হিসাববিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq : অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে সেই সব প্রতিষ্ঠানকে বুঝায় যা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় না। ব্যবসায়িক উদ্দেশ্য বলতে মুনাফা অর্জন বুঝায়। সুতরাং যে সমস্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়, উৎপাদন-বন্টন ও সহায়ক কার্যক্রমের জন্য নয় বরং সমাজ কল্যাণমূলক কাজের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে।
যেমন- স্কুল, কলেজ, মাদ্রাসা, পাঠাগার, ক্লাব, মসজিদ, এতিমখানা, হাসপাতাল ইত্যাদি। মানবজাতির অগগ্রতি ও শিক্ষা-সংস্কৃতির বিকাশের সাথে সাথে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো বিস্তার লাভ করছে। এ সব প্রতিষ্ঠান সামাজিক কল্যাণ, উন্নয়ন, সৃজনশীল ও বিনোদনমূলক কর্মকান্ডে নিয়োজিত থাকে। মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত না হলেও ক্ষেত্রবিশেষে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান ও রয়েছে। যেমন- ডাক্তার, আইনজীবি প্রভৃতি পেশাজীবীদের প্রতিষ্ঠান।
অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যের কারণে উহাদের হিসাব ও আর্থিক প্রতিবেদন তৈরীতেও ভিন্নবতা রয়েছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানের মত জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, লাভ-লোকসান হিসাব ইত্যাদি ব্যাপক ভিত্তিক হিসাব ও প্রতিবেদন প্রয়োজন হয় না। অব্যবসায়ী প্রতিষ্ঠানে সাধারণতঃ প্রাপ্তি ও প্রদান হিসাব, কিছু প্রয়োজনীয় খতিয়ান ও হিসাবকাল শেষে আয়-ব্যয় হিসাব ও উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়। পেশাজীবীদের প্রতিষ্ঠানসমূহেরও অব্যবসায়ী প্রতিষ্ঠানের মত হিসাব ব্যবস্থা অনুসরণ করা হয়।
হিসাববিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. যদি কোনো ক্লাবের একজন আজীবন সদস্য মারা যান তাহলে তার নিকট হতে প্রাপ্ত চাঁদা কোথায় স্থানান্তর করা উচিত?
● আয় বিবরণীতে
খ. প্রাপ্তি ও প্রদান হিসাবে
গ. প্রারম্ভিক মূলধন তহবিলে
ঘ. সমাপনী মূলধন তহবিলে
২. বর্তমানে ২৫ বছর বয়সি জনাব ‘এক্স’-এর নিকট হতে সোনালী ক্লাব আজীবন সভ্যের চাঁদা বাবদ ২,৪০,০০০ টাকা গ্রহণ করে। জনাব ‘এক্স’-এর আনুমানিক আয়ুষ্কাল ৮৫ বছর। প্রতিবছর কত টাকা করে মুনাফাজাতীয় আয় হিসাবে দেখাতে হবে?
ক. ৯,৬০০ টাকা
● ৪,০০০ টাকা
গ. ২,৮২৩.৫৩ টাকা
ঘ. ২.১৮১.৮২ টাকা
৩. নকশী ক্লাবের হিসাব হতে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে :
ডিসেম্বর ৩১, ২০১৮ : প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্ত ১২,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা, ১৫% বিনিয়োগ ৬০,০০০ টাকা। ২০১৮ সালের বকেয়া বেতন ও বকেয়া ভাড়া যথাক্রমে ৪,০০০ ও ১,২০০ টাকা ২০১৯ সালে পরিশোধ করা হয়। ২০১৯ সালে প্রাপ্ত চাঁদার মধ্যে ৫,৪০০ টাকা বিগত বছরের। ২০১৯ সালের জানুয়ারি ০১ তারিখের মূলধন তহবিলের পরিমাণ কত?
ক. ১,১৭,৪০০ টাকা
খ. ১,০৬,৮০০ টাকা
● ১,১২,২০০ টাকা
ঘ. ৮৮,২০০ টাকা
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎস কোনটি?
