এই পোস্টের শেষে অর্থনীতি ১ম পত্র টেস্ট পেপার pdf ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন দেখে নাও। নিচের ডাউনলোড অপশন থেকে তোমরা অধ্যায়ভিত্তিকভাবে প্রতিটি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর পাবে।
অর্থনীতি ১ম পত্র টেস্ট পেপার pdf
১. মি. হক সাহেব নিজের কিছু টাকা মূলধন নিয়ে ঢাকায় একটি পোলট্রি শিল্প স্থাপন করেন। উৎপাদনের খরচ বেশি হওয়ার কারণে লাভ করতে পারছিলেন না। এমতাবস্থায় তিনি কাঁচামাল ও শ্রমের সহজল্যভতার কারণে শহর ছেড়ে গ্রামে তার ফার্মটি স্থানান্তর করেন। এতে গ্রামের কিছু বেকার লোকের কর্মসংস্থান হয় এবং তিনিও লাভবান হন।
ক. মূলধনের গতিশীলতা বলতে কী বুঝ?
খ. সঞ্চয় কীভাবে মূলধন গঠনকে প্রভাবিত করে?
গ. উদ্দীপকের মি. হক সাহেবের ক্ষেত্রে মূলধনের যেই গতিশীলতা হয়েছে তার কারণগুলো ব্যাখ্যা কর।
ঘ. অর্থনীতিতে উক্ত গতিশীলতার প্রভাব বিশ্লেষণ কর।
২. মো. ইজাজ ধান মাড়াইয়ের একটি মেশিন ক্রয় করেন। নিজের জমির ধান মাড়াইয়ের পাশাপাশি অন্যের জমির ধান মাড়াই করেও প্রতিবছর অনেক টাকা উপার্জন করেন।
ক. মূলধন কী?
খ. স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?
গ. উদ্দীপকে উল্লিখিত উপাদানের উপকরণটির বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উৎপাদনের উপকরণটির কার্যাবলি আলোচনা কর।
৩. কাজল, ব্যক্তিগত কিছু মূলধন নিয়ে একটি ওয়েলডিং মেশিন কারখানা প্রতিষ্ঠা করেন। কিছুদিন পর তার উৎপাদিত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা অনযায়ী দ্রব্যের যোগানের বৃদ্ধির প্রয়োজনে কারখানার আয়তন বড় করতে পলাশ ও জাকিরের সঙ্গে যুক্ত হয়ে কারখানাটির আকার বৃদ্ধি করেন। এতে দ্রব্য সরবরাহ বৃদ্ধি পায়।
ক. BRAC-এর পূর্ণরূপ লেখ।
খ. সংগঠনকে শিল্পের চালক বলা হয় কেন?
গ. কাজলের প্রতিষ্ঠিত কারখানাটির বৈশিষ্ট্য লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কাররবারসমূহের পার্থক্যের আলোকে কোনটি উন্ননের জন্য সহায়ক বলে তুমি মনে কর।
৪. জনাব ‘ঢ চাকুরি সূত্রে ‘অ’ দেশে বসবাস করেন। সেখানে সকল কিছু রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। অপরদিকে, তার বড় ভাই ‘ই’ দেশে বাস করেন যেখানে ব্যক্তি ভোগ ও উৎপাদন ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন নয়। কোন কোন ক্ষেত্রে দেশটির কর্তৃপক্ষ প্রভাব বিস্তার করে।
ক. উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে?
খ. ‘স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা’ – ধারণাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘অ’ দেশে যে অর্থব্যবস্থা বিদ্যমান তার নেতিবাচক দিকগুলো কী তা ব্যাখ্যা কর।
ঘ. ‘ই’ দেশের অর্থব্যবস্থা ‘অ’ দেশের অর্থব্যবস্থা অপেক্ষা কেন উত্তম? বিশ্লেষণ কর।
৫. মি. আকাশ ‘ঢ’ দেশের নাগরিক। সেখানে অনেক নাগরিক স্ব-উদ্যোগে বিভিন্ন শিল্প ইউনিট গড়ে তোলে স্বাধীনভাবে ব্যবসা করে। সরকারকে কর দেন এবং সরকার জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করেন। সরকার সরাসরি উৎপাদনে অংশগ্রহণ করে না।
ক. নির্দেশকমূলক অর্থব্যবস্থা কাকে বলে?
