সমাজবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় mcq : ভাষা আন্দোলনের সূত্র ধরেই বাঙালি জাতীয়তাবাদ আরও বেশি শক্ত অবস্থানের উপর দাঁড়ায়। এরপর ১৯৫৪ এর সাধারণ নির্বাচনে যুক্তফন্টের বিজয়, ১৯৬৬ এর ৬ দফা ও ১১ দফা দাবি, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান সব মিলিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ নিপীড়ন, নির্যাতন ও অবজ্ঞার বিরুদ্ধে সমগ্র বাঙালি জাতি ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়।
এর প্রতিফলন ঘটে ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের বিপুল বিজয় অর্জনের মাধ্যমে। অবশেষে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ এবং নেতৃত্বে দীর্ঘ নয় মাস ব্যাপী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় mcq
১. ‘অপারেশন সার্চ লাইট’ হলো—
ক. নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
● নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
গ. পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
ঘ. বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৬ সাল
খ. ১৯১৮ সাল
● ১৯২০ সাল
ঘ. ১৯২৩ সাল
৩. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?
ক. ১৬৭
খ. ১৮৮
গ. ২৭৮
● ২৯৮
৪. বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে?
ক. একুশ দফা
খ. এগার দফা
● ছয় দফা
ঘ. সাতই মার্চের ভাষণ
৫. দ্বি জাতি তত্ত্বের মূলভাব হলো—
ক. হিন্দু ও মুসলিমদের জন্য একটি রাষ্ট্র হবে
● হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে
গ. সকল জাতির জন্য ভিন্ন ভিন্ন রাষ্ট্র হবে
ঘ. সকল জাতির জন্য একটি রাষ্ট্র হবে
৬. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয়?
ক. আওয়ামী লীগ
খ. মুসলিম লীগ
গ. কংগ্রেস
● যুক্তফ্রন্ট
৭. কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?
ক. ১৯১৬ সাল
খ. ১৯১৮ সাল
● ১৯৬৯ সাল
ঘ. ১৯২৩ সাল
৮. ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন ছিল?
ক. ১৬৭
খ. ১৮৮
গ. ২৭৮
● ১৬৯
৯. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা—
i. ভাষা আন্দোলনে নেতৃত্ব দান
ii. বাঙালির বাঁচার দাবি ছয়-দফা কর্মসূচি ঘোষণা
iii. দ্বি-জাতিভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দান
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
রুবায়েতের মামা মনি সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। ৭০ এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বললেন, বাংলার অবিসংবাদিত নেতার প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয় এটিকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্রও বলা হয়।
১০. উদ্দীপকে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের কথা বলা হয়েছে?
ক. ১৯৪৮ সালে কার্জন হলে জিন্নাহ প্রদত্ত ভাষণ
● ১৯৭১ সালে বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ
গ. কাগমারীতে প্রদত্ত মওলানা ভাসানীর ভাষণ
ঘ. ছয়দফা উত্থাপনকালে বাবলু প্রদত্ত ভাষণ
১১. উক্ত ভাষণকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা বলা হয়, কারণ—
i. এতে পাকিস্তান রাষ্ট্রকে অস্বীকার করা হয়
ii. এটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়
iii. এতে ঘরে ঘরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
১২. কত সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়?
ক. ১৯১৬ সাল
খ. ১৯১৮ সাল
● ১৯৪৮ সাল
ঘ. ১৯২৩ সাল
১৩. পাকিস্তানিরা পূর্ব বাংলার সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল কেন?
ক. বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে
খ. উর্দু ভাষাকে প্রাধান্য দিতে
● বাঙালিকে দমিয়ে রাখতে
ঘ. বিশ্ব জনমতের চাপে পড়ে
১৪. চৈতির বাবা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালে একটি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। চৈতির বাবা কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?
● ভাষা আন্দোলন
খ. ৬ দফা আন্দোলন
গ. শিক্ষা আন্দোলন
ঘ. ৬৯-এর গণআন্দোলন
১৫. ১৯৭০ সালের কত তারিখে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ৫ ডিসেম্বর
খ. ২২ ডিসেম্বর
● ৭ ডিসেম্বর
ঘ. ২৭ ডিসেম্বর
১৬. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয় কবে?