ক.অনুদান
● ভর্তি ফি
গ. লকার ভাড়া
ঘ. ম্যাগাজিন বিক্রয়
৫. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাবের জোর দিয়ে বোঝায়-
i. হাতে নগদ
ii. ব্যাংক জমা
iii. আয় বা ক্ষতি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. নিচের কোনটি মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদান?
ক. দায় ও ব্যয়
খ. আয় ও সম্পদ
● দায় ও সম্পদ
ঘ. আয় এবং ব্যয়
৭. চলতি বছরের বকেয়া বেতন ৫,০০০ টাকা এবং বিগত বছরের বকেয়া বেতন ২,৫০০ টাকা সমন্বয়সাধনের পর আয়-ব্যয় হিসাবে বেতন বাবদ ব্যয় ১৮,০০০ টাকা দেখানো হয়। প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদত্ত বেতন কত টাকা ছিল?
ক. ১৩,০০০ টাকা
খ. ১২,৫০০ টাকা
● ১৫,৫০০ টাকা
ঘ. ২০,৫০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
১ জানুয়ারি, ২০১৮ তারিখে সুবর্ণ ক্লাবের বকেয়া চাঁদা ২,৫০০ টাকা ও অগ্রিম চাদা ২,০০০ টাকা ছিল। প্রাপ্তি ও প্রদান হিসাবে চাঁদা ৩৪,০০০ টাকা ছিল। ক্লাবের সদস্যসংখ্যা ৮০ জন। প্রত্যেক সদস্যের বার্ষিক চাঁদার হার ৫০০ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে অগ্রিম চাঁদা প্রাপ্তি ছিল ৩,০০০ টাকা।
৮. প্রারম্ভিক মূলধন তহবিলে সম্পত্তির পাশে চাঁদা বাবদ কত টাকা দেখানো হবে?
● ২,৫০০ টাকা
খ. ২,০০০ টাকা
গ. ৪,৫০০ টাকা
ঘ. ৩,০০০ টাকা
৯. ২০১৮ সালের বকেয়া চাঁদার পরিমাণ কত?
● ৯,৫০০ টাকা
খ. ২,০০০ টাকা
গ. ৪,৫০০ টাকা
ঘ. ৩,০০০ টাকা
১০. মূলধন তহবিল বলতে কী বোঝ?
ক. সম্পত্তি ও দায় হিসাব
খ. আয় ও ব্যয়ের হিসাব
গ. নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য
● সম্পত্তি ও দায়ের পার্থক্য
১১. চলতি বছরের বকেয়া বেতন খরচ ৩,০০০ টাকা এবং গত বছরের বকেয়া বেতন ২,৫০০ টাকা, প্রাপ্তি প্রদান হিসাবের বেতনের খরচের পরিমাণ ১৩,০০০ টাকা। বেতন খরচের পরিমাণ কত?
● ১৩,৫০০ টাকা
খ. ১২,০০০ টাকা
গ. ১৪,৫০০ টাকা
ঘ. ৪৩,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
২০১৮ সালের সাম্মি ক্লাবের মোট চাঁদা প্রাপ্তি ছিল ৭৪,০০০ টাকা, গত বছরের চাঁদা বকেয়া ছিল ৪,০০০ টাকা এবং মোট চাঁদা প্রাপ্তির মধ্যে অগ্রিম চাঁদা প্রাপ্তি ছিল ৩,০০০ টাকা।
১২. নিচের কোন চাঁদা আয় বিবরণীতে দেখানো হবে?
● ৬৭,০০০ টাকা
খ. ২৬,০০০ টাকা
গ. ৪৮,৫০০ টাকা
ঘ. ৬৩,০০০ টাকা
১৩. প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য কী পরিমাণ চাঁদা সম্পত্তির পার্শ্বে দেখানো হবে?
