সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে biology 1st paper test paper 2024 pdf প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নাও।
biology 1st paper test paper 2024 pdf download
১. কোন দেশটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভূক্ত?
ক. কানাডা
খ. ব্রাজিল
গ. অস্ট্রেলিয়া
ঘ. শ্রীলঙ্কা
২. অক্সালোএসিটিক এসিডে কার্বন সংখ্যা কত?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
৩. ‘পরিবহন টিস্যু’ বহনকারী জীব কোনটি?
ক. Ulothrix
খ. Pteris
গ. Agricus
ঘ. Riccia
৪. কোনটি পাতা সদৃশ শৈবাল?
ক. Ulothrix
খ. Chlorella
গ. Chara
ঘ. Ulva
৫. ‘লুকায়িত পত্ররন্ধ্র’ পাওয়া যায় কোন উদ্ভিদে?
ক. করবী
খ. হাইড্রিলা
গ. শাপলা
ঘ. কচুরিপানা
৬. গ্রাউন্ড টিস্রুতন্ত্রের অংশ কোনটি?
ক. মূলরোম
খ. মজ্জা
গ. ত্বক
ঘ. ফ্লোয়েম
উদ্দীপকটির আলোকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
পাতা এবং উদ্ভিদের সবুজ অংশে অর্ধচন্দ্রাকৃতির দুটি কোষ দ্বারা বেষ্টিত সূক্ষ্ম ছিদ্রপথ দেখা যায়। এদের স্ফীত অবস্থায় উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সংঘটিত হয়।
৭. উদ্দীপকের কোষ দুটির স্ফীত অবস্থার জন্য প্রয়োজন-
i. আলোক বর্ণালীর নীল অংশ
ii. পটাসিয়াম আয়নের কোষে প্রবেশ
iii. হাইড্রোজেন আয়ন কোষ থেকে বের হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. উদ্দীপকের শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. মরুজ উদ্ভিদে বেশি হয়
খ. উদ্ভিদকে শীতল রাখে
গ. তাপ বাড়লে প্রক্রিয়াটি হ্রাস পায়
ঘ. কম আর্দ্রতায় প্রক্রিয়াটি কমে যায়
৯. ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি?
ক. কাইটিন
খ. সেলুলোজ
গ. স্টার্চ
ঘ. গ্লাইকোজেন
১০. কোনটি DNA বহনকারী অঙ্গাণু?
ক. গলজিবস্তু
খ. লাইসোসোম
গ. রাইবোসোম
ঘ. মাইটোকন্ড্রিয়া
১১. কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়?
ক. আম
খ. পাট
গ. আখ
ঘ. কলা
জীববিজ্ঞান ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
১. এক প্রকার জৈব রাসায়নিক যৌগ আছে যা জীবদেহের অন্যতম গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই যৌগের কিছু যৌগ জৈব অনুঘটক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক. রিডিউসিং স্যুগার কী? ১
খ. গ্লাইকোসাইডিক বন্ধনী বলতে কী বুঝ?
গ. দ্রবণীয়তার ভিত্তিতে উপরের উদ্দীপকে উল্লেখিত জৈব রাসায়নিক যৌগের শ্রেণিবিন্যাস কর।
ঘ. আমাদের দৈনন্দিন জীবনে উপরের জৈব অনুঘটকের ব্যবহারসমূহ উল্লেখ কর।
২. জীববিজ্ঞান ক্লাসে এক প্রকার সিমবায়োটিক সহঅবস্থান নিয়ে শিক্ষক আলোচনা করছিলেন যা যেকোনো পরিবেশে জন্মাতে পারে এবং পরিবেশ দূষণের নির্দেশক হিসেবে পরিচিত।
ক. লিভারওয়ার্ট কী?
খ. জেনেটিক কোড বলতে কী বুঝ?
গ. উল্লেখিত সিমবায়োটিক সহঅবস্থানের অন্তর্গঠন বর্ণনা কর।
ঘ. উপরে উল্লেখিত সিমবায়োটিক সহঅবস্থানের গুরুত্ব বিশ্লেষণ কর।
৩. জীবকোষে দুই ধরনের জৈব এসিড আছে, যার একটি দ্বিসূত্রক এবং বংশগতির বৈশিষ্ট্য বহন করে। অন্যটি এক সূত্রক এবং প্রোটিন সংশ্লেষণ করে।
ক. দ্বিনিষেক কী?
খ. পার্থেনোজেনেসিস বলতে কী বুঝ?
গ. উপরের উদ্দীপকের প্রম প্রকার জৈব এসিডের রাসায়নিক গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দুই প্রকার জৈব এসিডের মধ্যে তুলনা কর।
৪. আমেনা কাঁপুনিসহ জ্বরে ভুগছে। রক্ত পরীক্ষার পর ডাক্তার বললেন যে, লোহিত রক্ত কণিকায় এক প্রকার অণুজীবের সংক্রমণের কারণে এ অবস্থা হয়েছে।
ক. সুপ্তিকাল কী?
