উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষার ভালো প্রস্তুতি নেওয়ার জন্য hsc chemistry 2nd paper test paper pdf প্রয়োজন। আমরা এখানে ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য বিগত বছরের প্রশ্ন সম্বলিত একটি টেস্ট পেপার শেয়ার করছি। এতে রয়েছে বিগত বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং শীর্ষস্থানীয় কলেজগুলোর প্রশ্নপত্র।
এই পোস্টের শেষে তোমরা রসায়ন ২য় পত্র টেস্ট পেপার ডাউনলোড করার লিংক পাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন দেখে নাও। এই টেস্ট পেপারে তোমরা বহুনির্বাচনি অর্থাৎ MCQ প্রশ্নগুলো উত্তরসহ পাবে।
hsc chemistry 2nd paper test paper pdf
১. প্রথম শিক্ষার্থী 1.75 g নমুনা লোহাকে 100 mL H2SO4 দ্রবণে সম্পূর্ণ দ্রবীভূত করে এ দ্রবণের 10 mL কে টাইট্রেশন করতে 0.05 M 10.5 mL KMnO4 দ্রবণকে ব্যবহার করেছিল। দ্বিতীয় শিক্ষার্থী একই কাজ করতে 0.05 M 10 mL K2Cr2O7 ব্যবহার করেছিল।
ক. দর্শক আয়ন কী?
খ. ppm ঘনমাত্রার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ২য় শিক্ষার্থী যে রিডক্স সমীকরণ ব্যবহার করেছিল তা আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে সমতা কর।
ঘ. উদ্দীপকে ব্যবহৃত লৌহটি সম্পূর্ণ বিশুদ্ধ কিনা বিশ্লেষণ কর।
২. ইউরিয়া একটি নাইট্রোজেনঘটিত যৌগ। পৃথিবীতে সার হিসেবে এর ব্যবহার ৩য় স্থানে।
ক. বিটুমিনাস কয়লা কী?
খ. সিমেন্ট এর জমাটকরণ বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত সারটি প্রাকৃতিক গ্যাস থেকে তৈরির মূলনীতি লিখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সারটির উৎপাদন শিল্প হতে সৃষ্ট দূষকসমূহের ক্ষতিকারক প্রভাব বিশ্লেষণ কর।
৩. A ও B দুটিই রিচার্জেবল ব্যাটারি। A ব্যাটারিতে ছয়টি কোষ সমান্তরাল সংযোগে যুক্ত ও IPS,
মোটর গাড়িতে ব্যবহৃত হয়। অপরদিকে B ব্যাটারি ল্যাপটপ, মোবাইল ফোনে ব্যবহৃত হয়।
ক. লবণ সেতু কী?
খ. DMFC কোষের সুবিধা লেখ।
গ. A কোষের গঠন ও কার্যপ্রণালি লেখ।
ঘ. A ও B এর মধ্যে কোনটি অধিক পরিবেশ বান্ধব? তুলনামূলক আলোচনা কর।
৪. Imperial Chemical Industry (ICI) তাদের ১ নং প্লান্টে H2SO4 ও ২নং প্লান্টে HNO3 উৎপাদন করে। বিজ্ঞানীরা London Smog সৃষ্টির জন্য ICI কে দোষারোপ করছেন।
ক. LNG কী?
খ. বাণিজ্যিকভাবে N2 কিভাবে উৎপনড়ব করা হয়?
গ. ১নং ও ২নং প্লান্টের মুক্ত অক্সাইডগুলো কিভাবে মাটির pH কমিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ১নং ও ২নং প্লান্ট কর্তৃক সৃষ্ট দূষণ ও এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো সংক্ষেপে আলোচনা কর।
৫. A এবং B দুইটি রিচার্জেবল ব্যাটারি। ব্যাটারি অ আইপি এস, মটরগাড়িতে অপরদিকে ব্যাটারি B ল্যাপটপ, সেলফোন ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ক. মেসো যৌগ কী?