ক. ৯,৫০০ টাকা
খ. ২,০০০ টাকা
● ৪,০০০ টাকা
ঘ. ৩,০০০ টাকা
১৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মোট দায় অপেক্ষা প্রারম্ভিক মোট সম্পত্তির বাড়তিকে কী বলা হয়?
ক. উদ্বৃত্ত তহবিল
খ. মালিকানা তহবিল
গ. সংরক্ষিত তহবিল
● মূলধন তহবিল
১৫. প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত কোন জের প্রকাশ করে?
● ডেবিট জের
খ. ক্রেডিট জের
গ. শূন্য জের
ঘ. ডেবিট জের অথবা ক্রেডিট জের
১৬. অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে কোনো ক্লাবের আয়ের প্রধান উৎস কোনটি?
ক. প্রবেশ ফি
● সদস্যদের চাঁদা
গ. পুরাতন খবরের কাগজ বিক্রয়
ঘ. অনুদান
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
ঊষা স্মৃতি সংঘের সদস্যসংখ্যা ১০০ জন। সদস্যরা প্রত্যেকে বার্ষিক ১৫০ টাকা করে চাঁদা প্রদান করে। চলতি বৎসরে চাঁদা বাবদ প্রাপ্তি মোট ১২,৮০০ টাকা। যার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা ১,৯০০ টাকা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা ২,৮০০ টাকা অন্তর্ভুক্ত আছে।
১৭. চলতি বছরে চাঁদা বাবদ মোট কত টাকা হিসাবভুক্ত হবে?
● ১৫,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
গ. ৫৪,০০০ টাকা
ঘ. ৩৩,০০০ টাকা
১৮. পরবর্তী বছরের অগ্রিম চাঁদা হিসাবভুক্ত হবে-
i. আয়-ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদা হতে বিয়োগ
ii. মূলধন তহবিল নির্ধারণে বিয়োগ
iii. আর্থিক অবস্থার বিবরণীতে দায় পার্শ্বে দেখাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদান দ্বারা কী বোঝায়?
ক. দায় ও ব্যয়
● দায় ও সম্পদ
গ. আয় ও ব্যয়
ঘ. আয় ও সম্পদ
২০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদান বই বলতে বোঝায়—
ক. নগদ প্রাপ্তি বই
● নগদ প্রাপ্তি ও প্রদান বই
গ. নগদ প্রদান বই
ঘ. নগদ সংগ্রহ বই
২১. চলতি বছরে চাঁদা প্রাপ্তি ৬০,০০০ টাকা, যার মধ্যে ৬,০০০ টাকা বিগত বছরের এবং ৮,০০০ টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা ১০,০০০ টাকা অনাদায়ি রয়েছে। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে?
ক. ১৫,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
● ৫৬,০০০ টাকা
ঘ. ৩৩,০০০ টাকা
২২. মূলধন তহবিল অব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি —
ক. বহিঃদায়
খ. সম্পত্তি
গ. আয়
● অন্তর্দয়
২৩. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্তকে কী বলা হয়?
ক. আয়
খ. দায়
গ. খরচ
● সম্পদ
হিসাববিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq
২৪. সমন্বয়ে পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি উল্লেখ থাকলে-
i. চাঁদার সাথে বিয়োগ
ii. দায় হিসাবে দেখাতে হবে
iii. সম্পদ হিসাবে দেখাতে হবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. আয়-ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না?
ক. লকার ভাড়া
খ. প্রাণ রক্ষণাবেক্ষণ
গ. চাঁদা
● প্রাঙ্গন উন্নয়ন
২৬. কোনটি মূলধনজাতীয় ব্যয়?
ক. বেতন
● আসবাবপত্র ক্রয়
গ. মনিহারি ক্রয়
ঘ. ভাড়া
২৭. অ-নগদ লেনদেন লিপিবদ্ধ হয় না-
i. প্রান্তি-প্ৰদান হিসাবে
ii. আয়-ব্যয় হিসাবে
iii. উদ্বর্তপত্রে
নিচের কোনটি সঠিক?
