কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্রের সৃজনশীল অংশের সাজেশনটি তোমরা ইতোমধ্যেই পেয়েছো। আজ আমরা তোমাদের জন্য উত্তরসহ ইতিহাস mcq সাজেশন প্রকাশ করবো। এ সাজেশনটি তোমাদের আসন্ন এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে।
ইতিহাস mcq সাজেশনের প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি অধ্যায় থেকে তোমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ ১০০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পাবে। এ প্রশ্নগুলো আমরা বিগত বছরের পরীক্ষা এবং বিভিন্ন কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। তাই প্রশ্নগুলো তোমাদের জন্য অবশ্যই পাঠ্য।
উত্তরসহ ইতিহাস mcq সাজেশন
নিচে এ বছরের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করে তোমার অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো ডাউনলোড করে নাও।
ইতিহাস ১ম পত্রের অধ্যায়গুলো
১ম অধ্যায় : ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন (ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা)
৩য় অধ্যায় : ইংরেজ উপনিবেশিক শাসন (ব্রিটিশ আমল)
৪র্থ অধ্যায়: পাকিস্তানি আমলে বাংলা (ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি)
৫ম অধ্যায় : পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
৬ষ্ঠ অধ্যায় : বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ
৮ম অধ্যায় : মুক্তিযুদ্ধ প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
ইতিহাস ১ম পত্র ১ম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. সিনেমার বলা হয় কাদের?
ক. মালয়েশিয়ার অধিবাসীদের
খ. ফরাসি অধিবাসীদের
গ. ডেনমার্কের অধিবাসীদের
ঘ. হল্যান্ডের অধিবাসীদের
২. কত সালে পলাশীর যুদ্ধ হয়?
ক. ১৭৫৫
খ. ১৭৫৬
গ. ১৭৫৭
ঘ. ১৭৫৮
৩. কত সালে ইংরেজরা ফররুখশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে?
ক. ১৭১৭
খ. ১৭১৫
গ. ১৭১৬
ঘ. ১৭১৮
৪. কার নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়?
ক. ১ম ফ্রেডারিক উইলিয়াম
খ. ২য় উইলিয়াম
গ. ৩য় উইলিয়াম
ঘ. ৩য় ফ্রেডারিক উইলিয়াম
৫. আলীবর্দী খান কেন্দ্রে রাজস্ব পাঠানো প্রায় বন্ধ করে দেন কেন?
ক. মারাঠা উৎপাতের কারণে
খ. অর্থনৈতিক দুরবস্থার জন্য
গ. পর্তুগিজদের উৎপাতের কারণে
ঘ. ভৌগোলিক বিপর্যয়ের জন্য
ইতিহাস ১ম পত্র ৩য় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. কত খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে?
ক. ১৮৮০ খ্রিস্টাব্দে
খ. ১৮৯০ খ্রিস্টাব্দে
গ. ১৮৮৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৯৯ খ্রিস্টাব্দে
২. প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন-
i. জিন্নাহ, তেজবাহাদুর সপ্রু
i. এ. কে ফজলুল হক, ড. বি. আর. আম্বেদকার
iii. মওলানা মুহম্মদ আলী, মওলানা শওকত আলী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মদনপুর থানার সংখ্যাগরিষ্ঠ লোক হলো বৌদ্ধ সম্প্রদায়। আর সংখ্যালঘু হলো খ্রিস্টান সম্প্রদায়। শিক্ষা, চিকিৎসা ব্যবসায়, চাকরি সর্বক্ষেত্রে খ্রিস্টানদের একচ্ছত্র প্রভাব রয়েছে। কৃষ্ণপ্রতাপ নামে এ একজন দূরদর্শী নেতা বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সুসম্পর্ক স্থাপন ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তি ‘সমঅধিকার’ নামে প্রতিষ্ঠা লাভ করে। তার মৃত্যুর পর এ চুক্তি কার্যকর করা সম্ভব হয় নি।
৩. উদ্দীপকে বৌদ্ধদের ন্যায় বাংলায় কারা সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল?
