সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে hsc bangla 2nd paper test paper 2025 pdf প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট প্রশ্নের নমুনা দেখে নাও।
hsc bangla 2nd paper test paper 2025 pdf download
এক্সক্লুসিভ মডেল টেস্ট ১
১। (ক) বাংলা ‘অ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ :
অতীত, শ্রম, স্বাগত, আবৃত্তি, উদ্যোগ, দীনবন্ধু, বিজ্ঞান, ঐশ্বর্যবান।
২। (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :
অতিথী, মনোপুত, আবিস্কার, পৈত্রিক, আকাংখা, স্বরস্বতী, বিভিষিকা, বুদ্ধীজিবী।
৩। (ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা, (খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর :
একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে – দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই – এজন্য হুঁকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না।
৪। (ক) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি) :
আত্মজা, কার্য, ছেলেমি, জ্যান্ত, দর্পণ, নবানড়ব, শারীরিক, মিতালি।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :
চিরসুখী, পলান্ন, বিশালাক্ষী, দেশান্তর, সাত-সতের, যথাবিধি, সপ্তর্ষি, মুখচন্দ্র।
৫। (ক) গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা, (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি) :
1) জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক)
2) ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)
3) আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। (জটিল)
4) যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। (সরল)
5) এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)
6) সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বোধক)
7) জীবে দয়া করা উচিত। (অনুজ্ঞাবাচক)
8) সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। (যৌগিক)
৬। (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ :
1) মেয়েটি বেশ বুদ্ধিমান।
2) সব পাখিরা উড়ে গেল।
3) ‘গীতাঞ্জলী’ রবিন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
4) তার দু’চোখ অশ্রুজলে ভেসে গেল।
5) অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।
6) বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
7) তাহারা মাঠে খেলা করছে।
8) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
অথবা, (খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগ শুদ্ধ কর :
এখন হেমন্তকাল, মুষলধারে মেঘ হচ্ছে। আজ ক্লাসে যেতে হবে না, তাই বাবুল আনন্দ চিত্তে কাথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে খেতে ডাকলেন।
খ বিভাগ (নির্মিতি)
৭। যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ :
Audio, Bulletin, Dialect, Urban, Eye-witness, Fiction, Skull, Leap-year, Para, Custom, Interpreter, Republic, Principle, Nursery, Vision.
অথবা, বাংলায় অনুবাদ কর :
Punctuality is to be cultivated and formed into a habit. This quality is to be acquired through all over boyhood. Boyhood is the seed time. The habit formed at this time will continue all through our life. Everything at the right time, should be our motto.
৮। (ক) ঐতিহাসিক স্থানের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা কর।
অথবা, (খ) তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি কর।
৯। (ক) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদেবার্তা লেখ।
অথবা, (খ) সম্প্রতি তোমার পড়া একটি বই সম্পর্কে প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখ।
১০। (ক) সারমর্ম লেখ :
দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে,
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে যদি না চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে
বুক ফুলিয়ে দাঁড়াস।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
অথবা, (খ) ভাব-সম্প্রসারণ কর :
মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
১১। (ক) ‘নিরাপদ সড়ক চাই’ বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
অথবা, (খ) নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর :
আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৪৭ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও………….
