এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রে পারিভাষিক শব্দ pdf একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকে শিক্ষার্থীদের বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা অর্থ লিখতে হয়। পারিভাষিক শব্দ অন্যান্য টপিক তুলনায় অনেক সহজ, কিন্তু আগের শ্রেণীতে অভিজ্ঞতা না থাকায় শিক্ষার্থীরা এই টপিকে পূর্ণাঙ্গ মার্ক তুলতে ব্যর্থ হয়।
যদিও বিষয়টি অত্যন্ত সহজ, মাত্র অনুশীলন এবং ইংরেজীতে দুর্বল ও তার কারণে অনেক শিক্ষার্থী এই টপিকটি ভালোভাবে উত্তর দিতে পারেনা। আজ কষ্টিক আয় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ তোমাদের সামনে তুলে ধরব। এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষার জন্য এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পারিভাষিক শব্দ pdf সকল বোর্ড
এই শব্দগুলো আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা আশা করছি এই শব্দগুলো মুখস্থ করলে তোমরা পরীক্ষায় শতভাগ কমন পাবেন। এখানে লেখার পাশাপাশি আমরা তোমাদের জন্য একটি পিডিএফ ফাইল দেব যেটি ডাউনলোড করার মাধ্যমে তোমরা এই পারিভাষিক শব্দ গুলোকে মোবাইলের সংরক্ষণ করতে পারবে। চলো শুরু করি
ঢাকা বোর্ড ২০১৯
Audio – শ্রুতি; Bulletin – সংবাদ; Dialect – উপভাষা; Urban – শহুরে; Eye-witness – প্রত্যক্ষদর্শী; Fiction – কল্পকাহিনী; Skull – মাথার খুলি; Leap-year – অধিবর্ষ; Para – পাড়া; Custom – কাস্টম; Interpreter – দোভাষী; Republic – প্রজাতন্ত্র; Principle – নীতি; Nursery – নার্সারি, সেবালয়; Vision – দৃষ্টি।
রাজশাহী বোর্ড ২০১৯
Plosive – বিস্ফোরক; Annexation – সংযোজন; Undertaking – অভিগমন; Prescription – ব্যবস্থাপত্র; Byelection – উপনির্বাচন; Racism – বর্ণবাদ; Correspondent – সংবাদদাতা; Latitude – অক্ষাংশ; Eye-wash – লোক দেখানো; Hostage – জিম্মি; Banquet – ভোজ; Bulletin – টুকরো সংবাদ; Grant – অনুমোদন; Dynamic – গতিশীল; Ethics – নৈতিকতা।
যশোর বোর্ড ২০১৯
Attestation – প্রত্যয়ন; Booklet – পুস্তিকা; Chief Whip – মুখ্য সচেতক; Deputation – প্রতিনিধিত্ব; Ethics – নৈতিকতা; Home Ministry – স্বরাষ্ট্র মন্ত্রণালয়; Governing body – পরিচালনা পর্ষদ; Notice Board – বিজ্ঞপ্তি ফলক; Prepaid – পূর্ব-পরিশোধিত; X-ray – রঞ্জনরশ্মি; Racism – বর্ণবাদ; Settlement – বসতি; Tribunal – সালিস-সভা, বিচারসভা; Bulletin – জ্ঞাপনপত্র; External – বাহ্যিক।
কুমিল্লা বোর্ড ২০১৯
Autonomous – স্বায়ত্তশাসিত; Black-out – নিষ্প্রদীপ; Correspondent – সংবাদদাতা; Diplomatic – কূটনৈতিক; Endorsement – অনুমোদন; Feudal – সামন্ত; Horticulture – উদ্যান পালন বিদ্যা; Idealism – আদর্শবাদ; Landscape – ভূদৃশ্য; Memorandum – স্মারকলিপি; Non-aligned – জোটহীন; Ordinance – অধ্যাদেশ; Pioneer – অগ্রগামী, পথপ্রদর্শক; Remark মন্তব্য; Worship পূজা।
চট্টগ্রাম বোর্ড ২০১৯
