HSC যুক্তিবিদ্যা ১ম পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
HSC যুক্তিবিদ্যা ১ম পত্র মডেল টেস্ট
১. শিক্ষক ক্লাসে এসে বললেন, “তোমাদের এমন একটি বিষয় পড়ার যেটি একদিকে যেমন তাত্ত্বিক, অন্যদিকে ব্যবহারিকও। বিষয়টি মানুষের মন থেকে সব ধরনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করে এবং এটি জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবেও সু-প্রতিষ্ঠিত।”
ক. ”Logos” শব্দটির অর্থ কী?
খ. যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন?
গ. উদ্দীপকে নির্দেশিত বিষয়টি সম্পর্কে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নির্দেশিত বিষয়টির স্বরূপ বিশ্লেষণ কর।
২. হেপি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হলো। সে জানল মানবিক বিভাগে একটি মজার বিষয় আছে। যার লক্ষ্য ‘সত্যকে প্রতিষ্ঠা করা এবং সেটি একটি আদর্শমূলক বিজ্ঞান’।
ক. ”Logos” শব্দটির অর্থ কী?
খ. যুক্তিবিদ্যাকে কেন চিন্তামূলক বিজ্ঞান বলা হয়?
গ. উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি বাস্তব জীবনে প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ কর।
৩. দৃশ্যকল্প : মাহমুদ স্যার ক্লাশে জানালেন, মানুষ পদের অর্থকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। প্রথমত গুণগতভাবে ও দ্বিতীয়ত পরিমাণগতভাবে। এদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্কও রয়েছে। তবে এই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে।
ক. একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে?
খ. ‘মাতা’ পদটি সাপেক্ষ পদ কেন?
গ. উদ্দীপকে প্রতিফলিত নিয়মটির ব্যতিক্রমগুলো পাঠ্যবইয়ের আলোকে উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে ‘মানুষ’ পদের নির্দেশিত দিক দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
৪. নিচের ছকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ধারণা ১ টি, টা, খানা, খানি
ধারণা ২ মানুষ, ছাত্র
ধারণা ৩ আহ! হায়! হায়!
ক. ‘পদ’ শব্দের উৎপত্তিগত অর্থ কী?
খ. ‘পিতা-পুত্র’ কোন ধরনের পদ? বুঝিয়ে বল।
গ. ধারণা ১ কোন ধরনের শব্দ? ব্যাখ্যা কর।
ঘ. ধারণা ২ ও ধারণা ৩ এ উল্লিখিত শব্দগুলোর পার্থক্য আলোচনা কর।
৫. দিয়া ও প্রিয়া দুই বান্ধবী। তাদের উভয়েরই বিচারক্ষমতা অত্যন্ত প্রখর। প্রিয়া একদিন দিয়াকে জানালো যে, আমার মা ১৯৫৫ সালের ১১ই মার্চ জন্মগ্রহণ করলেও এখনও আধুনিক মেয়েদের মতোই তাঁর রুচি। তিনি ভালো রান্নার পাশাপাশি ভালো গানও গাইতে পারেন।
ক. বিধেয়ক বলতে কী বোঝ?
খ. বিধেয় এবং বিধেয়ক কি সমার্থক? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘বিচারক্ষমতা? গুণটি বিধেয়কের কোন শ্রেণিবিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে প্রিয়ার মায়ের বর্ণনায় প্রকাশিত বিধেয়কের প্রকারগুলোর পার্থক্য বিশ্লেষণ কর।
৬. অর্পিতা, নীলা ও মিলা একাদশ শ্রেণির ছাত্রী। তারা একটি বিষয় নিয়ে। আলাপ করছিল। এমন সময় সহপাঠী সম্পা এসে তাদের সাথে যোগ দিল। সম্পা বলল, আজ বৃষ্টি হতে পারে। অর্পিতা ও মিলা বলল, তুমি কি জ্যোতিষী? তখন নীলা বলল, আজ যে মেঘ করেছে তাতে বৃষ্টি হওয়ার কথা।
ক. অনুমান কী?
খ. অবরোহ অনুমান প্রধানত কত প্রকার ও কী কী?
গ. উদ্দীপকে সম্পার বৃষ্টির ধারণাটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নীলার উক্তির সাথে তুমি কী একমত? বিশ্লেষণ কর।
৭. ২০২২ সালের এপ্রিল ও মে মাসে প্রবল বর্ষণের সত্যতা হতে অনুমান করা যায় এ বৎসরে অতিবৃষ্টিতে বন্যা হতে পারে। এ বন্যার কারণে অনুমান করা যায় ফসল, প্রাণী ও মানবকূলের ব্যাপক ক্ষতি হতে পারে।
ক. কলা কী?
খ. যুক্তিবিদ্যাকে চিন্তামূলক বিজ্ঞান বলা হয় কেন?
গ. উদ্দীপকে কোন বিষয়টির কথা বলা হয়েছে? বিবরণ দাও।
ঘ. উদ্দীপকে যে বিষয়টির কথা বলা হয়েছে বাস্তবে তার কোন প্রয়োজনীয়তা আছে? মতামত দাও।
৮. দৃশ্যকল্প-১ : সব কৃষক হয় পরিশ্রমী।
অতএব, সব পরিশ্রমী ব্যক্তি হয় কৃষক।
দৃশ্যকল্প-২ : কিছু মানুষ হয় নিষ্ঠাবান।
অতএব, কিছু মানুষ নয় অ-নিষ্ঠাবান।
ক. অপ্রধান পদ কী?
খ. অব্যাপ্য মধ্যপদ অনুপপত্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. তোমার দৃষ্টিতে দৃশ্যকল্প-১ কি বৈধ অনুমান? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এর অনুমানগত পার্থক্য বিশ্লেষণ কর।
৯. উদাহরণ-১ : কৃষক জমিতে সার প্রয়োগ করায় ভালো ফসল হলো। সুতরাং সার ব্যবহারই ভালো ফসল হওয়ার কারণ।
উদাহরণ-২ : নৌকাডুবিতে একজন লোকের মৃত্যু হলো। পানিতে ডুবার ইতিবাচক কারণ হলো : পানির গভীরতা, স্রোতের টান, আর নেতিবাচক কারণ হলো লাইফ জ্যাকেট না থাকা, সাঁতার না জানা।
ক. আকারগত ভিত্তি কী কী?
খ. বহুকারণ সমন্বয় বলতে কী বোঝ?
গ. ‘সার ব্যবহারই ভালো ফসল হওয়ায় সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা’,- ব্যাখ্যা কর।
ঘ. উদাহরণ-১ এবং উদাহরণ-২ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
১০. প্রতিবছর চৈত্র বৈশাখে কালবৈশাখী হয়।
ক. কারণের সংজ্ঞা দাও।
খ. কাকতালীয় অনুপপত্তি কেন ঘটে?
গ. উদ্দীপকের ঘটনাটির নিয়ম তোমার পঠিত বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উক্ত নিয়মকে আরোহের আকারগত ভিত্তি বলা হয় কেন?
১১. যুক্তিবাক্য : কিছু ফুল নয় সাদা।
যুক্তি : কিছু পাখি হয় সুন্দর।
অতএব, কিছু পাখি নয় অ-সুন্দর।
ক. একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে?
খ. যৌগিক পদকে বহুশাব্দিক পদ বলা হয় কেন?
গ. যুক্তিবাক্যটির আবর্তন প্রক্রিয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।
ঘ. যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমান প্রক্রিয়া? বিশ্লেষণ করে দেখাও।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post