এইচএসসি ২০২৫ বাংলা ২য় পত্র রাজশাহী বোর্ড প্রশ্ন : এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মোট মানবণ্টন ১০০ এবং সময় ৩ ঘণ্টা। ব্যাকরণ ও নির্মিতি অংশে দক্ষতা অর্জনের জন্য বোর্ড প্রশ্ন অনুশীলনের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে কোর্সটিকায় আমরা এইচএসসি ২০২৫ সালের বাংলা দ্বিতীয় পত্র বোর্ড প্রশ্ন সংকলন করেছি।
প্রশ্নগুলো সময়োপযোগী, সিলেবাসভিত্তিক এবং পূর্ণমান অনুসারে সাজানো, যাতে শিক্ষার্থীরা বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা নিতে পারে। নিয়মিত অনুশীলন করলে সৃজনশীলতা, ভাষা দক্ষতা ও আত্মবিশ্বাস—তিনটিই বাড়বে। প্রস্তুতির জন্য নির্ভরযোগ্য সঙ্গী হতে আজই ভিজিট করো—কোর্সটিকায়।
এইচএসসি ২০২৫ বাংলা ২য় পত্র রাজশাহী বোর্ড প্রশ্ন
ক বিভাগ—ব্যাকরণ (মান ৩০)
১। (ক) অ-ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে-কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অধ্যক্ষ, ব্রাহ্মণ, অভিধান, দক্ষ, গ্রহণ, ঐশ্বর্য, আহ্বান, কন্যা।
২। (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে-কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:
দূরাবস্থা, শান্তনা, মুমূর্ষ, বালিল্মকি, সমিচীন, স্বরস্বতী, আকাংখা, মনিষী।
৩। (ক) বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ দেখাও।
অথবা,
(খ) নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ লেখ:
সকালে মা ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর আড়াই বছরের অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্য প্রস্ফুটিত ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর।
৪। (ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা,
(খ) যে-কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর: তেপান্তর, জলচর, উদ্বেল, মৃগনয়না, আমরা, মুখচন্দ্র, দেশান্তর, অনাচার।
৫। (ক) গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটির বাক্যান্তর কর:
(i) আজকাল কোনো জিনিসই সুলভ নয়। (অস্তিবাচক)
(ii) কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল)
(iii) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
(iv) মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)
(v) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়বাচক)
(vi) লোকটি ধনী কিন্তু কৃপণ। (সরল)
(vii) কী ভয়ংকর ঘটনা। (নির্দেশাত্মক)
(viii) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
৬। (ক) যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
(i) তোমার কথা প্রমাণ হয়নি।
(ii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
(iii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
(iv) অশ্রুজলে বুক ভেসে গেল।
(v) কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।
(vi) সকাল হইতে বৃষ্টি হচ্ছে।
(vii) পরবর্তীতে আপনি আবার আসবেন।
(viii) একটা গোপনীয় কথা বলি।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এ কথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভকরতে হলে পাঠে মনোযোগি হতে হয়। দূরবস্থা আকাক্সক্ষার অন্তরায়। দৈন্যতা ভালো নয়।
খ বিভাগ—নির্মিতি (মান ৭০)
৭। (ক) যে-কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:
Dialect, Agenda, Bankrupt, Editor, Embargo, Legend, Idioon, Data, Public works. Deed of gill, Galaxy, Dynamic, last Chancellor, Global
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর।
Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke cannot live long. Smoking causes cancer, heart attack and diseases of the respiratory organs. So everyone should give up smoking.
৮। (ক) একটি গ্রাম্যমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ।
অথবা,
(খ) ‘পরিবেশগত ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ’ এই শিরোনামে একটি প্রতিবেদন লেখ।
৯। (ক) বড় বোনের বিবাহ উপলক্ষ্যে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ।
১০। (ক) সারাংশ লেখ:
আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচ-বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।
অথবা,
(খ) ভাব-সম্প্রসারণ কর:
দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
১১। (ক) বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
অথবা,
(খ) ‘স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি’ শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
১২। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:
(ক) শিষ্টাচার;
(খ) তথ্য-প্রযুক্তি ও বাংলাদেশ;
(গ) একুশের চেতনা;
(ঘ) বাংলাদেশের পর্যটনশিল্প;
(৬) বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বাংলাদেশ।
আরও দেখো—এইচএসসি বাংলা ২য় পত্রের উত্তরসহ সাজেশন
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভালো করতে হলে প্রশ্নের ধরন বুঝে অনুশীলন করাই সর্বোত্তম কৌশল। এইচএসসি ২০২৫ বোর্ড প্রশ্নগুলো শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষার পূর্ব প্রস্তুতিতে সহায়ক হবে। ব্যাকরণ, সারাংশ, অনুবাদ কিংবা দিনলিপি—সবকিছুতেই প্রশ্ন বিশ্লেষণ করে চর্চা করলে নম্বর তোলার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
কোর্সটিকার এই বোর্ড প্রশ্নভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসপূর্ণ করে তুলবে। তাই আর দেরি না করে এখনই শুরু করো গঠনমূলক অনুশীলন—সফল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পাশে থাকো কোর্সটিকাতে।
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য এইচএসসি ২০২৫ বাংলা ২য় পত্র রাজশাহী বোর্ড প্রশ্ন আলোচনা করা হয়েছে। আসন্ন পরীক্ষায় কমন পাওয়ার জন্য বিগত বছরের এই প্রশ্নগুলো অনুশীলন করা খুবই জরুরী। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post