Affidavit – হলফনামা; Fundamental – মৌলিক; Galaxy – ছায়াপথ; Oath – শপথ; Sabotage – নাশকতা; Catalogue – তালিকা,সুচি; Manifesto – ঘোষণাপত্র; Home Ministry – স্বরাষ্ট্র মন্ত্রণালয়; Rank – পদমর্যাদা; Note – টীকা; Secular – ধর্মনিরপেক্ষ; Code – আইনগ্রন্থ, নিয়মাবলী; Quality – গুণমান; File – নথি; Theory – তত্ত্ব; Biodata – জীবনবৃত্তান্ত।
সিলেট বোর্ড ২০১৯
Catalogue – সূচি, তালিকা; Dual – দ্বৈত; Epitaph – সমাধিস্তম্ভ-লিপি; Fine Arts – চারুকলা; Interim – অন্তর্বর্তী; Manuscript – পাণ্ডুলিপি; Octave – অষ্টক; Parole – প্রতিশ্রুতি, মুখের কথা; Quarterly – ত্রৈমাসিক; Refugee – উদ্বাস্তু; Sponsor – পৃষ্ঠপোষক; Up-to-date – বর্তমান সময় পর্যন্ত; Violation – লঙ্ঘন; Wristwatch – হাতঘড়ি; Zoom – – বড় করা।
বরিশাল বোর্ড ২০১৯
Ad-hoc – এর জন্য; By-election – উপনির্বাচন; Caption – শিরোনাম; Data – তথ্য; Ethics – নৈতিকতা; Fine-Art – চারুকলা; Idiom – বাগধারা; Kindergarten- িশশু নিকেতন; Landscape – ভূদৃশ্য; Nebula – নীহারিকা; Ordinance – অধ্যাদেশ; Parade – কুচকাওয়াজ; Quarter – ত্রৈমাসিক; Rational যুক্তিসঙ্গত; Syntax গঠন।
দিনাজপুর বোর্ড ২০১৯
Autograph – অটোগ্রাফ; Bilingual- দ্বিভাষিক; Comet- ধূমকেতু; Dialect- উপভাষা; Evaluation- মূল্যায়ন; Farce- প্রহসন; Global – বৈশ্বিক; Hostage- জিম্মি; Immigrant- অভিবাসী; Legend- কিংবদন্তি; Manifesto- ইশতেহার; Nutrition- পুষ্টি; Prefix- উপসর্গ; Rotation- ঘূর্ণন; Symbol- প্রতীক।
সকল বোর্ড ২০১৮
Abstract – বিমূর্ত; Bidder- দরদাতা; Cold war- স্নায়ু যুদ্ধ; Diplomatic- কূটনৈতিক; Embargo- নিষেধাজ্ঞা, Face value – মুখমান; Gratuity- পারিতোষিক; Hygiene- পরিচ্ছন্নতা; Initial- প্রাথমিক; Myth – পুরাণ; Justice- ন্যায়বিচার; Power house- বিদ্যুৎকেন্দ্র; Queue- সারি; Sabotage- নাশকতা; Violation- লঙ্ঘন।
ঢাকা বোর্ড ২০১৭
Pen-friend – কলমী-বন্ধু; Oath – শপথ; Trial – বিচার; Walk-out – ওয়াক-আউট; Token – প্রতীক; Uniform – উর্দি, বিশেষ পোশাক; Lease – ইজারা; Sabotage – নাশকতা; Retirement – অবসর; Marketing – প্রচারণা; Global – বিশ্বব্যাপী; Forecast – পূর্বাভাস; Epitaph – সমাধিস্তম্ভ-লিপি; Bail – জামিন; Allegation – অভিযোগ।
রাজশাহী বোর্ড ২০১৭
Prepaid – পূর্ব-পরিশোধিত; Hygiene – স্বাস্থ্যবিধি; Embargo – নিষেধাজ্ঞা; Impeachment – অভিশংসন; Legend – কিংবদন্তি; Validity – বৈধতা; Biography – জীবনী; Principle – নীতি; Nutrition – পুষ্টি; Oath – শপথ; Dialect – উপভাষা; War-criminal – যুদ্ধাপরাধী; Museum – যাদুঘর; Dual – দ্বৈত; Up-to-date – বর্তমান সময় পর্যন্ত।
যশোর বোর্ড ২০১৭
Aid – সাহায্য; Book-post – পুস্তিকাদি পাঠাবার ডাক ব্যবস্থা; Cartoon – ব্যঙ্গচিত্র; Dialect – উপভাষা; Editor – সম্পাদক; Fiction – কল্পকাহিনী; Green room – সাজঘর; Index – সূচক; Justice – বিচার; Manuscript – পাণ্ডুলিপি; Nursery – শিশুশালা; Oath – শপথ; Quack – হাতুড়ে ডাক্তার; Venue – কেন্দ্র; Zone – মণ্ডল, স্তর।
কুমিল্লা বোর্ড ২০১৭