খ. মানব শরীরে ভারী ধাতু কিভাবে প্রবেশ করে?
গ. A এর কোষ বিক্রিয়া লিখ।
ঘ. ব্যাটারি A এর তুলনায় B বেশি পরিবেশ বান্ধব – বিশ্লেষণ কর।
৬. A একটি দুই কার্বনবিশিষ্ট জৈব যৌগ যা IR spectra এ ব্যান্ডসমূহের মধ্যে 1740 cm-1 এ একটি সিগন্যাল পাওয়া গেল। যৌগটি নিম্নরূপ পরীক্ষা দেয়। (চিত্র ডাউনলোড ফাইলে)
ক. পরম শূন্য তাপমাত্রা কী?
খ. জৈব যৌগে কার্বোক্সিলিক মূলক শনাক্তকরণ পরীক্ষা লিখ।
গ. অ থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করবে?
ঘ. উদ্দীপকের A ও B এর মধ্যে একটিতে নিউক্লিওফিলিক এডিশান ঘটলেও অপরটিতে না ঘটার কারণ বিশ্লেষণ কর।
৭. কিছু পরিমাণ FeSO4 নিয়ে অম্লীয় 250 mL দ্রবণ তৈরি করা হলো। উক্ত দ্রবণ থেকে 10 mL নিয়ে টাইট্রেশান করার জন্য 0.03 M KMnO4 এর 12.2 mL সখ প্রয়োজন হলো।
ক. ইটিপি কী?
খ. ফেনল অম্লধর্মী কেন?
গ. উদ্দীপকের জারকের পরিবর্তে K2Cr2O7 ব্যবহার করলে সেক্ষেত্রে সংঘটিত বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান কর।
ঘ. উদ্দীপকের পাত্রের দ্রবণে Fe2+ পরিমাণ নির্ণয় কর।
৮. A হলো চীনামাটির বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় এবং B ও C যথাক্রমে রাসায়নিক শিল্পকারখানা থেকে নির্গত তরল ও গ্যাস।
ক. ETP কী?
খ. সিমেন্ট শিল্পে জিপসাম এর প্রয়োজনীয়তা কী?
গ. উদ্দীপকের A এর উৎপাদন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের B ও C এর দূষকগুলো বর্ণনা কর এবং এদের নিয়ন্ত্রণ কৌশল বিশ্লেষণ কর।
৯. 20°C তাপমাত্রায় একটি LPG গ্যাস সিলিন্ডারে 12 kg বিউটেন গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারের আয়তন 20 লিটার।
ক. সমাণুতা কী?
খ. HCl গ্যাসের ব্যাপন হার অপেক্ষা NH3 গ্যাসের ব্যাপন হার বেশি কেন– ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে গ্যাস সিলিন্ডারের চাপ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সিলিন্ডারে গ্যাস ভর্তির সময় গ্যাসের কোন সূত্রের প্রয়োগ ঘটবে? বিশ্লেষণ কর।
১০. আকরিক লোহা লঘু H2SO4 দ্রবণে দ্রবীভূত করে KMnO4 দ্রবণ দ্বারা সম্পূর্ণরূপে জারিত করা হলো।
ক. তড়িদদ্বার কী?
