সমাজবিজ্ঞান ১ম পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র mcq মডেল টেস্ট
১. ”Sociology’ শব্দটির প্রবক্তা কে?
ক. প্লেটো
খ. অ্যারিস্টটল
গ. ইবনে খালদুন
ঘ. অগাস্ট কোঁৎ
২. অগাস্ট কোঁৎ কোন দেশীয় সমাজবিজ্ঞানী?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ফরাসি
ঘ. রাশিয়ান
৩. সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?
ক. রাজনীতি বিজ্ঞান
খ. সমাজবিজ্ঞান
গ. অপরাধবিজ্ঞানী বিজ্ঞান
ঘ. নৃ-বিজ্ঞান
৪. সমাজবিজ্ঞান অধ্যয়নে সহায়তা করে-
i. সমাজের বাস্তবতা অনুধাবনে
ii. সমাজের স্থিতিশীলতা সম্পর্কে বুঝতে
iii. পারস্পরিক সম্পর্ক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
৫. সমাজ অর্থ সহযোগিতা’– উক্তিটি কার?
ক. অগাষ্ট কোঁৎ
খ. গিডিংস
গ. ডুর্খেইম
ঘ. ম্যাকাইভার
৬. সমাজে অস্তিত্বের নিয়ামক কী?
ক. নারী
খ. পুরুষ
গ. সামাজিকীকরণ
ঘ. পরিবার
৭. সমাজ উৎপত্তির ক্ষেত্রে পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক মতবাদের প্রবক্তা কে?
ক. স্পেন্সার
খ. শেফার
গ. ওয়েবার
ঘ. হেনরি মেইন
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
রূপনগরে একসময় কোনো ব্যক্তিমালিকানা ছিল না। এলাকার সকলে দলবদ্ধ হয়ে বাস করত। এক সময় তাদের জ্ঞানের বিকাশের ফলে তারা নানা রকম ফসল উৎপাদন করে এবং খাদ্য অনিশ্চয়তা থেকে মুক্তি পায়।
৮. অনুচ্ছেদে কোন সমাজের কথা বলা হয়েছে?
ক. আদিম
খ. শিল্প
গ. আধুনিক
ঘ. কৃষি
৯. জ্ঞানের বিকাশ মানুষকে যা শিক্ষা দেয়—
i. পশুকে বধ করতে
ii. কৃষিকাজে
iii. পশুচারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
১০. কোথায় মানুষ লালিত পালিত হয় এবং মৃত্যুবরণ করে?
ক. গ্রামে
খ. শহরে
গ. বাড়িতে
ঘ. সমাজে
১১. সমাজকে আধুনিক ও গতিশীল রূপ দেয় কে?
ক. পরিবার
খ. সামাজিক প্রতিষ্ঠান
গ. প্রথা
ঘ. ধর্ম
১২. মানবসমাজে পরিবার গঠনের পূর্বশর্ত বা মাধ্যম কী?
ক. মিলিত বসবাস
খ. স্থায়ী বসবাস
গ. বিবাহ
ঘ. লিভটুগেদার
১৩. পেশার বিভিন্নতা নিচের কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়?
ক. রাজনৈতিক
খ. ভৌগোলিক
গ. সাংস্কৃতিক
ঘ. সামাজিক
১৪. কোন অঞ্চলটি শীতপ্রধান?
ক. ইউরোপীয়
খ. এশীয়
গ. আফ্রিকান
ঘ. মধ্যপ্রাচ্য
১৫. ভৌগোলিক অবস্থানগত কারণে গড়ে উঠেছে—
i. রেশম শিল্প
ii. চা শিল্প
iii. কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৬. প্লেটো কোথাকার দার্শনিক ছিলেন?
ক. জার্মান
খ. রোমান
গ. গ্রিক
ঘ. ভারতীয়
১৭. কৃৎকৌশলকে কী ধরনের সংস্কৃতি বলা হয়?
ক. বস্তুগত সংস্কৃতি
খ. অবস্তুগত সংস্কৃতি
গ. প্রাণি সংস্কৃতি
ঘ. আধুনিক সংস্কৃতি
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
মতিন সাহেব তার স্ত্রী, সন্তান এবং বাবা- মাসহ একত্রে বসবাস করেন। মতিন সাহেবের স্ত্রী রহিমা বেগম তার বৃদ্ধ শ্বশুর- শাশুড়ির যত্ন নেন।
১৮. মতিন সাহেবের পরিবারটি কোন ধরনের?
ক. অণু পরিবার
খ. যৌথ পরিবার
গ. বর্ধিত পরিবার
ঘ. দলগত পরিবার
১৯. শ্বশুর-শাশুড়ির প্রতি রহিমা বেগমের আচরণ পরিবারের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?
ক. জৈবিক
খ. মনস্তাত্ত্বিক
গ. রক্ষণাবেক্ষণমূলক
ঘ. বিনোদনমূলক
২০. বিশ্বায়নকে বাস্তবরূপ দিয়েছে কে?
ক. আইসিটি
খ. কম্পিউটার
গ. টেলিভিশন
ঘ. মোবাইল ফোন
২১. প্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. বিজ্ঞানের একটি শাখা
খ. বিজ্ঞানের প্রয়োগ রীতি
গ. বিজ্ঞানবিষয়ক জ্ঞানার্জন
ঘ. বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন
২২. বিশ্বায়নের নিয়ন্ত্রক উপাদানগুলো হচ্ছে-
i. রাজনৈতিক আন্তর্জাতিককরণ
ii. তথ্য ও প্রযুক্তির বিস্তার
iii. অবাধ বাণিজ্য ও মুক্ত বাজারের প্রসার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৩. সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি ছিল—
ক. আদিম যুগে
খ. পশুপালন যুগে
গ. দাস যুগে
ঘ. সামন্ত যুগে
২৪. কাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোন মূল্য ছিল না?
ক. পুঁজিপতিদের
খ. দাসদের
গ. সামন্ত প্রভুদের
ঘ. জমিদারদের
২৫. কোথায় পুঁজিবাদের বিকাশ ঘটে?
ক. প্রাচ্যে
খ. ভারতবর্ষে
গ. ইউরোপে
ঘ. আমেরিকায়
২৬. হিন্দু সমাজের জাতি-বর্ণ হলো—
i. ব্রাহ্মণ
ii. ক্ষত্রীয়
iii. মুচি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
২৭. কোনটির পরিবর্তনে সামাজিক পরিবর্তন সূচিত হয়?
ক. সংস্কৃতি সভ্যতা
খ. খাদ্যাভাস
গ. রেলগাড়ি
ঘ. কৃষি ব্যবস্থা
২৮. সামাজিক পরিবর্তনের মুখ্য কারণ হচ্ছে?
ক. ধর্ম
খ. সংস্কৃতি
গ. শিক্ষা
ঘ. অর্থনীতি
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
রসুলপুরের মানুষের চিন্তাচেতনা আবেগ- অনুভূতি, ইচ্ছা-অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা ও অন্যান্য দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন ঘটেছে। এ এলাকার মানুষের স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে।
২৯. কোনটির প্রভাবে রসুলপুরের সামাজিক পরিবর্তন ঘটেছে?
ক. জৈবিক উপাদান
খ. প্রযুক্তিগত উপাদান
গ. মনস্তাত্ত্বিক উপাদান
ঘ. অর্থনৈতিক উপাদান
৩০. উক্ত প্রভাবে মানুষের মধ্যে-
i. ব্যক্তিস্বাতন্ত্রের ধারণা হয়
ii. অনুকরণপ্রিয়তা বৃদ্ধি পায়
iii. রুচিবোধের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post