খ. ‘অভাবের শেষ নেই’ – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ‘ঢ’ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থা এক অদৃশ্য হস্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে – তোমার যুক্তি দাও।
৬. হোটেল ব্যবসায়ী জনাব কাশেম পিয়াজের দাম ৩০ টাকা হতে ৯০ টাকা হওয়ায় পিয়াজ ক্রয় ৫০ কেজি হতে ২০ কেজিতে হ্রাস করেন এবং অনির্দিষ্টকালের জন্য সমুচা তৈরি বন্ধ ঘোষণা করেন। কিন্তু পিয়াজ উৎপাদনকারী ফিরোজ দাম বৃদ্ধির সাথে সাথে ৫০ কেজির স্থলে ৮০ কেজি পিয়াজ বিক্রয়ের জন্য বাজারে নিয়ে আসেন।
ক. নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের একটি চাহিদা অপেক্ষক লেখ।
খ. স্বর্ণের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন- ব্যাখ্যা কর।
গ. জনাব কাশেমের কর্মকাণ্ড অর্থনীতির কোন গুরুত্বপূর্ণ বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ – ব্যাখ্যা কর।
ঘ. জনাব ফিরোজের কর্মকাণ্ড কে কি একই বিধিকে সমর্থন করে বিশ্লেষণ কর।
৭. ফারহানা ও আয়েশা দুই বোন। ফারহানা একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ১,০০,০০০ টাকা বেতনে কর্মরত। তিনি বেতন ছাড়া অন্য কোনো ধরনের ভাতা পান না। অন্যদিকে আয়েশা একটি আইটি ফার্মে ৫০,০০০ টাকা মাসিক বেতনে কাজ করেন। তিনি বসবাসের জন্য একটি বাড়ি বিনা ভাড়ায় পেয়েছেন। তাছাড়া প্রতিবছরে ৭ দিনের প্রতিষ্ঠানের খরচে বৈদেশিক ভ্রমণের সুযোগ পান।
ক. শ্রমিক সংঘ কী?
খ. মজুরি শ্রমের চাহিদাকে কীভাবে প্রভাবিত করে?
গ. উদ্দীপকের আলোকে আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় কর।
ঘ. ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে কার মজুরি বেশি বলে তোমার মনে হয়? উদ্দীপকের আলোকে তুমি যুক্তি দেখাও।
৮. মিসেস ‘জ’ ২০১২ সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তৎকালীন সময়ে ব্যাংকের সুদের হার বেশি থাকায় তিনি সঞ্চয় করেন। তিনি ২০১৭ সালে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করে ‘খ’ নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১৮ সালে তার মোট মূলধন দাঁড়ায় ২৭ লক্ষ টাকা। উক্ত সময়ে প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ২ লক্ষ টাকা।
ক. মূলধনের গতিশীলতা কাকে বলে?
খ. চলতি মূলধন ও স্থায়ী মূলধনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
গ. মিসেস ‘জ’ এর নিট মূলধন গঠনের হার নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের বর্ণিত উপায় ব্যতীত আর কী কী উপায়ে মূলধন গঠন করা যায়? ব্যাখ্যা কর।
৯. বিদেশে লেখাপড়া শিখে রাসেল বাংলাদেশে এসে SMART TEX নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানা স্থাপন করে আজ বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ এক ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে। অথচ দেশে তার বন্ধু সুমন অনেক মেধাবী হওয়া সত্ত্বেও এখানে উচ্চতর ডিগ্রি নিয়ে সরকারের নিজস্ব মালিকানা ও পরিচালনায় পরিচালিত প্রতিষ্ঠানে চাকুরি করে বিলাসহীন জীবনযাপন করেছেন।
ক. যৌথমূলধনী কারবার কী?
খ. অংশীদারি কারবারে শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি কীরূপ?
গ. রাসেল এর প্রতিষ্ঠানের ৩টি গুণ লেখ।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে কোনটির স্থায়িত্ব অধিক এবং কেন? মতামত দাও।
১০. রাজন শিক্ষা বৃত্তি নিয়ে ‘ক’ দেশে গিয়ে লক্ষ করেন, সেখানে উৎপাদনের সকল উপকরণ রাষ্ট্রের মালিকানাধীন। সেখানে মুনাফা অর্জনের পরিবর্তে জনকল্যাণ সাধনের জন্য উৎপাদন করা হয়। ভোক্তাদের স্বাধীনতা নেই। তবে সামাজিক নিরাপত্তা আছে। দেশটির যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন।
ক. উৎপাদন সম্ভাবনা রেখা কী?
খ. অর্থনৈতিক সমস্যা কেন সৃষ্টি হয়?
