উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র mcq মডেল টেস্ট
১. BSTI এর পূর্ণরূপ কী?
ক. Bangladesh Standard and Testing Institute
খ. Bangladesh Standing and Testing Institute
গ. Bangladesh Standards and Testing Institution
ঘ. Bangladesh Standing and Testing Institution
উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস সামাদ একটি চকলেট ফ্যাক্টরি পরিচালনা করেন। তিনি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য শ্রমিক ও যন্ত্রপাতি বাড়ান। এতে উৎপাদন বাড়লেও উৎপাদনশীলতা বাড়েনি।
২. মিসেস সামাদ কী উৎপাদন করেন?
ক. পণ্য
খ. সেবা
গ. দ্রব্য ও সেবা
ঘ. উপকার
৩. উদ্দীপকের মিসেস সামাদের ফ্যাক্টরির উৎপাদনশীলতা না বাড়াকে কী বলা যায়?
ক. উৎপাদনশীলতা চ্যালেঞ্জ
খ. উৎপাদনশীলতা ধীরগতি
গ. উৎপাদনশীলতা অধঃপতন
ঘ. উৎপাদনশীলতা নিম্নগতি
৪. উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে-
র. বিক্রয় বৃদ্ধি পায়
রর. উৎপাদন ব্যয় হ্রাস পায়
ররর. অপচয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫. উৎপাদনশীলতাকে কীভাবে প্রকাশ করা যায়?
ক. মূল্য সূচকে
খ. পরিমাণ সূচকে
গ. আনুপাতিক হারে
ঘ. শতকরা হারে
৬. কোন উপকরণটি উৎপাদনের চালিকাশক্তি?
ক. ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
মি. আলম কৃষকদের কাছ থেকে উন্নতমানের গম সংগ্রহ করে নিজস্ব কারখানায় আটা তৈরি করেন। অতঃপর তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এগুলো বিভিন্ন মাপের প্যাকেট করে বাজারজাত করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৫০ জন শ্রমিক কর্মরত রয়েছে।
৭. মি. আলমের কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
ক. রূপগত
খ. স্থানগত
গ. স্বত্বগত
ঘ. সেবাগত
৮. উদ্দীপকে মি. আলমের কর্মকাণ্ডের ফলে-
র. প্রাকৃতির সম্পদের সদ্ব্যবহার হয়
রর. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়
ররর. জীবনযাত্রার মান উন্নয়ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৯. উৎপাদনের গতিশীল উপাদান কোনটি?
ক. ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
১০. শ্রমবিভাগের সুবিধা হলো-
র. কর্মদক্ষতা বৃদ্ধি
রর. পরনির্ভরতা
ররর. মজুরি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১১. ভূমি বলতে বোঝায়-
র. পৃথিবীর উপরিভাগের মাটিকে
রর. আবহাওয়াকে
ররর. প্রাকৃতিক সম্পদকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১২. দ্রব্য ও সেবার মধ্যে সাদৃশ্য হলো-
ক. উভয়ই দৃশ্যমান
খ. উভয়ই সংরক্ষণযোগ্য
গ. উভয়েরই উপযোগিতা আছে
ঘ. উভয়েরই বণ্টনপ্রণালি দীর্ঘ
১৩. সেবার বৈশিষ্ট্য কোনটি?
ক. হস্তান্তরযোগ্য
খ. দৃশ্যমানতা
গ. অদৃশ্যমানতা
ঘ. মূল্যহীন
১৪. উৎপাদনকে প্রকাশ করা হয়-
র. পরিমাণ সূচকে
রর. মূল্য সূচকে
ররর. আনুপাতিক হারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৫. উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাস প্রথম কে শ্রমবিভাগের ধারণা দেন?