খ. SI এককে R এর মান নির্ণয় কর।
গ. উদ্দীপকের বিক্রিয়ার জারণ-বিজারণ সমতাবিধান কর।
ঘ. উদ্দীপকের KMnO4 এর স্থলে K2Cr2O7 ব্যবহার করে কীভাবে আয়রনের পরিমাণ নির্ণয় করা যায়? গাণিতিক বিশ্লেষণ কর।
১১. P ও Q দুটি ভিন্ন মনো হাইড্রিক অ্যালকোহল যা জারিত হয়ে R ও S উৎপন্ন করে। R যৌগটি ফেহলিং দ্রবণ পরীক্ষা প্রদর্শন করলেও S এ পরীক্ষা মপ্রদর্শন করে না।
ক. 12 g CO2 এর জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ লিখ।
খ. হাইড্রোজেন তড়িদদ্বার মুখ্য নির্দেশক তড়িদদ্বার – উক্তিটির ব্যাখ্যা দাও।
গ. P, Q, R ও S যৌগগুলোকে চিহ্নিত করে সংশ্লিষ্ট পরিবর্তনের বিক্রিয়া দেখাও।
ঘ. মনো হাইড্রিক অ্যালকোহলসমূহ কীভাবে পার্থক্য করা যায়– উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
১২. রসায়ন ল্যাবের গবেষক বাজার থেকে ACI কোম্পানি সাতটি 500 mg আয়রন ট্যাবলেট কিনে লঘু H2SO4 এসিডে দ্রবীভূত করে 500 mL দ্রবণ তৈরি করল। উক্ত দ্রবণের 250 mL নিয়ে সেটিকে অনুমাপন করার জন্য 50 mL 0.1 M KMnO4 দ্রবণ ব্যবহার করল।
ক. ট্রান্সমিটেন্স কী?
খ. এক্সটিঙ্কশন গুণাঙ্ক বলতে কি বুঝ?
গ. উদ্দীপকের বিক্রিয়াটিতে H2SO4 এসিডের পরিবর্তে HCl ব্যবহার করে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত কোম্পনীটির ট্যাবলেটটির গুণগতমান ভালো- উক্তিটি গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৩. A একটি উল্লেখযোগ্য শিল্প দ্রব্য। উক্ত শিল্পের প্রধান দূষকসমূহ হলো SO2, COx, NOx, Hg, SiO2 ও CaCO3 কণা ইত্যাদি।
ক. ওয়েট ব্লু কাকে বলে?
খ. কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অধিক সুবিধাজনক- ব্যাখ্যা কর।
গ. A শিল্প দ্রব্যটি উৎপাদনের মূলনীতি বিক্রিয়াসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দূষকসমূহ বিশেষ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করা যায়- বিশ্লেষণ কর।
১৪. 60 mL ডেসিমোলার KMnO4 দ্রবণ দ্বারা লঘু H2SO4 দ্রবণে নিমজ্জিত 1.8 g অবিশুদ্ধ লোহাকে প্রশমিত করা হলো।
ক. ppm কী?
খ. ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বিক্রিয়াটি অর্ধবিক্রিয়াসহ আয়ন-ইলেক্ট্রন পদ্ধতিতে সমতা বিধান কর।
ঘ. নমুনা লোহার বিশুদ্ধতার বিষয়ে গাণিতিক হিসাবের মাধ্যমে বিশ্লেষণী ব্যাখ্যা দাও।
১৫. একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানি হিসেবে 6% সালফার যুক্ত কয়লা ব্যবহার করা হয়। কারখানাটি প্রতি ঘণ্টায় 260 kg কয়লা ব্যবহার করে। বিদ্যুৎ উৎপাদনে নিম্নরূপ বিক্রিয়া ঘটে।
ক. ন্যানো পার্টিক্যাল কাকে বলে?
খ. গ্রিগনার্ড বিকারক হতে মিথানোয়িক এসিড তৈরি করা যায় না কেন?
গ. 25°C তাপমাত্রায় কারখানাটি প্রতিদিন কত ঘন মিটার ই যৌগ উৎপন্ন করছে।
ঘ. A এবং B উভয় যৌগ পরিবেশের জন্য হুমকিস্বরূপ- যুক্তিসহ বিশ্লেষণ কর।
শিক্ষার্থীরা উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে hsc chemistry 2nd paper test paper pdf Download করে নাও। এইচএসসি অন্যান্য বিষয়ের টেস্ট পেপার ডাউনলোড করতে এই লিংকে করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post