Annexation – সংযোজন; Edition – সংস্করণ; Blue-Print – প্রতিচিত্র, আলোকচিত্রের প্রতিলিপি; Catalogue – সূচি, তালিকা; Brand – মার্কা; Deputation – প্রতিনিধিত্ব; Fine-Arts – চারুকলা; Pass-Word – গুপ্তমন্ত্র, গোপন সংখ্যা; Attestation – প্রত্যয়ন; Concession – ছাড়; Surety – জামিন; Myth – শ্রুতি, পুরাণ; Subsidy – ভর্তুকি; Publicity – প্রচার; Whitepaper – শ্বেত-পত্র, সরকারী ইস্তাহার বা বিবৃতি।
চট্টগ্রাম বোর্ড ২০১৭
Nursery – শিশুশালা; Manifesto – ঘোষণাপত্র; Idiom – বাগধারা; Referendum – গণভোট; Green-room – সাজঘর; Subsidy – ভর্তুকি; Tribunal – বিচারসভা; Eye-wash – লোক দেখানো; Debate – বিতর্ক; Bankrupt – দেউলিয়া; Public-works – গণপূর্ত; Measure – পরিমাপ করা; Circle – বৃত্ত; Prime – প্রধান।
সিলেট বোর্ড ২০১৭
Acknowledgement – স্বীকৃতি; Banquet – ভোজ; Dialect – উপভাষা;Eye-wash – লোক দেখানো; Fiction – কল্পকাহিনী; Green-room – সাজঘর; Honorarium – সম্মানী; invoice – চালান; Lease – ইজারা; Manuscript – পাণ্ডুলিপি; Public service – জনসেবা; Quarterly – ত্রৈমাসিক; Racism – বর্ণবাদ; Vice-versa – তদ্বিপরীত; War-crime – যুদ্ধাপরাধ।
বরিশাল বোর্ড ২০১৭
Principle – নীতি Ballot – ব্যালট Lien – বিদেশী; Neutral – নিরপেক্ষ; Copyright – স্বত্ব; Keyword – সাংকেতিক লিপির সমাধানসূত্র; Unskilled – অদক্ষ; Reality – বাস্তবতা; Worship – পূজা; Payee – প্রাপ্তি; Get-up – পোশাক-পরিচ্ছেদ; Goodwill – শুভবুদ্ধি; Lease – ইজারা; Invoice – চালানদ
দিনাজপুর বোর্ড ২০১৭
Analysis – বিশ্লেষণ; Memorandum – স্মারকলিপি; Embargo – নিষেধাজ্ঞা; Legend – কিংবদন্তি; Vehicle – যানবাহন; Worhsip – পূজা; Biogaphy – জীবনী; Deed – দলিল; Galaxy – ছায়াপথ; Sanction – অনুমোদন; Rank – পদমর্যাদা; Quack – হাতুড়ে ডাক্তার; Pay bill – বিল পরিশোধ করুন; Campus – প্রাঙ্গন; Home Ministry – স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাজশাহী ক্যাডেট কলেজ
Abstract – বিমূর্ত; Epitaph – সমাধিস্তম্ভ-লিপি; Dual – দ্বৈত; Embargo – নিষেধাজ্ঞা; Concession – ছাড়; Bankrupt – দেউলিয়া; Census – জনগণনা; Manuscript – পাণ্ডুলিপি; Prepaid – পূর্ব-পরিশোধিত; Token – প্রতিক; Vision – দৃষ্টি; Zonal – বলয়তুল্য; Adjust – সামঞ্জস্য করা; By-law – উপ-আইন; Fiction – কল্পকাহিনী;
ঝিনাইদহ ক্যাডেট কলেজ
War Criminal – যুদ্ধাপরাধী; Sewerage – পয়ঃনিষ্কাশন; Millennium – সহস্রাব্দ; Violation – লঙ্ঘন; Postmark – ডাক-মোহর; Interrogation – জিজ্ঞাসাবাদ; Honorarium – সম্মানী; Embargo – নিষেধাজ্ঞা; Deposit – জমা, সঞ্চয়; Eye-witness – প্রত্যক্ষদর্শী; Cartoon – ব্যঙ্গচিত্র; Approval – অনুমোদন; Green room – সাজঘর; National Assembly – জাতীয় সমাবেশ।
সিলেট ক্যাডেট কলেজ
Summit – শীর্ষ; Routine – কার্যতালিকা; Scale – পরিমাপযন্ত্র; মPhonetics – ধ্বনিতত্ত্ব; Payee – প্রাপ্তি;
License – অনুমতিপত্র; Interview – সাক্ষাৎকার; Inflation – মুদ্রাস্ফীতি; Hood – ঘোমটা; Walk-out – বের হয়ে যাওয়া, ত্যাগ করা; Terminology – পরিভাষা; Vice-Chairman – সহ সভাপতি; Up-to-date – বর্তমান সময় পর্যন্ত; Token – প্রতিক; Seal – সীল মোহর।
রংপুর ক্যাডেট কলেজ
