ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র মডেল টেস্ট
ক বিভাগ: ব্যাংকিং
১. ‘কপোতাক্ষ’ ব্যাংক দেশের শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, মূলধন সরবরাহ ও শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে অবলেখকের ভূমিকা পালন করে। অপরদিকে ‘পদ্মা ব্যাংক’ কোনো বিশেষ ক্ষেত্রের উন্নয়নের জন্য ঋণ প্রদান করার পাশাপাশি জনগণের আমানত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি খাতে অর্থ বিনিয়োগ করে থাকে। নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংক দুটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে।
ক. ব্যাসেল-২ কী?
খ. গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত ‘পদ্মা ব্যাংক’ কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে‘কপোতাক্ষ’ ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা পালন করেÑতুমিকি একমত? তোমার মতামতদাও।
২. স্বদেশ ফাইনান্স লি. দেশের বিভিন্ন জায়গায় তার শাখা স্থাপন করে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে। কিন্তু তাদের উপর জনগণের আস্থাকম, কারণ প্রতিষ্ঠানটি কোনো শক্তিশালী প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে না। তাছাড়া প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়লে উদ্ধার করার কেউ নেই। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত, সেইজন্য তাদের কাঠামো পরিবর্তন করে একটি শক্তিশালী ব্যাংকের অধীনে পরিচালিত হতে চায় যেটি তার ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে।
ক. ব্যাংকিং কী?
খ. কণঈ কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
গ. স্বদেশ ফাইনান্স লি. কোন ধরনের প্রতিষ্ঠান আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তার কাঠামো পরিবর্তনের ফলেদেশের অর্থনৈতিক উন্নয়নে কী বেশি ভূমিকা রাখতে পারবে? সপক্ষে যুক্তি দাও।
৩. ‘আত্রাই ব্যাংক’ দেশের সকল তফশিলি ব্যাংককে তাদের বিশেষ মুহুর্তে ঋণদান করে থাকে। ব্যাংকটির নির্দেশনা মোতাবেক দেশের সকল ব্যাংকপরিচালিত হয়। মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ তথা দেশের অভ্যন্তরীণ ঋণের হ্রাস-বৃদ্ধি ‘আত্রাই ব্যাংকটির’ আদেশ-নির্দেশ মোতাবেক পরিচালিত হয়।
ক. একক ব্যাংক কী?
খ. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
গ. উদ্দীপকের ব্যাংকের কয়েকটি কার্যাবলি উল্লেখ কর।
ঘ. উদ্দীপকের ব্যাংকটি কি দেশের মুদ্রাস্ফীতি ও ঋণ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪. সম্প্রতি সুরমা ব্যাংক বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমানোর লক্ষ্যে মুদ্রানীতি ঘোষণা করেছে। ঋণের লাগাম টেনে ধরার জনা সুরমা ব্যাংক মুদ্রাবাজারে বন্ড, ঋণপত্র ও বিল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সরকার প্রত্যাশা করেছে যে, এর ফলে মুদ্রাস্ফীতি কমবে।
ক. নিকাশ ঘর কী?
খ. কেন্দ্রীয় ব্যাংককে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সুরমা ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য কোন সংখ্যাত্মক পদ্ধতিটি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকে সুরমা ব্যাংকের গৃহীত পদক্ষেপটি দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম? মতামত দাও।
৫. মি. লামা একজন চাকরিজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি মাসে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। এ হিসাব হতে তিনি কিছু টাকা লাভ পেয়ে থাকেন। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে তিনি তার ব্যাংক হিসাব হতে টাকা উত্তোলন করেন। এবার তিনি বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন হসপিটালেরএকটি লটারি কিনলেন এবং সৌভাগ্যক্রমে ২৫ লক্ষ টাকার পুরস্কার পেলেন। এখন তিনি ভাবছেন আপাতত ব্যাংকে বেশি আয়ের একটি হিসাব খুলবেন।
ক. ব্যাংক হিসাব কী?
খ. ব্যাংক হিসাবে গোপনীয়তা রক্ষার প্রয়োজন পয়ে কেন?
গ. উদ্দীপকে মি. লামা কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা কর।
ঘ. মি. লামা লটারির টাকা ব্যাংকের কোন হিসাবে রাখার বিষয়ে ভাবছেন বলে তুমি মনে কর? যুক্তি দাও।
৬. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: (বিশেষ দ্রষ্টব্য: এই ছকভিত্তিক উদ্দীপকটি পিডিএফ উত্তরমালায় দেখো। ) জনাব রফিক চেকটি পেয়ে অধিকতর নিরাপত্তার কথা ভেবে তা ব্যাংক কাউন্টার থেকে না ভাঙিয়ে চেকের বামদিকে দুটি সমান্তরাল রেখা টেনে তাতে ‘Acc pazee’ কথাটি লিখে কর্মচারীর মাধ্যমে ব্যাংকে পাঠালেন।
ক. ভ্রমণকারীর চেক কাকে বলে?
খ. চেকের অনুমোদন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত চেকটি কোন ধরনের ছিল? ব্যাখ্যা কর।
ঘ. জনাব রফিক চেকের নিরাপত্তার কথা ভেবে যে পদক্ষেপ নিয়েছেন তা কি যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৭. বাংলাদেশে মোবাইলে আর্থিক সেবার আওতায় প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ২৫ কোটি টাকা লেনদেন হচ্ছে। সম্প্রতি ডাক অধিদপ্তরের আর্থিকসেবাদান প্রতিষ্ঠান ‘নগদ’ তার কার্যক্রম শুরু করেছে। মোবাইলে আর্থিক সেবার ক্ষেত্রে এটি গতি সঞ্চার করবে। জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধনকৃত মোবাইল ফোন থাকলে একজন ব্যক্তি নগদের গ্রাহক হওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারবেন।
ক. SWIFT কী?
