ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র mcq মডেল টেস্ট
১. বাংলাদেশ ব্যাংক কার পক্ষে ট্রেজারি বন্ড ইস্যু করে?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. সরকার
গ. কোম্পানির
ঘ. সিটি কর্পোরেশন
২. যদি IRR = ১৪% হয়, তাহলে NPV = ?
ক. ২০,০০০
খ. ৪০,০০০
গ. ০
ঘ. ১৪,০০০
৩. মূলধন বাজেটিং কোন ধরনের বিনিয়োগ সিদ্ধান্তের সঙ্গে জড়িত?
ক. স্বল্পমেয়াদি
খ. দীর্ঘমেয়াদি
গ. মধ্যমেয়াদি
ঘ. স্বল্প ও দীর্ঘমেয়াদি
৪. কখন প্রকল্প গ্রহণ করা উচিত?
ক. IRR > k
খ. IRR < k
গ. IRR = 0
ঘ. IRR = k
৫. ১ ০ বৎসর মেয়াদি একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,৬০,০০০ টাকা এবং গড় নিট মুনাফা ২০,০০০ টাকা হলে গড় মুনাফার হার কত?
ক. ১২.৫০%
খ. ২০%
গ. ২৫%
ঘ. ৩০%
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
সালমান প্রকল্পের একটি মেশিনের ক্রয়মূল্য ৩২,০০০ টাকা। প্রকল্পের মেয়াদকাল ৬ বছর। উক্ত প্রকল্প হতে প্রত্যেক বছর
৮,০০০ টাকা করে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে বলে আশা করা যায়।
৬. PBP নির্ণয় কর।
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
৭. উদ্বৃত্ত জীবনকাল কত হবে?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
৮. প্রকল্পদ্বয়ের ক্ষেত্রে-
র. প্রকল্প অ গ্রহণযোগ্য কারণ এর পরিশোধকাল কম
রর. প্রকল্প -ই গ্রহণযোগ্য কারণ এর পরিশোধকাল বেশি
ররর. প্রকল্প অ গ্রহণযোগ্য কারণ এর পরিশোধকাল বেশি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৯. প্রকল্পের অগ্রাধিকারের ভিত্তিতে মূলধনের বরাদ্দ দেওয়াকে কী বলে?
ক. মূলধন বাজেটিং
খ. মূলধন রেশনিং
গ. মূলধন ব্যয়
ঘ. মূলধনের পর্যাপ্ততা
১০. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়-
র. IRR-এ রর. NPV-এ ররর. ARR-এ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
নোয়াখালীর কামাল সাহেব বিদেশে থাকেন। তার ছোট ভাই কিছু টাকা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য পরামর্শ দিলেন। কোম্পানি প্রথম বারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে শেয়ার ক্রয় করলেন। কয়েক বছর পর শেয়ারের দাম বাড়ার পর উক্ত শেয়ার বিক্রি করে তিনি একখ- কৃষি জমি ক্রয় করলেন।
১১. কামাল সাহেব কোম্পানির শেয়ার কোন বাজার থেকে সংগ্রহ করেছেন?
ক. প্রাথমিক
খ. মাধ্যমিক
গ. এসইসি
ঘ. অর্থ
১২. কামাল সাহেবের শেয়ার বিক্রির জন্য কোন বাজার যুক্তিসঙ্গত হবে?
ক. প্রাথমিক
খ. মাধ্যমিক
গ. সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন
ঘ. কোম্পানির প্রধান অফিস
১৩. অর্থায়নের ক্রমবিকাশে শিল্পবিপ্লব ও প্রযুক্তির উন্নয়ন নিচের কোন সময়সীমায়?
ক. ১৯১০ – ১৯২০
খ. ১৯৫০ – ১৯৬০
গ. ১৯৬০ – ১৯৭০
ঘ. ১৯৮০ – বর্তমান
১৪. সরকারি অর্থায়নের প্রথম কাজ কোনটি?