Deputation – প্রতিনিধিত্ব; Republic – প্রজাতন্ত্র; White paper – শ্বেতপত্র; Copyright – স্বত্ব; Biography – জীবনী; Inflation – মুদ্রাস্ফীতি; Editor – সম্পাদক; Out-post – ফাঁড়ি; Honorary – সম্মানজনক; Dialect – উপভাষা; Manifesto – ঘোষণাপত্র; Subscriber – গ্রাহক; Memorandum – স্মারকলিপি; Allotment – বরাদ্দ।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
Quorum – কোরাম; Secular – ধর্মনিরপেক্ষ; Ethics – নৈতিকতা; Allotment – বরাদ্দ; Legend – কিংবদন্তি; Attested – প্রত্যয়িত; Civil – নাগরিক, বেসামরিক, সভ্য; Adaptation – অভিযোজন; Autonomy – স্বায়ত্তশাসন; Spy – গুপ্তচর; Venue – কেন্দ্র; Copyright – স্বত্ব; Valid – বৈধ; Principle – নীতি।
পাবনা ক্যাডেট কলেজ
Accident-prone – দুর্ঘটনা প্রবণ; Body warrant – গ্রেপ্তারি পরোয়ানা; Casual leave – নৈমিত্তিক ছুটি; Directorate – অধিদপ্তর; Epidemic – মহামারী; Floor Price – সর্বনিম্ন দর; Harbour – পোতাশ্রয়;
Inquest – অনুসন্ধান; Ivory – হাতির দাঁত; Land – জমি, ভূমি; Tenure – মেয়াদ; Mail – বার্তা; Non-Collegiate – কলেজের সঙ্গে যুক্ত নয় এমন; Open-air – খোলা আকাশ; Posthumous – মরণোত্তর; Statutory – সংবিধিবদ্ধ।
কুমিল্লা ক্যাডেট কলেজ
Zonal – বলয়তুল্য; Tissue – কলা; Sabway – ভূগর্ভস্থ পথ; Refinery – শোধনাগার; Polaris – ধ্রুবতারা; Orology – পর্বতবিজ্ঞান;Allegation – অভিযোগ; Dialect – উপভাষা; Invoice – চালান; Broker – দালাল; Acting – কার্যনির্বাহক; Dowry – যৌতুক; Lien – পূর্বস্বত্ব; Mayor – নগরাধ্যক্ষ; Interpreter – দোভাষী।
ফেনী গার্লস ক্যাডেট কলেজ
Adjournment – স্থগিত; Bankrupt – দেউলিয়াত্ব; Copyright – স্বত্ব; Dead lock – অচলাবস্থা; Embargo – নিষেধাজ্ঞা; Farce – প্রহসন; Galaxy – ছায়াপথ; Hide and seek – লুকোচুরি; Invoice – চালান; Longitude – দ্রাঘিমাংশ; Manifesto – ঘোষণাপত্র ; Penal code – দণ্ডবিধি; Racism – বর্ণবাদ; Subsidy – ভর্তুকি; Walk-out – বের হয়ে যাওয়া, ত্যাগ করা।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম
Bulletin – টুকরো সংবাদ; Interpreter – দোভাষী; Hygiene – স্বাস্থ্যবিধি; Embargo – নিষেধাজ্ঞা; Invoice – চালান; Copyright – স্বত্ব; Cartoon – ব্যঙ্গচিত্র; Manuscript – পাণ্ডুলিপি; Memorandum – স্মারকলিপি; Sanction – অনুমোদন; Attestation – প্রত্যয়ন; Concession – ছাড়; Deputation – প্রতিনিধিত্ব; Eye-wash – লোক দেখানো; Renew – নবায়ন।
প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করার মাধ্যমে পারিভাষিক শব্দ pdf ফাইল ডাউনলোড করে নাও। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরন এবং রাইটিং পার্ট এ ভালো প্রস্তুতি নেয়ার জন্য এখানে ক্লিক করো। আমাদের বিভিন্ন শিক্ষামূলক ফাইল তোমরা একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে কোন অসুবিধা হলে আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউব এও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিঙ্ক থেকে।
Discussion about this post