্পানির লোগো বা ছবি কোন দোকান বা প্রতিষ্ঠানে প্রদর্শন করা যাবে না।
৩. আমরা যে নীতিগুলো ভেবেছি, তার মধ্যে কিছু নিয়ম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন হবে। আবার একইভাবে কিছু নিয়ম বাণিজ্যিক ব্যবহারের সময়ে প্রয়োজন হবে। সেভাবেই আমরা চিহ্নিত করেছি। এবারে সবগুলো নিয়মগুলো সমন্বয় করে আমরা সামনে যে বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করে একটি আর্টিকেল তৈরি করি । আর্টিকেলের প্রধান অংশ নিচে উল্লেখ করি।
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ২ সেশন ৪ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post