বইটির বৈশিষ্ট্য: সমাজবিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার বইটি অনুশীলন ও ব্যবহারের সুবিধার্থে দুটি আলাদা খণ্ডে প্রকাশিত। প্রথম খণ্ডটি PRS পদ্ধতিতে পরীক্ষা প্রস্তুতির জন্য এবং দ্বিতীয় খণ্ডটি NCTB অনুমোদিত পাঠ্যবইসমূহের অনুশীলন ও প্রস্তুতি যাচাইয়ের জন্য বিশেষভাবে সংকলিত।
এতে বোর্ড পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের সঙ্গে প্রশ্ন ও উত্তর সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য সংযোজিত। পাশাপাশি রয়েছে শিক্ষার্থীদের অনুশীলনকে সহজ ও কার্যকর করে তুলতে সার্বক্ষণিক গাইড হিসেবে ‘টিউটর’ নামক অভিনব অনুষঙ্গের ব্যবহার।
সমাজবিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার
১. ‘ক’ সম্প্রতি উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয় সেটির আনুষ্ঠানিক সূচনা হয় ১৮৩৯ সালে। পরবর্তীতে ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সর্বপ্রম একজন মুসলিম পণ্ডিতের হাত ধরে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তার বন্ধু ‘খ’ বলেন, “বাংলাদেশের সমাজকাঠামো ও সামাজিক সম্পর্ককে জানতে উক্ত বিষয়টির পাঠ অত্যাবশ্যক।”
ক. ‘Positive Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
খ. ‘সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান’ – ব্যাখ্যা কর।
গ. উক্ত বিষয়টি প্রতিষ্ঠায় কোন ব্যক্তির অবদান অনস্বীকার্য? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘খ’ এর শেষোক্ত বক্তব্যের সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর।
২. বাংলাদেশের মেয়ে নীরার সাথে চীনের সূচির ফেসবুক বন্ধুত্ব হয়। তারা বিভিন্ন ছবি শেয়ারের মাধ্যমে একে অপরকে জানার চেষ্টা করে। নীরা চৈত্র সংক্রান্তির মেলা, ঈদে কোলাকুলি, মাঠে কৃষকের ফসল কাটা ও মাড়াইয়ের চিত্র, পিঠা উৎসবের বিভিনড়ব দৃশ্য ইত্যাদি ছবি সূচিকে পাঠায়। ছবিগুলো দেখে সূচি মন্তব্য করে, তোমাদের জীবনযাপন পদ্ধতি চীনের চাইতে আলাদা।
ক. সভ্যতা কী?
খ. সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝায়?
গ. নীরার পাঠানো ছবিগুলো কিসের পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সমাজজীবনে উক্ত বিষয়ের প্রভাব বিশ্লেষণ কর।
৩. ঘুমানোর আগে গল্পের বই থেকে গল্প শোনা শ্রেষ্ঠার অভ্যাস। একেক দিন একক গল্প। সেদিন দাদী শ্রেষ্ঠাকে সভ্যতার গল্প পড়ে শুনাচ্ছিলেন, যা ১৯২২ সালে আবিষ্কৃত হয়। এটি মিসরীয়, ব্যবলনীয় ও আসিরীয় সভ্যতার সমসাময়িক। হরপ্পা ও মহেঞ্জোদারো এ সভ্যতার দুটি নির্দশন।
ক. চাকা আবিষ্কার হয় কোন যুগে?
খ. প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সভ্যতার কথা বলা হয়েছে? উক্ত সভ্যতার অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখ।
ঘ. উক্ত সভ্যতার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা কর।
৪. সেলেনার বাড়ি ময়মনসিংহ জেলায়। উত্তরাধিকারসূত্রে মাতার সব সম্পত্তির মালিক হয়েছে তর ছোট বোন হেলেনা। সেলেনার পরিবার একটা সময় জুম চাষ করলেও এখন তারা সমতলে হালচাষ করে জীবিকা নির্বাহ করে। সম্প্রতি সেলেনা ঢাকা এসে একটি পার্লারে চাকুরি নিয়েছে।
ক. মৌজা কী?
