ফিন্যান্স ব্যাংকিং ও বিমা টেস্ট পেপার বইটির বৈশিষ্ট্য: ১. অনুশীলন ও ব্যবহারের সুবিধার্থে দুটি আলাদা খণ্ডে প্রকাশিত। ২. প্রথম খণ্ডটি PRS পদ্ধতিতে পরীক্ষা প্রস্তুতির জন্য এবং দ্বিতীয় খণ্ডটি NCTB অনুমোদিত পাঠ্যবইসমূহের অনুশীলন ও প্রস্তুতি যাচাইয়ের জন্য বিশেষভাবে সংকলিত।
৩. বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের সঙ্গে প্রশ্ন ও উত্তর সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য সংযোজিত। ৪. শিক্ষার্থীদের অনুশীলনকে সহজ ও কার্যকর করে তুলতে সার্বক্ষণিক গাইড হিসেবে ‘টিউটর’ নামক অভিনব অনুষঙ্গের ব্যবহার। ৫. অনুশীলনকালে সেলফোনে পাঠ্যবইয়ের টপিক শোনার জন্য ‘অডিও বুক’। ৬. অনলাইনে নিজে নিজে পরীক্ষা দেয়ার জন্য POLE নামক মোবাইল অ্যাপ।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা টেস্ট পেপার
১। বিগত ৩ বছরের সকল বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর সংযোজন।
২। পরীক্ষায় কমন উপযোগী অনন্য সৃজনশীল উদ্দীপকসহ শিখনফলভিত্তিক প্রশ্ন ও উত্তর।
৩। প্রাগ্রসর প্রস্তুতির জন্য সমন্বিত অধ্যায়ের প্রশ্নোত্তর।
৪। দক্ষতা যাচাইয়ের জন্য সুপার টিপসসহ সৃজনশীল প্রশ্নব্যাংক।
৫। পরীক্ষায় নিশ্চিত নম্বরের জন্য কমন-উপযোগী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।
৬। অধ্যায়ভিত্তিক সমৃদ্ধ রিভিশন ও সাজেশন অংশ।
দ্বিতীয় খণ্ডের বৈশিষ্ট্য
১। NCTB অনুমোদিত গুরুত্বপূর্ণ পাঠ্যবইসমূহের অনুশীলনীর প্রশ্নের সম্পূর্ণ উত্তর।
২। অধ্যায়ভিত্তিক মডেল ও পূর্ণাঙ্গ মডেল প্রশ্নপত্র এবং সমাধান।
৩। পাঠ্যবইয়ে প্রদত্ত সবগুলো শ্রেণির কাজের সমাধান।
৪। বিগত সালের সকল বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র।
গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন
১. শাপলা ব্যাংক বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র ইস্যু করে, বিনিময় হার নির্ধারণ করে বৈদেশিক দেনা পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে। এছাড়াও দীর্ঘমেয়াদে ঋণ দেয়, বিনিয়োগ করে এবং শেয়ার-এর অবলেখকের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বর্তমানে ব্যাংকটি আগের মত তাদের কার্যক্রম সম্পাদন করতে পারছে না। তাই দোয়েল ব্যাংক শাপলা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
ক. স্বায়ত্তশাসিত ব্যাংক কী?
খ. ব্যাসেল ২ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়?
গ. শাপলা ব্যাংক কাজের ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. শাপলা ব্যাংকের সাথে চুক্তিবন্ধ হয়ে দোয়েল ব্যাংক কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে? বর্ণনা করো।
২. জনাব আকবর বাংলাদেশের অন্যতম ব্যাংকিং ব্যক্তিত্ব ছিলেন। তার জীদ্দশায় নিজের গড়া ওয়েস্টল্যান্ড ব্যাংকিং কর্পোরেশন দেশের অনেকগুলো ছেট ব্যাংকের শেয়ার কিনে নিয়ন্ত্রণ নেয় এবং দেশের ব্যাংকিং জগতের অন্যতম সেরা প্রতিষ্ঠানের মর্যাদা পায়। পরবর্তীতে জনাব আকবর না থাকা অবস্থায় ব্যাংকটি আগ্রাসী ব্যাংকিং নীতি ও কার্যক্রম গ্রহণ করে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাংকের অফিস প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে।
ক. মার্চেন্ট ব্যাংক কী?
খ. ব্যাংককে অর্থনীতির চালিকাশক্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকে কর্পোরেশনটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং ব্যস্থা গড়ে তুলেছে? ব্যাখ্যা করো।
ঘ. বিভিন্ন স্থানে অফিস সম্বলিত ব্যাংকিং ব্যবস্থায় নিয়ন্ত্রণের অপরিহার্যতা যে গুরুত্বপূর্ণ তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৩. জনাব আসিফ ও জনাব ফাহিম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এম বি এ পাস করে বের হয়েছেন। সম্প্রতি আসিফ অ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন, যেটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট। অন্যদিকে জনাব ফাহিম ‘ই’ ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদান করেন, যেটি জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং প্রয়োজনে ঋণদানের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য প্রত্যাশিত মুনাফা অর্জন নিশ্চিত করে। কার্যাবলি ভিন্ন হলেও ফাহিমের কর্মরত ব্যাংককে আসিফের কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকতে হয়।
ক. ই-ব্যাংকিং কি?
