নবম ও দশম শ্রেণীর ইংরেজী প্রথম পত্রের নতুন সংযোজন Describing Graphs and Charts। যেটি কিনা তোমাদের একাদশ শ্রেণীতেও থাকবে। তোমরা অনেকই আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করেছো, Graphs and Charts লেখার সহজ কোন পদ্ধতি আছে কি না।
বা এমন কোন পদ্ধতি, যা অনুসরণ করলে তোমরা একটি Graphs and Charts থেকে সবগুলো Graphs and Charts লিখতে পারবে। তাই আজ কোর্সটিকায় আমরা দেখাবো এই গ্রাফ চার্টের সহজ কিছু নিয়ম। যা অনুসরণ করে তুমি খুব সহজেই একটি Graphs and Charts লিখতে সক্ষম হবে।
Question: The graph below shows the results of SSC exam of ABC Secondary School from 2008 to 2012. Describe the chart in 150 words. You should highlight and summaries the information given in the chart.
প্রথমেই প্রশ্ন দেখি এবং সেটি বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রশ্নটি বুঝে আমরা নিচের নিয়মগুলাে অনুসরণ করার চেষ্টা করবো।
প্রথম ধাপ : শুরুতেই আমরা গ্রাফের বিষয়বস্তু লিখবো।
প্রশ্নটি পড়ে খুব ভালোভাবে বুঝতে হবে গ্রাফে তোমাকে ঠিক কি লিখতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা দুইটি বাক্যে গ্রাফ বা চার্টের বিষয়ে নিচের Structure টি অনুসরণ করে সংক্ষেপে লিখবো।
In general, the graph shows (a gradual improvement/ a gradual decrease/ the percentage/ the number/ etc) of
উপরের প্রশ্নে বলা হয়েছে, The graph below shows the results of SSC exam of ABC Secondary School from 2008 to 2012। আমরা গ্রাফে দেখতে পাচ্ছি যে ক্রমাগত এসএসসি পরীক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি পাচ্ছে। এটিকে আমরা ক্রমাগত উন্নতি বা ( gradual improvement) হিসেবে বলতে পারি।
দ্বিতীয় ধাপ : এখানে আমরা গ্রাফের তথ্যগুলো ধারাবাহিক বর্ণনা করবো।
2008 সালের কলামে আমরা দেখি পাশের হার 60% ছিল এবং 2012 সালে তা বৃদ্ধি পেয়ে 92% হয়। তাই আমরা এভাবে লিখতে পারি: It is seen from the graph that the pass rate increased from 60% in 2008 to 92 % in 2012 (in 4 years) ।
একইভাবে GPA 5 এর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র 2011 সাল ছাড়া। তাই এই বাক্যটিকে আমরা এভাবে বর্ণনা করতে পারি: The graph also shows an increase of candidates who passed with a GPA 5 except in 2011।
এরপরে অন্যান্য বছরের পাশের হার এবং GPA 5 প্রাপ্তির হার তুলনামূলকভাবে বর্ণনা করবে। এজন্য বাক্যকে বিভিন্ন স্টাইল বা প্যার্টার্নে সজ্জিত করতে পারো।
তৃতীয় ধাপ : সবশেষে মন্তব্য লিখতে হবে।
গ্রাফের মূল অংশ লেখা শেষ হলে সবশেষে গ্রাফের তথ্যাবলী নিয়ে একটি মন্তব্য লিখতে হবে। যেমন: Overall, the graph illustrates that the SSC results of ABC Secondary School are improving steadily.
এভাবে গ্রাফের বৈশিষ্টের ওপর একটি মন্তব্য তৈরি করে তুমি তোমার গ্রাফের বর্ণনাকে আরো সুন্দর করে তুলতে পারো।
► ► আরো দেখো : JSC and SSC All Important Dialogue 2021
আমরা এতক্ষণ যে গ্রাফটি নিয়ে আলোচনা করলাম, তার সম্ভাব্য উত্তর কি হতে পারে, তা নিচে দেয়া হলো।
Answer: The graph shows the results of SSC examinations of ABC Secondary School from 2008 to 2012. In general. the graph shows a gradual improvement of the SSC candidate’s performance within this time. It is seen from the graph that the pass rate increased from 60% in 2008 to 92 % in 2012. The graph also shows an increase of candidates who passed with a GPA 5 except in 2011. In fact. the school had the lowest rate of GPA 5 holders in 2011, which was only 9%. The performances of the SSC candidates were almost similar in 2009 and 2010, with slightly better results in 2010. The school recorded the best results in 2012 when the pass rate went beyond the 90% mark. Moreover, a record of 32% candidates passed with a GPA 5 in this year. Overall, the graph illustrates that the SSC results of ABC Secondary School are improving steadily.
শিক্ষার্থীরা সকল বিষয়ের ওপর নোট ও সাজেশান্স পেতে কোর্সটিকার সাথে আপডেট থাকো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post