HSC অর্থনীতি ২য় পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
HSC অর্থনীতি ২য় পত্র মডেল টেস্ট
১. রনির তিন ভাই। তার অন্যান্য ভাইয়েরা ধান উৎপাদনে নিয়োজিত। কিন্তু তিনি মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও বনায়নের কাজ করেন। এতে তার আয় রোজগারও ভালো হয়।
ক. সেচ কী?
খ. কৃষি খামার বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রনি যে কাজ করে, দেশের অর্থনীতিতে তার অবদান ব্যাখ্যা কর।
ঘ. “রনির ভাইয়েরা যে কাজ করে তা কৃষি উৎপাদনে সর্বোচ্চ”- মূল্যায়ন কর।
২. জমি ও আয়নাল দুজনই কৃষক। তবে তাদের চাষাবাদের প্রকৃতি ও ফসলের ব্যবহারে ভিন্নতা আছে। জসিম জমি চাষ করে শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণ করতে পারে; কিন্তু আয়নাল পারিবারিক চাহিদা পূরণের পরেও উৎপাদিত ফসলের বেশির ভাগই বিক্রি করে দেয়। ফলে আয়নাল ধীরে ধীরে উন্নতি লাভ করতে থাকে।
ক. কৃষি কী?
খ. মৌমাছি পালন কৃষিকাজ কেন?
গ. জসিম যে ধরনের চাষাবাদ করে তার বৈশিষ্ট্যসমূহ লেখ।
ঘ. আয়নালের চাষাবাদ পদ্ধতি জসিমের চেয়ে উন্নততর ব্যাখ্যা কর।
৩. অর্থনীতির শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম ক্লাসে বললেন যে, বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক অবস্থার সাথে মিল রেখে এমন শিল্প স্থাপন করা প্রয়োজন যেখানে স্বল্প মূলধন বিনিয়োগ, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, নিজস্ব গৃহে উৎপাদন এবং পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
ক. সংরক্ষিত শিল্প কী?
খ. শিল্পায়নের মাধ্যমে কৃষির আধুনিকায়ন কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ধরনের শিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লিখিত শিল্পের ভূমিকা ব্যাখ্যা কর।
৪. সাদেক ২০১২ সালে পরিবারের সদস্যদের নিয়ে ৫ লক্ষ টাকা দিয়ে একটি শিল্প গড়ে তোলে। ২০১৫ সালে তার পুঁজির পরিমাণ ৫০ লক্ষ টাকা হয় এবং শ্রমিকের সংখ্যা হয় ২০ জন। ২০২০ সালে তার শিল্প প্রতিষ্ঠানে পুঁজি বেড়ে হয় ১০ কোটি এবং শ্রমিক বেড়ে দাঁড়ায় ৯০ জনে।
ক. শিল্প কী?
খ. সরকার পলিখিন ব্যবহার রোধ করতে ব্যবস্থা নিচ্ছেন কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ২০১২, ২০১৫ এবং ২০২০ সালে সাদেকের সালের সাথে শিল্পসমূহকে সংজ্ঞায়িত কর।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ২০২০ সামঞ্জস্যপূর্ণ শিল্পের অবদান ব্যাখ্যা কর।
৫. ‘ঢ’ একটি উন্নয়নশীল ছোট জনবহুল দেশ। এখানে জনসংখ্যা ১৬ কোটির ঊর্ধ্বে, জন্মহার ২৩.৯ ও মৃত্যুহার ১০.২। জন্মহার ও মৃত্যুারের এ অসম ব্যবধান দেশটির উন্নয়নের পথে অন্যতম বাধা। দেশটির সরকার এ সমস্যা সমাধানে শিক্ষা বিস্তার, পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
ক. জন্মহার কী?
খ. নারী উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তথ্য অবলম্বনে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে জনসংখ্যার সমস্যা সমাধানে তুমি আর কী কী পদক্ষেপের সুপারিশ কর। ব্যাখ্যা কর।
৬. যে সকল দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক, জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি, সে সকল দেশে জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নকে ব্যাহত করে। অতিরিক্ত জনসংখ্যার কারণে খাদ্য ও বাসস্থানের যোগান দিতে ভূমির ওপর চাপ পড়ে, শিশুরা অপুষ্টির শিকার হয়।
ক. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
খ. নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারে?
গ. উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে আলোচিত সমস্যা সমাধানের উপায় নিরূপণ কর।
৭. শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহন ও যোগাযোগ বাবদ ব্যয় এবং দুষ্প ও বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির কারণে বাংলাদেশ সরকারের সামগ্রিক ব্যয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব ব্যয় নির্বাহের জন্য সরকার একদিকে দেশের অভ্যন্তরে জনগণ, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে। অন্যদিকে বিদেশি বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র থেকেও ঋণ গ্রহণ করছে।
ক. পরোক্ষ কর কী?
খ. সরকার আয় করে কেন?
গ. উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে সরকারি ঋণের উৎস দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
৮. ২০১৬ সালে কোনো একটি দ্রব্যের প্রতি এককের দাম ছিল ৫০০ টাকা। জনসংখ্যা বৃদ্ধি, ক্রয়ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি কারণে ওই দ্রব্যের দাম ২০১৮ সালে বেড়ে হয় ৮০০ টাকা।
ক. মৃদু মুদ্রাস্ফীতি কাকে বলে?
খ. ঋণদাতার ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কী?
গ. উদ্দীপকের তথ্য থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর।
ঘ. পূর্বের ১০০ টাকার দ্রব্য কিনতে ২০১৮ সালে কত টাকা লাগবে নির্ণীত মুদ্রাস্ফীতির হারের ভিত্তিতে ব্যাখ্যা কর।
৯. ‘ঢ’ দেশে ১৯৯৮ সালে ভোক্তার মূল্যসূচক ছিল ১১৫ এবং ১৯৯৯ সালে ভোক্তার মূল্যসূচক বেড়ে ১৫০ হয়। দেশটির সরকার এ সমস্যা মোকাবিলায় অর্থের যোগান হ্রাস, প্রত্যক্ষ করের হার বৃদ্ধি, ব্যাংক হার বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করে।
ক. রপ্তানিমুখী শিল্প কাকে বলে?
খ. ‘মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর জন্য সুফল হয়ে আনে।’- ব্যাখ্যা কর।
গ. ‘ঢ’ দেশে ১৯৯৯ সালে মুদ্রাস্ফীতির হার কত ছিল?
ঘ. ‘ঢ’ দেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর যথার্থতা বিশ্লেষণ কর।
১০. লিটন যশোর থেকে শাকসবজি ক্রয় করে ঢাকার স্থানীয় বাজারে বিক্রয় করে এবং ঢাকা থেকে কাপড় কিনে যশোরে বিক্রি করে। অপরদিকে, লিটনের বন্ধু মিলন শাকসবজি ও হিমায়িত মাছ সৌদি। আরবে বিক্রি করে এবং ভারত থেকে পেঁয়াজ-রসুন আমদানি করে।
ক. বিশ্বায়ন কী?
খ. বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে লিটনের বাণিজ্যকে কোন ধরনের বাণিজ্য বলা হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে লিটনের ব্যবসায়ের সাথে মিলনের ব্যবসার তুলনামূলক বিশ্লেষণ কর।
১১. খুলনার মৎস্যজীবী নজরুল সাহেব দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ করেন। তিনি চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন।
ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী?
খ. আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?
গ. নজরুল সাহেবের উৎপাদিত চিংড়ি মাছ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে- ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চিংড়ি চাষ কী ভূমিকা রাখছে বলে তুমি মনে কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি অর্থনীতি ২য় পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post