খ. গারনিশি আদেশ মান্য করা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. কার্যাবলির ভিত্তিতে জনাব আসিফের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ঘ. ফাহিমের কর্মরত ব্যাংককে আফিসের কর্মরত ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
৪. দেশের দ্রব্যমূল্যের মান দিন দিন বেড়েই চলছে। এতে বাংলাদেশ ব্যাংক উদ্বিগ্ন হয়ে একটি সার্কুলার জারি করে। সেখানে উল্লেখ করা হয় এখন থেকে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ নিতে হলে ১% অধিক হারে সুদ দিতে হবে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর পর্যাপ্ত তারল্য থাকায় এতে কোনো সাড়া যাওয়ায় যায়নি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক অন্য সার্কুরার ব্যাংকগুলোর জমার হার ১.৫% বৃদ্ধি করে। এ সিদ্ধান্তে সব ব্যাংক সহযোগিতা করলেও গোমতী ব্যাংক এড়িয়ে যায়। বিষয়টি অনুসন্ধানে ধরা পড়লে বাংলাদেশ ব্যাংক তাদের ঋণ সুবিধা স্থগিত করে।
ক. নিকাশ ঘর কী?
খ. কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় এবং কেন?
গ. বাংলাদেশ ব্যাংকের প্রথম সার্কুলার ঋণ নিয়ন্ত্রণের কোন কৌশলের সাথে সঙ্গতিপূর্ণ বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
ঘ. ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় সার্কুলার এবং তৎপরবর্তী কার্যক্রম কি ফলপ্রসূ হবে বলে তুমি মনে করো? যুক্তি দাও।
৫. সাজিদ তাঁর মোটরসাইকেলের জন্য ৫ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। সাজিদ বিমা দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি দাবিকৃত ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীকালে মোটরসাইলেকটি ৫০,০০০ টাকায় সাজিদ বিক্রয় করতে চাইলে বিমা কোম্পানি তাঁকে বাধা দেয়।
ক. বিশুদ্ধ ঝুঁকি কী?
খ. স্বার্থ ছাড়া বিমা চুক্তি সম্পন্ন হয় না কেন? ব্যাখ্যা করো।
গ. সাজিদ কোন নীতির আওতায় বিমা কোম্পানির কাছ থেকে অর্থ লাভ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক সাজিদকে বাধা দেয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
৬. ঢাকার কবির চট্টগ্রাম বন্দর ব্যবহার করে জাপান থেকে অটোমোবাইল যন্ত্রাংশ আমদানি করেন। সমুদ্রপথে ঝড়ঝঞ্ঝা, বজ্রপাত, জলদস্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মর্ডান ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ১৫ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের শর্তে প্রতিবছর ১.৫ লক্ষ টাকা প্রিমিয়ামের বিনিময়ে একটি বিমাচুক্তি সম্পন্ন করেন। বিমাচুক্তি সম্পন্ন হওয়ার পূর্বেই কবিরের পণ্য পরিবহনকৃত জাহাজ বরফের সাথে ধাক্কা লেগে প্রায় ১৫ লক্ষ টাকার পণ্য নষ্ট হয়ে যায়।
ক. জীবন বিমা কর্পোরেশন কী?
খ. বিমাকে সদ্বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
গ. কবির কোন ধরনের বিমা গ্রহণ করেছিলেন? বর্ণনা করো।
ঘ. কবির কী বিমাকারির নিকট থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৭. নাহিদ সাহেব ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে নানান ধরনের সুবিধা পাচ্ছেন। তিনি মোবাইল ব্যাংকিং-এর বিভিন্ন সেবা সম্পর্কে তার প্রতিবেশি আলামিন সাহেবকে বলেন। আলামিন সাহেব সব শুনে ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং খুলতে আগ্রহী হন।
ক. One Stop Survive কী?
খ. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে ২টি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত মোবাইল ব্যাংকিং-এর যে সব সুবিধা সম্পর্কে বলা হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আল আমিনের ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করা যথাযথ হবে কিনা? মূল্যায়ন করো।
৮. মালিহা ও নিশিতা বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে গেল। দুজনেই কোনো নগদ টাকা যায়নি। অথচ প্রচুর পরিমাণে কেনাকাটা ও খাওয়া-দাওয়া করল। তারা এক ধরনের কার্ড ব্যবহার করে কেনাকাটার মূল্য পরিশোধ করেছে। মালিহার ব্যাংক হিসাবে টাকা ছিল কিন্তু নিশিতার হিসাবে কোন টাকা ছিল না।
ক. ওয়ান স্টপ সার্ভিস কী?
খ. মোবাইল ব্যাংকিং বলতে কী বোঝায়?
