এইচএসসি শিক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। কোর্সটিকায় আজকে তোমাদের জন্য historic 7th march speech paragraph for hsc নিয়ে আলোচনা করা হবে। প্যারাগ্রাফটি তোমাদের কাছে সহজবোধ্য করে তোলার জন্য প্যারাগ্রাফটির প্রতিটি বাক্য বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে। সেই সাথে থাকছে প্যারাগ্রাফটিতে থাকা গুরুত্বপূর্ণ শব্দগুলোর বাংলা অর্থ।
এইচএসসি পরীক্ষায় কমন উপযোগী প্যারাগ্রাফ অনেকগুলোই রয়েছে। তার মধ্যে Historic 7th March Speech প্যারাগ্রাফটি অন্যতম। প্যারাগ্রাফটিকে সহজবোধ্য করে লেখা হয়েছে যাতে তোমরা সহজে প্যারাগ্রাফটি পড়ে বুঝতে পার।
historic 7th march speech paragraph for hsc
Historic 7th March Speech
On March 7, 1971, Bangabandhu Sheikh Mujibur Rahman delivered a famous speech that changed history. He spoke in front of 2 million people at Suhrawardy Udyan. This is called the historic 7th march speech in the history of Bangladesh. It was a big part of how Bangladesh became independent.
Bangabandhu’s words inspired Bengalis to fight for their freedom. Many people left their normal lives to join the war after hearing this speech. Even without weapons, they fought against the army and won. In the speech, Bangabandhu talked about how West Pakistan was treating East Pakistan badly.
This made Bengalis want to fight even more for their rights. UNESCO even recognized the importance of this speech. Bangabandhu told everyone to join the fight for freedom with everything they had. He said this fight was for their independence and liberation. So, it’s clear that his speech was a key part of Bangladesh becoming free.
প্যারাগ্রাফটির বাংলা অর্থ
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাস পাল্টে দেওয়া বিখ্যাত ভাষণ দেন। সোহরাওয়ার্দী উদ্যানে ২০ লাখ মানুষের সামনে বক্তব্য রাখেন তিনি। এটাকে বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বলা হয়। বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো তার একটা বড় অংশ ছিল এটি।
বঙ্গবন্ধুর বাণী বাঙালিকে স্বাধীনতার জন্য সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। এই ভাষণ শুনে অনেকেই স্বাভাবিক জীবন ছেড়ে যুদ্ধে যোগ দেন। এমনকি অস্ত্র ছাড়াই তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং জয়ী হয়েছে। বক্তৃতায় বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে কিভাবে খারাপ আচরণ করছে তা নিয়ে কথা বলেছেন।
এটি বাঙালিদেরকে তাদের অধিকারের জন্য লড়াই করতে আগ্রহী করে তোলে। এমনকি ইউনেস্কো এই ভাষণের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধু সবাইকে তাদের সবকিছু নিয়ে স্বাধীনতার লড়াইয়ে যোগ দিতে বলেছিলেন। তিনি বলেন, এই লড়াই তাদের স্বাধীনতা ও মুক্তির জন্য। সুতরাং, এটা স্পষ্ট যে তাঁর বক্তৃতা বাংলাদেশের স্বাধীন হওয়ার একটি মূল অংশ ছিল।
গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ
delivered – প্রদান করা, speech – উপদেশ, historic – ঐতিহাসিক, independent – স্বাধীন, inspired – অনুপ্রাণিত, freedom – স্বাধীনতা, fought – যুদ্ধ করা, against – বিরুদ্ধে, army – সেনা, treating – ব্যবহার, badly – খারাপভাবে, recognized – স্বীকৃতি দেওয়া, importance – গুরুত্ব, liberation – মুক্তি।
এইচএসসি শিক্ষার্থীদের জন্য historic 7th march speech paragraph for hsc প্যারাগ্রাফটি আলোচনা করা হয়েছে। প্যারাগ্রাফটি তোমরা যাতে সহজে বুঝতে পার তার জন্য প্যারাগ্রাফটির বাংলা অর্থ ও গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো লিখে দেওয়া হয়েছে। এই প্যারাগ্রাফটির ইংরেজী, বাংলা অর্থ ও গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলোসহ পিডিএফ পেতে চাইলে উপরে দেওয়া “Paragraph PDF” অপশন হতে পিডিএফটি ডাউনলোড করে নাও।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post