আমরা বিশ্বাস করি, শিক্ষা সবার অধিকার। এই বিশ্বাস থেকেই Courstika শুরু করেছিল একটি ছোট প্রয়াস—বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ১০০% বিনামূল্যে পাঠ্য সহায়ক রিসোর্স তৈরি ও বিতরণ করা।
কোর্সটিকায় তুমি নিয়মিত পাচ্ছ:
✅ শ্রেণি ও বিষয়ভিত্তিক প্রশ্ন-উত্তর
✅ বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট
✅ সংক্ষিপ্ত নোটস ও গাইড
✅ ব্যাখ্যাসহ পাঠ বিশ্লেষণ
✅ এসএসসি ও এইচএসসি সহ JSC ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সকল কনটেন্ট—একদম বিনামূল্যে!
🤝 কেন অনুদান প্রয়োজন?
আমাদের এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে পরিচালিত। রিসোর্স তৈরিতে আমাদের সময়, শ্রম ও টেকনিক্যাল খরচ রয়েছে (যেমন: হোস্টিং, ডোমেইন, ডিজাইন, রিসার্চ ইত্যাদি)। আমরা চাই এই ফ্রি সেবা আরও বিস্তৃত হোক, আরও বেশি শিক্ষার্থী উপকৃত হোক—কিন্তু সেটা তোমাদের সাহায্য ছাড়া সম্ভব নয়।
🎁 তুমি কীভাবে সাহায্য করতে পার?
তোমার একটি ছোট অনুদানই আমাদের কাজকে আরও এগিয়ে নিতে বড় ভূমিকা রাখতে পারে। তুমি চাইলে bKash বা Nagad-এ আমাদের সাহায্য পাঠাতে পারো। তোমার সাধ্যমত ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যতটা সম্ভব।
bKash: 01718011740 (Send Money)
Nagad: 01718011740 (Send Money)
উপরের পার্সোনাল নাম্বারটিতে তোমার আন্তরিক অনুদান আমাদের পাঠালে আমরা আমাদের বিনামূল্যের সেবা আরও বিস্তৃত করতে পারব।
💖 শেষ কথায়
তোমার অনুদান শুধু টাকা নয়—এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের পেছনে তোমার একটি অবদান। আমাদের পাশে থাকো, যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি একটি উন্নততর শিক্ষার বাংলাদেশ।
ধন্যবাদ।
Discussion about this post