শিক্ষার্থীরা, তোমাদের hsc bangla 1st paper syllabus 2026 প্রকাশিত হয়েছে। নতুন সিলেবাসে বাংলা বিষয়টি থেকে বেশকিছু গল্প-কবিতা বাদ দেওয়া হয়েছে এবং নতুন কিছু গল্প-কবিতা যুক্ত করা হয়েছে। যেমন—সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী ইত্যাদি। তো আর কী কী পরিবর্তন থাকছে নতুন এই সিলেবাসে, সেটাই কোর্সটিকায় আজকে আলোচনা করা হবে।
hsc bangla 1st paper syllabus 2026
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয় গঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি নতুন এ সিলেবাস চূড়ান্ত করেছে। বিষয়টি জানিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট তিন অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিমার্জিত সিলেবাসসংক্রান্ত চিঠি প্রকাশ করেছে।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার গল্প
১. বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২. অপরিচিতা—রবীন্দ্রনাথ ঠাকুর
৩. সাহিত্যে খেলা—প্রমথ চৌধুরী
৪. বিলাসী—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫. অর্ধাঙ্গী—রোকেয়া সাখাওয়াত হোসেন
৬. যৌবনের গান—কাজী নজরুল ইসলাম
৭. জীবন ও বৃক্ষ—মোতাহের হোসেন চৌধুরী
৮. গন্তব্য কাবুল—সৈয়দ মুজতবা আলী
৯. মাসি-পিসি—মানিক বন্দ্যোপাধ্যায়
১০. কপিলদাস মুর্মুর শেষ কাজ—শওকত আলী
১১. রেইনকোট—আখতারুজ্জামান ইলিয়াস
১২. নেকলেস—গী দ্য মোপাসাঁ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কবিতা
১. ঋতু-বর্ণন—আলাওল
২. বিভীষণের প্রতি মেঘনাদ—মাইকেল মধুসূদন দত্ত
৩. সোনার তরী—রবীন্দ্রনাথ ঠাকুর
৪. বিদ্রোহী—কাজী নজরুল ইসলাম
৫. সুচেতনা—জীবনানন্দ দাশ
৬. প্রতিদান—জসীমউদ্দীন
৭. তাহারেই পড়ে মনে—সুফিয়া কামাল
৮. পদ্মা—ফরুখ আহমদ
৯. ফেব্রুয়ারি ১৯৬৯—শামসুর রাহমান
১০. আঠার বছর বয়স—সুকান্ত ভট্টাচার্য
১১. আমি কিংবদন্তির কথা বলছি—আবু জাফর ওবায়দুল্লাহ্
১২. প্রত্যাবর্তনের লজ্জা—আল মাহমুদ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ১২টি করে গদ্য ও পদ্য নির্বাচন করা হয়েছে। এ ছাড়া ইংরেজি প্রথম পত্রের মূল্যায়নের অংশ হিসেবে English For Today পাঠ্যপুস্তকে নতুন করে সংযোজিত ‘Reading And Pleasure’ অংশটি অন্তর্ভুক্ত করে ইংরেজি প্রথম পত্রের নম্বর বণ্টন চূড়ান্ত করা হয়েছে।
◉ আরও দেখ: একাদশ-দ্বাদশ শ্রেণির সকল গল্প-কবিতার CQ-MCQ সমাধান
শিক্ষার্থীরা, তোমাদের মূল বইতে ২৮টি গদ্য এবং ২৮টি পদ্য থাকলেও hsc bangla 1st paper syllabus 2026 এ ১২টি করে গল্প-কবিতা বেছে নেওয়া হয়েছে। এর পাশাপাশি সহপাঠ অংশ থেকে সৈয়দ ওয়ালীউল্লাহ’র লালসালু উপন্যাস এবং সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি থাকছে। সম্পূর্ণ সিলেবাসটি উপরে দেওয় ‘Syllabus PDF’ অপশন থেকে সংগ্রহ করে নাও।
Discussion about this post