HSC যুক্তিবিদ্যা ২য় পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
যুক্তিবিদ্যা ২য় পত্র mcq মডেল টেস্ট
১. An Introduction to Logic গ্রন্থটি কার?
ক. এরিস্টটল
খ. জে.এস.মিল
গ. যোসেফ
ঘ. প্লেটো
২. নিচের কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব?
ক. কার্যকারণ
খ. কামাল
গ. ভালো
ঘ. মানুষ
৩. যৌক্তিক সংজ্ঞা কী নিয়ে আলোচনা করে?
ক. পদ
খ. যুক্তিবাক্য
গ. বাক্য
ঘ. অবধারণ
৪. শুদ্ধ যুক্তি ও নির্ভুল চিন্তাধারার জন্য কী অপরিহার্য?
ক. পদের শ্রেণিকরণ
খ. পদের সঠিক সংজ্ঞায়ন
গ. পদের উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিতকরণ
ঘ. পদের গুণগত দিকের বিশ্লেষণ
৫. যৌক্তিক সংজ্ঞাদানের উদ্দেশ্য হলো-
i. পদের অর্থকে স্পষ্টকরণ
ii. পদের দ্ব্যর্থকতা পরিহার
iii. পদের দুর্বোধ্যতা দূরীকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. যৌক্তিক বিভাগ করা হয়-
ক. উচ্চতর জাতিকে
খ. উচ্চতর উপজাতিকে
গ. অবর জাতিকে
ঘ. অবর উপজাতিকে
৭. একমাত্র কোন পদকে ভাগ করা যায়-
ক. সরল পদ
খ. বিশিষ্ট পদ
গ. শ্রেণিবাচক পদ
ঘ. কোনোটিই নয়
৮. যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. বস্তুবাচক পদ
খ. গুণবাচক পদ
গ. জাতিবাচক পদ
ঘ. বিশিষ্ট পদ
৯. বেশকিছু নিয়মকানুন অনুসরণ করা হয়-
ক. যৌক্তিক প্রক্রিয়ায়
খ. যৌক্তিক বিভাগে
গ. যৌক্তিক শ্রেণিকরণে
ঘ. যৌক্তিক শ্রেণিবিন্যাসে
১০. দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে কয়টি উপজাতিতে ভাগ করা হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১১. আরোহ অনুমানের জনক কে?
ক. যোসেফ
খ. বার্ট্রান্ড রাসেল
গ. জে. এস. মিল
ঘ. অ্যারিস্টটল
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ মারা গেছে। তাই বলা যায়, মানুষ মাত্রই মরণশীল।
১২. উদ্দীপকে কোন ধরনের আরোহের ইঙ্গিত পাওয়া যায়-
ক. পূর্ণ গণনামূলক আরোহ
খ. বৈজ্ঞানিক আরোহ
গ. অবৈজ্ঞানিক আরোহ
ঘ. যুক্তিসাম্যমূলক আরোহ
১৩. উদ্দীপকের “মানুষ মাত্রই মরণশীল” কথাটির ভিত্তি কী?
ক. আরোহমূলক লম্ফ
খ. কার্যকারণ নিয়ম
গ. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
ঘ. সাদৃশ্য
১৪. আরোহ অনুমান কয়টি অনুমানের ওপর প্রতিষ্ঠিত?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ২টি
১৫. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেমন হয়?
ক. সম্ভাব্য
খ. বিবরণিক
গ. নৈতিক
ঘ. নিশ্চিত
১৬. ‘অবৈধ সামান্যীকরণ’ কোন আরোহের ত্রুটি?
ক. বৈজ্ঞানিক
খ. পূর্ণাঙ্গ
গ. সাদৃশ্যানুমান
ঘ. অবৈজ্ঞানিক
১৭. অবৈজ্ঞানিক আরোহে উপস্থিত থাকে –
i. ঘটনা পর্যবেক্ষণ
ii. কার্যকারণ
iii. আরোহমূলক লম্ফ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ও iii
১৮. “রুমা ও ঝুমা যমজ বোন। রুমা মেধাবী সুতরাং ঝুমাও মেধাবী”- এ অনুমানটি কী?
ক. অ-বৈজ্ঞানিক আরোহ
খ. বৈজ্ঞানিক আরোহ
গ. সাদৃশ্যমূলক
ঘ. ঘটনা সংযোজন
১৯. প্রকল্প কত প্রকার?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
২০. প্রকল্প হলো-
ক. আনুমানিক ধারণা
খ. নিশ্চিত ধারণা
গ. জটিল ধারণা
ঘ. সহজাত ধারণা
২১. যাচাইকরণকে আমরা বলতে পারি-
i. প্রকল্পের শেষ স্তর
ii. প্রকল্পের শেষ পর্যায়
iii. প্রকল্পের শেষ ধাপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
অর্ক নিয়মিত পড়ালেখা করে। শিক্ষকদের পরামর্শ গ্রহণ করেছে এবং পড়ালেখার পিছনে প্রচুর শ্রম দিয়েছে। কিন্তু পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। বলা হলো যে, প্রচুর পড়ালেখা করাই তার অকৃতকার্য হওয়ার কারণ
২২. গৃহীত প্রকল্পটি একটি-
ক. বৈধ প্রকল্প
খ. অবৈধ প্রকল্প
গ. বাস্তব প্রকল্প
ঘ. আত্মবিরোধী প্রকল্প
২৩. প্রকল্পটি কেন অযথার্থ?
ক. অস্পষ্টতার জন্য
খ. অপ্রাসঙ্গিকতার জন্য
গ. স্ববিরোধিতার জন্য
ঘ. প্রমাণের অভাবের জন্য
২৪. আমরা প্রকৃত কারণকে কী হিসেবে জানি?
ক. অনুকল্প
খ. বাস্তব কারণ
গ. আরোহ সমন্বয়
ঘ. কাজ চালানো প্রকল্প
২৫. কোনটি জটিল বিষয়কে সহজ করে?
ক. নিরীক্ষণ
খ. শ্রেণিকরণ
গ. ব্যাখ্যা
ঘ. প্রকল্প
২৬. কোনো সাধারণ নিয়ম প্রতিষ্ঠার উদ্দেশ্য হতে পারে-
ক. প্রকল্প
খ. সম্ভাবনা
গ. ব্যাখ্যা
ঘ. অনুমান
২৭. বৈজ্ঞানিক ব্যাখ্যায় আবশ্যক-
ক. নিরাকরণ
খ. কার্যকারণ
গ. নিয়মানুবর্তিতা নীতি
ঘ. সংযুক্তকরণ
২৮. লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো-
i. অন্ধবিশ্বাস
ii. কুসংস্কার
iii. অতি প্রাকৃত সত্তার বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. যুক্তিবিদ বেইন তাঁর আলোচনায় কয় প্রকার ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৩০. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে বিশ্বাসী-
ক. সাধারণ ব্যাখ্যা
খ. যথার্থ ব্যাখ্যা
গ. বৈজ্ঞানিক ব্যাখ্যা
ঘ. লৌকিক ব্যাখ্যা
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post