গ. মালিহা কোন ধরনের কার্ড ব্যবহার করেছে? ব্যাখ্যা করো।
ঘ. নিশিতার হিসাবে টাকা না থাকলেও সে কী কার্ড ব্যবহার করে কেনাকাটা করল? বিশ্লেষণ করো।
৯. জনাব রায়হান তৈরি পোশাক রপ্তানি করেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মি. জন কে ১০ লক্ষ টাকার তৈরি পোশাক রপ্তানি করেছেন। এর জন্য তিনি গোল্ডম্যান ব্যাংকের মাধ্যমে অর্থ প্রাপ্তির নিশ্চয়তাস্বরূপ প্রত্যয়পত্র গ্রহণ করেছেন। পোশাক রপ্তানির পূর্বে ডলার-এর মূল্য বেশি থাকলেও পরবর্তীতে তা প্রাস পায়। জনাব রায়হান খোঁজ নিয়ে জানতে পারেন, আমদানি কমে যাওয়ায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে, এতে জনাব রায়হান আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
ক. ভাসমান মুদ্রা কী?
খ. মেয়াদপূর্তির পূর্বেই প্রাপ্ত বিল বিক্রয় করাকে কী বলে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকেকে জনাব রায়হান কোন ধরনের প্রত্যয়পত্র পেয়েছিল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নির্দেশিত বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
১০. জনাব সাঈদ একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি জানেন দেশের রপ্তানি আয়ের ৮০% আসে এ খাত থেকে। তবে তা আমাদের দেশের মুদ্রাকে শক্তিশালী করছে না। এর কারণ জনাব সাঈদের তৈরি পোশাকের জন্য বেশিরভাগ খরচই চলে যায় কাঁচামাল আমদানি বাবদ ব্যয়ে। আবার আরব বিশ্বে বেশ কয়েক বছর ধরে শ্রমিক নেয়া বন্ধ ছিল। সম্প্রতি সৌদি আরব আবার শ্রমিক নিবে বলে ঘোষণা দেয়। এ ঘোষণায় জনাব সাঈদ ভবিষ্যতে মুদ্রার মূল্যমান শক্তিশালী হবে বলে আশা করছেন।
ক. ভাসমান মুদ্রা কী?
খ. প্রত্যয়পত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব সাঈদ টাকা শক্তিশালী না হওয়ার ক্ষেত্রে কোন কারণ উল্লেখ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সাঈদের প্রত্যাশা অনুযায়ী মুদ্রামান শক্তিশালী হবে কীভাবে? বিশ্লেষণ করো।
১১. মি. মতিন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তখন সামান্য সুদ দেয় এমন একটি ব্যাংক হিসাব পরিচালনা করতেন। পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন এবং ব্যাংকে আরেকটি হিসাব খোলেন। এরপর তিনি বিদেশ চলে যান। পাঁচ বছর পর বিদেশ থেকে ফিরে তিনি আবার ব্যবসায় শুরু করেন। তিনি তার উভয় হিসাব চালু করতে চাইলে ব্যাংক ম্যানেজার পরবর্তী হিসাবটি চালু করার পরামর্শ দেন।
ক. কোন ধরনের চলতি হিসাবে সুদ পাওয়া যায়?
খ. কেন চেকে দাগকাটা হয়? ব্যাখ্যা করো।
গ. মি. মতিন প্রথমে কোন হিসাব পরিচালনা করতেন? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংক ম্যানেজার কেন পরবর্তী হিসাব চালু করার পরামর্শ দিলেন? মতামত দাও।
১২. সামি ৫০,০০০ টাকার মাল বিক্রয় করেছেন। ক্রেতা রাফি ১ মাস পর টাকা দিতে চায়। সামি বললেন, আপনি স্ট্যাম্পযুক্ত একটি কাগজে ১ মাস পর আমাকে টাকা দেবেন এটি লিখে দিন। অন্যদিকে সামি, রাসেল থেকে নিজেই ৭০,০০০ টাকার মাল কিনেছেন। এক মাস পর টাকা দিতে চাইলে রাসেল বললেন, আমি স্ট্যাম্পযুক্ত সাদা কাগজে একটি দলিল তৈরি করে দেই। আপনি তাতে স্বীকৃতি লিখে স্বাক্ষর করবেন। সামি স্বাক্ষর কেন করতে হবে-এ নিয়ে ভাবছেন।
ক. চেক স্তূপ পরিস্কারকরণ কী?
খ. মোবাইল ব্যাংকিং হোম ব্যাংকিং অপেক্ষা উত্তম কেন?
গ. রাফি প্রদত্ত দলিলটি কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল? ব্যাখ্যা করো।
ঘ. রাসেল এর লিখিত দলিলে সামির স্বাক্ষরের আবশ্যকতা বিশ্লেষণ করো।
►► আরো দেখো: এইচএসসি অন্যান্য বিষয়ের টেস্ট পেপার
উপরে দেয়া প্রথম ও দ্বিতীয় পত্রের আলাদা আলাদা ডাউনলোড বাটনে ক্লিক করে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা টেস্ট পেপার ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post