NCTB উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস প্রণয়ন করেছে। আর নতুন এ সিলেবাসে অন্তভুক্ত করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বোর্ড বই। এখন থেকে আইসিটির জন্য HSC শিক্ষার্থীদের বোর্ড থেকে নির্ধারণ করে দেয়া বইটি পড়তে হবে।
যদিও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য শিক্ষার্থীরা মাহবুবুর রহমান এবং মজিবুর রহমানের লেখা বইগুলো পড়তে বেশি পছন্দ করতো। বোর্ড কর্তৃক HSC ICT নতুন বই প্রণয়নের ফলে বইতে দেয়া হয়েছে নতুন বেশকিছু সৃজনশীল প্রশ্ন।
আজ কোর্সটিকায় আমরা বোর্ড বইয়ের সেই সৃজনশীল প্রশ্ন ও উত্তরগুলো নিয়েই আলোচনা করব।
প্রিয় HSC শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই হয়তো আমাদের ইউটিউবের ভিডিওটি দেখেছো। সেখানে আমরা বলেছি, HSC আইসিটি বোর্ড বইয়ের সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা তোমাদের PDF ফাইলে ডাউনলোড লিংক দেব।
বোর্ড বইয়ের প্রশ্নোত্তর কিভাবে পাবো?
তবে শুধু বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নগুলোই নয়, এর পাশাপাশি আমরা তোমাকে ICT পড়ার জন্য পূর্ণাঙ্গ একটি গাইড বইয়ের PDF দেব। যা পড়ে তোমরা নিজেকে পরীক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুত করতে পারবে।
নিচে দেয়া প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করে সবগুলো অধ্যায়ের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করো।
অধ্যায়গুলাে দেখে নাও এক নজরে
►► আইসিটি ১ম অধ্যায় : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
►► আইসিটি ২য় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং
►► আইসিটি ৩য় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস (অতিরিক্ত প্রশ্ন)
►► আইসিটি ৪র্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
►► আইসিটি ৫ম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
►► আইসিটি ৬ষ্ঠ অধ্যায় : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
তাহলে এখনি কোর্সটিকার ইউটিউব চ্যানেলটি এই লিংক থেকে সাবস্ক্রাইব করো। আর আইসিটি মেইন প্রশ্নের উত্তরগুলো PDF ডাউনলোড করে নাও সম্পূর্ণ ফ্রিতে।
Discussion about this post