এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র মডেল টেস্ট
১. ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবির মুখে এবং পর্যায়ক্রমে অধিকতর দায়িত্বশীল সরকার গঠনের লক্ষ্যে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস করা হয়।
ক. কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?
খ. স্বদেশী আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? এর প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখ।
ঘ. উক্ত আইনের মাধ্যমে দায়িত্বশীল সরকার কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল? আলোচনা কর।
২. ভারত শাসনের একপর্যায়ে ব্রিটিশরা এমন একটি আইন প্রণয়ন করে যে আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ও শাসনক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলা হয়।
ক. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়?
খ. বঙ্গভঙ্গ বলতে তুমি কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত আইন ভারত শাসনের কোন আইনকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা ব্যাখ্যা কর।
৩. একটি ঔপনিবেশিক রাষ্ট্র ‘ক’-এর দুটি বৃহত্তর রাজনৈতিক দল ‘প’ ও ‘ম’ স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য আন্দোলন করছে। ‘ম’ দল এক সম্মেলনের মাধ্যমে তাদের সম্প্রদায় অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব করে।
ক. ক্লীপস মিশনের সদস্যসংখ্যা কত?
খ. দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ‘ম’ দলের প্রস্তাব তোমার পাঠ্যবইয়ের যে প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ তার বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. উক্ত প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? তুমি কি এর সাথে একমত? যুক্তি দাও।
৪. ধর্মীয় জাতীয়তার ভিত্তিতে একটি রাষ্ট্রের জন্ম হয়। রাষ্ট্রটির ছিল দুটি প্রদেশ। উভয় প্রদেশের মাঝখানে ছিল একটি বড় রাষ্ট্রের অবস্থান। পূর্বদিকে অবস্থিত প্রদেশটির জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় ৫৬ ভাগ এবং পশ্চিম প্রদেশটির জনসংখ্যা ছিল প্রায় ৪৪ ভাগ। কিন্তু নবগঠিত এ রাষ্ট্রটির রাজধানী এবং স্থল, নৌ, বিমানবাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করা হয় পশ্চিম দিকের প্রদেশটিতে। দিনে দিনে উভয় প্রদেশের বৈষম্য বেড়েই চলছিল। জন্মের প্রায় ২৩ বছর পর এই রাষ্ট্রটিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন ছিল উত্ত রাষ্ট্রটির মৃত্যুর বার্তাবাহক।
ক. পাকিস্তান রাষ্ট্রের প্রথম সংবিধান রচিত হয়েছিল কত সালে?
খ. আগরতলা মামলা কেন দায়ের করা হয়?
গ. উদ্দীপকে বৈষম্যের যে চিত্র তুলে ধরা হয়েছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে যে নির্বাচনের ইঙ্গিত প্রদান করা হয়েছে তার ফলাফল আলোচনা কর।
৫. ‘ঢ’ নামক রাষ্ট্রের সরকার মাত্র ৫ ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ আন্দোলনে নামে। বেশ কয়েকজন যুবক বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করে।
ক. যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক কী ছিল?
খ. ১৯৫৬ সালের সংবিধানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত আন্দোলন ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন- বিশ্লেষণ কর।
৬. ‘ণ নামক রাষ্ট্র পূর্ব ও পশ্চিম অংশে বিভক্ত। পশ্চিম অংশের শাসকগোষ্ঠী পূর্ব অংশের জনগণের ওপর শোষণ ও নির্যাতন শুরু করে। তখনই পূর্ব অংশের জনগণের প্রাণপ্রিয় এক মহান নেতা স্বায়ত্তশাসনসহ বেশকিছু দাবি পেশ করেন।
ক. লাহোর প্রস্তাব কে পেশ করেন?
খ. আগরতলা মামলা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকটি তোমার পঠিত কোন ঐতিহাসিক দাবির সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত স্বায়ত্তশাসনের দাবিকে বাংলার মুক্তির সনদ বলা হয়” – তুমি কি একমত? বিশ্লেষণ কর।
৭. ‘আঁখি’ ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে যেয়ে এস এম হল দেখে তার পৌরনীতির স্যারের ক্লাস লেকচারের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন বাংলার এক ক্ষণজন্মা পুরুষের কথা। যিনি-
(i) ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে রাজনীতিতে অংশ নেন।
(ii) বঙ্গভঙ্গে অবদান রাখেন।
(iii) মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।
(iv) আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে ঢাবির পাশেই বুয়েট নামে খ্যাত।
ক. কে, কখন ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন?
খ. ঋণ সালিশি বোর্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ক্ষণজন্মা পুরুষ বলতে কাকে ইঙ্গিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নেতার রাজনৈতিক অবদান মূল্যায়ন কর।
৮. ‘ক’ নামক নেতাকে একটি দেশের স্বাধীনতার স্থপতি বলা হয়। ১৯৬৬ সালে তিনি কতকগুলো দাবি পেশ করেন, যা ঐ দেশের মানুষের জন্য মুক্তির সনদ হিসেবে বিবেচিত। ১৯৬৮ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও জনগণের বিক্ষোভের মুখে তাকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়। ১৯৭১ সালে তার বলিষ্ঠ নেতৃত্বে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
ক. মজলুম জননেতা কে?
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কেন গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?
গ. উদ্দীপকে কোন মহান নেতার কথা বলা হয়েছে? ১৯৬৬ সালে তার পেশকৃত দাবিগুলো কী ছিল?
ঘ. ১৯৬৮ সালে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়? তার মুক্তির ব্যাপারে জনগণের বিক্ষোভের স্বরূপ বর্ণনা কর।
৯. “ক’ রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতি রাখা হয়েছে। এগুলো হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।
ক. মৌলিক অধিকার কী?
খ. ন্যায়পাল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত সংবিধান জনগণের সার্বভৌমত্ব স্বীকার করে- বিশ্লেষণ কর।
১০. বিধান সরকার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। উক্ত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের কাজ করে।
ক. নির্বাচন কী?
খ. সার্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়? প্রশ্নটি শর্ট সিলেবাস বহির্ভূত।
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ভূমিকার ওপর রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল- বিশ্লেষণ কর।
১১. উন্নত রাষ্ট্র ও কিছু ভোগবিলাসী মানুষের কারণে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। ফলে পৃথিবীর মানবগোষ্ঠীর জীবন ও জীব ব্যবস্থার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। কিন্তু এই পরিবর্তন নিছক প্রাকৃতিক নয়। বরং এর বেশিরভাগই মনুষ্যসৃষ্ট।
ক. AIDS-এর পূর্ণরূপ লেখ।
খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন বাংলাদেশের ওপর কোন ধরনের প্রভাব ফেলছে? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত পরিবর্তন হ্রাসে নাগরিকের ভূমিকা অপরিসীম” তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post