সমাজকর্ম ১ম পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
সমাজকর্ম ১ম পত্র mcq মডেল টেস্ট
১. সমাজকর্ম সমাজকল্যাণ ব্যবস্থার কোন ধরনের প্রক্রিয়া?
ক. সংগঠিত প্রক্রিয়া
খ. অসংগঠিত প্রক্রিয়া
গ. মৌল প্রক্রিয়া
ঘ. বৈজ্ঞানিক প্রক্রিয়া
২. সমাজকর্ম কোন ধরনের উন্নয়নের প্রচেষ্টা চালায়?
ক. ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের
খ. দলকেন্দ্রিক উন্নয়নের
গ. সমষ্টিভিত্তিক উন্নয়নে
ঘ. গোত্রভিত্তিক উন্নয়নের
৩. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকা শক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক শিক্ষা
খ. ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা
ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
৪. সমাজকর্মকে বলা হয়-
i. কলা
ii. বিজ্ঞান
iii. পেশা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. সমাজের সার্বিক কল্যাণে কিসের গুরুত্ব অনেক?
ক. সমাজবিজ্ঞানের
খ. সমাজকর্মের
গ. মনোবিজ্ঞানের
ঘ. অর্থনীতির
৬. ইংল্যান্ডে দরিদ্র সমস্যা মোকাবিলায় ১৫৩১ সালে দরিদ্র আইনটি প্রণয়ন করেন কে?
ক. রাণী এলিজাবেথ
খ. রাজা তৃতীয় এডওয়ার্ড
গ. রাজা অষ্টম হেনরী
ঘ. উইলিয়াম বিভারিজ
৭. কোন কমিশন দরিদ্র আইনগুলোর প্রশাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন?
ক. রাজকীয় কমিশন
খ. চর্চা কর্তৃপক্ষ
গ. দাতা সংস্থান
ঘ. আইন কমিশন
৮. শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্ট সমস্যা হলো-
i. সামাজিক বিচ্ছিন্নতা
ii. পারিবারিক ভাঙন
iii. অপরাধপ্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. সমাজকর্ম সর্বপ্রথম পূর্ণাঙ্গ পেশার মর্যাদায় উন্নীত হয় কোথায়?
ক. ইংল্যান্ডে
খ. আমেরিকায়
গ. জার্মানিতে
ঘ. স্কটল্যান্ডে
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
মানব সভ্যতার ইতিহাসে ১৭৬০ সাল থেকে ১৮৫০ সাল পর্যন্ত সময় একটি বিশেষ ঘটনার কারণে গুরুত্বপূর্ণ। এ সময় সমগ্র ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে নতুন যুগের সূচনা হয়। যার প্রেক্ষাপটে মানুষের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়।
১০. উদ্দীপকের ১৭৬০ থেকে ১৮৫০ সালের বিশেষ ঘটনাটি কী?
ক. রুশ বিপ্লব
খ. সবুজ বিপ্লব
গ. ফরাসি বিপ্লব
ঘ. শিল্প বিপ্লব
১১. উক্ত ঘটনার ফলে –
i. মানুষ সহজেই পেশা পরিবর্তনের সুযোগ পায়
ii. বস্তুবাদী চিন্তাধারার বিকাশ ঘটে
iii. শ্রমিক-মালিক বৈষম্য দূরীভূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১২. পেশা শব্দের আভিধানিক অর্থ কী?
ক. উপার্জন করা
খ. জীবিকা
গ. বিশেষায়িত কর্ম
ঘ. জীবনধারণ
১৩. কারা বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন করে থাকে?
ক. সমাজকর্মীরা
খ. মজুররা
গ. মাঝিরা
ঘ. কুলিরা
১৪. সমাজকর্মের মূল লক্ষ্য হলো-
ক. কল্যাণ প্রতিষ্ঠা
খ. মানব অধিকার নিশ্চিত
গ. বৈসাম্যহীন কল্যাণ
ঘ. সকলের অংশগ্রহণ
১৫. সমাজকর্ম পেশাগত উন্নয়নের কোন পর্যায়ে রয়েছে?
ক. প্রাথমিক
খ. বিকাশমান
গ. মাধ্যমিক
ঘ. চূড়ান্ত
১৬. সমাজকল্যাণে কোন জ্ঞানের ওপর ভিত্তিশীল সুসংগঠিত ব্যবস্থা?
