HSC যুক্তিবিদ্যা ১ম পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
HSC যুক্তিবিদ্যা ১ম পত্র mcq মডেল টেস্ট
১. স্টোয়িক মতবাদের কয়টি অবদান রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২. অধিগণিতীয় পর্যায়ের সেরা যুক্তিবিজ্ঞানী হলেন—
i. হিলবার্ট
ii. লভেনহিম
iii. গডেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩. চিন্তার সবচেয়ে উন্নত রূপ কোনটি?
ক. কার্য
খ. কারণ
গ. অনুমান
ঘ. জ্ঞান
৪. গ্রিসের দার্শনিক কে?
ক. যোসেফ
খ. কপি
গ. জে. এস. মিল
ঘ. এরিস্টটল
৫. দক্ষতা ও প্রায়োগিক নৈপুণ্যই হচ্ছে-
ক. যুক্তিবিদ্যা
খ. কলাবিদ্যা
গ. আকারনিষ্ঠ বিদ্যা
ঘ. ব্যবহারিক বিদ্যা
৬. পদ অযোগ্য শব্দ কোনটি?
ক. ফুল
খ. সাদা
গ. বই
ঘ. সাবাস
৭. এই ফুলটি হয় লাল। বাক্যটিতে ‘এই ফুলটি’ হচ্ছে-
ক. উদ্দেশ্য
খ. বিধেয়
গ. শব্দ
ঘ. পদ
৮. পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি কীভাবে ঘটে?
ক. বিপরীত নিয়মে
খ. বিরুদ্ধ নিয়মে
গ. যৌক্তিক নিয়মে
ঘ. বৌদ্ধিক নিয়মে
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
হাসিব তার ছোট বোন মাশিতাকে বলল, সহানুমানের বৈধতা-অবৈধতা নির্ণয়ের জন্য ব্যাপ্যতা সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা প্রয়োজন। বিষয়টি বোঝানোর জন্য সে একটা উদাহরণ দেয়। যথা- কিছু মানুষ নয় স্বার্থপর।
৯. উদ্দীপকের উদাহরণটিতে কোন ধরনের বাক্যকে নির্দেশ করা হয়েছে?
ক. A- বাক্য
খ. E-বাক্য
গ. I-বাক্য
ঘ. 0 বাক্য
১০. উদ্দীপকে উল্লিখিত ধারণার যথার্থতা হলো-
i. সামগ্রিক ব্যক্ত্যর্থ নির্ণয়
ii. সামগ্রিক জাত্যর্থ নির্ণয়
iii. আংশিক ব্যক্তার্থ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. এরিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১২. উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্ককে বলে-
ক. আশ্রয়বাক্য
খ. সিদ্ধান্ত
গ. সংযোজক
ঘ. বিধেয়ক
১৩. জাত্যর্থের বিচারে উপজাতি জাতি অপেক্ষা-
i. ব্যাপকতর
ii. উচ্চতর
iii. ক্ষুদ্রতর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. কোনো উপজাতির নিকটবর্তী জাতিকে বলাহয়?
ক. আসন্নতম জাতি
খ. পরমতম জাতি
গ. অবর জাতি
ঘ. সমজাতীয় উপজাতি
১৫. ‘জীব’ পদের আসন্নতম উপজাতি হলো-
ক. মানুষ
খ. প্রাণী
গ. বস্তু
ঘ. জাতি
১৬. অনুমানের ভাবগত রূপ হচ্ছে-
ক. পদ
খ. যুক্তিবাক্য
গ. অবধারণ
ঘ. যুক্তি
১৭. অনুমানের সিদ্ধান্তে কী থাকতে হবে?
ক. নতুনত্ব
খ. কারণ
গ. শর্ত
ঘ. যথার্থতা
১৮. যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. অধিকার
খ. স্বাধিকার
গ. স্বীকৃতি
ঘ. অনুমান
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
অবরোহ অনুমানের উদাহরণ- সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হয় মরণশীল, সকল কবি হয় মরণশীল।
১৯. উক্ত অনুমানটির সিদ্ধান্ত কোনটি?
ক. সকল মানুষ
খ. মানুষ হয় মরণশীল
গ. সকল কবি হয় মরণশীল
ঘ. সকল কবি
২০. আলোচ্য অনুমানটি প্রথম আশ্রয়বাক্য ও দ্বিতীয় আশ্রয়বাক্যের সাথে-
i. কম ব্যাপক
ii. সমান ব্যাপক
iii. বেশি ব্যাপক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২১. অমাধ্যম অনুমানের শ্রেণিবিভাগ কোনটি?
ক. অবধারণ
খ. যুক্তিবাক্য
গ. আবর্তন
ঘ. সংযোজক
২২. অবরোহ অনুমানের গতি-
ক. নিম্নমুখী
খ. ঊর্ধ্বমুখী
গ. বহুমুখী
ঘ. কেন্দ্রমুখী
২৩. প্রতি আবর্তন অমাধ্যম অনুমানের একটি-
i. মৌলিক প্রক্রিয়া
ii. যৌগিক প্রক্রিয়া
iii. সরল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. ii ও iii
২৪. একটি নিরপেক্ষ সহানুমান কয়টি পদ দ্বারা গঠিত?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৫. সহানুমানে পদের সংখ্যা কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৬. অনুমান কয় প্রকার?
ক. দুই
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
২৭. কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘটনা প্রত্যক্ষ করার নাম-
ক. প্রত্যক্ষণ
খ. পরীক্ষণ
গ. নিরীক্ষণ
ঘ. কার্যকারণ
২৮. রূপগত ভিত্তি হিসেবে অনিল ধরে নিবে-
i. কার্যকারণকে
ii. পরীক্ষণকে
iii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৯. পরিমাণগত দিক থেকে কারণ-
ক. পরীক্ষণ
খ. নিরীক্ষণ
গ. প্রত্যক্ষণ
ঘ. কার্যের সমান
৩০. Physical Condition-এর অর্থ হচ্ছে-
ক. বুদ্ধিগত শর্ত
খ. শরীরগত শর্ত
গ. নীতিগত শর্ত
ঘ. আচরণগত শর্ত
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post