সমাজকর্ম ২য় পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
সমাজকর্ম ২য় পত্র mcq মডেল টেস্ট
১. মৌল মানবিক চাহিদা মূলত কয় ধরনের?
ক. দুই
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
২. শিক্ষা কয় ধরনের হতে পারে?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
অনুচ্ছেদটি পড়ে ৩ থেকে ৫নং প্রশ্নের উত্তর দাও :
মলি ও রাজু দু জন ভালোবেসে বিয়ে করে। দুই বছর পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় উভয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় তারা এর সমাধান চায়।
৩. মলি এবং রাজুর মধ্যকার বিরোধ মীমাংসা কোন আইনে সম্ভব?
ক. যৌতুক আইন
খ. নারী নির্যাতন আইন
গ. শিশু আইন
ঘ. মুসলিম পারিবারিক আইন
৪. ঐ আদালত তাদের মীমাংসা করবে-
i. দাম্পত্য সম্পর্ক
ii. বিবাহ ভঙ্গ
iii. পুত্রের অভিভাবকত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. বাংলাদেশে নারীদের সাক্ষরতার হার কত?
ক. ৭০.৯%
খ. ৭১.৯%
গ. ৭২.৯%
ঘ. ৭৩.৯%
৬. বর্তমানে বাংলাদেশে বিনোদন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে-
i. টেলিভিশন
ii. রেডিও
iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কোন দেশে?
ক. আমেরিকা
খ. বাংলাদেশ
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
৮. শিল্প সমাজকর্মীরা কোন খাতে উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে থাকে?
ক. কৃষি
খ. শিক্ষা
গ. শিল্প
ঘ. ব্যবসায়
৯. C.M. Case-এর মতে, সামাজিক সমস্যার উৎস কয়টি?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১০. আর. কে মারটন সামাজিক সমস্যাকে কয়টি মহৎ অংশে বিভক্ত করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১১. বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়-
i. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে
ii. সমাজসেবা অধিদপ্তরের অধীনে
iii. বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. কোন আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার স্বীকৃত নয়?
ক. মুসলিম আইনে
খ. হিন্দু আইনে
গ. সাধারণ আইনে
ঘ. ফৌজদারি আইনে
১৩. পরিবারকে শিক্ষামূলক কার্যাবলিতে উৎসাহী করতে পারেন কে?
ক. কৃষক
খ. ব্যবসায়ী
গ. রাজনীতিবিদ
ঘ. সমাজকর্মী
১৪. বিবাহ ও পরিবার সমাজের কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. একক
খ. মৌলিক
গ. যৌগিক
ঘ. সহায়ক
১৫. পারবারের ভিত্তিরূপ নিচের কোনটি?
ক. বিবাহ
খ. সমাজ
গ. গোষ্ঠী
ঘ. সংঘ
১৬. সামাজিক আইন গতিশীল ও দেশ-কালভেদে-
ক. অপরিবর্তনীয়
খ. পরিবর্তনশীল
গ. দুষ্পরিবর্তনীয়
ঘ. শিক্ষণীয়
১৭. প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি-
i. প্রচলিত বিধি
ii. কর্মপদ্ধতি
iii. সম্পর্কের রীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. মুসলিম আইন অনুসারে প্রতিটি বিবাহ করতে হবে-
ক. রেজিস্ট্রেশন
খ. অনুমোদন
গ. স্বীকৃতি
ঘ. গ্রহণযোগ্য
১৯. বর্তমানে কতটি উপজেলায় গ্রামীণ সমাজসেবা পরিচালিত হচ্ছে?
ক. ৪৮০টি
খ. ৪৮১টি
গ. ৪৮২টি
ঘ. ৪৮৩টি
২০. সামাজিক আইনের উদ্দেশ্য হচ্ছে—
i. অপরাধের কঠোর শাস্তি দান করা
ii. দুর্বলদের স্বার্থ সংরক্ষণ
iii. সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. শহর সমাজসেবা গৃহীত হয় কোন সালে?
ক. ১৯৪৭
খ. ১৯৫৪
গ. ১৯৭৪
ঘ. ১৯৮১
২২. সমাজকর্ম কয়টি দিক থেকে অনুশীলিত হচ্ছে?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও : জাতিসংঘের এমডিজি ২০১৫ অর্জনে জাতিসংঘের একটি সংগঠন বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। সংস্থাটি ১৯৭২ সালের ৩১ জুলাই হতে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
২৩. অনুচ্ছেদে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনকে নির্দেশ করছে?
ক. ইউনিসেফ
খ. ইউনেস্কো
গ. ফাও
ঘ. ইউএনডিপি
২৪. বাংলাদেশে সংস্থাটির কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে বলা যাবে-
i. মাতদন ও শিশুকল্যাণ কেন্দ্র স্থাপন
ii. গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে সহায়তা প্রদান
iii. দারিদ্র্য হ্রাসকরণে বহুমুখী প্রকল্প বাস্তবায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. ব্র্যাকের স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৬. ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন?
ক. সমাজকর্ম
খ. সমাজবিজ্ঞান
গ. অর্থনীতি
ঘ. নৃবিজ্ঞান
২৭. কোন রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচিগুলো প্রয়োজন—
i. জাতীয় বিমা
ii. সামাজিক সাহায্য
iii. সমাজ সেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৮. UNDP-এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. ব্রাসেলস
গ. রোম
ঘ. বেইজিং
২৯. ‘Health for all’ ঘোষণাটি দিয়েছে-
ক. UNICEP
খ. WHO
গ. ILO
ঘ. UNDP
৩০. ইউনিসেফের উদ্দেশ্যের ক্ষেত্রে যেটি অধিক যৌক্তিক-
i. শিশুদের স্বাস্থ্যের উন্নতি বিধান
ii. পুষ্টিকর খাদ্য সরবরাহ
iii. হাসপাতাল ও প্রসূতি সদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি সমাজকর্ম ২য় পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post