১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ :
(ক) একুশ বাঙালির অহঙ্কার;
(খ) মাদকাসক্তির কারণ ও প্রতিকার;
(গ) বৃত্তিমূলক শিক্ষা;
(ঘ) জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন;
(ঙ) বিদ্যুৎ ও আধুনিক জীবন।
এক্সক্লুসিভ মডেল টেস্ট ২
১। (ক) বাংলা ‘এ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ : সহস্র, অধ্যক্ষ, এবং, বিহ্বল, দৈবজ্ঞ, ব্রাহ্মণ, পুনঃপুন, চর্যাপদ।
২। (ক) আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :
পিপিলিকা, উপরোক্ত, নুপুর, বাল্মিকী, আইনজীবি, আকাংখা, ইতিপূর্ব, স্থোশীষ।
৩। (ক) বিশেষণ কাকে বলে? উদাহরণসহ বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা, (খ) নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যেকোনো পাঁচটি) :
1) এই রূপালি গিটার ছেড়ে একদিন চলে যাব দূরে।
2) রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ।
3) হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান।
4) বিমুখ সময়ে মোরে সৌমিত্রি কুমতি।
5) নদীর বুকে চর জেগেছে।
6) মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য।
7) যত বড় মুখ নয়, তত বড় কথা।
8) পাছে লোকে কিছু বলে।
৪। (ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :
তন্মাত্র, অনাবৃষ্টি, গরমিল, সপ্তর্ষি, হাসাহাসি, ইন্দ্রজিৎ, অহিনকুল, বিষাদসিন্ধু
অথবা, (খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি) :
বর্তমান, কাব্য, হলদে, যুদ্ধ, অন্তিম, মন্ত্রী, নয়ন, মানব।
৫। (ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক? উদাহরণসহ আলোচনা কর।
অথবা, (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি) :
1) আমার কথা বিশ্বাস কর, তোমার মঙ্গল হবে। (সরল)
2) ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল)
3) আমাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই। (প্রশড়ববাচক)
4) মুক্তিযুদ্ধের শফহদদের স্মরণ করা উচিত। (অনুজ্ঞাবাচক)
5) উদারতা কৃপণদের ধর্ম নয়। (অস্তিবাচক)
6) সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে এলো। (বিস্ময়বাচক)
7) যখনকার সরকার তখনকার হুকুম পালন করি। (নেতিবাচক)
8) তোমার দীর্ঘজীবন কামনা করি। (প্রার্থনাসূচক)
৬। (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ :
1) কেবলমাত্র এই কটা টাকা দিলে?
2) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
3) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
4) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।
5) আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন।
6) নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী।
7) বিনা অনুমতিতে এখানে প্রবেশ নিষেধ।
8) আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন।
অথবা, (খ) অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখ :
নিজ ব্যক্তিত্বের বৈচিত্রাতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময়েও সে যখন- তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে অপমানবোধ করে সে। নিজের দৈন্যতা সে বুঝতেই পারে না কখনো। তাই নিজ অহংকারবোধ নিয়েই চলতে থাকে সে।
খ বিভাগ (নির্মিতি)
৭। যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ
Expert, Abbreviation , Termination, Approver, Deposit, Code, Fiction, Gazetted, Hypocrisy, Sanction, Mercury, Urbanization, Registration, Year-book, Hostage.
অথবা, বাংলায় অনুবাদ কর :
Patriotism is love and passion for the country. It is a strong and complete selfless great emotion. A patriot can sacrifice his own life for the welfare of his country. It is such an idealism as gives courage and strength. But merely show of patriotism makes people narrow-minded and selfish.
৮। (ক) বাংলা নববর্ষ উদযাপনের ওপর একটি দিনলিপি লেখ।
অথবা, (খ) বন্যার পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে প্রয়োজনীয় সাহায্য চেয়ে একটি প্রতিবেদন লেখ।
৯। (ক) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বন্ধুকে ই-মেইল লেখ।
অথবা, (খ) তোমার কলেজের নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ উপলক্ষে একটি মানপত্র রচনা কর।
১০। (ক) সারমর্ম লেখ :
বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্তনা,
দুঃখ যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে,
নিজের বল না যেন টুটে
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা,
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা
তরিতে পারি শক্তি যেন রয়।
অথবা, (খ) ভাব-সম্প্রসারণ কর :
স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে পশু সেইজন।
১১। (ক) বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
অথবা, (খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প রচনা কর।
ছুটিতে দাদু বাড়িতে এসেছে আনন্দ। পড়ন্ত বিকেলে সে
দাঁড়ায় তার স্মৃতি বিজড়িত নদীটির তীরে….. …..
১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ :
(ক) ছাত্রসমাজ ও ছাত্ররাজনীতি;
(খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস;
(গ) রোহিঙ্গা সমস্যা ও সমাধানের উপায়;
(ঘ) তথ্য প্রযুক্তি ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ;
(ঙ) বই পড়ার আনন্দ।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে hsc bangla 2nd paper test paper 2025 pdf download করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post