গ. উদ্দীপকের আলোকে ‘ক’ দেশের অর্থব্যবস্থার বিবরণ দাও।
ঘ. ‘ক’ দেশের কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কীভাবে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে তা বিশ্লেষণ কর।
১১. সেলিম একটি বিশেষ দ্রব্যের উৎপাদন কৌশল সম্পর্কে জানেন যে, দ্রব্যের কোনো নিকট বিকল্প নেই। তিনি এককভাবে দ্রব্যটি উৎপাদন ও বিক্রয় করে থাকেন। এ বাজারে কোনো ফার্ম প্রবেশ করতে পারে না। তিনি প্রচুর মুনাফাও অর্জন করেছেন।
ক. বাজার কী?
খ. একচোটিয়া কারবারি কী একই সাথে দাম ও পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে?
গ. উদ্দীপকে বর্ণিত বিভিনড়ব দ্রব্যের বাজারের পরিচয় দাও।
ঘ. উদ্দীপকে বর্ণিত বাজারের অস্বাভাবিক মুনাফাসহ ভারসাম্য ব্যাখ্যা কর।
১২. ক, খ ও গ তিন জনে চুক্তিবদ্ধ হয় একটি কারবার প্রতিষ্ঠা করেন। তিনজনের মালিকানার অংশও সমান নয়। মূলধন স্বল্পতার কারণে তারা লাভবান হচ্ছে না। সাংগঠনিক কাঠামোর জন্য তারা শেয়ারও বিক্রি করতে পারছেন না। অথচ পাশের ‘এ্যাপেক্স লিমিটেড কোম্পানি’ প্রতিষ্ঠানে শেয়ার বিক্রি মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করেছে।
ক. যৌথ মূলধনী কারবারের সংজ্ঞা দাও।
খ. আধুনিক উৎপাদন ব্যবস্থায় উদ্যোক্তাকে কারবারের প্রাণ বলা হয় কেন?
গ. উদ্দীপকে তিনজনের প্রতিষ্ঠানটি কোন ধরনের এবং তার বৈশিষ্ট্যগুলো লিখ।
ঘ. ক, খ ও গ এর প্রতিষ্ঠানকে উদ্দীপকের দ্বিতীয় প্রতিষ্ঠানের মতো রূপান্তর করা যায় কী এবং কিভাবে?
১৩. বকুল মিয়া একজন লোক স্ত্রী-সন্তানসহ তার ছয় জনের পরিবার। পরিবারে সে একাই উপার্জনশীল ব্যক্তি। পরিবারের প্রয়োজন মেটাতে সে কখনো অন্যের জমিতে কাজ করে, কখনোও বাজারে মালামাল বহন করে আবার কখনও কারখানায় কাজ করে। এসব কাজের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে কোনোভাবে সে তার পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটায়।
ক. শ্রমের চাহিদা কী?
খ. আর্থিক মজুরি বলতে কী বোঝায়?
গ. বকুল মিয়ার কাজ করার বিষয়টি অর্থনীতির আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিষয়টির বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
১৪. সুমন উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে ‘ক’ দেশে যায়। সেখানে সে পড়াশোনার পাশাপাশি একটি কারখানায় খণ্ডকালীন চাকরি পায়। তার মালিককে কারখানাটি স্থাপনের জন্য সরকারের অনুমতির প্রয়োজন হয়নি এখানে সে তার প্রয়োজন অনুযায়ী যেকোনো দ্রব্য ভোগ করতে পারে।
ক. অর্থনৈতিক ব্যবস্থা কী?
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. ‘ক’ দেশে কোন অর্থব্যবস্থা প্রচলিত? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. তুমি কী মনে কর, ‘ক’ দেশের ভোক্তারা পূর্ণ স্বাধীনতা ভোগ করে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
১৫. হামিদ তার দশ বন্ধুকে নিয়ে স্বেচ্ছায় সমানাধিকারের ভিত্তিতে একটি মৎস্য খামার গড়ে তোলে। কিন্তু মূলধনের স্বল্পতা, অদক্ষ পরিচালনা ও মতবিরোধের জন্য তাদের খামারে আশানুরূপ মুনাফা অর্জিত হয়নি। অপরদিকে মিরাজ ও মৃন্ময় চুক্তির ভিত্তিতে পরস্পরের ওপর বিশ্বাস ও অসীম দায়দায়িত্ব নিয়ে একটি ছোট্ট কারখানা গড়ে তোলে। এতে যে মুনাফা অজিত হয় তা চুক্তি অনুসারে বণ্টিত হয়।
ক. ফার্ম কী?
