ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৪ সেশন ২ : অপরাধ খুঁজে বের করব। চলো এবার কাজে নামা যাক- আমাদের আশপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুট লিখি- ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবারে ঘটেছে এবং কোনো না কোনোভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে বা নিরাপত্তা বিঘ্নিত করেছে।
এমন কিছু ঘটনা যা সাইবারে ঘটেছে এবং কোনো না কোনোভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্থ করেছে বা নিরাপত্তা বিঘ্নিত করেছে: (মুল বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠা)
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৪ সেশন ২
১. মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাত করেছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল এবং ইন্টারনেট
২. অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট
৩. সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করেছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট
৪. ফেসবুক পোস্টের কমেন্টে বাজে মন্তব্য করেছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল এবং ইন্টারনেট
৫. গুজব ছড়িয়েছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল এবং ইন্টারনেট
৬. ব্যবহারকারীর ছবি ব্যবহার করে ফেইক/নকল অ্যাকাউন্ট খুলেছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট
৭. ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করিয়েছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট
৮. তথ্য চুরি করে তা খারাপ কাজে ব্যবহার করেছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট
৯. মানহানিকর সংবাদ পরিবেশন করেছে।
যে মাধ্যমে ঘটেছে: কম্পিউটার এবং ইন্টারনেট
১০. অনলাইনে রাষ্ট্রবিরোধী কথা প্রচার করেছে।
যে মাধ্যমে ঘটেছে: মোবাইল এবং ইন্টারনেট
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৪ সেশন ২ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post