সমাজবিজ্ঞান ২য় পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
সমাজবিজ্ঞান ২য় পত্র mcq মডেল টেস্ট
১. ‘আকবরনামা’ গ্রন্থের লেখক কে?
ক. আল-বেরুনী
খ. সম্রাট আকবর
গ. আবুল ফজল
ঘ. রাজা রামমোহন রায়
২. সামাজিক বিজ্ঞানের জন্ম হয়েছে-
ক. সমাজচর্চার মাধ্যম
খ. ধর্মচর্চার মাধ্যমে
গ. জ্ঞানচর্চার মাধ্যমে
ঘ. বিজ্ঞানচর্চার মাধ্যমে
৩. সমাজবিজ্ঞানের ভিত্তি রচনায় অবদান রাখেন-
ক. জে.এস. মিল
খ. উইলসন
গ. অধ্যাপক বার্জেস
ঘ. কঁদরসে
৪. বাংলাদেশে সমাজবিজ্ঞান চালু হয়-
i. ১৯৫৬-৫৭ শিক্ষাবর্ষে
ii. ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে
iii. ১৯৫৭ সালে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৫. সভ্যতা কোথায় গড়ে উঠে?
ক. একটি গোত্রে
খ. একটি নির্দিষ্ট অঞ্চলে
গ. একটি সংগঠনে
ঘ. একটি পরিবারে
৬. জাভা মানব কোন দেশে পাওয়া যায়?
ক. চীনে
খ. জাপানে
গ. মালয়েশিয়া
ঘ. ইন্দোনেশিয়া
৭. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
ক. নিয়ানডারথাল
খ. হাইডেলবার্গ
গ. ক্রোম্যাগনন
ঘ. পিকিং
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও : প্রাচীন প্রস্তর যুগের সামাজিক জীবনের কয়েকটি ধাপ হলো- ক্ল্যান, টোটেম, টাবু, ফাত্রি ও ট্রাইব। সেসময়ে মানুষ আত্মরক্ষার জন্য দলবদ্ধ হয়ে বাস করত।
৮. উদ্দীপকে উল্লিখিত ধাপগুলো নির্ণয় করেন-
ক. অধ্যাপক মর্গান
খ. অধ্যাপক নিকোলাস
গ. অধ্যাপক ইয়েলেৎসিন
ঘ. অধ্যাপক ড. জিল্লুর রহমান
৯. উদ্দীপকে মানুষ আত্মরক্ষার জন্য দলবদ্ধ হয়ে বাস করত। এজন্য মানুষকে বলা হয়-
i. বুদ্ধিভিত্তিক প্রাণী
ii. স্বার্থপর প্রাণী
iii. সামাজিক জীব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
১০. প্রতিটি মানুষ কোন গোষ্ঠীর সদস্য?
ক. মানবীয় গোষ্ঠী
খ. জীব গোষ্ঠী
গ. নৃগোষ্ঠী
ঘ. রাজ গোষ্ঠী
১১. বিজয়গিরি ছিলেন-
ক. সেনাপতি
খ. রাজা
গ. প্রধানমন্ত্রী
ঘ. কোতোয়াল
১২. বাঙালি ও পাহাড়িদের মধ্যে দৃশ্যত পার্থক্য হলো-
i. দৈহিক
ii. প্রথাগত
iii. বাচনিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
১৩. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয়?
ক. যুক্তফ্রন্ট
খ. মুসলিম লীগ
গ. আওয়ামী লীগ
ঘ. কংগ্রেস
১৪. স্থলবাহিনীতে পশ্চিম পাকিস্তানি ছিল কত ভাগ?
ক. ৯০%
খ. ৯২%
গ. ৯৫%
ঘ. ৯৭%
১৫. কারবারির তত্ত্বাবধানে চাকমা চাকমা সদস্যরা একসাথে যেসব কাজে অংশ নেয়-
i. বৈবাহিক অনুষ্ঠান
ii. কৃষিকাজ
iii. রাজনৈতিক অনুষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. ‘আচ্ছিক’ ও ‘লামদানী’ নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত—
ক. চাকমা
খ. রাখাইন
গ. গারো
ঘ. মনিপুরী
১৭. গারো পুরুষ ও মহিলাদের শারীরিক গঠন কী রকম?
