পৌরনীতি ও সুশাসন ১ম পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র mcq মডেল টেস্ট
১. ল্যাটিন শব্দ ‘Civis’-এর অর্থ কী?
ক. নগররাষ্ট্র
খ. নাগরিক
গ. পৌর
ঘ. রাষ্ট্র
২. বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে কত সালে?
ক. ১৯৭০
খ. ১৯৭১
গ. ১৯৭২
ঘ. ১৯৭৩
৩. পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে?
ক. ই. এম হোয়াইট
খ. এফ. আই প্লাউড
গ. ম্যাকাইভার
ঘ. গার্নার
8. কোনটি বৈশ্বিক সংগঠন?
ক. সার্ক
খ. জাতিসংঘ
গ. আসিয়ান
ঘ. ইউরোপীয় ইউনিয়ন
৫. সুশাসন বলতে বোঝায়—
i. রাজনৈতিক স্থিতিশীলতা
ii. সরকারি সিদ্ধান্তের বৈধতা
iii. শাসক ও শাসিতের বৈধতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬. The Republic-গ্রন্থটির লেখক কে?
ক. এরিস্টটল
খ. প্লেটো
গ. মন্টেস্কু
ঘ. ই.এম. হোয়াইট
৭. মূল্যবোধ কীসের মাধ্যমে নির্ধারিত হয়?
ক. নৈতিকতা
প. ধর্ম
গ. আচরণ
ঘ. অভ্যাস
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
জনাব নুরুল ইসলাম একজন নীতিবান মানুষ, হিসেবে সমাজে সকলের শ্রদ্ধার পাত্র। তিনি রাষ্ট্রীয় সকল বিধিবিধান মেনে চলেন এবং কোনো অন্যায় করেন না ও অন্যায়কে প্রশ্রয়ও দেন না। তিনি ব্যক্তিগত সকল স্বার্থকে উপেক্ষা করে নিজ আদর্শের ওপর অটল থাকতে দৃঢ় প্রতিজ্ঞ।
৮. জনাব নুরুল ইসলামের মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. ধর্মীয়
ঘ. আধ্যাত্মিক
৯. উক্ত মূল্যবোধের বৈশিষ্ট্য হলো—
i. সবচেয়ে শক্তিশালী মূল্যবোধ
ii. আচার-অনুষ্ঠানের মাধ্যমে এ মূল্যবোধ জন্মায়
iii. ধর্মীয় শিক্ষা এ মূল্যবোধের প্রধান উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. কোনটি সরকারি আইন নয়?
ক. ফৌজদারি আইন
খ. সাংবিধানিক আইন
গ. আন্তর্জাতিক আইন
ঘ. প্রশাসনিক আইন
১১. ‘Liber’ শব্দের অর্থ কী?
ক. মুক্ত থাকা
খ. নিয়ন্ত্রণ থাকা
গ. জাগ্রত থাকা
ঘ. উন্মুক্ত থাকা
১২. প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা হলেন-
ক. হার্বার্ট স্পেনসার
খ. জন স্টুয়ার্ট মিল
গ. জন লক
ঘ. হ্যারল্ড জে লাস্কি
১৩. অধিকারের প্রধান রক্ষাকবচ কোনটি?
ক. গণতন্ত্র
খ. আইন
গ. প্রথা
ঘ. সংবাদপত্র
১৪. অধিকারের ধরন কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৫. মানব অধিকার এমন কতকগুলো অধিকার যা নাগরিক জীবনের-
i. উন্নয়ন ঘটায়
ii. ব্যাপ্তি ঘটায়
iii. পতন ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. iii
১৬. কর্তব্য বলতে কী বোঝায়?
ক. কাজ
খ. দায়িত্ব
গ. গুরুত্ব
ঘ. অধিকার
১৭. নিচের কোনটি নাগরিকের প্রধান কর্তব্য?
ক. কর প্রদান
খ. আনুগত্য প্রকাশ
গ. ভোট প্রদান
ঘ. আইন মান্য করা
১৮. বিশ্ব মানবাধিকার দিবস কোনটি?
ক. ১০ সেপ্টেম্বর
খ. ১০ অক্টোবর
গ. ১০ নভেম্বর
ঘ. ১০ ডিসেম্বর
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
মি. শফিক এমন একটি সংগঠনের সদস্য যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চায় অপরপক্ষে মি. রফিকের সংগঠন সরকার গঠন করতে চায় না বরং সরকারের কার্যক্রমকে প্রভাবিত করতে চায়।
১৯. নিচের কোনটি মি. শফিকের সংগঠন?
ক. রাজনৈতিক দল
খ. সাংস্কৃতিক গোষ্ঠী
গ. ধর্মীয় গোষ্ঠী
ঘ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
২০. নিচের কোনটি মি. রফিকের সংগঠন?
ক. রাজনৈতিক দল
খ. সাংস্কৃতিক গোষ্ঠী
গ. ধর্মীয় গোষ্ঠী
ঘ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
২১. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি?
ক. আদর্শ বাস্তবায়ন
খ. কর্মসূচি ঘোষণা
গ. সরকার গঠন
ঘ. জাতীয় ঐক্য সাধন
২২. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো—
ক. নির্বাচনে অংশগ্রহণ করা
খ. গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ করা
গ. অন্য গোষ্ঠীকে অগ্রাহ্য করা
ঘ. জনমতকে প্রাধান্য দেওয়া
২৩. নেতৃত্ব বলতে বোঝায়—
ক. নেতার আদর্শ
খ. নেতার ক্ষমতা
গ. নেতার প্রভাব
ঘ. নেতার গুণাবলি
২৪. নেতৃত্বের প্রয়োজনীয় গুণ হলো-
i. ব্যক্তিত্ব
ii. আত্মবিশ্বাস
iii. ক্ষমতালিপ্সা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. কোন ব্যবস্থায় জনগণ সার্বভৌম?
ক. গণতন্ত্র
খ. একনায়কতন্ত্র
গ. সমাজতন্ত্র
ঘ. ধর্মতন্ত্র
উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
রাজুর দেশে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। নাগরিকেরা দ্বৈত আনুগত্যে বিশ্বাস করে।
২৬. রাজুর দেশে কোন ধরনের সরকার বিদ্যমান?
ক. এককেন্দ্রিক
খ. যুক্তরাষ্ট্রীয়
গ. সংসদীয়
ঘ. রাষ্ট্রপতি শাসিত
২৭. উক্ত সরকারের সফলতার জন্য প্রয়োজন-
i. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান
ii. ভৌগোলিক একতা
iii. বিচার বিভাগের প্রাধান্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. Natio শব্দের বাংলা অর্থ কী?
ক. জাতি
খ. জাতীয়তা
গ. জন্ম
ঘ. বংশ
২৯. কোন সংগঠনটি জাতি গঠনের জন্য অপরিহার্য?
ক. ধর্মীয়
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. অর্থনৈতিক
৩০. দেশপ্রেম বলতে বোঝায়—
i. নিজ দেশের জন্য গর্ববোধ করা
ii. জাতীয় সম্পদের অপচয় না করা
iii. অন্য জাতিকে ছোট মনে করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post