drug addiction paragraph
Drug Addiction – মাদকাসক্তি
Drug addiction means excessive attraction to illegal hard substance or drug such as heroin, cocaine, marijuana etc. is called drug addiction. Drug addiction is curse of modern civilization. It is now a global problem. Frustration, family conflict, rejection of love are the causes of this addiction.
When there is no hope left for the young people, they become addicted to drug. The drugs are very expensive. Young boys cannot afford to buy them. In order to arrange money, they have to commit many kinds of social crimes like hijacking, looting, plundering, killing etc.
Drug addiction has a terrible effect on human body. People feel drowsy and lose appetite. The poisonous effect of drug is dangerous. It may damage the brain and all internal functions of the body. The treatment of the drug addicts is expensive and difficult.
In Bangladesh the drug problem has become so acute. Thousands of families in cities, towns and even rural areas are directly or indirectly affected by it. Recently, Bangladesh is often used by the international drug smugglers as transit of transmission of drug from one country to another.
The remedy for drug addiction is not very easy. All concerned must create awareness at personal and family levels against the dangerous impact of drug addiction among the youth. When each and every person is sincere to drive this curse of drug addiction from the society, the human beings can get rid of it.
বাংলা অনুবাদ
মাদকাসক্তি মানে হেরোইন, কোকেন, মারিজুয়ানা প্রভৃতি অবৈধ শক্ত পদার্থ বা মাদকের প্রতি অতিরিক্ত আকর্ষণকে বোঝায়। মাদকাসক্তি আধুনিক সভ্যতার অভিশাপ। এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। হতাশা, পারিবারিক দ্বন্দ্ব, প্রেম প্রত্যাখ্যান এই আসক্তির কারণ। তরুণ-তরুণীদের যখন কোনো আশা-ভরসা অবশিষ্ট থাকে না, তখন তারা মাদকে আসক্ত হয়ে পড়ে।
ওষুধের দাম অনেক। অল্পবয়সী ছেলেরা এগুলো কেনার সামর্থ্য রাখে না। অর্থের ব্যবস্থা করার জন্য তাদের ছিনতাই, লুটপাট, লুণ্ঠন, হত্যা ইত্যাদি নানা ধরনের সামাজিক অপরাধ করতে হয়। মাদকাসক্তি মানবদেহে ভয়াবহ প্রভাব ফেলে। মানুষ তন্দ্রা অনুভব করে এবং ক্ষুধা হারায়। ওষুধের বিষাক্ত প্রভাব বিপজ্জনক।
এটি মস্তিষ্ক এবং শরীরের সমস্ত অভ্যন্তরীণ ক্রিয়াকলাপকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মাদকাসক্তদের চিকিৎসা ব্যয়বহুল ও কঠিন। বাংলাদেশে মাদক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। শহর, নগর এমনকি গ্রামাঞ্চলের হাজার হাজার পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীরা প্রায়ই বাংলাদেশকে এক দেশ থেকে অন্য দেশে মাদক পরিবহনের ট্রানজিট হিসেবে ব্যবহার করে। মাদকাসক্তির প্রতিকার খুব সহজ নয়। তরুণদের মধ্যে মাদকাসক্তির বিপজ্জনক প্রভাবের বিরুদ্ধে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে সংশ্লিষ্ট সকলকে। সমাজ থেকে মাদকাসক্তির এই অভিশাপ তাড়ানোর জন্য প্রতিটি মানুষ আন্তরিক হলেই মানুষ এর থেকে মুক্তি পেতে পারে।
গুরুত্বপূর্ণ শব্দের অর্থ
addiction – আসক্তি; excessive – অত্যধিক; attraction – আকর্ষণ; illegal – অবৈধ; substance – পদার্থ; curse – অভিশাপ; modern civilization – আধুনিক সভ্যতা; global problem – বিশ্বব্যাপী সমস্যা; frustration – হতাশা; family conflict – পারিবারিক দ্বন্দ্ব; rejection – প্রত্যাখ্যান; hope – আশা; expensive – ব্যয়বহুল; afford – সামর্থ্য; arrange – ব্যবস্থা করা; commit – সংঘঠিত করা; social crimes – সামাজিক অপরাধ; hijacking – হাইজ্যাকিং; looting – লুটপাট; plundering – লুণ্ঠন; killing – হত্যা; terrible – ভয়ানক; effect – প্রভাব; human body – মানুষের শরীর; drowsy – তন্দ্রাচ্ছন্ন; appetite – ক্ষুধা; poisonous – বিষাক্ত; dangerous – বিপজ্জনক; brain – মস্তিষ্ক; internal – অভ্যন্তরীণ; functions – কার্যক্রম; treatment – চিকিৎসা; difficult – কঠিন; acute – তীব্র; rural areas – গ্রামাঞ্চলে; smugglers – পাচারকারী; transit – ট্রানজিট; transmission – সংক্রমণ; concerned – উদ্বিগ্ন; awareness – সচেতনতা; impact – প্রভাব; sincere – আন্তরিক।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post