ক. হিন্দুরা
খ. রোহিঙ্গারা কৃষ্ণ
গ. মুসলমানরা
ঘ. আরাকানরা
৪. প্রতাপের উদ্দেশ্য ছিল-
i. সকল সম্প্রদায়কে নিয়ে রাষ্ট্র গঠন
ii. পিছিয়ে পড়া জাতিকে অধিকার দেওয়া
iii. একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়-
ক. ১৭৮৫ সালে
খ. ১৮৬৫ সালে
গ. ১৮১৫ সালে
ঘ. ১৮৮৫ সালে
ইতিহাস ১ম পত্র ৪র্থ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
ক. ১৯৪৭ খ্রিস্টাব্দে
খ. ১৯৪৮ খ্রিস্টাব্দে
গ. ১৯৫২ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৫০ খ্রিস্টাব্দে
২. ভাষা আন্দোলন পরবর্তীকালে জন্ম দেয়-
i. সামাজিক আন্দোলনের
ii. অর্থনৈতিক আন্দোলনের
iii. রাজনৈতিক আন্দোলনের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
রায়পুর ইউনিয়নের নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। এদের মধ্যে মতি হাওলাদার প্রভাবশালী ব্যক্তি এবং অত্র অঞ্চলের এম.পি. তার ঘনিষ্ঠ বন্ধু। মতি হাওলাদারকে পরাজিত করার জন্য অত্র এলাকার বাকি ৫ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন। ফলে মতি হাওলাদার ব্যাপক ব্যবধানে পরাজিত হন।
৩. উদ্দীপকের নির্বাচনের সাথে ঐতিহাসিক কোন নির্বাচনের মিল রয়েছে?
ক. ১৯৪৭ খ্রিস্টাব্দে
খ. ১৯৪৮ খ্রিস্টাব্দে
গ. ১৯৫৪ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৫০ খ্রিস্টাব্দে
৪. আলোচ্য ঐতিহাসিক নির্বাচনে ঐক্যবদ্ধ দলের নির্বাচনি ইশতেহার ছিল-
i. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা
ii. জমিদারি প্রথা বিলুপ্ত করা
iii. অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি উপস্থাপন করেন কোন গণপরিষদ সদস্য?
ক. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. যোগেন্দ্রনাথ মণ্ডল
ইতিহাস ১ম পত্র ৫ম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে কাকে ক্ষমতাচ্যুত করা হয়?
ক. প্রেসিডেন্ট আইয়ুব খান
খ. জুলফিকার আলী ভুট্টো
গ. ইয়াহিয়া খান
ঘ. মোনায়েম খান
২. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা কতটি?
ক. ৩১০
খ. ৩১৩
গ. ৩৩৪
ঘ. ২৩৪
৩. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম -কোন তারিখে বঙ্গবন্ধু এ ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?
ক. ৬ মার্চ
খ. ৭ মার্চ
গ. ৮ মার্চ
ঘ. ২৬ মার্চ
৪. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় ছিল?
ক. বাংলা
খ. মান্দারিন
গ. হিন্দি
ঘ. ইংরেজি
৫. শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৬ দফা কোথায় পেশ করেন?
ক. ঢাকায়
খ. করাচিতে
গ. ইসলামাবাদে
ঘ. লাহোরে
ইতিহাস ২য় পত্রের অধ্যায়গুলো
২য় অধ্যায় : ফরাসি বিপ্লব
৩য় অধ্যায় : প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অব নেশনস
৪র্থ অধ্যায় : বলশেভিক বিপ্লব
৫ম অধ্যায় : হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ
৬ষ্ঠ অধ্যায় : জাতিসংঘ ও বিশ্বশান্তি
৭ম অধ্যায় : স্নায়ুযুদ্ধ (পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব)
ইতিহাস ২য় পত্র ২য় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৭৪০ সালে
খ. ১৭৮০ সালে
গ. ১৭৮৯ সালে
ঘ. ১৯১৭ সালে
২. সপ্তদশ শতকে ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন-
i. চতুর্দশ লুই
ii. রাজনীতিবিদ ম্যাজারিন
iii. ষোড়শ লুই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
আজও হাটবাড়িয়া গ্রামের উন্নয়ন ঘটেনি। গ্রামে যাদের জমিজমা আছে তারা বিশেষ সুবিধা ভোগ করে আর যাদের জমি নেই তারা অধিকারহীন। জমিজমার মালিক প্রথম স্তরের এবং জমিহীনরা দ্বিতীয় স্তরের। আর একশ্রেণির লোক গ্রামে আছে যাদের একেবারেই কিছু নেই তারা ‘ভিক্ষুক’ নামে পরিচিত। তাদের বসবাসের জায়গাটুকুও নেই।
৩. উদ্দীপকের গ্রামের ন্যায় বিপ্লব-পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কয় ভাগে বিভক্ত ছিল?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪. উক্ত সময়ে ষোড়শ লুইয়ের ওপর চাপ সৃষ্টি করে
i. অভিজাতশ্রেণি
ii. সেনাবাহিনী
iii. ব্যবসায়ী শ্রেণি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. The Spirit of the Laws’ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
ক. ভলতেয়ার
খ. ভিক্টর হুগো
গ. শার্লস মন্টেস্কু
ঘ. জ্যা জ্যাক রুশো
ইতিহাস ২য় পত্র ৩য় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
ক. ১৯১৪ সালে
খ. ১৯১৮ সালে
গ. ১৯৩৯ সালে
ঘ. ১৯৪৫ সালে
২. ত্রিপক্ষীয় আঁতাতের সদস্য ছিল-
i. ইংল্যান্ড
ii. ফ্রান্স
iii. যুক্তরাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
কংশুর গ্রামের মজনু ও লাইলী পার্শ্ববর্তী উলপুর গ্রামে বেড়াতে গেলে দুষ্কৃতিকারীরা দু জনকেই হত্যা করে। এ নিয়ে দু গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এ হত্যাকাণ্ডকে ‘উলপুরের হত্যাকাণ্ড’ বলা হয়।
৩. কংশুর গ্রামের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন স্থানের মিল রয়েছে?