ক. লম্বা চওড়া
খ. ছোটখাটো
গ. চ্যাপ্টা
ঘ. হালকাপাতলা
১৮. বাংলাদেশ একটি-
ক. গ্রামপ্রধান দেশ
খ. শহরপ্রধান দেশ
গ. নগরপ্রধান দেশ
ঘ. শিল্পপ্রধান দেশ
১৯. জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি?
ক. উপজাতি সমাজে
খ. গ্রামীণ সমাজে
গ. শহর সমাজে
ঘ. শিল্প সমাজে
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও : ইউনিয়নের নাম চর পারবর্তী। চেয়ারম্যানের নাম হারুন অর রশিদ। এ ইউনিয়নের প্রায় ফসলি জমিতে ধান চাষ করা হয়। এখানকার তরিতরকারি বিক্রি হয় ঢাকাসহ সারাদেশের বাজারে। চেয়ারম্যান নিজেও মাঠে ফসল ফলান। আদর্শ এ ইউনিয়ন উন্নয়নের রোল মডেল।
২০. চর পারবর্তীতে বাংলাদেশের গ্রামীণ সমাজের কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে?
ক. অকৃষি পেশা
খ. পরিবারব্যবস্থা
গ. কৃষিভিত্তিক পেশাস্ত্র
ঘ. গ্রামীণ জনসংখ্যা
২১. বংশানুক্রমিক শ্রেণিবিভাগ নিচের কোনটি?
ক. জেলে
খ. নাপিত
গ. রায়
ঘ. কুমার
২২. চর পারবর্তীর মতো ইউনিয়নগুলোতে—
i. শহরের তুলনায় শিক্ষার হার কম
ii. যৌথ পরিবারের সংখ্যা অধিক
iii. মাদকাসক্ত শহরের তুলনায় বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
২৩. শহরের বহু তলাবিশিষ্ট একাধিক বাড়ির মলিক কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. উচ্চবিত্ত
খ. নিম্নবিত্ত
গ. মধ্যবিত্ত
ঘ. নিম্নমধ্যবিত্ত
২৪. বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি?
ক. সম্পত্তি
খ. শিক্ষাগ
গ. পেশা
ঘ. জেন্ডার
২৫. বাংলাদেশের সমাজব্যবস্থার ধারা কয়টি?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২৬. কোন বিশ্বাস গ্রামবাসীর মধ্যে অত্যন্ত প্রবল?
ক. রাজনৈতিক বিশ্বাস
খ. ধর্মীয় বিশ্বাস
গ. আত্মবিশ্বাস
ঘ. উপরের সবই সঠিক
২৭. সরকারি মালিকানাধীন অর্থ ব্যবস্থাপনায় পরিচালিত হয়-
i. শিল্পকারখানা
ii. ব্যাংক
iii. বিমা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. সমাজে পুরুষের পাশাপাশি কাদের অংশগ্রহণ নারী খুবই গুরুত্বপূর্ণ?
ক. শিশুর
খ. শিক্ষকের
গ. নারীর
ঘ. কৃষকের
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও : অনেক ব্যক্তি না বুঝে NGO-এর কার্যক্রমের সমালোচনা করে। অথচ জনাব সাইফুল সাহেব এমন একটি NGO-তে চাকরি করেন, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালে। এ NGOটি প্রতিষ্ঠিত হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য ও পুনর্বাসনে লক্ষ্যে।
২৯. উদ্দীপকের জনাব সাইফুল সাহেব কোন NGO-তে চাকরি করেন?
ক. প্রশিকা
খ. গ্রামীণ ব্যাংক
গ. আশা
ঘ. ব্র্যাক
৩০. বাংলাদেশের সামাজিক উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে-
i. জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা
ii. বেকারত্ব দূরীকরণ
iii. ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি সমাজবিজ্ঞান ২য় পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post