ক. অ্যাডাম স্মিথ
খ. চার্লস ব্যাবেজ
গ. হেনরি এল. গ্যান্ট
ঘ. গিলব্রেথ দম্পতি
১৬. পণ্যের বৈশিষ্ট্য হলো-
র. অবিচ্ছিন্নতা
রর. সংরক্ষণ যোগ্যতা
ররর. দৃশ্যমানতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি ‘রাইনো গ্রুপ’ জাপান থেকে নতুন ধরনের গাড়ি আমদানি করেছে। গাড়িটির মধ্যে এমন একটি ডিভাইস লাগানো আছে যা চালককে দূর্ঘটনার সংকেত প্রদান করে। দুর্ঘটনা এড়াতে অনেকটা সহায়ক। ফলে গাড়িটি ক্রেতাদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে।
১৭. উদ্দীপকে গাড়িটি কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত?
ক. উৎপাদন
খ. ব্যবহারিক
গ. নান্দনিক
ঘ. প্যাকিং
১৮. উদ্দীপকে পণ্য ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
র. ভোক্তার সুবিধা
রর. ক্রেতার রুচি
ররর. নতুন প্রজন্ম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৯. পণ্য ডিজাইনের প্রাথমিক পর্যায় কোনটি?
ক. উদ্যোগ গ্রহণ
খ. সিদ্ধান্ত
গ. প্রয়োজন অনুভব
ঘ. ধারণা উন্নয়ন
২০. পণ্য ডিজাইনের উদ্দেশ্য হলো-
র. ব্যয় হ্রাস
রর. আকর্ষণ সৃষ্টি
ররর. উৎপাদনশীলতা হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২১. নিচের কোনটি মূল্যায়ন ব্যয়?
ক. ওয়ারেন্টি
খ. প্রশিক্ষণ
গ. পরিদর্শন
ঘ. পুনঃকার্য
২২. নান্দনিক ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়-
ক. পণ্যের মানকে
খ. উৎপাদন ব্যয়কে নিয়ন্ত্রণকে
গ. মান নিয়ন্ত্রণকে
ঘ. বাহ্যিক সৌন্দর্যকে
২৩. পণ্য ডিজাইন কত প্রকার?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
২৪. নিম্নমানের পণ্য উৎপাদনের ফল বা পরিণতি হলো-
র. ব্যয় বাড়ে
রর. দায় বাড়ে
ররর. উৎপাদনশীলতা কমে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:
জনাব জামাল ‘গামা’ কোম্পানির মান ব্যবস্থাপক। তাঁর প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান যাতে ত্রুটি- বিচ্যুতি না থাকে সে জন্য উৎপাদন বিভাগের কর্মীদের জন্য নিয়মিত দেশের ভেতরে ও বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ফলে তাঁর প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য গুণে মানে উৎকৃষ্ট।
২৫. ‘গামা কোম্পানিতে’ সংঘটিত প্রশিক্ষণ ব্যয় কোন ধরনের ব্যয়?
ক. অভ্যন্তরীণ বিচ্যুতি
খ. বাহ্যিক বিচ্যুতি
গ. মূল্যায়ন
ঘ. নিবারণ
২৬. গামা কোম্পানিতে’ সংঘটিত ব্যয়ের ফলে-
র. মামলা ব্যয় বৃদ্ধি পাবে
রর. উৎপাদন হ্রাস পাবে
ররর. প্রতিষ্ঠানের সুনাম বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৭. মান নিশ্চিতকরণের নীতি হলো-
i. Fit For purpose
ii. Right first time
iii. Right product planning
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:
ইকবাল যশোরের ভৈরব নদের চরে উন্নতজাতের ঘাসের চাষ করে গরুর ফার্ম গড়ে তোলেন। প্রথম কয়েক বছর ঘাসের ভালো ফলন হলেও ধীরে ধীরে ঘাসের উৎপাদন কমতে থাকে।
২৮. ইকবালের ঘাস চাষ উৎপাদন উপকরণের মধ্যে কোনটির গুরুত্ব বেশি?
ক. ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
২৯. ফার্মের ঘাস উৎপাদন কমে যাওয়ার কারণ হলো-
র. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
রর. ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি
ররর. উৎপাদন বিধি
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. র ও রর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩০. কোনটির মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়?
ক. রূপান্তর
খ. হস্তান্তর
গ. বণ্টন
ঘ. সংরক্ষণ
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র mcq মডেল টেস্ট বিপণন শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post