● i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. নয় মাসের অফিস ভাড়া প্রদত্ত হয়েছে ২৯,২৫০ টাকা। এক বৎসরে বকেয়া আড়ার পরিমাণ কত?
ক. ৫,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
● ৯,৭৫০ টাকা
ঘ. ৩,০০০ টাকা
২৯. নিচের কোন দফাটি প্রাপ্তি ও প্রদান হিসাবের অন্তর্ভুক্ত নয়?
● বকেয়া চাঁদা
খ. অগ্রিম চাঁদা
গ. অনুদান
ঘ. উইলকৃত ধনদৌলত
৩০. ঊষা সেবা সংঘের মোট সদস্যসংখ্যা ৮৯০ জন। বার্ষিক চাঁদার হার সদস্যপ্রতি ৫০ টাকা। চলতি বছরে ৯০ জন সদস্য এখনও চাঁদা প্রদান করেনি। আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখানো যাবে?
ক. ৫৩,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
গ. ৯,৭৫০ টাকা
● ৪৪,৫০০ টাকা
৩১. অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের আয়ের প্রধান উৎস-
ক. পণ্য বিক্রয়
খ. সেবা প্রদান
গ. অনুদান
● চাঁদা
৩২. পরবর্তী বছরের চাঁদা চলতি বছর পাওয়া গেলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে কী হিসাবে বিবেচিত হয়?
ক. আয়
খ. ব্যয়
গ. সম্পদ
● দায়
৩৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ অবস্থা জানা যায় কোন হিসাবের মাধ্যমে?
ক. আয়-ব্যয় হিসাব
খ. মূল হিসাব
● প্রাপ্তি প্রদান হিসাব
ঘ. উন্নতপত্র
৩৪. চলতি বছরের প্রাপ্ত চাঁদা ২০,০০০ টাকা যার মধ্যে বিগত বছরের ২,০০০ টাকা এবং পরবর্তী বছরের ৩,০০০ টাকা অন্তর্ভূক্ত আছে। এছাড়া চলতি বছরের চাঁদা ৪,০০০ টাকা বকেয়া আছে। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা আয় কত টাকা দেখানো হবে?
ক. ৫৩,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
গ. ১৯,৭৫০ টাকা
● ১৯,০০০ টাকা
৩৫. কোনটি মূলধনজাতীয় ব্যয়?
● আসবাবপত্র ক্রয়
খ. মনিহারি দ্রব্যাদি ক্রয়
গ. কোমল পানীয় ক্রয়
ঘ. খাদ্যদ্রব্য ক্রয়
৩৬. আজীবন সদস্য –
ক. মুনাফাজাতীয় আয়
● মূলধনজাতীয় আয়
গ. সম্পদ
ঘ. মুনাফাজাতীয় ব্যয়
৩৭. বিগত বছরের অনাদায়ি চাঁদা চলতি বছরেও অনাদায়ি আছে। এর সঠিক প্রয়োগ হচ্ছে-
i. আয়-ব্যয় হিসাবে চাদার সাথে যোগ
ii. মূলধন তহবিলে সম্পদ
iii. উদ্বর্তপত্রে সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮. বিগত বছরের বকেয়া আয়ের কিছু অংশ চলতি বছর আদায় হয়েছে, এ জাতীয় দফার জন্য প্রভাবিত হবে-
i. প্রারম্ভিক সম্পত্তি
ii. চলতি বছরের আয়
iii. সমাপনী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল নির্ণয় করতে নিচের কোন দফাটি বিয়োগ করতে হবে?