ক. আয়
খ. ব্যয়
গ. দেশজ উৎপাদন
ঘ. জাতীয় আয়
১৫. একটা কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ার ক্রয় করলে অর্থায়নের কোন নীতি অনুসরণ করা হয়?
ক. মুনাফা ও তারল্যনীতি
খ. মুনাফা ও ঝুঁকিনীতি
গ. পোর্টফোলিও নীতি
ঘ. লভ্যাংশ নীতি
১৬. অবষ্টিত মুনাফা (Retained Earning) কোন অর্থায়ন থেকে করা হয়?
ক. বাহ্যিক অর্থায়ন
খ. ব্যক্তিগত অর্থায়ন
গ. অভ্যন্তরীণ অর্থায়ন
ঘ. প্রাতিষ্ঠানিক অর্থায়ন
১৭. অর্থায়নের সামাজিক দায়িত্ব হলো-
র. মালিকের সম্পদ বৃদ্ধিকরণ
রর. জাতীয় আয় বৃদ্ধিকরণ
ররর. দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৮. অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা হলো-
র. ভোক্তার স্বার্থ রক্ষা
রর. ব্যবস্থাপনার স্বার্থ রক্ষা
ররর. শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৯. নিচের কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ ক্ষেত্র?
ক. ট্রেজারি বন্ড
খ. কর্পোরেট বন্ড
গ. সাধারণ শেয়ার
ঘ. অগ্রাধিকার শেয়ার
২০. নিচের কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম?
ক. ক্রেডিট কার্ড
খ. এটিএম কার্ড
গ. চেক বই
ঘ. অর্থ
২১. বাজার ঝুঁকির মান কত?
ক. ০
খ. ০.১০
গ. ১.০
ঘ. ১.৫০
২২. অর্থনৈতিক মন্দার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কী বলে?
ক. আর্থিক ঝুঁকি
খ. তারল্য ঝুঁকি
গ. বাজার ঝুঁকি
ঘ. ব্যবসায় ঝুঁকি
২৩. পত্রকোষের আদর্শ ব্যবধানের সূত্র উদ্ভাবন করেন কে?
ক. মডি গ্লিয়ানি
খ. মিলার
গ. লিটনার
ঘ. মারক উইজ
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
নূর লি. এর ঝুঁকিমুক্ত আয়ের হার ৬%, মার্কেট পোর্টফোলিও আয়ের হার ১০% এবং বিটা সহগ ১.৫।
২৪. নূর লি. এর ঝুঁকি প্রিমিয়াম কত?
ক. ৪%
খ. ৬%
গ. ৯%
ঘ. ১০%
২৫. নূর লি. এর প্রত্যাশিত আয়ের হার কত?
ক. ১০%
খ. ১২%
গ. ১৫%
ঘ. ১৬%
২৬. কোন ঝুঁকি হ্রাস করা যায় না?
ক. কোম্পানি ঝুঁকি
খ. বাজার ঝুঁকি
গ. তারল্য ঝুঁকি
ঘ. আর্থিক ঝুঁকি
২৭. বর্তমান ও ভবিষ্যতে মূল্য সমান হবে-
র. মেয়াদকাল শূন্য হলে
রর. সুদের হার শূন্য হলে
ররর. বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এক হলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৮. ঝুঁকি হলো- .
র. পরিমাপযোগ্য
রর. অনিশ্চয়তা থেকে সৃষ্টি
ররর. পরিহারযোগ্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৯. একক ঝুঁকি কোন ঝুঁকির অংশ?
ক. বাজার ঝুঁকি
খ. ব্যবসায়িক ঝুঁকি
গ. মোট ঝুঁকি
ঘ. আর্থিক ঝুঁকি
৩০. ঝুঁকি পরিমাপের পদ্ধতি হলো-
র. আদর্শ বিচ্যুতি
রর. সম্ভাবনা বিন্যাস
ররর. বিভেদাঙ্ক
নিচের কোনটি সঠি
ক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post