খ. নৃগোষ্ঠী বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সেলেনা বাংলাদেশের কোন এথনিক গোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।
ঘ. “বর্তমান সময়ে উক্ত এথনিক গোষ্ঠীর জীবন ধারায় ব্যাপক পরিবর্তন এসেছে” – বিশ্লেষণ কর।
৫. বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি আদি অস্ট্রিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। এদের ঐতিহ্যবাহী নৃত্যগীত ‘ঝুমুর’। পূঁজা-পার্বণে তারা নৃত্যগীতের আয়োজন করে। প্রাচীনকালে এরা তীর-ধনুক দিয়ে শিকার করতো। বর্তমানে এরা দিনমজুর ও কৃষিজীবি।
ক. বৈসাবি কী?
খ. নৃগোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত নৃগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য ও সমাজ সংগঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের নৃগোষ্ঠীর ধর্ম ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।
৬. বাঙালি একমাত্র জাতি- মাতৃভাষাকে রাষ্ট ভাষায় প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে। এ ভাষা আন্দোলনের পথ বয়ে এদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়।
ক. দ্বি জাতিতত্ত্ব কী?
খ. জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার পটভূমি বর্ণনা কর।
ঘ. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের গুরুত্বআলোচনা কর।
৭. বাংলাদেশে ভূমি মালিকানা গুরুত্বপূর্ণ বিষয়। যার যত বেশি ভূমি, সে তত বেশি ক্ষমতা ও মর্যাদার অধিকারী। তবে বর্তমানে শিক্ষা, রাজনৈতিক দলের সদস্যপদ, ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত।
ক. সামাজিক স্তরবিন্যাস কী?
খ. গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য উল্লেখ কর।
গ. উদ্দীপকে প্রধান উপাদানের ভিত্তিতে গ্রাম সমাজের স্তরবিন্যাস ব্যাখ্যা কর।
ঘ. বর্তমান গ্রাম সমাজের পরিবর্তন রূপান্তর বিশ্লেষণ কর।
৮. জনাব তসলিম খানের দুই ছেলে। বড় ছেলে লেখাপড়া করেনি। ছোট ছেলে উচ্চশিক্ষা লাভ করে। বড় ছেলে বাবার কৃষিকাজ দেখাশুনা করে। তাই স্ত্রী-সন্তান নিয়ে গ্রামে বাস করে। ছোট ছেলে ঢাকায় চাকরি নিয়ে সেখানে ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে থাকে।
ক. কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক কী?
খ. লেভিরেট ও সরোরেট বিবাহ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জনাব তসলিম খানের পারিবারিক ভাঙনের কারণ চিহ্নিত কর।
ঘ. তুমি কি মনে কর যে, নগরায়ণ ও শিল্পায়নের প্রভাবে তসলিম খানের পরিবারে ভাঙন দেখা দিয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৯. হিমেল কল্যাণপুর হতে রামপুরায় নিজ কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হতে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে মোটর সাইকেল ডাকেন। এরপর গুগল ম্যাপের সাহায্যে যানজট এড়িয়ে মোটর সাইকেলে করে অতিদ্রুত পৌঁছে যান কর্মস্থলে।
ক. বস্তি কী?
খ. “শিল্পায়ন ও কৃষির উন্নয়ন পরস্পর সম্পর্কিত” – বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. “আধুনিক সমাজ ব্যবস্থায় উক্ত উপাদানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে” – তুমি কি একমত?
১০. ঘটনা-১ জনাব ‘ক’ লেখাপড়া শেষ করার পাঁচ বছর পরেও কোন কাজের ব্যবস্থা করতে পারিনি।
ঘটনা-২ জনাব ‘খ’ সংঙ্গদোষে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকা সংগ্রহ করার জন্য চুরি ছিনতাই, খুন করতেও দ্বিধাগ্রন্থ হয় না।
ক. যৌতুক প্রথা কী?
খ. জঙ্গিবাদ কী? বুঝিয়ে লেখ।
গ. ঘটনা-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. ঘটনা-২ এর কারণ যুক্তিসঙ্গত বিশ্লেষণ কর।
১১. বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ বেসরকারি সংস্থাগুলোর মধ্যে একটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
ক. NGO- এর পূর্ণরূপ কী?
