hsc অর্থনীতি সৃজনশীল প্রশ্ন ও উত্তর | উচ্চ মাধ্যমিকের মানবিক শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিষয়টির চাহিদা সবথেকে বেশি। কারণ, অর্থনীতিতে ভালো করতে পারলে অনার্সে অর্থনীতি বিষয়টি আরো সহজ হয়ে ওঠে। অনার্সে অর্থনীতি বিষয়টিকে মানবিক শাখার অন্যতম গুরুত্বপূর্ণ ও চাহিদা সম্পন্ন একটি বিষয় হিসেবে গণ্য করা হয়।
গত ৫ বছর পূর্বেও উচ্চ মাধ্যমিকে অর্থনীতি বিষয়টি সৃজনশীলের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু শিক্ষা পদ্ধতি পরিবর্তন হওয়ার ফলে অর্থনীতি থেকে এখন সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হয়। আর এ কারণে সৃজনশীলে যারা তুলনামূলক দুর্বল, অর্থনীতিতে তাদের জন্য ভালো ফলাফল করা কিছুটা কঠিন হয়ে পরে।
আজ কোর্সটিকায় আমরা উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের ওপর দুর্দান্ত ১০ টি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই প্রশ্নগুলো একদিকে যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে তোমাকে সাহায্য করবে প্রশ্নের ধরন বুঝতে। প্রশ্নগুলো আয়ত্বে আনতে মূল পাঠ্যবই পড়ার বিকল্প কিছুই নেই। তাই কোর্সটিকায় প্রকাশিত এই প্রশ্নগুলো সংগ্রহ করে অনুশীলন করো।
HSC অর্থনীতি সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা ৩ টি। প্রতিটি সমাজের মানুষকে এ সব সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় এ সব সমস্যার বিভিন্ন সমাধান রয়েছে। তবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়।
ক. দুষ্প্রাপ্যতা কী?
খ. সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন?
গ. উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা কি যথেষ্ট? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : মি. Y মাসিক ২০,০০০ টাকা আয় অবস্থায় ১০০ টাকা দামে ১ টি পণ্যের ৩ একক ক্রয় করেন। আয় স্থির থেকে দাম বেড়ে ২০০ টাকা হলে তিনি এ পণ্যের ২ একক ক্রয় করেন।
ক. চলক কী?
খ. ঋতু পরিবর্তন চাহিদাকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অংকন করো।
ঘ. উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নিরপূক চাহিদার স্থিতিস্থাপকতার প্রকৃতি বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ৩ : জিনাত একজন কৃষক। তিনি ২ বিঘা জমি চাষ করেন। ২০১০ সালে তিনি ১,০০০ টাকার শ্রম ও মূলধন নিয়োগ করে ৩০ মণ ধান উৎপাদন করেছিলেন। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে যথাক্রমে ২,০০০, ৩,০০০ ও ৪,০০০ টাকার শ্রম ও মূলধন ব্যবহার করে জিনাতের ধানের উৎপাদন হচ্ছে ৫০, ৬৫ ও ৭৫ মণ।
ক. উৎপাদন কী?
খ. স্বল্লকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান কি স্থির? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ভিত্তিতে মোট উৎপাদন রেখা অংকন করো।
ঘ. উদ্দীপকের প্রান্তিক উৎপাদন ক্রমহৃাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সংগতিপূর্ণ – আলোচনা করো ।
সৃজনশীল প্রশ্ন ৪ : তানিয়া তার বাবার সাথে বইয়ের দোকানে যায়। দোকান ঘুরে দেখে যে, সকল দোকানে দাম একই । এতে সে খুব আনন্দ পায়।
ক. অর্থনীতিতে বাজার কী?
খ. স্থানীয় বাজার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বাজারের ধরন ব্যাখ্যা করো।
ঘ. তানিয়ার আনন্দ বা ভালো লাগার কারণ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : রমিজ ও বশির একটি বৃহৎ নৌযানের শ্রমিক। রমিজ ইঞ্জিন রুমের দক্ষ শ্রমিক। উচ্চ শব্দ ও উচ্চ চাপের মধ্যে তার কাজ করতে হয়। তার মাসিক মজুরি বিশ হাজার টাকা। এছাড়া তার খাবার, পোশাক ও তার পরিবারের বাসস্থানও নৌযান কর্তৃপক্ষের নিকট থেকে পেয়ে থাকে। কিন্তু তার কাজের ধরনের কারণে একদিকে যেমন, স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি অপরদিকে ছুটি একেবারেই কম। অথচ বশির নৌযানের খাবার ঘরের দৈনিকভিত্তিক একজন অস্থায়ী কর্মচারী হওয়ায় কাজের দিনগুলোতে দৈনিক দু’শ টাকা মজুরি ও নিজের খাবার পেয়ে থাকে।
ক. শ্রমের চাহিদা কাকে বলে?
