সমাজবিজ্ঞান ১ম পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র মডেল টেস্ট
১. কণা ও বীথি বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয় নিয়ে পড়ে। কণার পঠিত বিষয়ের আলোচ্য- সমাজ, সমাজের মানুষের বিভিন্ন দিক তথা গোটা জীবন পর্যালোচনা। বীথির বিষয়ের আলোচ্য বিষয় হলো ব্যক্তির আচরণ তথা ব্যক্তিত্বের বিশ্লেষণ করা।
ক. ভিকো সামাজিক বিবর্তনের ধারায় কয়টি যুগ লক্ষ করেন এবং কী কী?
খ. সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
গ. বীথির পঠিত বিষয়টি কী? তার পঠিত বিষয়টি সমাজবিজ্ঞানের পরিধির কোন অংশে আলোচ্য তা ব্যাখ্যা কর।
ঘ. কণার পঠিত বিষয়টি কী? উক্ত বিষয়টি কীভাবে মানবসমাজের সামগ্রিক পাঠ? বিশ্লেষণ কর।
২. নেহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। টিএসটিতে বন্ধুদের সাথে তারা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল। এসময় সুহা বলে যে, নেহা এমন একটি বিষয় নিয়ে পড়াশুনা করে, যে বিষয়টি সমাজের উন্নয়নের জন্য বিদ্যমান সকল সমস্যার কারণ চিহ্নিত ও সমাধান করে একটি পরিকল্পিত সমাজ গড়ার কাজে সহায়ক বিষয়সমূহ নিয়ে আলোচনা করে এবং একজন ফরাসি সমাজবিজ্ঞানীর হাত ধরে বিষয়টি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে যাত্রা শুরু করে।
ক. ”Sociology” শব্দটির উৎপত্তি কোথা থেকে?
খ. সমাজবিজ্ঞানকে মানব সম্পর্কের বিজ্ঞান বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. নেহার পঠিত বিষয়টির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
ঘ. পরিকল্পিত সমাজ গড়ার ক্ষেত্রে নেহার পঠিত বিষয়ের গুরুত্ব বিশ্লেষণ কর।
৩. বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরকগাছি গ্রামের অধিকাংশ জনগণ দরিদ্র ও হিন্দু। তারা দলবদ্ধভাবে বসবাস করে এবং একে অপরকে সাহায্য করে। তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। যুগ যুগ ধরে এ গ্রামের জেলেরা অভিন্ন আদর্শ ও রীতিনীতির ভিত্তিতে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সহযোগিতার ভিত্তিতে বসবাস করছে।
ক. সম্প্রদায়ের মূল ভিত্তি কী?
খ. সামাজিক প্রথা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত পারস্পরিক সহযোগিতা ও দলবদ্ধভাবে বসবাস করার মাধ্যমে কীসের কার্যাবলিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত বিষয়ের সাথে সম্প্রদায়ের মৌলিক পার্থক্যসমূহ বিশ্লেষণ কর।
৪. সীমু তার বাবা-মার সাথে বিদেশে বসবাস করে। সে দেশে এসে ঢাকার মহিলা সমিতির নাট্যমঞ্চে বাবা যার সাথে নাটক উপভোগ করার সময় বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে।
ক. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
খ. আত্মহত্যা কী? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সীমু ও তার বাবা-মার নাটক উপভোগ করা কোন সংস্কৃতির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা সভ্যতার উৎকর্ষতাই প্রমাণ করে। বিশ্লেষণ কর।
৫. ঘটনা-১ : সূর্য তার চাচাতো বোনকে বিয়ে করে।
ঘটনা-২ : চম্পা তার স্বামীর মৃত্যুর পর স্বামীর ছোট ভাইকে বিয়ে করে।
ক. প্রথা কী?
খ. পিতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝ?
গ. ঘটনা-১ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা কর।
ঘ. ঘটনা-২ বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
৬. ফাইয়াজ তার বাবা-মার সাথে ঢাকায় বসবাস করে। ফাইয়াজের বাবা-মা দুজনই চাকরিজীবী। তার পরিবারে দাদা-দাদি ছাড়াও অবিবাহিত এক চাচা ও ফুফু থাকে। বাবা-মা ব্যস্ত বলে তার অধিকাংশ সময় কাটে পরিবারের অন্য সদস্যদের সাথে। ফাইয়াজ তার দাদার কাছ থেকে ধর্মীয় শিক্ষা নেয় এবং চাচা ও ফুফু তাকে পড়াশোনায় সাহায্য করে।
ক. অনুলোম পরিবার কী?