ক. বসনিয়া
খ. ইংল্যান্ড
গ. বুলগেরিয়া
ঘ. অস্ট্রিয়া
৪. উক্ত ঘটনার ফলে শুরু হয়-
i. প্রথম বিশ্বযুদ্ধ
ii. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
iii. ভার্সাই সন্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. ত্রিশক্তি আতাঁত বা ত্রি-সম্রাটের মৈত্রী চুক্তি স্বাক্ষর হয় কত সালে?
ক. ১৮১৪ সালে
খ. ১৮১৮ সালে
গ. ১৮৭৩ সালে
ঘ. ১৮৪৫ সালে
ইতিহাস ২য় পত্র ৪র্থ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. বলশেভিক বিপ্লব হয় কত সালে?
ক. ১৯১৫ সালে
খ. ১৯১৭ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯১৮ সালে
২. বলশেভিক বিপ্লবের উদ্দেশ্য হচ্ছে-
ক. সমাজতন্ত্রবাদ
খ. পরিবেশতন্ত্রবাদ
গ. সমাজতান্ত্রিক
ঘ. রাজতন্ত্রবাদ
৩. কৃষকদের দুঃখ-দুর্দশা ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল কেন?
ক. সার্ফ প্রথা উচ্ছেদের ফলে
খ. রুশ বিপ্লবের ফলে
গ. জারদের অত্যাচারে
ঘ. শিল্প বিপ্লবের ফলে
৪. রুশ বিপ্লবের পথ সুগম হয়-
i. শ্রমিকদের দুরবস্থার ফলে
ii. উচ্চবিত্তদের দুরবস্থার ফলে
iii. কৃষকদের দুরবস্থার ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ থেকে ৭নং প্রশ্নের উত্তর দাও :
প্রথম বিশ্বযুদ্ধে ‘ক’ দেশটি একেবারেই অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। মানুষ নানা রূপ শোষণের শিকার হলে মি. ‘x’ একটি বিপ্লবের ডাক দেন। পুঁজিবাদের অবসান ঘটিয়ে পরবর্তীতে শোষণহীন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে এ বিপ্লব অগ্রসর হয়।
৫. ‘ক’ দেশটির অন্তরালে কোন দেশের চিত্র প্রকাশ পেয়েছে?
ক. ফ্রান্স
খ. পোল্যান্ড
গ. রাশিয়া
ঘ. চিন
ইতিহাস ২য় পত্র ৫ম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. হিটলার কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. ইতালি
খ. অস্ট্রিয়া
গ. জার্মানি
ঘ. ইংল্যান্ড
২. হিটলারের উত্থানের কারণ ছিল-
i. জার্মানির ওপর আর্থিক শর্তারোপ
ii. জার্মানির অস্ত্র বেশি ছিল
iii. ভার্সাই চুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
অধ্যাপক আসওয়াদ সুলতানার মধ্যে ছাত্রদের আকর্ষণ ও আনুগত্য অর্জনের ক্ষমতা ছিল। তার বক্তব্য ছাত্রদের অভিভূত করত। তিনি মানুষের মাঝে কথা বলতে গিয়ে আবেগের স্রোতে ভাসিয়ে দিতে পারতেন।
৩. অধ্যাপক আসওয়াদ সুলতানার সাথে ইউরোপের কোন দেশের প্রধানের সাদৃশ্য রয়েছে?
ক. হিটলার
খ. মুসোলিনী
গ. রুজভেল্ট
ঘ. লেনিন
৪. উক্ত নেতার মধ্যে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
i. সীমাহীন ধৈর্য
ii. আপন করে নেওয়ার ক্ষমতা
iii. জনতাকে আকর্ষণ করার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. হিটলার কখন German Workers Party- তে যোগদান করেন?
ক. ১৯০৯ সালে
খ. ১৯১৫ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২০ সালে
শিক্ষার্থীরা, ওপরের প্রতিটি অধ্যায়ের সাজেশনই তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে। এইচএসসি ইতিহাস mcq সাজেশন উত্তরসহ পেতে প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো। তাহলেই প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা প্রশ্নোত্তর ডাউনলোড করার অপশন পাবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post