সমাজকর্ম ২য় পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
সমাজকর্ম ২য় পত্র মডেল টেস্ট
১. বিগত বছরে হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসাসেবায়ও সংকট দেখা দেয়। আয়-রোজগার না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারেনি।
ক. Common Human Needs গ্রন্থটি কে রচনা করেন?
খ. শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়?
গ. উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয় ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অনুপস্থিত মানবজীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ কর।
২. টানা ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে ডুবেছে সুনামগঞ্জ। বসত বাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে। জেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছেন।
ক. এইডস কী?
খ. ‘সামাজিক সমস্যা পারস্পরিক সম্পর্কযুক্ত’ -ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে মৌলিক মানবিক চাহিদাটি আলোচিত হয়েছে- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মৌলিক মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
৩. জ্বর-কাশি, শ্বাসকষ্টের জটিলতায় দরিদ্র রাজিয়াকে ময়মনসিংহ মেডিকেলে আনার পর হাসপাতালের বিশেষ শাখার সমাজকর্মী তার ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, ঔষধ, অক্সিজেনসহ প্রয়োজনীয় সহায়তা দেন। তিনি রোগীর ভয় উৎকণ্ঠা দূর করতে মানসিক সমর্থন প্রদান করেন; এমনকি চিকিৎসা পরবর্তী সুস্থতায় স্বাস্থ্যবিধি পালনে খোঁজখবর রাখেন।
ক. প্রবীণ কারা?
খ. শিল্প সমাজকর্ম প্রত্যয়টি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সমাজকর্মের কোন শাখা থেকে রাজিয়াকে সেবা প্রদান করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রাজিয়ার ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থাপনায় সমাজকর্মীর ভূমিকার যথার্থতা মূল্যায়ন কর।
৪. চট্টগ্রাম থেকে ফেনী আসার পথে সীতাকু-ে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন জয়নব বিবি। পথচারীদের সহায়তায় স্থানীয় হাসপাতালে গেলেও দরিদ্র হওয়াতে যথাযথ চিকিৎসা তিনি পাচ্ছিলেন। না। পরবর্তীতে হাসপাতালের একটি বিশেষ শাখার মাধ্যমে তার সুচিকিৎসা নিশ্চিত হয়। উক্ত শাখার মাধ্যমে বিনামূল্যে ওষুধ, রক্ত, চিকিৎসা সরঞ্জাম পেয়ে তিনি কৃতজ্ঞ।
ক. বাংলাদেশে প্রথম স্কুল সমাজকর্ম কোথায় চালু হয়?
খ. শিল্প সমাজকর্মের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাখায় একজন সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
৫. ‘মানুষ, সমস্যা এবং সমাধান’ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা না চাইলেও সমাজে প্রায়ই এমন কিছু অবস্থার সৃষ্টি হয়; যা আমাদের চলার পথকে ব্যাহত করে। দেশ-কাল-পাত্রভেদে এ অবস্থার প্রকৃতি ও মাত্রা ভিন্ন হলেও সর্বজনীন। আমাদের উচিত যৌথভাবে এ অবস্থার সমাধানে প্রচেষ্টা গ্রহণ করা।
ক. সামাজিক সমস্যা বলতে কী বোঝায়?
খ. সামাজিক সমস্যার পরিমাপ যোগ্যতা বৈশিষ্ট্যটি একটি দৃষ্টান্তের মাধ্যমে ব্যাখ্যা কর।
গ. অধ্যাপক রফিকুল ইসলাম সমাজের কোন বিষয়টিকে ইঙ্গিত করেছেন? এর কারণ ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উক্ত অবস্থা নিরসনে যৌথ প্রচেষ্টা গ্রহণের প্রয়োজন রয়েছে? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
৬. মনিরা দরিদ্র পরিবারের মেয়ে ৮ম শ্রেণিতে পড়ার সময় তার বিয়ে হয়। বিয়ের আগে শর্ত ছিল, বিয়েতে পাত্রকে ৬০,০০০ টাকা দিতে হবে। কিন্তু সম্পূর্ণ টাকা যোগাড় করতে না পারায় বিয়ের সময় বরের বাবাকে ৩০,০০০ টাকা দেয়। বর্তমানে মনিরার স্বামী বাকি টাকা আনার জন্য প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করে।
ক. IPCC-এর পূর্ণরূপ কী?
