ইসলাম শিক্ষা ১ম পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : আবদুস সালাম গোলাপুর ইউনিয়নের চেয়ারম্যান। তার আচার-আচরণ ও ইনসাফের কারণে বিগত চারবার তিনি একই পদে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যানের স্ত্রী নাছিমা একদিন তার সাথে আলাপচারিতায় জানান, পাশের বাড়ির কামরুলের বোনের আচরণ ও চলাফেরা ভালো নয়। হঠাৎ একদিন চেয়ারম্যানের কাছে বিচার আসলো, তার প্রতিবেশী কামাল সাহেৰ ফরমালিন মিশিয়ে মাছ বিক্রি করে। তখন চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
ক. সুদ কী?
খ. “আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না’_ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে নাছিমার আলাপচারিতায় সামাজিক জীবনের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. কামাল সাহেবের কাজটি চিহ্নিত করো এবং এর সামাজিক কুফল বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : রাজন ও রিপন দুই বন্ধু। রাজন সবসময় ভাল ও বৈধ কাজের সঙ্গো জড়িত থাকে এবং সদা সত্য কথা বলে। অন্যদিকে রিপন অনলাইনে নকল পণ্য আসল বলে বিক্রির মাধ্যমে মানুষকে ঠকায়। রাজন তাকে এ কাজটি করতে নিষেধ করলে, রিপন তার কথা শুনে না। কিছুদিন পর রাজন রিপনের সঙ্গা ত্যাগ করলো।
ক. গণশিক্ষা কী?
খ. “ধূমপান বিষপান’-_ ব্যাখ্যা করো।
গ. রিপনের কাজটি কীসের শামিল? তার পরিণতি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে রাজনের শেষ পদক্ষেপ কি সঠিক? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : কালাম একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ী । তার সংসারে অভাব- অনটন লেগেই থাকে। কালামের স্ত্রী মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে দুই একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বলে। কিন্তু কালাম তাকে বুঝিয়ে বলে, “মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাকি দেওয়া যাবে না।”
ক. সামাজিক অনাচার কী?
খ. নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম__ ব্যাখ্যা করো।
গ. কোন গুণের কারণে কালাম অসৎপথ অবলম্বন করতে রাজি হলো না? ব্যাখ্যা করো।
ঘ. কালামের স্ত্রীর মতামতকে তুমি কি সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : রাতুল একজন যুবক। সে অর্থ উপার্জনের জন্য এলাকায় মেশিনের একটি খেলা চালু করে, যাতে কেউ জিতলে রাতুল তাকে বিশ টাকা দেয়। হারলে উল্টো দশ টাকা পায়। এলাকার তরুণরা তার এ খেলায় আকৃষ্ট হতে থাকলে এলাকার জনপ্রতিনিধি ইউনুস সাহেব তা বন্ধ করার ব্যবস্থা করেন। তিনি বলেন- এ ধরনের অনৈতিক কাজ ধর্ম ও সামাজিক আইন পরিপন্থি।
ক. আদল কী?
খ. “রোজা মানুষের জন্য.ঢালম্বর্প’ _ ব্যাখ্যা করো।
গ. রাতুলের কাজটি কোন ধরনের সামাজিক অনাচার? ব্যাখ্যা করো।
ঘ. ইউনুস সাহেবের কর্মকাণ্ডের সামাজিক সুফল বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ফরিদগঞ্জ গ্রামের আবুস শাকুর তার ভাই রিফাত আলির একখণ্ড জমি নিজের নামে লিখে নেওয়ায় রিফাত আলির সাথে তার ঝগড়া হয়। আব্দুস শাকুর প্রভাবশালী হওয়ায় রিফাত আলি নিরাপত্তাহীন ও অসহায়বোধ করে। এতে প্রতিবেশী আকরাম চৌধুরী আব্দুস শাকুরকে তার ভাইয়ের জমি ফেরত দিতে বলে এবং রিফাত আলির নিরাপত্তার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন জানায়। তখন আবুস শাকুর বলে, তাদের পারিবারিক বিষয়ে আকরাম চৌধুরীর হস্তক্ষেপ করা ঠিক হয়নি।
ক. গিবত কী?
খ. ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ কেন? ব্যাখ্যা করো।
গ. ভাইয়ের প্রতি আব্দুস শাকুরের আচরণে সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. আকরাম চৌধুরীর কর্মকাণ্ড সম্পর্কে আব্দুস শাকুরের মন্তব্য মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মেহের আলী একজন মাছ ব্যবসায়ী। সে ওজনে কম দেয় এবং বিদেশি শিং মাছকে দেশীয় মাছ বলে বিক্রি করে। অপরদিকে আরেকজন মাছ ব্যবসায়ী কদম আলি তার কাছে গল্পোচ্ছলে বলে যে, আমি আড়তে মাছ ওজনের সময় পাল্লার নিচে লৌহখন্ড ঝুলিয়ে রাখি ।
ক. জুয়া কী?