খ. নিরাপত্তাই হলো ইলেক্ট্রনিক ব্যাংকিং এর প্রধান অন্তরায় – ব্যাখ্যা কর।
গ. ‘নগদ’ ইলেক্ট্রনিক ব্যাংকিং কোন ধরনের সেবা বিশ্লেষণ কর।
ঘ. দ্রুত ও নিরাপদ লেনদেনের ক্ষেত্রে ‘নগদ’ সেবাটির ভূমিকা আলোচনা কর।
খ বিভাগ: বিমা
৮. সাজুর মাথায় যত সব উদ্ভট চিন্তা। সে ভাবে যে মানুষটার কয়দিন পরেই মারা যাওয়ার সম্ভাবনা, তার জীবনের উপর বিমা করলে ঠকার সম্ভাবনা নেই। ভাঙা গাড়ি বিমা করলে গাড়িতে নানা সমস্যা হবেই। তাই বিমা করে টাকা পাওয়া যাবে। তার বন্ধু রাজু বলল, নিজের লাভের বিষয় না থাকলে তার উপর বিমা করা যায় না। ভাঙা গাড়ি বিমা করে ক্ষতিপূরণ আদায় করবে বিমা কোম্পানিকে এত পাগল ভেবো না। বিমা জুয়া খেলা নয়। অনেক নিয়মনীতি ও হিসাব নিকাশের মধ্যে দিয়ে এই ব্যবসায় চলে।
ক. বিশ্বস্ততা বিমা কী?
খ. আনুপাতিক হারে অংশগ্রহণের নীতি বুঝিয়ে লিখ।
গ. ‘যার তার ওপর বিমা করা যায় না’ বলতে উদ্দীপকে কোন নীতির কথা বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রাজুর কথার মধ্য দিয়ে বিমা একটা বৈধ ও কল্যাণকর ব্যবস্থা হিসেবে চিহ্নিত হয়েছেÑ এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
৯. দশ্যকল্প-১ : জনাব রহিম জনাব রজতকে ৫০ লক্ষ টাকা ধার দিয়েছেন। ২ বৎসর পরে টাকা পাবেন বলে জনাব রহিম কিছুটা চিন্তিত, তাই তিনি জনাব রজতের জন্য জীবন বিমা করতে চাচ্ছেন।
দৃশ্যকল্প-২ : জনাব সৌরভ দুই ধরনের দুটি জীবন বিমা করেছেন। এখন তিনি টঘ মিশনে সুদান যাবেন বলে দু‘বৎসর মেয়াদি আর একটি বিমা করতে চাচ্ছেন। তিনি বিমা করা কালে বিমা কোম্পানিকে পূর্বের বিমা পলিসির তথ্য দেননি। এখন তিনি যাত্রার ৬ মাস পর মারা গেলে তৃতীয় বিমা পলিসির টাকা দিতে বিমা কোম্পানি অস্বীকৃতি জানাচ্ছে।
ক. মৃত্যুহারপঞ্জি কী?
খ. কোন ধরনের বিমাপত্রের অধীনে কারখানার সকল শ্রমিকের জীবন বিমা করা যায়? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এ জনাব রহিম কীসের ভিত্তিতে জনাব রজতের জীবন বিমা করতে চাচ্ছেন?
ঘ. দৃশ্যকল্প-২ এ জনাব সৌরভকে ক্ষতিপূরণ প্রদানে বিমা কোম্পানির অস্বীকৃতির যৌক্তিকতা মূল্যায়ন কর।
১০. রহিম ও করিম দুই বন্ধু। তারা একই সাথে সুরমা লাইফ ইন্স্যুরেন্স লি. এ ৮ বছর মেয়াদি ৮ লক্ষ টাকার দুইটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। নির্দিষ্ট সময়ের আগে জনাব রহিম চাকরিচ্যুত হওয়ায় বিমার প্রিমিয়াম দেওয়া তার পক্ষে আর সম্ভব হয়ে উঠে না। কিন্তু জনাব করিম তার বিমা পলিসির মেয়াদ পূর্ণ করেন।
ক. আজীবন বিমাপত্র কী?
খ. সমর্পণ মূল্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের করিম বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে কী ধরনের সুবিধা পাবেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুই বন্ধুর বিমা সুবিধার চিত্র তুলে ধর।
১১. জনাব ইমরান একজন চাকরিজীবী। তিনি তার স্ত্রীকে নমিনি করে জীবন বিমা কর্পোরেশন থেকে একটি ২০ বছর মেয়াদি বিমাপত্র গ্রহণ করেন। ৫ বছর পর হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য তিনি কর্মে অক্ষম হয়ে যান। বিমাদাবির জন্য আবেদন করলে কোম্পানি দাবি প্রত্যাখ্যান করে এবং তাকে তার প্রদত্ত অর্থের অংশবিশেষ ফেরত দেয়।
ক. প্রিমিয়াম কী?
খ. মৃত্যুহারপঞ্জি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জনাব ইমরান কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
ঘ. বিমা কোম্পানি দাবি পরিশোধ না করে যে অর্থ দিয়েছে তা কতটা যৌক্তিক? বিশ্লেষণ কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post