খ. ক্রসিংওভার বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত রক্ত কণিকায় অণুজীবটির সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. আমেনা কীভাবে উদ্দীপকে উল্লেখিত রোগটি প্রতিকার ও নিয়ন্ত্রণ করতে পারে? বিশ্লেষণ কর।
৫. শিক্ষক ছাত্রদের মানবদেহের গুরুত্বপূর্ণ দুই ধরনের নালি সম্পর্কে বললেন যার একটি অর্ধবৃত্তাকার এবং অন্যটি শামুকের খোলসের মত প্যাঁচানো তবে দুই ধরনের নালিই সংবেদী কোষ বহন করে। তিনি আরো বললেন দ্বিতীয় ধরনের নালিটি স্নায়ু দ্বারা কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রের অ অংশ দ্বারা নিয়ন্ত্রিত।
ক. ভার্মিস কী?
খ. মস্তিষ্কের প্রকোষ্ঠসমূহের চিহ্নিত চিত্র আঁক।
গ. মানব জীবনে অ অংশের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. মানবজীবনে অঙ্গদ্বয়ের গুরুত্ব আলোচনা কর।
৬. ‘X’ এক ধরনের টিস্যু যা জীবপ্রযুক্তিতে ব্যবহার করা হয়। ‘Y’ একগুচ্ছ টিস্যুও সমন্বয়ে গঠিত তন্ত্র যা ‘X’ হতে উৎপত্তি লাভ করে উদ্ভিদের পরিবহন ব্যবস্থায় সাহায্য করে। ‘Y’ দুই ধরনের টিস্যু দ্বারা গঠিত যাদের বিন্যাসের ভিত্তিতে উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা শনাক্ত করা যায়। হামিম একটি উদ্ভিদের নমুনা পর্যবেক্ষণকালে দেখল যে, ‘Y’ বিক্ষিপ্তভাবে আছে এবং এদের সংখ্যা অসংখ্য যেখানে মজ্জা অনুপস্থিত।
ক. কোরালয়েড মূল কী?
খ. মাইক্রো ও মেগাস্পোরোফিল এর মধ্যে পার্থক্য লিখ।
গ. ‘Y’ এর শ্রেণিবিন্যাস চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. হামিমের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ অংশের অন্তর্গঠনের চিহ্নিতচিত্র অঙ্কন কর।
৭. আবীরের বাড়ীর বাগানে লাল ও সাদা দুই ধরনের ফুল থাকলেও তার বাবা ফুল দুটিকে আলাদা করে চিনতে পারেন না। আবীরের মা লক্ষ করল লাল ও সাদা ফুলের ক্রসে নতুন একটি বর্ণের ফুল প্রকাশিত হয়।
ক. Archaeopteryx কী?
খ. সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে তুলনা কর।
গ. আবীরের বোনদের মধ্যে শতকরা কত জন লাল ফুল চিনতে পারে।
ঘ. নতুন বর্ণের ফুল প্রকাশিত হওয়ার কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
৮. রীমা এমন একটি অণুজীবের কোষের গঠন পর্যবেক্ষণ করল যা এককোষী নিউক্লিয়াসযুক্ত। আমাদের দেহে উক্ত অণুজীবের আক্রমণ প্রতিরোধের জন্য Mosquirix নামের একটি প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে। ঐ কোষে রীমা এমন একটি অঙ্গাণু ও পর্যবেক্ষণ করল যার বাহিরের তল মসৃণ কিন্তু ভেতরের পর্দা অনেকগুলো ভাঁজ সৃষ্টি করে আছে।
ক. সুপ্তিকাল কাকে বলে?
খ. কোন জীবের জীবনে জনুক্রম গুরুত্বপূর্ণ কেন বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকের জীবাণু আমাদের দেহে প্রথম যে অঙ্গকে আক্রমণ করে সেখানে তার জীবনচক্র দেখাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুতে সংগঠিত শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় CO2 তৈরির ধাপগুলো উপস্থাপন কর।
অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার
৯. রিনির বাগানে একটি দুর্লভ প্রজাতির গাছ আছে যার অস্তিত্ব একটি এককোষী, প্রাককেন্দ্রিক জীব (X)- এর আক্রমণে হুমকীর সম্মুখীন। তাই রিনি গবেষণাগারে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত গাছ থেকে অসংখ্য চারা তৈরি করল।
ক. কোল প্লাসমিড কাকে বলে?
খ. বাংলাদেশের প্রম এগ ফসল কীভাবে তৈরি করা হয়েছে?
