এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র mcq মডেল টেস্ট
১. ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে?
ক. ১৬১০
খ. ১৯০৫
গ. ১৯৪৭
ঘ. ১৯৭১
২. বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয়?
ক. ১৯০৫
খ. ১৯০৭
গ. ১৯০৯
ঘ. ১৯১১
৩. সম্রাট পঞ্চম জর্জ নিচের কোন কর্মটির সাথে সম্পৃক্ত?
ক. বঙ্গভঙ্গ
খ. বঙ্গভঙ্গ রদ
গ. মর্লে-মিন্টো সংস্কার আইন
ঘ. বেঙ্গল প্যাক্ট
৪. প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো-
i. প্রাদেশিক মন্ত্রিসভা প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে
ii. গভর্নর নিয়মতান্ত্রিক প্রধান থাকবেন
iii. কেন্দ্রে দ্বৈতশাসন থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি কোনটি?
ক. ধর্ম
খ. ভাষা
গ. ইতিহাস ও ঐতিহ্য
ঘ. রাজনৈতিক চেতনা
৬. যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫১
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৭১
৭. কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়?
ক. ১৯৫২
খ. ১৯৫৪
গ. ১৯৫৬
ঘ. ১৯৬২
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
A নামক রাষ্ট্র পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিভক্ত। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণ শাসন ও নির্যাতনের স্বীকার হয়। তখন পূর্ব পাকিস্তানের কতিপয় রাজনৈতিক দল একত্রিত হয়ে যুক্তফ্রন্ট নামক একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিভিন্ন ষড়যন্ত্রের স্বীকার হয়ে তারা ক্ষমতায় বেশিদিন থাকতে পারেনি।
৮. . উদ্দীপকে আলোচিত উক্ত নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন কয়টি ছিল?
ক. ১৪৩টি
খ. ২২৩টি
গ. ২৩৭টি
ঘ. ৩০৯টি
৯. উক্ত নির্বাচনের উল্লেখযোগ্য দিক হলো-
i. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
ii. জাতীয় অনৈক্যের প্রকাশ
iii. মহিলাদের জন্য ১৫টি আসন সংরক্ষিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১০. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
ক. নবাব স্যার সলিমুল্লাহ
খ. নওয়াব আবদুল লতিফ
গ. হাজী মুহাম্মদ মহসিন
ঘ. হাজী শরীয়তউল্লাহ
১১. বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন?
ক. হাজী শরীয়তউল্লাহ
খ. ফকির মজনু শাহ
গ. তিতুমীর
ঘ. সৈয়দ আব্দুল লতিফ
১২. মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করা হয়-
i. মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য
ii. মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য
iii. বঙ্গভঙ্গ বিরোধী কার্যকলাপ প্রতিহত করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. ‘বেঙ্গল প্যাক্ট’ সম্পাদিত হয় কোন সালে?
ক. ১৯১৪
খ. ১৯১৬
গ. ১৯১৯
ঘ. ১৯২৩
১৪. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন?
ক. টাঙ্গাইল
খ. পাবনা
গ. সিরাজগঞ্জ
ঘ. ময়মনসিংহ
১৫. খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে গঠিত হয়?
ক. ১০ জানুয়ারি ১৯৭২
খ. ১২ মার্চ ১৯৭২
গ. ১১ এপ্রিল ১৯৭২
ঘ. ১৩ এপ্রিল ১৯৭২
১৬. বাংলাদেশে কোন ধরনের সরকার চালু আছে?
ক. রাষ্ট্রশাসিত
খ. মন্ত্রিপরিষদ শাসিত
গ.একনায়কতান্ত্রিক
ঘ. যুক্তরাষ্ট্রীয়
১৭. বাংলাদেশ সংবিধানের মূলনীতি নয় কোনটি?
ক. জাতীয়তাবাদ
খ. গণতন্ত্র
গ. ধনতন্ত্র
ঘ. সমাজতন্ত্র
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
রাশেদ মহাজনের ঋণ শোধ করতে না পেরে বাধ্য হয়ে ইটভাটার কাজ করতে রাজি হয়। মহাজন তাকে জোরপূর্বক ইটভাটার কাজ করতে বাধ্য করে। রাশেদ সেখানে তার মতো আরও অনেককে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে দেখে।
১৮. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাশেদের ইটভাটার কাজ করা কোন অধিকার লঙ্ঘন?
ক. মৌলিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. অর্থনৈতিক
১৯. ইটভাটার মহাজন ক্ষমতা প্রয়োগ করে শ্রমিকদের-
i. মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে
ii. ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছে
iii. জোরপূর্বক শ্রমে বাধ্য করছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২১. বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কে?
ক. চেয়ারমান
খ. মহাপরিচালক
গ. সদস্য
ঘ. সচিব
২২. স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে?
ক. ১১২
খ. ১১৪
গ. ১১৬
ঘ. ১১৮
২৩. সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে?
ক. আইনমন্ত্রী
খ. এটর্নি জেনারেল
গ. প্রধান বিচারপতি
ঘ. আইন প্রতিমন্ত্রী
২৪. উক্ত প্রতিষ্ঠানের সঠিকভাবে দায়িত্ব পালনের ফলে –
i. সরকারি সম্পদের অপচয় রোধ সম্ভব হবে
ii. জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে
iii. দুর্নীতিবাজরা দেশ ত্যাগ করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৫. বিশেষ চাহিদার জনগোষ্ঠী’ কারা?
ক. উপজাতি
খ. ভিক্ষুক
গ. ভূমিহীন
ঘ. প্রতিবন্ধী
২৬. দুর্নীতি দমন কমিশন বিল পাস হয় কত সালে?
ক. ২০০১
খ. ২০০২
গ. ২০০৩
ঘ. ২০০৪
২৭. দুধ ও মাছে কোন রাসায়নিক পদার্থ মেশানো হয়?
ক. ফরমালিন
কগ
খ. ক্যালসিয়াম কার্বাইড
গ. ডিডিটি
ঘ. ইথানল
২৮. ইভটিজিং-এর কারণ হচ্ছে-
i. সুশিক্ষার অভাব
ii. অপসংস্কৃতির প্রভাব
iii. নগরায়ণের প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
একজন অসুস্থ প্রতিবেশীকে দেখতে হাসপাতালে যান ইকবাল বাহার। কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে তিনি জানতে পারেন রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। যার অনিবার্য পরিণতি মৃত্যু।
২৯. উদ্দীপকে বর্ণিত রোগী কোন রোগে আক্রান্ত?
ক. যক্ষ্মা
খ. ক্যান্সার
গ. এইডস
ঘ. হেপাটাইটিস-বি
৩০. উদ্দীপকে বর্ণিত ব্যাধি থেকে পরিত্রাণের উপায় হলো-
i. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা
ii. অনিরাপদ শারীরিক সম্পর্ক পরিহার করা
iii. আক্রান্ত ব্যক্তিকে এড়িয়ে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post