এইচএসসি ২০২৫ বাংলা ২য় পত্র ঢাকা কুমিল্লা প্রশ্ন : এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মোট মানবণ্টন ১০০ এবং সময় ৩ ঘণ্টা। ব্যাকরণ ও নির্মিতি অংশে দক্ষতা অর্জনের জন্য বোর্ড প্রশ্ন অনুশীলনের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে কোর্সটিকায় আমরা এইচএসসি ২০২৫ সালের বাংলা দ্বিতীয় পত্র বোর্ড প্রশ্ন সংকলন করেছি।
প্রশ্নগুলো সময়োপযোগী, সিলেবাসভিত্তিক এবং পূর্ণমান অনুসারে সাজানো, যাতে শিক্ষার্থীরা বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা নিতে পারে। নিয়মিত অনুশীলন করলে সৃজনশীলতা, ভাষা দক্ষতা ও আত্মবিশ্বাস—তিনটিই বাড়বে। প্রস্তুতির জন্য নির্ভরযোগ্য সঙ্গী হতে আজই ভিজিট করো—কোর্সটিকায়।
এইচএসসি ২০২৫ বাংলা ২য় পত্র কুমিল্লা বোর্ড প্রশ্ন
ক বিভাগ—ব্যাকরণ (মান ৩০)
১। (ক) ‘অ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যে-কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
চক্ষুষ্মান, জ্ঞাতি, মুক্তমঞ্চ, অন্ত্যেষ্টিক্রিয়া, লভ্যাংশ, দক্ষ, অপরাহ।
২। (ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:
আকাংখ্যা, শান্তনা, কৃচ্ছতা, ষ্টেডিয়াম, গীতাঞ্জলী, পিপিলিকা, শিরচ্ছেদ, মনোপুত।
৩। (ক) ক্রিয়ার শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ নির্বাচন কর:
সকালে মা তার ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর দুই বছরের ‘অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্যফোটা ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল মনোরম।
৪। (ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
অথবা,
(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি):
দুধেভাতে, গুরুভক্তি, জাদুকর, হাসাহাসি, বিদ্যালয়, কুসুমকোমল, দেশান্তর, নবরত্ন।
৫। (ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) বন্ধনির নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর কর (যে-কোনো পাঁচটি):
(i) ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)
(ii) তারা পাষাণ। (নেতিবাচক)
(iii) দরিদ্রকে দান করা উচিত। (অনুজ্ঞাসূচক)
(iv) মেঘ হলে বৃষ্টি হবে। (জটিল)
(v) দশ মিনিট পর বাস ছাড়লো। (যৌগিক)
(vi) ফুলটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)
(vii) লোকটি বিদ্বান কিন্তু অহংকারী। (সরল)
(viii) চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। (জটিল)
৬। (ক) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
রফিক ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে অত্র প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। মা-বাবাও স্বপ্ন অবলোকন করেন, ছেলেটি একদিন তাদের জীবনে বয়ে আনবে সুনাম ও স্বাচ্ছন্দ্য।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
(i) মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে।
(ii) সূর্য উদয় হয়েছে।
(iii) বিধি লঙ্ঘন হয়েছে।
(iv) অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট।
(v) বিরাট গরু-ছাগলের হাট।
(vi) মাতাহীন শিশুর কী দুঃখ!
(vii) গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
(viii) এক পৌষে শীত যায় না।
৭। (ক) যে-কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:
Appendix, Dialect, Catalogue, Goveming body, Fundamental Forecast, Brand, Agenda, Editor, Basic-pay, Octave, Public-works Memorandum, Miscreant, War-crime.
অথবা,
(খ) বাংলায় অনুবাদ কর।
Honesty is a noble virtue. It is the secret of success every sphere of life. The value of honesty is very great. It wins love respect and fearlessness An honest man passes his days in respect of happiness
(ক) মহান বিজয় দিবস কীভাবে কাটিয়েছ তার বর্ণণা দিয়ে একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) তোমার কলেজে উদ্যাপিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ এর উপর একটি প্রতিবেদন রচনা কর।
৮। (ক) মাদকাসক্তির কুফল সম্পর্কে উপদেশ দিয়ে ছোটো ভাইকে একটি বৈদ্যুজিন চিঠি প্রেরণ কর।
অথবা,
(খ) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ‘হিসাবরক্ষক’ পদে নিয়োগ লাভের জন্য উদতিন কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন পত্র রচনা কর।
১০। (ক) সারাংশ লেখ:
সত্যিকার মানবকল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি-চন্ডীদাস থেকে। লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ-নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কন্ঠস্বর। বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় উক্তি: “তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?” এক গভীর মূল্যবোধেরই উৎদারণ।
অথবা,
(খ) ভাব-সম্প্রসারণ কর:
সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
আশা আর একমাত্র ভেলা।
১১। (ক) বর্তমানে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য’ বিষয়ে দুই বস্তুর মধ্যে সংলাপ
অথবা,
(খ) নিচের উদ্দীপক অবলম্বনে একটি খুদেগল্প রচনা করা।
পদ্মা সেতুর টোল প্লাজায় বাইক থামিয়ে টোল দিতে হাত নাড়ায় ইশতিয়াক সাহেব। কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে সজোরো ধাক্কা খেয়ে ছিটকে পড়ে সে। জ্ঞান ফিরলে তার সাথে থাকা স্ত্রী ও শিশুপুত্রের কথা জানতে চায় উপস্থিত লোকজনের কাছে।…
১২। যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা কর।
(ক) পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা;
(খ) মুক্তিযুদ্ধের চেতনা;
(গ) বিজ্ঞান ও আধুনিক জীবন;
(খ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ;
(৬) শিষ্টাচার।
আরও দেখো—এইচএসসি বাংলা ২য় পত্রের উত্তরসহ সাজেশন
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভালো করতে হলে প্রশ্নের ধরন বুঝে অনুশীলন করাই সর্বোত্তম কৌশল। এইচএসসি ২০২৫ বোর্ড প্রশ্নগুলো শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষার পূর্ব প্রস্তুতিতে সহায়ক হবে। ব্যাকরণ, সারাংশ, অনুবাদ কিংবা দিনলিপি—সবকিছুতেই প্রশ্ন বিশ্লেষণ করে চর্চা করলে নম্বর তোলার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
কোর্সটিকার এই বোর্ড প্রশ্নভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসপূর্ণ করে তুলবে। তাই আর দেরি না করে এখনই শুরু করো গঠনমূলক অনুশীলন—সফল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পাশে থাকো কোর্সটিকাতে।
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য এইচএসসি ২০২৫ বাংলা ২য় পত্র কুমিল্লা বোর্ড প্রশ্ন আলোচনা করা হয়েছে। আসন্ন পরীক্ষায় কমন পাওয়ার জন্য বিগত বছরের এই প্রশ্নগুলো অনুশীলন করা খুবই জরুরী। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post