খ. পিতৃসূত্রীয় পরিবার প্রত্যয়টি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
ঘ. ফাইয়াজের পারিবারিক পরিবেশ সুষ্ঠু সামাজিকীকরণের অনুকূল- ব্যাখ্যা কর।
৭. ইজাজ আমেরিকায় জন্মগ্রহণ করেছে। তার বাবা-মা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছে। চাকরিসূত্রে আমেরিকায় বাস করছে। ঈজাজের গায়ের রং ফর্সা, চোখের রং সাদা। দেখে মনে হয় এসব যেন সে তার দাদার কাছ থেকে পেয়েছে।
ক. ভৌগোলিক উপাদান কী?
খ. ‘ব্যক্তিজীবনে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সমাজজীবনে উক্ত উপাদানের প্রভাব মূল্যায়ন কর।
৮. বিধানের বাবা পুলিশে চাকরি করেন। সম্প্রতি তিনি রাজশাহী থেকে বরিশালে বদলি হয়েছেন। এ কারণে বিধানের মন খুব খারাপ। সে প্রায়ই একা একা থাকে। ক্লাসের সহপাঠীদের সাথে কথাও বলতে চায় না। শিক্ষক তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ক্লাসে পড়াশোনা ও বাইরে খেলাধুলার ব্যাপারে সাহায্য করছেন।
ক. বিশ্বায়ন কী?
খ. সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর।
গ. বিধানের সামাজিকীকরণে কোন কোন উপাদানের ভূমিকা লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিধানের সামাজিকীকরণে আরও কী কী মাধ্যম ভূমিকা পালন করতে পারে? মতামত দাও।
৯. কারখানাটিতে বিভিন্ন পদমর্যাদা ও বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী কাজ করে। কারখানার মালিক বিপুল সম্পদ ও আয়ের অধিকারী। তারপর রয়েছে ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা। কারখানার শ্রমিকরা নিম্নবেতনে কর্মরত। তাদের অবস্থা খুব সুখকর নয়।পরিবার-পরিজন নিয়ে তারা অনিশ্চিত ভবিষ্যতে বসবাস করছে। শিক্ষা, চিকিৎসা কীভাবে নিশ্চিত হবে এ শ্রমিকরা জানে না। শ্রমিক ইউনিয়ন ও রাষ্ট্র এসব বিষয়ে ভূমিকা না নিলে তাদের অবস্থার উন্নতি হবে না।
ক. সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি?
খ. নারী-পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অবস্থায় সামাজিক নিরাপত্তার ভূমিকা মূল্যায়ন কর।
১০. বাংলাদেশের একটি স্বনামধন্য কলেজ শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা নেওয়া তার মধ্যে অন্যতম। পরীক্ষা শুরুর আগে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করেন। এক সেমিস্টার পরীক্ষা চলাকালীন জনৈক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় পরীক্ষা হলের পরিদর্শকের দৃষ্টিগোচর হয় এবং তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
ক. ডুর্খেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
খ. সমাজকাঠামো বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের শিক্ষার্থীদের আচরণ অপরাধ বা বিচ্যুতি কোনটি বলে গণ্য হবে? ব্যাখ্যা কর।
ঘ. ‘অপরাধ দূরীকরণে প্রতিকারমূলক ব্যবস্থা রয়েছে’- মন্তব্যটি বিশ্লেষণ কর।
১১. কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বক্তৃতায় নবীনদের উদ্দেশ্যে বললেন, সুশিক্ষার মাধ্যমেই জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে, তবেই উন্নয়ন সম্ভব। কেননা তোমরাই জাতির ভবিষ্যৎ ও দেশ বিনির্মাণের অগ্রযাত্রার সৈনিক।
ক. হার্বার্ট স্পেনসার বিবর্তনের কতটি ধরনের কথা বলেছেন?
খ. বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো আলোচনা কর।
গ. উদ্দীপকের আলোকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে এগিয়ে চলার প্রত্যয়টি তোমার পাঠ্যবই থেকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post