গ. ঢ এর দেহে প্রাপ্ত বংশগতীয় অংশের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
১০. মিতা জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে দুটি ভিন্ন উদ্ভিদাংশের অন্তর্গঠন পর্যবেক্ষণ করল। প্রথম গঠনে বড় গর্তযুক্ত সাতটি ভেসেল কোষ দেখা গেল যেগুলো কেন্দ্রের দিকে অবস্থিত ছিল। দ্বিতীয় গঠনে বড় ভেসেলগুলো পরিধির দিকে দেখা গেল। দুটো গঠনেই সুস্পষ্ট স্টিলির উপস্থিতি ছিল।
ক. সেকেন্ডারী ভাজক টিস্যুর একটি উদাহরণ লিখ।
খ. আন্তঃকোষীয় ফাঁকাবিহীন টিস্যুর দুটি বৈশিষ্ট্য লিখ।
গ. উদ্দীপকের দ্বিতীয় গঠনবিশিষ্ট উদ্ভিদের তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ।
ঘ. উদ্দীকের প্রম গঠনটির সাথে উক্ত উদ্ভিদের কাণ্ডের অর্ন্তগঠনের তুলনা কর।
১১. Plasmodium vivax- পরজীবীর বাহক মানুষ ও স্ত্রী অ্যানোফিলিস মশকী। মানবদেহে এরা অযৌন জনন এবং মশকীর দেহে যৌন জনন সম্পন্ন করে। অপরদিকে Aedes aegypti- নামক মশকীও মানবদেহে রোগ সৃষ্টিকারী জীবাণু বহন করে।
ক. সুপ্তাবস্থা কী?
খ. ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুইটি পোষকের প্রয়োজনীয়তা লিখ।
গ. মানবদেহে সংঘটিত উদ্দীপকে উল্লিখিত পরজীবীটির দুই প্রকার অযৌন জননের মধ্যে পার্থক্য লিখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ১ম ও ২য় মশকী দ্বারা সৃষ্ট রোগের লক্ষণের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
১২. সাম্প্রতিক ঝড় বুলবুলকে প্রশমিত করার জন্য আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বন কার্যকরী ভূমিকা পালন করেছে যা আমাদের দেশের জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে সব সময় কাজ করে আসছে।
ক. ইনসুলিন কী?
খ. জবাফুলের পুষ্প সংকেত লিখে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বনের উদ্ভিদগুলোর নিজ পরিবেশে টিকে থাকার কৌশল ব্যাখা কর।
ঘ. উদ্দীপকের বনের জীববৈচিত্র্য সংরক্ষণের উপযুক্ত পদ্ধতির মাধ্যমগুলো সুবিধাসহ বিশ্লেষণ কর।
১৩. একবীজপত্রী উদ্ভিদের একটি অংশে জাইলেম ও ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে এবং অপর অংশে একই ব্যাসার্ধে অবস্থিত।
ক. প্রোটোডার্ম কী?
খ. পানিরন্ধ্র ও পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের প্রথম নমুনাটির প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের নমুনা দুটির ভাস্কুলার বান্ডলের মধ্যে পার্থক্য বিদ্যমান- বিশ্লেষণ কর।
১৪. উদ্ভিদের কোন বিভাজনক্ষম অঙ্গ থেকে অতি অল্প সময়ে বিশেষ পদ্ধতিতে অধিক সংখ্যক চারা উৎপাদন করা যায়। মানব কল্যাণে বিজ্ঞানীরা আরো একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন উৎপাদনে সক্ষম।
ক. জিন ক্লোনিং কী?
খ. জিনোম সিকোয়েন্সিং-এর দুটি গুরুত্ব লেখ।
গ. উদ্দীপকের ১ম পদ্ধতির গুরুত্ব উল্লেখ করে প্রক্রিয়াটি সংক্ষেপে লেখ।
ঘ. উদ্দীপকের ২য় বাক্যের হরমোনের উৎপত্তি উল্লেখপূর্বক তা উৎপাদনের কৌশল সংক্ষেপে লেখ।
১৫. উদ্ভিদদেহে A অঙ্গাণুর মাধ্যমে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়। B অঙ্গাণুটি সূর্যের আলোর সাহায্যে কোষে শর্করা তৈরি করে।
ক. ফটোফসফোরাইলেশন কী?
খ. সক্রিয় পরিশোষণের দুটি মতবাদের নাম লেখ।
গ. অ-অঙ্গাণুতে শক্তি উৎপাদনকারী শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে ধাপটি চক্রাকারে ঘটে তার প্রথম ৩টি বিক্রিয়া এনজাইমের নামসহ লেখ।
ঘ. B অঙ্গাণুতে আলোর অনুপস্থিতিতে কার্বন বিজারণের যে কোন একটি গতিপথ চিত্রের মাধ্যমে দেখাও।
১৬. উদ্ভিদের মূল, কাণ্ড ও শাখা-প্রশাখার বৃদ্ধি এক ধরনের বিভাজন টিস্যু দ্বারা নিয়ন্ত্রিত হয়। আরেক ধরনের টিস্যু পরিবহনের কাজে নিয়োজিত।
ক. এপিব্লেমা কী?
খ. পাতার যে রন্ধ্রপথে পানি বাষ্পাকারে বের হয় তার কাজ লেখ।
গ. উদ্দীপকের ২য় ধরনের টিস্যুর প্রকারভেদ চিত্রের মাধ্যমে দেখাও।
ঘ. উদ্দীপকের ১ম ধরনের টিস্যুর বৈশিষ্ট্য উল্লেখ করে অবস্থান অনুসারে তার প্রকারভেদ লেখ।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে biology 1st paper test paper 2024 pdf download করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post