গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন : গর্ভকালীন বিকাশে মায়ের মানসিক অবস্থা বেশ গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। গর্ভাবস্থায় যে ধরনের পারিপার্শ্বিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলো হলো- শারীরিক প্রভাব ও মানসিক প্রভাব। মায়ের মানসিক অবস্থা যদি স্বাভাবিক না থাকে তবে গর্ভস্থ ভ্রূণও চঞ্চল ও অস্থির হয়ে যায়।
আবার, মায়ের স্নায়ুবৈকল্য ও মানসিক বিপর্যয় দেখা দিলে ভ্রূণের বিকাশ ব্যাহত হওয়ারও আশঙ্কা থাকে। এছাড়াও গর্ভকালীন ও প্রসবকালীন নানা জটিলতা দেখা দিতে পারে এবং অপরিণত শিশুরও জন্ম হতে পারে। তাই বলা যায়, গর্ভকালীন বিকাশে মায়ের মানসিক অবস্থা ভ্রূণের ওপর বেশ বিরূপ প্রভাব রাখে।
গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
১. গত বছর নীলিমার বিয়ে হয়েছে। ইদানীং সে সকালবেলা দুর্বলতা অনুভব করে এবং প্রায়ই তার বমি বমি ভাব হয়। অপরদিকে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেলিনাকে তার খালা দেখতে আসেন। তিনি সেলিনাকে এ সময় বেশি পরিমাণে মাছ-মাংস খেতে বলেন। এছাড়াও তিনি সেলিনাকে সময়মতো টিকা গ্রহণ ও বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
ক. বিকাশ-এর সংজ্ঞা দাও ।
খ. “নতুন শিশুর আগমনে বাবার সহযোগিতা অনস্বীকার্য ।”— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নীলিমার মধ্যে কিসের লক্ষণ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে সেলিনার ক্ষেত্রে তার খালার পরামর্শের যথার্থতা বিশ্লেষণ কর।
২. দৃশ্যকল্প-১ : আইরিনের বয়স ২৩ বছর। সে ৭ মাসের অন্তঃসত্ত্বা। সে নিয়মিত সুষম খাবার খায় ও ডাক্তারের কাছে যায়। পরিবারের সবাই তাকে নিয়ে আনন্দে আছে।
দৃশ্যকল্প-২ : রোজিনার বয়স ১৬ বছর। সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু দরিদ্রতার কারণে সে পুষ্টিকর খাবার খেতে পায় না। তার প্রায়ই স্বামীর সাথে মনোমালিন্য হয়।
ক. বংশগতি কাকে বলে?
খ. ডাউন্স সিনড্রোম একটি বংশগত ত্রুটি। বুঝিয়ে লেখ।
গ. দৃশ্যকল্প-১ -এর গর্ভস্থ শিশুর বর্ধন ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-১ ও ২ -এর ক্ষেত্রে পারিপার্শ্বিক প্রভাবের তুলনামূলক বিশ্লেষণ কর।
৩. সালমা বেগম কিছুদিন ধরে লক্ষ করছেন ১৩ বছর বয়সী মেয়ে জিন্তির মধ্যে কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দিচ্ছে। তিনি জানতেন বয়ঃসন্ধিকালে এ ধরনের পরিবর্তন হরমোনের কারণে হয়ে থাকে। এছাড়া তার নিজের মধ্যেও গর্ভধারণের বিভিন্ন লক্ষণ প্রকাশ পাচ্ছে।
ক. কোরিওন কী?
খ. ক্রিটিনিজম বলতে কী বোঝ?
গ. সালমা বেগমের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো ব্যাখ্যা কর।
ঘ. জিন্তির শারীরিক ও মানসিক পরিবর্তনে হরমোনের প্রভাব বিশ্লেষণ কর।
৪. জুলেখা ও আরিফা দুই বোন। দুজনেই চার মাসের অন্তঃসত্ত্বা। জুলেখার বয়স ২৫, আরিফার বয়স ১৬ বছর। জুলেখা নিয়মিত সুষম খাবার খায় ও স্বাস্থ্যকেন্দ্রে যায়। কিন্তু আবারও মেয়ে সন্তানের মা হবে বলে পরিবারের সবাই জুলেখার প্রতি বিরূপ আচরণ করে। এই নিয়ে জুলেখা খুব দুশ্চিন্তায় আছে। অন্যদিকে আরিফা দারিদ্র্যের জন্য তিনবেলা ঠিকমতো খেতে পায় না। কিন্তু প্রথম বংশধর আসছে বলে আরিফার পরিবারের সবাই খুশি।
ক. নিষেক কাকে বলে?
খ. ‘ডাউন্স সিনড্রোম’ একটি বংশগত ত্রুটি– বুঝিয়ে লেখ।
গ. জুলেখার গর্ভকালীন অবস্থানে গর্ভস্থ শিশুর বিকাশ ব্যাখ্যা কর।
ঘ. জুলেখা ও আরিফার ক্ষেত্রে গর্ভকালীন বিকাশে পারিপার্শ্বিকতার প্রভাব কি একই রকম হবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
৫. রুবিনা ইসলাম ২ মাসের গর্ভবতী। গর্ভকালীন সমস্যা নিয়ে তিনি গাইনি ডা. তাহমিনার কাছে এসেছেন। ডা. তাহমিনা তাকে পরামর্শ দিয়ে বলেন, গর্ভকালে ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্যায়ে বিপত্তি ঘটতে পারে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে । তিনি আরও বলেন, গর্ভকালীন সময়ে মায়ের অপুষ্টি ও অসুস্থতা শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলে।
ক. জাইগোট কাকে বলে?