খ. “এনজিও ঋণের সুবিধার সাথে অসুবিধাও কম নয়”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে মৎস্য খামারের ধরন ও তার বৈশিষ্ট্যসহ বর্ণনা কর।
ঘ. উপর্যুক্ত দুই কারবারের মধ্যে তুলনা করে কোন কারবারের প্রতি বেশি গুরুত্ব দেওয়া দরকার? সে প্রসঙ্গে তোমার মতামত দাও।
১৬. মোঃ বেলাল হোসেন লেখাপড়া শেষ করে চাকরি করে কমলা চাষ করার সিদ্ধান্ত নিলেন। তিনি ৫ একক জমিতে প্রম বৎসর ১০ হাজার টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ১০০ কেজি কমলা উৎপাদন করেন কমলা উৎপাদন লাভজনক হওয়ার পরর্বতী ৪ বৎসর যথাক্রমে ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ৪০ হাজার টাকা ও ৫০ হাজার টাকার শ্রম ও মূলধন বিনিয়োগ করে ১৮০ কেজি, ২৪০ কেজি, ৩০০ কেজি কমলা উৎপাদন করেন এতে তিনি স্বাবলম্বী হন।
ক. অর্থনীতিতে উৎপাদন কাকে বলে?
খ. শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?
গ. উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উৎপাদনের কোন বিধিটি কার্যকর বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১৭. বাংলাদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, বিদ্যুৎ যোগাযোগ ও অবকাঠামো ইত্যাদি মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি খাত প্রধান ভূমিকা পালন করে থাকে। এসব ক্ষেত্রে NGO গুলোর ঋণের সুদের হারও অনেক বেশি। সমবায় প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়মকানুন মেনে চললে, মতবিরোধ পরিহার
করলে এবং ব্যক্তিস্বার্থের বদলে সমষ্টিগত স্বার্থ বিবেচনা করলে সাধারণ মানুষের অনেক উপকার করতে পারত। তবে দুর্নীতি কমিয়ে আনতে পারলে সরকারি খাতই আমাদের দেশকে এগিয়ে নিতে পারত।
ক. সংগঠন কী?
খ. ‘‘উদ্যোক্তাই সংগঠনের অন্যতম চালিকাশক্তি’’- ব্যাখ্যা দাও।
গ. ‘‘বাংলাদেশের অর্থনৈতিক উনড়বয়নে সরকারি খাতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ’’ – উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কীভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশ এগিয়ে যেতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও।
১৮. অ দেশের নাগরিক মি. কলিন্স স্বউদ্যোগে উৎপাদন ও ব্যবসায় পরিচালনা করছেন। সেদেশে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সব খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। ব্যবসায়ের প্রয়োজনে তিনি অন্য একটি দেশ ই তে গিয়ে সেদেশের অর্থনীতির উল্টো চিত্র অবলোকন করলেন। ই দেশে উৎপাদন, ভোগ বণ্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়।
ক. ব্যষ্টিক অর্থনীতি কি?
খ. নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কী?
গ. অ দেশের অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর তিনটি বৈশিষ্ট্য লেখ।
ঘ. শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে অ ও ই দুদেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনা কর।
১৯. মিসেস ‘‘ণ’’ একজন নারী উদ্যোক্তা। তিনি ক্ষুদ্র ঋণ কর্মসূচির উপর একাধিক প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ২ লক্ষ টাকা বিনিয়োগ করে ‘‘বাঁচতে দাও’’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাঁচ বছর পর তার প্রতিষ্ঠানের আয় দাঁড়ায় ৭ লক্ষ টাকা। এরপর তিনি সরকার ও বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছ থেকে আরো ৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন।
ক. নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়?
খ. মূলধনের গতিশীলতা কীভাবে সৃষ্টি হয়?
গ. কীভাবে মূলধন গঠিত হয়?
ঘ. দাতাগোষ্ঠী ও সরকার যদি মিসেস ‘‘ণ’’ কে ঋণ না দিত তাহলেও তার মূলধন গঠন অব্যাহত থাকত – বুঝিয়ে লেখ।
২০. ফারহানা ও আয়েশা দুই বোন। ফারহানা একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ১,০০,০০০ টাকা বেতনে কর্মরত। তিনি বেতন ছাড়া অন্য কোন ধরনের ভাতা পান না। অন্যদিকে আয়েশা একটি আইটি ফার্মে ৫০,০০০ টাকা মাসিক বেতনে কাজ করেন। তিনি বসবাসের জন্য একটি বাড়ি বিনা ভাড়ায় পেয়েছেন। তাছাড়া প্রতি বছরে ৭ দিনের প্রতিষ্ঠানের খরচে বৈদেশিক ভ্রমণের সুযোগ পান।
ক. শ্রমিক সংঘ কী?
খ. মজুরি শ্রমের চাহিদাকে কীভাবে প্রভাবিত করে?