ক. বৈজ্ঞানিক জ্ঞান
খ. প্রাকৃতিক জ্ঞান
গ. জাগতিক জ্ঞান
ঘ. সাধারণ জ্ঞান
১৭. কিসের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়?
ক. আর্থসামাজিক অবস্থার
খ. জনসংখ্যার অবস্থার
গ. মানুষের ধরন ও সংখ্যার
ঘ. শিক্ষিত মানুষের পরিমাণ
১৮. সমাজকল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি ও কৌশলকে কী বলা হয়?
ক. সমাজসেবা
খ. সমাজসংস্কার
গ. সমাজকর্ম
ঘ. সামাজিক উন্নয়ন
১৯. সদকার মাধ্যমে সম্ভব-
i. ঐক্যশৃঙ্খলা বজায় রাখা
ii. সাম্য প্রতিষ্ঠা করা
iii. সংহতি শক্তিশালী করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. যেসব কাজ সমাজের মানুষের সেবায় নিয়োজিত হয় তাকে কী বলা হয়?
ক. সমাজকর্ম
খ. সমাজকল্যাণ
গ. সমাজবিজ্ঞান
ঘ. সমাজসেবা
২১. মানুষ সবসময় কী চায়?
ক. আর্থসামাজিক নিরাপত্তা
খ. রাজনৈতিক নিরাপত্তা
গ. প্রাকৃতিক নিরাপত্তা
ঘ. পরিবেশগত নিরাপত্তা
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
১৯৭১ সালে বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তানের শাসন ও শোষণ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ কলে। বাঙালিরা পায় একটি মানচিত্র আর একটি লাল সবুজের পতাকা।
২২. উদ্দীপকে উল্লিখিত সামাজিক পরিবর্তনটির কারণ কী?
ক. প্রাকৃতিক ও ভৌগোলিক
খ. প্রতিভাবান নেতৃত্ব
গ. ধর্মীয় অনুশাসন ও বিশ্বাস
ঘ. বহিঃসংস্কৃতির প্রভাব
২৩. উদ্দীপকের সামাজিক পরিবর্তনের ফলে-
i. একটি স্বাধীন জাতিসত্তার আত্মপ্রকাশ ঘটেছে
ii. ভৌগোলিক পরিবর্তন সাধিত হয়েছে
iii. সামাজিক আইনকানুনে পরিবর্তন এসেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৪. সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতি কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
২৫. পেশাগত কাজ সুসম্পন্ন করার জন্য সব পেশার নিজস্ব কী আছে?
ক. আইন
খ. রীতিনীতি
গ. পরিকল্পনা
ঘ. পদ্ধতি
২৬. প্রতিটি সমস্যাই প্রভাব বিস্তার করে-
i. ব্যক্তগতভাবে
ii. দলগতভাবে
iii. সমষ্টিগতভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. স্থানের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Plase
খ. Place
গ. Area
ঘ. Home
২৮. বহু ধরনের সমস্যা নিয়ে কাজ করে কোন প্রতিষ্ঠান?
ক. সরকারি প্রতিষ্ঠান
খ. বেসরকারি প্রতিষ্ঠান
গ. একমুখী প্রতিষ্ঠান
ঘ. বহুমুখী প্রতিষ্ঠান
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও : বঙ্গসোনাহাট এলাকার লোকজন সকলের অভিন্ন স্বার্থকে সামনে রেখে একটি সমবায় সংগঠন প্রতিষ্ঠা করে। জনগণের অংশগ্রহণে এ সংগঠন অল্প সময়ের ব্যবধানেই স্বাবলম্বী হয়ে উঠল। সকলের সম্মিলিত সঞ্চয়ে তারা এলাকায় কুটির শিল্প স্থাপন করে। যা বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করল।
২৯. বঙ্গসোনাহাট এলাকার লোকজনের কর্মটি কোন ধরনের সমাজকর্ম?
ক. ব্যক্তি সমাজকর্ম
খ. সমষ্টি সমাজকর্ম
গ. দল সমাজকর্ম
ঘ. খ + গ উভয়টি
৩০. বঙ্গসোনাহাট এলাকার লোকজনের কাজটির মাধ্যমে-
i. ঐতিহ্যগত কুটির শিল্প প্রাণ পেয়েছে
ii. বেকার সমস্যার সমাধান হয়েছে
iii. ব্যক্তি সমাজকর্মের বিকাশ ঘটেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি সমাজকর্ম ১ম পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post