খ. গর্ভধারণে মায়ের বয়স গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ডা. তাহমিনা কোন কোন বিপর্যয়ের প্রতি ইঙ্গিত করেছেন তা বর্ণনা কর।
ঘ. ডা. তাহমিনার বক্তব্যের শেষাংশের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে মতামত দাও।
৬. শিল্পী তার অনাগত সন্তান নিয়ে অত্যন্ত আগ্রহী। প্রতিদিনই তার মধ্যে একজনের বেড়ে উঠাকে সে অনুভব করতে পারে। হঠাৎ একদিন সে তার মধ্যে গর্ভজাত সন্তানের নড়াচড়া প্রথম অনুভব করল। এ অনুভূতি তাকে অবাক করল এবং সে সবার কাছে তার এ অনুভূতির কথা জানাল। তবে সন্তানকে কোলে পেতে তাকে আরও অনেক মাসের নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ক. অপরিপক্ব শিশুর জন্ম হয় কোন মাসে?
খ. তৃতীয় মাসে ভ্রূণের অবস্থা কেমন থাকে?
গ. উদ্দীপকের শিল্পীর অনুভূতি ভ্রূণ সমাপ্তিকালের কোন সময়কে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ বাক্যটিকে ভ্রূণের সমাপ্তিকাল বিবেচনাপূর্বক বিশ্লেষণ কর।
৭. তুলি প্রথমবারের মতো গর্ভবতী হয়েছে। চাকরির সুবাদে সে ও তার স্বামী পরিবার থেকে দূরে বসবাস করে। গর্ভকালীন সময়ের করণীয় কিংবা ক্ষতিকর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ইত্যাদি তার জানা নেই। এ সময় হঠাৎ তার জ্বর হলো। সামান্য সর্দি-জ্বরে সে সবসময় যে ওষুধ সেবন করে এবারও তাই গ্রহণ করল। এ বিষয়টি একজন চিকিৎসক জানতে পেরে বলল, এ সময়ে সে যদি সচেতন না হয় তবে তার গর্ভকালীন বিকাশে আরও অনেক বিপত্তি আসতে পারে।
ক. ভ্রূণ বিকাশের কয়টি পর্যায়?
খ. গর্ভকালীন বিকাশের বিপত্তি সম্পর্কে ধারণা দাও।
গ. উদ্দীপকের তুলির ঘটনা স্তূপের গর্ভকালীন বিকাশে কোন ধরনের বিপত্তি সৃষ্টি করতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের তুলি যদি সচেতন না হয় তবে তার
গর্ভকালীন বিকাশে আরও অনেক বিপত্তি আসতে পারে- চিকিৎসকের আলোচ্য মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
৮. দুইবার মেয়ে সন্তান হওয়ায় ছেলের আশায় তৃতীয়বার সন্তান নিলেন বেবি জামান। তবে এবারের সন্তানটিও মেয়ে হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে নানা কথা শুনাতে লাগলেন। তাদের মতে ছেলে সন্তান না হওয়া মায়েরই দোষ। তাদের কথাবার্তা শুনতে পেয়ে একজন মহিলা চিকিৎসক তাদেরকে বললেন, সন্তানের লিঙ্গ এবং সংখ্যা জন্মমুহূর্তেই নির্ধারিত হয়ে যায়। এতে মায়ের কোনো দোষ নেই।
ক. বংশগতির ধারক ও বাহক কী?
খ. বংশগত গুণাবলি কীভাবে নির্ধারিত হয়ে থাকে?
গ. উদ্দীপকের বেরি জামানের মেয়ে সন্তান হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মহিলা চিকিৎসকের কথার সাথে কি তুমি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৯. রাহেনা বেগমের বয়স ৩৮ বছর। তার আগে একটি সন্তান রয়েছে এবং বর্তমানে তিনি আবার গর্ভবতী হয়েছেন। স্বামীর আয় কম বলে তিনি গর্ভকালীন সময়ে সুষম খাদ্য গ্রহণ করতে পারছেন না। এমনকি নিয়মিত চিকিৎসকের কাছেও যেতে পারছেন না। সুষম খাদ্য খেতে না পারায় তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন।
ক. টেরাটোলজি কাকে বলে?
খ. গর্ভবতী মহিলাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে কেন?
গ. উদ্দীপকের রাহেলা বেগমের বয়স তার ভ্রূণের গর্ভকালীন বিকাশে কীরূপ প্রভাব ফেলতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের রাহেলা বেগমের গর্ভের সন্তান পুষ্টি না পাওয়ায় অপরিণত কিংবা মৃত হতে পারে বিশ্লেষণ কর।
১০. সুমি সন্তানসম্ভবা হওয়ায় তার স্বামী খুশি হতে পারলেন না। কেননা তার স্বামী এ সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নন। এ অবস্থায় তিনি সবসময় সুমির সাথে খারাপ ব্যবহার করেন। স্বামীর সহযোগিতা এবং পরিবারের কারও সমর্থন না পাওয়ায় সুমি মানসিকভাবে ভেঙে পড়ল এবং নিজেকে একা ভাবতে লাগল ।
ক. মায়ের মানসিক প্রভাবকে কত ভাগে ভাগ করা যায়?
খ. গর্ভকালীন বিকাশে মায়ের মানসিক অবস্থা কীরূপ প্রভাব রাখে?
গ. উদ্দীপকের সুমির মাঝে মায়ের মানসিক প্রভাবের কোন দিকটি উপস্থিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সুমির অবস্থা তার গর্ভস্থ ভ্রূণকেও আলোড়িত করবে- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
আরো দেখো: HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post