খ. ‘সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন’ – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নোবেল জয়ী সংস্থা কোনটি? ব্যাখ্যা কর।
ঘ. “বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ” – তুমি কি এ বক্তব্যেল সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
১২. রনি গ্রীষ্মকালীন ছুটিতে মামার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে মামির বানানো নানা রকমের বাহারি পিঠা খেয়ে এবং সেখানকার আতিথেয়তা দেখে আনন্দিত হয়। এলাকার লোকজনের আন্তরিকতা তাকে মুগ্ধ করে। কিন্তু এখানকার মানুষের স্বাস্থ্য সেবার সরকারি সুযোগ সুবিধা থাকলেও তারা কবিরাজি ঝাঁড়-ফুকে এখনও বিশ্বাস করে রোগ নিরাময়ের চেষ্টা করে। বিষয়টি রনিকে বিস্মিত করে।
ক. লোকসাহিত্য কী?
খ. ‘সংস্কৃতি হলো শিক্ষালব্ধ বিষয়’ – ব্যাখ্যা কার।
গ. উদ্দীপকের রনির বিস্মিত হবার বিষয়টি সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়টি সমসাময়িক বাংলাদেশে একটি বড় ধরণের সামাজিক সমস্যা – তুমি কি একমত? বিশ্লেষণ কর।
১৩. সুদীপ্ত টিভিতে হরপ্পা ও মহেঞ্জোদারোতে গড়ে ওঠা সভ্যতার উপর একটি প্রামাণ্যচিত্র দেখে। এ সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাচীনকালের মানুষদের জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ সভ্যতা কৃষিকাজ ও বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধন করে। সমাজ ও সংস্কৃতি বিকাশে এ সভ্যতার বিশেষ অবদান ছিল।
ক. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
খ. সোমপুর বিহারের বর্ণনা দাও।
গ. উদ্দীপকে উল্লিখিত সভ্যতার পতনের কারণ ব্যাখ্যা কর।
ঘ. “নগর সভ্যতা বিকাশে উদ্দীপকে নির্দেশিত সভ্যতার অবদান অনেক” – বিশ্লেষণ কর।
১৪. শামীমা একজন খ্যাতিমান নৃত্যশিল্পী। দেশের বিভিনড়ব অঞ্চলের নৃত্যকে বিদেশের মাটিতে উপস্থাপন করে তার দলের ছেলে মেয়েদেরকে নিয়ে। গতবার লন্ডনে ‘হুমতি’ ও ‘ঝিকা’ নাচ পরিবেশন করে। এবার ভারতে ‘থাবাল চংবা’ নৃত্য পরিবেশন করবে।
ক. রাখাইনরা কোন ধর্মাবলম্বী?
খ. ‘আদাম’ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ভারতে পরিবেশিত ‘থাবাল চংবা’ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য? তাদের পরিবার ও বিবাহ ব্যবস্থা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘হুমতি’ ও ‘ঝিকা’ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য? তাদের সাংস্কৃতিক জীবনধারা বিশ্লেষণ কর।
১৫. বাদল তার বন্ধুদের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় বলেন, ‘তৎকালীন সমাজে মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনের সৃষ্টি হয়েছিল। সেটি পরবর্তীতে ভয়াবহ রূপ নেয়। তার কথার প্রেক্ষিতে তার বন্ধু রায়হান বলেন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদ চেতনার উন্মেষ ঘটে।
ক. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন?
খ. গণ-অভ্যুত্থান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের রায়হানের মন্তব্যের সাথে তুমি কি একমত? পক্ষে যুক্তি দাও।
১৬. মেহেরপুরের বাসিন্দা মো. সাইফ আলী একজন বিমানবাহিনীর কর্মকর্তা। রোমাঞ্চকর জীবনের স্মৃতিচারণ করতে করতে মেয়ে পান্না আলীর কাছে বলেন-আমাদের সময় পূর্ব পাকিস্তান থেকে সেনা, নৌ এবং বিমান বাহিনীতে চাকরি পাওয়া খুব কঠিন ছিল। এসমস্ত বাহিনীর বড় বড় পদে পশ্চিমাদের নিয়োগ দেওয়া হতো। পূর্ব পাকিস্তান ছিল অবহেলিত।
ক. বাংলাদেশের স্বাধীনতার মহানায়কের নাম কী?
