শিক্ষার্থীরা, কোর্সটিকার আজকের এই আলোচনায় তোমরা discipline composition with bangla meaning সম্পর্কে জানতে পারবে। এই রচনাটির নামের বাংলা অর্থ হচ্ছে, “নিয়মানুবর্তিতা”। এখানে সম্পূর্ণ রচনাটি বাংলায় অর্থসহ তোমাদের বোঝানো হয়েছে। পুরো রচনাটি তোমরা বাংলা অর্থসহ পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে।
discipline composition with bangla meaning
Discipline
Discipline means obedience to certain rules and regulations which are essential for the maintenance of law, order, justice and punishment. Man lives in a society. He is to live with others and obey discipline for maintaining peace in the society.
Everything within the universe is conducted by discipline. Breach of discipline brings downfall. If every man does as he likes, there will be chaos in the society. So, the importance of discipline is very great. We should follow discipline to be successful in the battle of life.
Discipline is very essential in the army. Everyone in the army has to lead a disciplined life. A small group of military is more capable to win a battle than a large group of military which suffers from lack of discipline.
Discipline is necessary in student life. By learning discipline, a student can be a successful citizen in future. The student who learn discipline from their early life can tackle any problem in his future life.
The institution that follows discipline runs well. But it fails when it is without discipline. A good institution follows rules and regulations strictly.
The planets move in discipline. As a result, there is no possibility of clash and conflict among them. Thus discipline can be learnt from the disciplined movement of the planets.
Discipline brings success for one who follows it. The great men of the world followed discipline strictly. They never did anything against rules and regulations. We should follow their life style to be successful in life.
Discipline is development. Discipline draws a sharp line of distinction between men and beasts. So, we should be careful of the importance of discipline in our life.
রচনাটির বাংলা অনুবাদ
বাংলা অনুবাদ : শৃঙ্খলা মানে আইন, শৃঙ্খলা, ন্যায়বিচার ও শাস্তির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কিছু বিধি-বিধানের আনুগত্য। মানুষ সমাজে বাস করে। তাকে অন্যের সাথে বসবাস করতে হবে এবং সমাজে শান্তি বজায় রাখার জন্য শৃঙ্খলা মেনে চলতে হবে।
মহাবিশ্বের মধ্যে সবকিছু শৃঙ্খলা দ্বারা পরিচালিত হয়। শৃঙ্খলা ভঙ্গ পতন ডেকে আনে। প্রতিটি মানুষ যদি তার পছন্দ মতো কাজ করে তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই, শৃঙ্খলার গুরুত্ব অনেক বেশি। জীবন যুদ্ধে সফল হতে হলে আমাদের উচিত শৃঙ্খলা মেনে চলা।
সেনাবাহিনীতে শৃঙ্খলা খুবই জরুরি। সেনাবাহিনীতে সবাইকে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। সামরিক বাহিনীর একটি ছোট দল শৃঙ্খলার অভাবে ভুগছে এমন সামরিক বাহিনীর একটি বড় দলের চেয়ে যুদ্ধে জয়ী হতে বেশি সক্ষম।
ছাত্রজীবনে শৃঙ্খলা আবশ্যক। শৃঙ্খলা শেখার মাধ্যমে একজন শিক্ষার্থী ভবিষ্যতে একজন সফল নাগরিক হতে পারে। যে শিক্ষার্থী প্রথম জীবন থেকে শৃঙ্খলা শেখে সে তার ভবিষ্যত জীবনে যেকোনো সমস্যা মোকাবেলা করতে পারে।
শৃঙ্খলা মেনে চলা প্রতিষ্ঠান ভালোই চলে। কিন্তু এটি ব্যর্থ হয় যখন এটি শৃঙ্খলা ছাড়া হয়। একটি ভাল প্রতিষ্ঠান নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করে।
গ্রহগুলো নিয়মানুবর্তিতায় চলে। ফলে তাদের মধ্যে সংঘর্ষ ও সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। এভাবে গ্রহের সুশৃঙ্খল গতিবিধি থেকে শৃঙ্খলা শেখা যায়।
শৃঙ্খলা যে এটি অনুসরণ করে তার জন্য সাফল্য নিয়ে আসে। পৃথিবীর মহাপুরুষেরা কঠোরভাবে অনুশাসন পালন করতেন। তারা কখনোই নিয়ম-নীতির বিরুদ্ধে কিছু করেনি। জীবনে সফল হতে আমাদের উচিত তাদের জীবনধারা অনুসরণ করা।
শৃঙ্খলাই উন্নয়ন। শৃঙ্খলা পুরুষ এবং পশুদের মধ্যে পার্থক্যের একটি তীক্ষ্ণ রেখা আঁকে। সুতরাং, আমাদের জীবনে শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে সতর্ক হওয়া উচিত।
►► আরো দেখো: বাংলা অর্থসহ সকল Composition PDF
শিক্ষার্থীরা, কোর্সটিকায় আমরা তোমাদের জন্য প্রতিটি ইংরেজি রচনা বাংলা অর্থসহ তৈরি করেছি। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে discipline composition with bangla meaning বাংলা অর্থসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post