খ. ইহসান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মেহের আলীর কর্মকাণ্ড কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের কদম আলীর কাজের পরিণতি তোমার পাঠাপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : রসুলপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করে। তাদের সুনাম চারিদিকে ছড়িয়ে থাকলেও ইদানিং এঁ গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্ন প্রকার অন্যায় ও অশ্লীল কর্মকান্ডের বিস্তার ঘটে! ফলে মাওলানা মোমিনুল ইসলাম এলাকার কয়েকজন যুবককে সাথে নিয়ে বিভিন্ন প্রেরণা ও সদুপদেশের মাধ্যমে গ্রামবাসীকে সচেতন করেন।
ক. মসজিদ কাকে বলে?
খ. “আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না”__ ব্যাখ্যা করো।
গ. মাওলানা মোমিনুল ইসলামের কর্মকাণ্ডে ইসলামের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. রসুলপুর গ্রামের সামাজিক অবক্ষয় রোধে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তুমি মনে কর? ইসলামের আলোকে বর্ণনা দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : সানজানা আত্মীয়-স্বজনের অধিকারের প্রতি খুবই যত্নবান। তার বিশ্বাস আত্মীয়-স্বজনেকে সহযোগিতা করা হলে এক সঙ্গে দুটো কাজ হয়। একটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অপরটি হলো দান করা। অন্যদিকে জাবেদ আত্মীয়-স্বজনের প্রতি খুবই উদাসীন । পিতা মাতার মৃত্যুর পর তার বোন পৈতৃক সম্পত্তির অংশ দাবী করলে সে দিতে অস্বীকার করে। এ দৃশ্য দেখে তার মামা জামান বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বাতি জন্নাতে প্রবেশ করবে না।
ক. ইসলামি সমাজব্যবস্থা কাকে বলে?
খ. ইভটিজিং কী?
গ. আত্মীয়-স্থজনের প্রতি সানজানার দৃষ্টিভঙ্গি কী প্রমাণ করে? ব্যাখ্যা করো।
ঘ. জাবেদকে লক্ষ্য করে মামা জামানের উদ্ধৃতিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : ফরিদ ঢাকায় চাকরি করে। হঠাৎ তার মা অসুস্থ হলেন। তার বাবা অর্থাভাবে ঠিকমত তার চিকিৎসা করাতে পারছেন না। এদিকে ফরিদও তার মায়ের চিকিৎসায় কোনো সহযোগিতা করল না । এমতাবস্থায় ফরিদের চাচা জনাব আজহার সাহেব চিকিৎসায় যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করলেন।
ক. মহানবি (স)-এর ভাষায় প্রতিবেশী কারা?
খ. আত্মীয়ের অধিকার বলতে কী বোঝায়?
গ. জনাব আজহার সাহেবের আচরণে কোন অধিকার আদায় হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ফরিদের আচরণের পরিণাম ইসলামের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : আদিল সাহেব বুড়িমাড়ি সীমান্তে বিজিবি চৌকির একজন কমান্ডার। তার সীমান্ত দিয়ে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র থেকে প্রতিদিন প্রচুর মাদকদ্রব্য আসে। সীমান্তে টহলের অভাব ও অসততার কারণে অনেক চেষ্টা করেও তিনি তা নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি খুব উদ্বিগ্ন হয়ে তার বন্ধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আবির সাহেবের সাথে বিষয়টি শেয়ার করলে তিনি বলেন- “:আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও নানা কারণে আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি না।” পরিশেষে তারা দুজনই একটি বিষয়ে একমত হলো যে-“মাদকদ্রব্য সম্পূর্ণ বন্ধ ও নিষিদ্ধ করতে না পারলে আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।”
ক. একটি জ্বলন্ত সিগারেট থেকে কত ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়?
খ. আত্মহত্যা কেন বর্জনীয়?
গ. আদিল ও আবির সাহেব কিভাবে মাদকদ্রব্য সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন? ব্যাখ্যা করো ।
ঘ. তাদের সর্বশেষ মতামত ও কুরআন-হাদিসের আলোকে মাদকাসক্তির কুফল লিপিবদ্ধ করো।
সকল অধ্যায়গুলোর উত্তর ডাউনলোড করো নিচের লিংকে
►► অধ্যায় ১ : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
►► অধ্যায় ২ : ইসলাম ও ব্যক্তিজীবন
►► অধ্যায় ৩ : ইসলাম ও পারিবারিক জীবন
►► অধ্যায় ৪ : ইসলাম ও সমাজজীবন
►► অধ্যায় ৫ : ইসলামের অর্থব্যবস্থা
►► অধ্যায় ৬ : ইসলামি রাষ্ট্রব্যবস্থা
►► অধ্যায় ৭ : ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post