খ. ‘সত্তরের নির্বাচন বাঙালির আত্মপ্রত্যয় বাড়ায়’-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাইফ আলীর ভাষ্যমতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ধরনের বৈষম্য প্রকাশিত হয়েছে তা বর্ণনা কর।
ঘ. ‘পূর্ব পাকিস্তান ছিল অবহেলিত’-উক্তিটি বিশ্লেষণ কর।
১৭. সৈয়দপুর গ্রামের কাদের মিয়া অনেক জমিজমার মালিক। তার জমিতে অনেক বর্গাচাষিও কাজ করে। গ্রামে সবাই তাকে অত্যন্ত সমীহ করে। বিত্তশালী হওয়ায় গ্রামে তার আলাদা দাপটও রয়েছে।
ক. বাংলাদেশের শহরে সমাজে ক্ষমতা কয়টি ক্ষেত্রে বণ্টিত হতে দেখা যায়?
খ. ‘জেন্ডার’ ধারণাটি কেন ব্যবহৃত হয়?
গ. উদ্দীপকে গ্রামীণ ক্ষমতা কাঠামোর কোন উপাদানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘ক্ষমতায় টিকে থাকতে কাদের মিয়াকে ভূমির পাশাপাশি অন্যান্য উপাদানকেও সক্রিয় রাখতে হবে’ – বিশ্লেষণ কর।
১৮. ফুয়াদ মা, ভাই-ভাবীসহ মালিবাগে বসবাস করে। পাড়ার সকলে ফুয়াদের পরিবারকে অন্য নজরে দেখে। কারণ বাবা না থাকা সত্ত্বেও মায়ের পরিচর্যায় আদর্শ সন্তান-সুনাগরিক হিসেবে বেড়ে উঠেছে। যা গর্বের বিষয়।
ক. চাকমা সমাজে সর্বোচ্চ সংগঠন কী?
খ. দ্বি সূত্রীয় পরিবার কাকে বলে?
গ. উদ্দীপকে কোন ধরনের জ্ঞাতি সম্পর্কের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত সুনাগরিক/আদর্শ সন্তান হওয়ার পিছনে পরিবারের অবদান গুরুত্বপূণ’ – বিশ্লেষণ কর।
১৯. মধ্যবিত্ত পরিবারের সন্তান রাইসুল বড় হয়ে ধনাঢ্য ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে। একদিন তার মাকে সে বলে বর্তমানে সহজ শর্তে সারা বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা এখন খুবই সহজ। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষ খুব দ্রুত নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পেরেছে।
ক. ই-কমার্স কী?
খ. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ধারণাটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।
২০. চাকরির কারণে জেসমিন সিলেট থেকে গিয়ে চট্টগ্রামে বসবাস করছেন। সেখানে কর্মস্থলের আশেপাশে ভাড়া বাসা না পাওয়ায় তিনি তার চাচার বাসা থেকে অফিস করছেন। চাচার বাসা থেকে কর্মস্থল দূরে
হওয়ায় রাস্তাঘাটে প্রায়ই তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
ক. জঙ্গিবাদ কী?
খ. চরমপন্থি নারীবাদ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কর্মজীবী নারীর কোন সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা ছাড়াও জেমসিনের মতো কর্মজীবী নারীদের আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়-বিশ্লেষণ কর।
২১. রূপা পোশাক তৈরিতে দক্ষ। সে আরো কয়েকজন মহিলা মিলে ছোট কারখানা দেয়। পোশাক বিক্রির জন্য দোকান প্রয়োজন হয়। এজন্য সে একটি বেসরকারী সংস্থা বা সমিতি থেকে ঋণ গ্রহণ করে। পরবর্তীতে স্বাবলম্বী হয় ব্যবসা আরো বড় হয়।
ক. BRAC-এর পূর্ণরূপ কী?
খ. NGO বেসরকারি সংস্থা বলতে কী বোঝায়?
গ. রূপা কোন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাবলম্বী হয়? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে এ প্রতিষ্ঠানসমূহের ভূমিকা পর্যালোচনা কর।
এই লিংক থেকে এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার pdf ২০২৫ ডাউনলোড করে নাও। এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীরা অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার পাবে কোর্সটিকায়। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post