গ. উদ্দীপকের আলোকে আয়েশার প্রকৃত মজুরি নির্ণয় কর।
ঘ. ফারহানা ও আয়েশার মজুরির মধ্যে কার মজুরি বেশি বলে তোমার মনে হয়? উদ্দীপকের আলোকে তুমি যুক্তি দেখাও।
২১. সম্প্রতি রসুলগঞ্জ গ্রামে পলিসঞ্চয় ব্যাংকের একটি শাখা স্থাপিত হয়েছে। গ্রামটি একেবারে ছোট নয়। গ্রামের অধিকাংশ লোক প্রান্তিক চাষি ও মৎস্যজীবী। উক্ত ব্যাংকের তরুণ কর্মীরা গ্রামবাসীদের তাদের ভবিষ্যৎ দূরদৃষ্টি, সঞ্চয়ের উপকারিতা, জীবযাত্রার মানেড়বানড়বয়নে, বেকারত্ব দূরের উপায়, সম্পদের সদ্ব্যবহার প্রভৃতি সম্পর্কে বোঝাতে লাগলেন। কিছুদিনের মধ্যে দেখা গেল উক্ত গ্রামের পুরুষ মহিলারা তাদের স্বল্প সঞ্চয় ব্যাংকে জমাতে শুরু করেছেন। অল্পদিনের মধ্যে উক্ত ব্যাংক ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু হয়ে যায়।
ক. মূলধনের গতিশীলতা বলতে কী বোঝ?
খ. ‘মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্টি’ – ব্যাখ্যা কর।
গ. বাংলাদেশের মতো উনড়বয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।
ঘ. কী কী বিষয়ের উপর ভিত্তি করে মূলধন গঠিত হয়, তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
২২. ‘ক’ ফার্মাসিউটিক্যালস জনগণের নিকট হতে মূলধন সংগ্রহ করে কোম্পানির আয়তন বৃদ্ধি করে এবং শেয়ারহোল্ডারদেরকে বার্ষিক লভ্যাংশ প্রদান করে। কিন্তু ‘খ’ কারবারটির উদ্যোক্তা, মালিক একজন এবং মুনাফার মালিকও তিনি একা।
ক. সংগঠন বলতে কী বোঝ?
খ. যৌথ মূলধনী কারবার দীর্ঘস্থায়ী হয় কেন?
গ. ‘ক’ প্রতিষ্ঠানটি কী ধরনের কারবার? ব্যাখ্যা কর।
ঘ. ‘ক’ ও ‘খ কোম্পানির মধ্যে কোনটি কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে অধিক ভূমিকা রাখবে? তোমার মতামত দাও।
২৩. মি. আকাশ ‘ঢ’ দেশের নাগরিক। সেখানে অনেক নাগরিক স্ব-উদ্যোগে বিভিন্ন শিল্প ইউনিট গড়ে তোলে স্বাধীনভাবে ব্যবসায় করে। সরকারকে কর দেন এবং সরকার জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করেন। সরকার সরাসরি উৎপাদনে অংশগ্রহণ করে না।
ক. নির্দেশকমূলক অর্থব্যবস্থা কাকে বলে?
খ. ‘অভাবের শেষ নেই’ – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উলিখিত ‘ঢ’ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উলিখিত অর্থব্যবস্থা এক অদৃশ্য হস্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে- তোমার যুক্তি দাও।
২৪. রাজেনা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। এ কাজে কোনো অভিজ্ঞতা না থাকায় তার মাসিক বেতন মাত্র ৪,০০০ টাকা। বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই বিধায় বাধ্য হয়ে সে এ কাজ করছে। তাছাড়া এখানে কাজের অনুকূল পরিবেশ নেই বলে শ্রমিকদের দক্ষতাও কম। অথচ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গার্মেন্টস একটি গুরুত্বপূর্ণ খাত। তাই এ খাতের উনড়বয়নের জন্য মজুরি বৃদ্ধি, চাকরির শর্ত উন্নয়ন,
শ্রমিকদের শিক্ষা ও প্রশিক্ষণ দান এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা অতীব জরুরি।
ক. শ্রম কী?
খ. শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎমুখি হয়? ব্যাখ্যা কর।
গ. গার্মেন্টসের কাজে রাজেনার অনাগ্রহের কারণ উদ্দীপকের আলোকে নিরূপণ কর।
ঘ. বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায়? উদ্দীপকের আলোকে বিশেষণ কর।
এই লিংক থেকে অর্থনীতি ১ম পত্র টেস্ট পেপার pdf অধ্যায়ভিত্তিক সৃজনশীর প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীরা অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার পাবে কোর্সটিকায়। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post