● ১৯৪৭ সালের ডিসেম্বর
খ. ১৯৪৮ সালের ডিসেম্বর
গ. ১৯৪৮ সালের জানুয়ারি
ঘ. ১৯৪৮ সালের ফেব্রুয়ারি
১৭. বর্তমান বিশ্বের কয়টি দেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
ক. ১৬৭
খ. ১৪৮
গ. ২৭৮
● ১৮৮
১৮. পূর্বপাকিস্তানে বৈদেশিক সাহায্যের শতকরা হার কত ছিল?
ক. ১০%
খ. ১৫%
● ২০%
ঘ. ২৫%
১৯. কোনটি পাকিস্তানী শাসনের ভিতকে দুর্বল করে দেয়?
ক. ভাষা আন্দোলন
● ৬ দফা আন্দোলন
গ. শিক্ষা আন্দোলন
ঘ. ৬৯-এর গণআন্দোলন
২০. ছয় দফার মূল উদ্দেশ্য কী ছিল?
ক. একটি প্রদেশ গঠন
খ. একটি সার্বভৌম রাষ্ট্র গঠন
● একটি স্বাতন্ত্র্য স্বায়ত্তশাসিত অঞ্চল
ঘ. একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন
২১. ১৯৫৪ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কোন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন?
ক. অর্থমন্ত্রীর
খ. পররাষ্ট্রমন্ত্রীর
গ. শিক্ষামন্ত্রীর
● কৃষিমন্ত্রীর
২২. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেন?
ক. ৫টি
খ. ৬টি
● ৪টি
ঘ. ৭টি
২৩. ‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। এদেশের মানুষের অধিকার চাই’-উক্তিটি কার?
ক. এ. কে. ফজলুল হক
খ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৪. শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
ক. ১৯১৬ সাল
খ. ১৯১৮ সাল
● ১৯৬৯ সাল
ঘ. ১৯২৩ সাল
২৫. তমদ্দুন মজলিশ কর্তৃক গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
ক. এ. কে. ফজলুল হক
খ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
● অধ্যাপক আবুল কাশেম
২৬. ভাষা আন্দোলনের অন্যতম তাৎপর্য কোনটি?
● বাঙালি জাতীয়তাবাদের প্রেরণা
খ. বাঙালির স্বাধীনতার অর্জন
গ. বাঙালির অর্থনৈতিক মুক্তি
ঘ. বাঙালির সামরিক মুক্তি
২৭. ভাষা আন্দোলনের প্রয়োজন হয় কেন?
ক. পশ্চিম পাকিস্তানের জনগণের ভোটাধিকার আদায়ের জন্য
খ. পূর্ব পাকিস্তানের জনগণের ভোটাধিকার আদায়ের জন্য
গ. পশ্চিম পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য
● পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য
২৮. আইয়ুব খান কোন ধরনের গণতন্ত্রের কথা বলেন?
● মৌলিক
খ. প্রজাতান্ত্রিক
গ গণতান্ত্রিক
ঘ. পশ্চিমা গণতন্ত্র
২৯. বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নাম কী ছিল?
ক. পাকিস্তান আওয়ামী লীগ
খ. পূর্ব-বাংলা আধ
● আওয়ামী মুসলিম লীগ
ঘ. পাক-বাংলা আওয়ামী লীগ
৩০. পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টেরি- এ প্রস্তাবটি ছিল—
● ছয়দফা আন্দোলনের একটি দফা
খ. লাহোর প্রস্তাবের অন্যতম দফা
গ. পাকিস্তানের সংবিধানের একটি ধারা
ঘ. ভাষা আন্দোলনের অন্যতম দাবি
৩১. বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন কত তারিখে?
ক. ৩রা মার্চ
খ. ৪ঠা মার্চ
● ৭ই মার্চ
ঘ. ১১ই মার্চ
৩২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন—
ক. এ. কে. ফজলুল হক
খ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
● বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
৩৩. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল কী?
ক. আওয়ামী লীগ জয়লাভ করে
● যুক্তফ্রন্ট জয়লাভ করে
গ. কংগ্রেস জয়ী হয়
ঘ. মুসলিম লীগ জয়লাভ করে
৩৪. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?
