HSC অর্থনীতি ২য় পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
HSC অর্থনীতি ২য় পত্র mcq মডেল টেস্ট
১. বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কোনটি?
ক. শিল্প
খ. কৃষি
গ. সেবা
ঘ. বাণিজ্য
২. বাংলাদেশে কৃষির বৃহত্তম উপখাত কোনটি?
ক. শস্য
খ. বনজ সম্পদ
গ. পশুসম্পদ
ঘ. মৎস্য
৩. উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৪. আয়তনের ভিত্তিতে কৃষি খামার হলো—
i. ক্ষুদ্রায়তন খামার
ii. সমবায় খামার
iii. বৃহদায়ন খামার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. কোনটি কৃষিপণ্য বিপণনের সমস্যা?
ক. অনুন্নত বীজ
খ. বর্গা চাষ
গ. নিম্নমানের পণ্য
ঘ. উন্নত পরিবহণ
৬. কোনটি অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার?
ক. বিনিয়োগ
খ. কৃষি
গ. শিল্প
ঘ. মূলধন
নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
জামিল সাহেবের উৎপাদন প্রতিষ্ঠানে জুতা, ব্রিফকেস, হাতব্যাগ ও বেল্ট তৈরি হয়। নানাবিধ সমস্যায় তিনি উদ্বিগ্ন।
৭. জামিল সাহেবের প্রতিষ্ঠান কোন শিল্পের সাথে জড়িত?
ক. পার্ট
খ. বস্ত্র
গ. পোশাক
ঘ. চামড়া
৮. জামিল সাহেবের উদ্বিগ্নতার কারণ হলো-
i. প্রক্রিয়াজাতকরণের সুযোগ বিদ্যমান
ii. ঋণের সংকট বিদ্যমান
iii. সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. কোনটি বৃহৎ শিল্প?
ক. সাবান
খ. সিমেন্ট
গ. তাঁত
ঘ. তামাক
১০. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আমদানি বিকল্প রপ্তানি কয় উপায়ে হতে পারে?
ক. ২ উপায়ে
খ. ৩ উপায়ে
গ. ৪ উপায়
ঘ. ৫ উপায়ে
১১. বাংলাদেশে প্রথম আদমশুমারি কখন শুরু হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৮১ সালে
ঘ. ১৯৯১ সালে
১২. অভিগমন কয় প্রকার হাতে পারে?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ২ প্রকার
১৩. কাম্য জনসংখ্যার সূত্র কে প্রদান করেন?
ক. ম্যালথাস
খ. ডাল্টন
গ. মার্শাল
ঘ. স্যামুয়েলসন
১৪. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে উপেক্ষিত হয়েছে—
i. দরিদ্রতা
ii. জনসংখ্যার গুণগত দিক
iii. খাদ্য উৎপাদনে প্রযুক্তির প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা সবচেয়ে কম?
ক. রাজশাহী
খ. খুলনা
গ. চট্টগ্রাম
ঘ. বরিশাল
১৬. বাংলাদেশে কোন ধরনের মুদ্রাস্ফীতি রয়েছে?
ক. মৃদু
খ. পদসঞ্চারী
গ. ধাবমান
ঘ. উল্লম্ফন
১৭. অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে— উক্তিটি কার?
ক. ক্রাউথার
খ. কুলবর্ণ
গ. পিগু
ঘ. হট্টে
১৮. মুদ্রাস্ফীতি দেখা দিলে কে ক্ষতিগ্রস্ত হয়?
ক. উৎপাদনকারী
খ. কৃষক
গ. ভোক্তা
ঘ. বিক্রেতা
নিচের উদ্দীপকের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
সরকারি বেতন বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেল।
১৯. স্থির আয়ের লোকের উপর কী প্রভাব পড়বে?
ক. লাভবান হবে
খ. ক্ষতিগ্রস্ত হবে
গ. অবস্থা অপরিবর্তিত থাকবে
ঘ. ভোগ বৃদ্ধি পাবে
২০. মূল্যবৃদ্ধির এই প্রক্রিয়াকে কী বলে?
ক. মুদ্রাস্ফীতি
খ. মুদ্রা সংকোচন
গ. মজুরি বৃদ্ধি
ঘ. অবমূল্যায়ন
২১. আন্তর্জাতিক বাণিজ্য কী ধরনের প্রক্রিয়া?
ক. গতিশীল
খ. স্থবির
গ. স্থিতিশীল
ঘ. অনুকরণ
২২. নিচের কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ভারত
ঘ. চীন
২৩. আন্তর্জাতিক বাণিজ্যের ফলে দেশে—
i. রপ্তানি আয় বাড়ে
ii. মূলধনের গতিশীলতা বাড়ে
iii. দ্রব্যসামগ্রীর দাম বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৪. Tax holiday সুবিধা পান কারা?
ক. ভোক্তা
খ. উৎপাদনকারী
গ. রপ্তানিকারক
ঘ. আমদানিকারক
২৫. বাণিজ্য সাধারণত কত প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
গ. ২ প্রকার
ঘ. ৩ প্রকার
উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
‘ব’ একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যার তুলনায় দেশটির সম্পদ কম বিধায় রাষ্ট্র পরিচালনায় সরকারকে প্রচুর ব্যয় করতে হয়।
২৬. উদ্দীপকে কোন বিষয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে?
ক. উন্নয়নশীল দেশ
খ. সম্পদহীনতা
গ. অর্থনৈতিক উন্নয়ন
ঘ. অযথা সরকারি ব্যয়
২৭. ‘ব’ দেশের সরকারি ব্যয়ের যৌক্তিকতার কারণ হলো-
i. বেকার ও বয়স্ক ভাতা প্রদান
ii. ঋণ পরিশোধ ও ভর্তুকি প্রদান
iii. তথ্য ও প্রযুক্তিগত ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. সরকারের জনপ্রশাসন পরিচালনা ব্যয় কোনটি?
ক. উন্নয়ন ব্যয়
খ. উৎপাদনশীল ব্যয়
গ. রাজস্ব ব্যয়
ঘ. মূলধনী ব্যয়
২৯. অনুৎপাদনশীল ব্যয় কোনটি?
ক. শিক্ষা
খ. স্বাস্থ্য
গ. যুদ্ধ
ঘ. অবকাঠামো
৩০.কর রাজস্বের উৎসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি অর্থনীতি ২য় পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post