খ. দামদস্তর ঠিক রেখে আর্থিক মজুরি বাড়লে প্রকৃত মজুরিও বৃদ্ধি পায় – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত রমিজের প্রকৃত মজুরির ক্ষেত্রগুলো চিহ্নিত করো।
ঘ. রমিজ ও বশিরের আর্থিক মজুরির একটি চিত্র তুলনামূলক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : একটি দেশে অনেকগুলো তেল সমৃদ্ধ খনি আবিস্কৃত হওয়ায় বিদেশি তেল উত্তোলনকারী কিছু কোম্পানি চুক্তিবদ্ধ হয়ে তেল উত্তোলন শুরু করে। এ কার্যক্রমে সরকারি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানও যুক্ত হয়। এসব কাজে দেশি-বিদেশি প্রচুর লোক নিয়োজিত হওয়ায় মানুষের আয় বৃদ্ধি পায়। আবার ভবিষ্যৎ চিন্তা থেকে মানুষের সঞ্চয়ের আগ্রহও বৃদ্ধি পায়। দেশে ব্যাংক বিমাসহ নানা রকম আর্থিক প্রতিষ্ঠান বিকশিত হয়। কিন্তু তেল ছাড়া অন্যান্য উৎপাদন ক্ষেত্র সেভাবে বিকশিত না হওয়ায় ব্যাংকে অলস টাকা জমার পরিমাণ বাড়তে থাকে। অথচ জাতীয় উন্নয়ন পরিকল্পনায় দেশীয় কৃষি, শিল্প, ব্যবসায়-বাণিজ্যে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হলে এমনটি হতো না।
ক. মূলধন কাকে বলে?
খ. “চলতি মূলধনকে আবর্তিত মূলধনও বলা হয়’ – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত দেশে মূলধন গঠনের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক ক্ষেত্রগুলো আলোচনা করো।
ঘ. উক্ত দেশের সঞ্চয়কে মূলধনে রূপান্তরের উপায় নিয়ে তোমার মতামত উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : সৃষ্টিশীল ও পরিশ্রমী সুদান ব্যবসায়িক লক্ষ্যকে সামনে রেখে ব্যাংক থেকে ঋণ ও সরকারের কাছ থেকে একখণ্ড জমি লিজ নিয়ে সেখানে চুক্তিভিত্তিক ও দিনভিত্তিক কিছু কর্মচারী ও শ্রমিক নিয়োগের মাধ্যমে একটি শিল্প-কারখানা স্থাপন করে। পরবর্তীতে সুদানের বুদ্ধিমত্তা ও দুরদর্শিতা এবং কর্মের দৃঢ়তার কারণে পাঁচ বছরের মাথায় শিল্প প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে।
ক. এক-মালিকানা কারবার কাকে বলে?
খ. অংশীদারি কারবারে বিশ্বাস ও আস্থার অভাব হয় কেন?
গ. সুদানের কাজে উৎপাদনের কোন উপাদানের কার্যক্রম ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
ঘ. “কোন প্রতিষ্ঠানের সফলতা উক্ত উপাদানের ভূমিকার ওপর নির্ভরশীল” – উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব মুনিরুজ্জামান এর ছোট একখণ্ড জমির পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। এ সুযোগে তিনি উচ্চ দামে জমিটি বিক্রয় করে দূরবর্তী এলাকায় কম দামের জমি ক্রয় করে বসবাসের ব্যবস্থা করেন এবং বিভিন্ন ধরনের নয় একর জমি চাষাবাদের জন্য ভাড়া নেন। প্রথম তিন একর জমির মোট আয় ১২০০০ টাকা, দ্বিতীয় তিন একর জমির মোট আয় ৮,০০০ টাকা এবং তৃতীয় তিন একর জমির মোট আয় ৬,০০০ টাকা। প্রত্যেক প্রকার জমিতে ফসল চাষের মোট ব্যয় ৬,০০০ টাকা।
ক. নিম খাজনা কী?
খ. খাজনা ও দামের সম্পর্ক লিখ।
গ. উদ্দীপকে জনাব মুনিরুজ্জামানের জমি বিক্রয়ের আয়কে কোন ধরনের আয় বলা যায় তা যুক্তিসহ লিখ।
ঘ. উদ্দীপকের আলোকে রিকার্ডোর খাজনা তত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : একটি দেশের মোট ভোগ ব্যয় ৫০০ কোটি টাকা। মোট বিনিয়োগ ব্যয় ২০০ কোটি টাকা । মোট সরকারি ব্যয় ও সেবাকর্ম ক্রয়ের জন্য ৫০ কোটি টাকা। প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা এবং দেশের অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা।
ক. মোট জাতীয় আয় কাকে বলে?
খ. সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে মোট দেশ উৎপাদন (GDP) ও মোট জাতীয় উৎপাদন (GNP) বের করো ।
ঘ. উদ্দীপকে দেশে অবস্থানরত বিদেশিদের আয় যদি দ্বিগুণ হয় তাহলে মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় আয়ের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে কি? মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ১০ : X নামক দেশটি বাণিজ্যিক ব্যাংকগুলোর লাগামহীন ঋণ প্রদান কার্যক্রমের সম্প্রসারণের ফলে সাম্প্রতিককালে দ্রব্যমূল্যের ওপর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। ফলশ্রুতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তনের নীতি গ্রহণ করে।
ক. মুদ্রার চাহিদা কাকে বলে?
খ. অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্যের কীরূপ পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
গ. X টিকে মূদ্রাস্ফীতি সৃষ্টির পেছনে বাণিজ্যিক ব্যাংকই দায়ী – ব্যাখ্যা করো।
ঘ. উক্ত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রী ব্যাংকের গৃহিত নীতি দুটি কীভাবে কার্যকরী হবে বিশ্লেষণ করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলােড করতে নিচের লিংকে ক্লিক করো।
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১ : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ : ভোক্তা ও উৎপাদকের আচরণ
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : বাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৫ : শ্রমবাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৬ : মূলধন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৭ : সংগঠন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৮ : খাজনা
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৯ : সামগ্রিক আয় ও ব্যয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১০ : মুদ্রা ও ব্যাংক
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post