ক. ৫০ হাজার
খ. ৬৩ হাজার
গ. ৬০ হাজার
● ৯৩ হাজার
৩৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
ক. ১৬৭
খ. ১৮৮
গ. ২৭৮
● ২২৩
৩৬. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর তৎপরতায় কখন প্রাদেশিক সরকারের কাছে বাংলাভাষা ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়?
● ১৯৪৮ সালের এপ্রিল মাসে
খ. ১৯৪৮ সালের ডিসেম্বর মাসে
গ. ১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে
ঘ. ১৯৪৯ সালের এপ্রিল মাসে
৩৭. পূর্ব পাকিস্তানের কত শতাংশ মানুষ উর্দুতে কথা বলত?
● ০.০২%
খ. ৫৪%
গ. ৪৪%
ঘ. ৯৮.৭%
৩৮. বরুণের দাদা বরুণকে বললেন যে, বাংলাদেশ সৃষ্টির পূর্বে একটি নির্বাচন হয়েছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ। বরুণ কোন নির্বাচন সম্পর্কে জানতে পেল?
ক. ১৯৬৭ এর নির্বাচন
খ. ১৯৬৯ এর নির্বাচন
গ. ১৯৬৮ এর নির্বাচন
● ১৯৭০ এর নির্বাচন
৩৯. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্যু কী ছিল?
ক. এগারো দফা দাবি
● ছয় দফা দাবি
গ. একুশ দফা দাবি
ঘ. ‘৬৯ এর গণঅভ্যূত্থান
৪০. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে কার পতন হয়?
● আইয়ুব খানের
খ. লিয়াকত আলী খানের
গ. ইয়াহিয়া খানের
ঘ. খাজা নাজিম উদ্দীন
৪১. ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির ৬নং দফায় কোন বাহিনী গঠনের কথা বলা হয়েছে?
ক. সেনাবাহিনী
খ. নৌবাহিনী
● মিলিশিয়া বাহিনী
ঘ. বিমান বাহিনী
৪২. কার নির্দেশে অপারেশন সার্চলাইট শুরু হয়?
ক. এ. কে. ফজলুল হক
খ. আইয়ুব খান
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
● ইয়াহিয়া খান
৪৩. কোন আন্দোলনকে জোরদার করার জন্য ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠন করা হয়।
ক. এগারো দফা দাবি
● ভাষা আন্দোলন
গ. একুশ দফা দাবি
ঘ. ‘৬৯ এর গণঅভ্যূত্থান
৪৪. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের শোভাযাত্রায় কারা প্রথম সারিতে ছিল?
ক. ছাত্র নেতৃবৃন্দ
খ. রাজনৈতিক নেতৃবৃন্দ
গ. ব্যবসায়ী শেণি
● মেয়েরা
৪৫. পাকিস্তান সৃষ্টির পর কোথায় রাজধানী নির্বাচন করা হয়?
ক. লাহোর
● করাচি
গ. ঢাকা
ঘ. পাঞ্জাব
৪৬. কাকে আহবায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল?
ক. গোলাম মাহবুব
খ. অলি আহাদ
● আব্দুল মতিন
ঘ. শামসুল হক
৪৭. পাকিস্তানের কোন সম্মেলনে উর্দুকে রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়?
ক. ভাষা সম্মেলনে
খ. সংসদ অধিবেশনে
গ. ইসলামী সম্মেলনে
● শিক্ষা সম্মেলনে
৪৮. ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্যের বহুমুখী কারণ কী?
● স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং এর প্রত্যক্ষ
দল
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পাওয়া
গ. বাঙালি জাতির চরম ত্যাগ ও অসম সাহসিকতা প্রকাশ
ঘ. সমস্ত জাতি দেশ গড়ায় অংশগ্রহণ করে
৪৯. ব্রিটিশ আমলে ভারতবর্ষের রাষ্ট্রভাষা কী ছিল?
ক. হিন্দি
● ইংরেজি
গ. উর্দু
ঘ. সংস্কৃত
৫০. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
ক. ১৯১৬ সাল
খ. ১৯১৮ সাল
● ১৯৪০ সাল
ঘ. ১৯২৩ সাল
আরো দেখো: এইচএসসি সমাজবিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় mcq শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post