কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য Internet Download Manager বা IDM একটি পরিচিত নাম। এটি খুবই হালকা একটি সফটও্যার, যা আপনার ইন্টারনেট ডাউনলোড স্পীড অনেকগুণ বাড়িয়ে দেয়া। বলা হয়ে থাকে আপনার ইন্টারনেট স্পীডের সম্পূর্ণটাই ব্যবহার করতে পারে Internet Download Manager।
কিন্তু সমস্যা হচ্ছে আপনি এই সফটও্যারটির মূল্য পরিশোধ না করে ৩০ দিন অর্থাৎ এক মাস ব্যবহার করতে পারবেন। আর এই ৩০ দিন ট্রায়ালের মেয়াদ শেষ হলে আপনি এই সফটও্যারটি ব্যবহার করতে পারবেন না। এটি ব্যবহার করতে হলে তখন অবশ্যই আপনাকে এর মূল্য পরিশোধ করতে হবে।
►► আরো ডাউনলোড করুন: সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো ডাউনলোড করুন: BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: Download Recharge Your Down Battery
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free
IDM এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ট্রায়ালের পর এই সফটওয়্যারটির সিংগেল লাইসেন্সের জন্য আপনাকে বাৎসরিক ১১.৯৫ ডলার খরচ করতে হবে। IDM এর অন্যান্য প্ল্যানগুলো দেখতে ভিজিট করুন এখানে।
কিন্তু যাদের এই অর্থ খরচ করে IDM এর লাইসেন্স নেয়ার সামর্থ নেই কিংবা সামর্থ থাকলেও ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নেই তাদের জন্য সমস্যা হচ্ছে ৩০ দিন ব্যবহারের পরে এই সফটওয়্যারটি আর কাজ করবে না। ফলে এত সুন্দর ও প্রয়োজনীয় সফটওয়্যারটির উপকারীতা থেকে আপনি বঞ্চিত হবেন।
তবে সেই সমস্যার সমাধান নিয়ে আজ কোর্সটিকায় এই ব্লগটি লেখা। ৩০ দিন ট্রায়ালের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যারা এই সফটওয়্যারটি আর ব্যবহার করতে পারছেন না তারা খুব মনোযোগ দিয়ে এই ব্লগটি অনুসরণ করুন।
আমরা কোন প্রকার ক্র্যাক বা প্যাচের ঝামেলা না করে কিভাবে IDM এর ট্রায়াল মেয়াদ আরো বাড়ানো যায়, আজ তা শিখবো। আমরা মূলত বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করবো। এই সফটওয়্যারটি দিয়ে আমরা IDM এর ট্রায়াল মেয়াদ এক্সটেনড অর্থাৎ নিজের ইচ্ছে অনুযায়ী যেকোন সময় বাড়িয়ে নিতে পারবো। ফলে কখনোই আপনাকে আর ট্রায়াল শেষ হওয়ার ঝামেলায় পড়তে হবে না।
কিভাবে ট্রায়াল রিসেট করবেন?
প্রথমে নিচে দেয়া লিংক থেকে IDM Trial Reseter ডাউনলোড করে নিন। ট্রায়াল রিসেট করার প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনার IDM মূল সফটওয়্যারটি বন্ধ করে রাখুন। ডাউনলোড করা জিপ ফাইলের মধ্যে আপনি IDM Trial Reseter নামে একটি .exe ফাইল পাবেন। সেটি ওপেন করুন।
সফটওয়্যারটি ওপেন করলে প্রথমে Help ট্যাব দেখাবে। আপনি Trial reset অপশনে ক্লিক করুন। Trial reset অপশনে ক্লিক করার পরে Reset the IDM Trial Now অপশনে ক্লিক করুন। ক্লিক করার পূর্বে নিচে থাকা Automatically অপশনকে চেকমার্ক দিয়ে দিন।
এই প্রসেসটি সম্পন্ন করলে আপনার ট্রায়াল নতুন করে রিসেট হতে দেড় থেকে দুই মিনিটের মতো সময় নেবে। কিছু ক্ষেত্রে কম-বেশিও নিতে পারে। কিছুক্ষণ পরে আপনি নতুন একটি পপ-আপ বক্সে নতুন ট্রায়ালের মেয়াদ দেখাবে। যেখানে আপনি দেখতে পাবেন আপনাকে নতুন করে ৩০ দিনের ট্রায়াল মেয়াদ দেয়া হয়েছে।
পূর্বে Automatically অপশনে চেকমার্ক দেয়ার ফলে এখন থেকে প্রতি ৩০ দিন পরে ট্রায়ালের মেয়াদ শেষ হলে স্বয়ংক্রিয়াবে আপনার IDM এর ট্রায়াল রিসেট হবে। আর একন্তই না হয়, তাহলে একই পদ্ধতি অনুসরণ করে আপনি আবার আপনার ট্রায়ালের মেয়াদ বাড়াতে পারবেন। আর এভাবে যতদিন খুশি ফ্রিতেই IDM ব্যবহার করতে পারবেন।
►► আরো ডাউনলোড করুন: সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো ডাউনলোড করুন: BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: Download Recharge Your Down Battery
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free
ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে।
Discussion about this post