খ. বাল্যবিবাহ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত মনিরার সমস্যাটি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মনিরার সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা ব্যাখ্যা কর।
৭. রিতাদের ক্লাসে আজ দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে- প্রথমটি মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা বিধানের ধারণা দেয়; দ্বিতীয়টি, স্বেচ্ছায় বা কতিপয় সদস্য মিলে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকে।
ক. সমাজের সাংস্কৃতিক ধারক ও বাহক কোনটি?
খ. বাল্যবিবাহ প্রতিরোধে পরিবারের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. রিতাদের ক্লাসে আলোচিত প্রথম বিষয়টি দ্বারা কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, দ্বিতীয় বিষয়টি আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের হয়ে থাকে? উত্তরের সপক্ষে মতামত দাও।
৮. মামুন ও আইরিন একটি সামাজিক চুক্তির মাধ্যমে এমন একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে যা জৈবিক, সামাজিক, শিক্ষামূলক, ধর্মীয়, অর্থনৈতিক প্রভৃতি কার্যাবলি সম্পাদন করে। মানবজাতির স্থায়িত্ব রক্ষার্থে উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।
ক. একটি আইন প্রয়োগকারী সংস্থার নাম লেখ।
খ. সামাজিক প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক প্রতিষ্ঠানের পরিচয় দাও।
ঘ. সামাজিক সমস্যা প্রতিরোধে উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা পর্যালোচনা কর।
৯. মারুফ মিয়া তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করে। এতে তার প্রথম স্ত্রী প্রতিবাদ জানায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে মারুফ মিয়া প্রথম স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেয় এবং ভরণপোষণ বন্ধ করে দেন। প্রথম স্ত্রীকে এ মৌখিক তালাক মানি না বলে এবং ইউনিয়ন পরিষদের সাহায্য কামনা করে।
ক. আইন কী?
খ. সামাজিক আইন কীভাবে সামাজিক সমস্যা দূর করে?
গ. লতিফের প্রথম স্ত্রীকে কোন সামাজিক আইনের সাহায্য নিতে পারে? উক্ত আইনের ধারাগুলো আলোচনা কর।
ঘ. বাংলাদেশের নারীদের পারিবারিক জীবন রক্ষায় উক্ত আইনের ভূমিকা আলোচনা কর।
১০. সায়লা রাষ্ট্রীয় উদ্যোগে গৃহীত একটি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে মৌলিক চাহিদা পূরণ, জনগণের নাগরিক অধিকার প্রভৃতি কার্যক্রম পরিচালিত হয়। সায়লা তার সহকর্মী নাজিমকে বলেন, “বাংলাদেশের সমাজসেবার মূল চালিকাশক্তি ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ ও মানসিকতাবোধ।”
ক. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ বিভক্ত হয়?
খ. গ্রামীণ সমাজসেবা বলতে কী বোঝায়?
গ. সায়লা যে প্রতিষ্ঠানে কর্মরত তার সাথে পাঠ্যবইয়ের কোনটির সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের সায়লার উক্তিটির সাথে তুমি কি একমত? যুক্তিসহকারে আলোচনা কর।
১১. হুমায়ুন কবির এমন একটি সংগঠনে চাকরি করেন যে সংগঠনটি শিশুদের খাদ্য, পুষ্টি ও শিক্ষা গ্রহণে কার্যকর ব্যাবস্থা নিয়ে থাকে। এছাড়াও এ সংস্থা যুবক ও বয়স্কদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে থাকে। আমাদের দেশেও এ সংস্থার জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এ সংস্থাটি সুবিধাবতি শিশুদের জন্য অধিক গুরুত্বারোপ করে থাকে।
ক. ওয়ার্ল্ড ভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের হুমায়ুন কবির কোন ধরনের সংগঠনে চাকরি করেন? ব্যাখ্যা কর।
ঘ. গঠন, প্রকৃতি ও কর্মপরিধির ভিত্তিতে এ ধরনের সংগঠনের শ্রেণিবিভাগ আলোচনা কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি সমাজকর্ম ২য় পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post