ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৩ সেশন ৩ : আগের ক্লাসে আমরা জেনেছি কি করে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। আমরা হাতে লিখেও একটা প্রোফাইল তৈরি করেছিলাম । হাতে লিখে তৈরি করা প্রোফাইল বা ভার্চুয়াল প্রোফাইলের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও ভার্চুয়াল প্রোফাইল সবার কাছে উন্মুক্ত হয়ে যায়।
তাই আমাদের প্রতিটি বিষয় বিবেচনা করে আমাদের ভার্চুয়াল পরিচিতি সকলের নিকট উপস্থাপন করা উচিত। নিচে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস এর ভার্চুয়াল পরিচিতির তিনটি চিত্র দেওয়া হলো। একটি টুইটার, একটি লিংকডিন আরেকটি ফেইসবুক থেকে নেওয়া হয়েছে।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৩ সেশন ৩
টুইটার, লিংকডিন এবং ফেইসবুক এই সবগুলোই হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এর যে কোন একটি দেখে আমরা তুলনা করে নেব আমাদের হাতে লেখা পরিচিতির সঙ্গে এর মিল ও অমিল কী কী রয়েছে।
উপরের তথ্যগুলো বিবেচনা করে আমরাও তাহলে একটি প্রোফাইল বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিই। আমাদের বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা “কিশোর বাতায়ন” এর স্কিনশট ফর্মটিতে নিজেদের প্রোফাইল তৈরি করার কাজটি অনুশীলন করে নিই। এবার আমরা নিচের প্রশ্নের উত্তরগুলো দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি:
মূল বইয়ের অনুশীলনীর সমাধান
১. বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে?
উত্তর: বিল গেটসের (টুইটার) প্রোফাইলটি ২০০৯ সালের জুন মাসে খোলা হয়েছে।
২. বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করছে?
উত্তর: বিল গেটসের (টুইটার) প্রোফাইলটি ৬০.৩ মিলিয়ন ব্যক্তি অনুসরণ করছে।
৩. কি করে বুঝবো যে এটি তাঁর প্রকৃত প্রোফাইল বা পরিচিতি?
উত্তর: বিল গেটসের প্রোফাইলে তার নামের শেষে একটি ভ্যারিফাইড টিক চিহ্ন রয়েছে। এটিকে সোশ্যাল মিডিয়া ভ্যারিফাইড ব্লু টিকমার্ক বলে। এই চিহ্নটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে, এটিই তার প্রকৃত প্রোফাইল।
৪. এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে?
উত্তর: চিত্রে প্রদর্শিত প্রথম প্রোফাইলটি বিল গেটসের টুইটার প্রোফাইলের ছবিকে নির্দেশ করে। এছাড়াও লিংকডইন এবং ফেসবুকেও তার প্রোফাইল রয়েছে।
৫. মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কোন কোন প্রতিষ্ঠান রয়েছে?
উত্তর: মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আরো অনে প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে ৫টি উল্লেযোগ্য প্রতিষ্ঠান নিচে তুলে ধরা হল:
• Berkshire Hathaway (BRK.B)
• Canadian National Railway (CNI)
• Waste Management (WM)
• Caterpillar Inc. (CAT)
• Deere & Company (DE)
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৩ সেশন ৩ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post