ক. বিগত বছর অগ্রিম প্রদত্ত বেতন ৩,৬০০ টাকা
খ.বিগত বছর সদস্যগণের অপরিশোধিত চাঁদার পরিমাণ ৩,৬০০ টাকা
গ. বিগত বছর প্রদত্ত তিন মাসের অগ্রিম বিমার পরিমাণ ৩,৬০০ টাকা
● বিগত বছরের মনিহারি বাবদ অপরিশোধিত ৩,৬০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও :
চৌরঙ্গী ক্লাবের ২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর বছরে চাঁদা বাবদ প্রাপ্তি ছিল ৮০,০০০ টাকা, যার মধ্যে ২০১৫ সালের অনাদায়ি চাঁদা ৫,০০০ টাকা, ২০১৭ সালের অগ্রিম চাঁদা ৮,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। চলতি বছরে চাঁদা আদায় হয়নি ১,০০০ টাকা।
৪০. ২০১৬ সালের চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত?
ক. ৫৩,০০০ টাকা
খ. ৯২,০০০ টাকা
গ. ১৯,৭৫০ টাকা
● ৬৮,০০০ টাকা
৪১. অগ্রিম চাঁদাপ্রাপ্তি ৮,০০০ টাকা হিসাবভুক্ত হবে-
i. প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ করে
ii. আয়-ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদা হতে বিয়োগ করে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম চাঁদা হিসাবখাতে দায় হিসাবে অন্তর্ভুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪২. নিচের কোন প্রতিষ্ঠান আইনসম্মতভাবে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত নয়?
i. হাসপাতাল
ii. উত্তরা ব্যাংক লি.
iii. রেডক্রিসেন্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট পার্শ্বে ৫% ঋণের ছয় মাসের সুদের পরিমাণ ৩,৯০০ টাকা। ঋণের পরিমাণ কত?
ক. ৫৩,০০০ টাকা
খ. ৯২,০০০ টাকা
গ. ১,৮৯,৭৫০ টাকা
● ১,৫৬,০০০ টাকা
৪৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনজাতীয় আয়সমূহ হিসাবভুক্ত হয়-
i. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে
ii. আয়-ব্যয় হিসাবের ক্রেডিট পাশে
iii. উদ্বর্তপত্রের দায়ের পাশে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. প্রাপ্তি ও প্রদান হিসাবে মজুরি বাবদ প্রদান ৫০,০০০ টাকা, যার মধ্যে অগ্রিম মজুরি ২,০০০ টাকা। বছর শেষে মোট মজুরির ১/৫ অংশ বকেয়া থাকলে সংশ্লিষ্ট মোট মজুরি ও বকেয়া মজুরির পরিমাণ হবে-
ক. ৫৩,০০০ ও ৫৫,০০০ টাকা
খ. ৯২,০০০ টাকা
গ. ১,৮৯,৭৫০ টাকা
● ৬০,০০০ ও ১২,০০০ টাকা
৪৬. ভাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রভৃতি পেশাজীবীদের প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ?
● মুনাফাভোগী অব্যবসায়ী
খ. মুনাফাভোগী ব্যবসায়ী
গ.অনুনাফাভোগী অব্যবসায়ী
ঘ. অমুনাফাভোগী ব্যবসায়ী
৪৭. অমুনাফাভোগী অ-ব্যবসায়ী প্রতিষ্ঠানে-
i. সেবা দান করে
ii. মালিক থাকে না
iii. শেয়ার থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৮. ব্যয়াতিরিক্ত আয় হয়-
ক. মোট আয় মোট বায়ের চেয়ে বেশি হলে
খ. মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হলে
● মোট মুনাফাজাতীয় আয় মোট মুনাফাজাতীয় ব্যয়ের চেয়ে বেশি হলে
ঘ. মোট মুনাফাজাতীয় ব্যয় মোট মুনাফাজাতীয় আয়ের চেয়ে বেশি হলে
৪৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয়-বিক্রয় করা
খ. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বণ্টন করা
● সদস্যদের সেবা ও জনকল্যাণমূলক কাজ
গ. শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করা
৫০. প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া ৬০,০০০ টাকা এবং বছরের শেষ পর্যন্ত ভাড়া ১/৫ অংশ বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত?
ক. ৫৩,০০০ টাকা
খ. ৯২,০০০ টাকা
গ. ১৯,৭৫০ টাকা
● ৭৫,০০০ টাকা
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post