hsc ict chapter 6 note pdf : বর্তমান বিশ্বে আমাদের চারপাশের প্রায় সবকিছুই অনলাইনের মাধ্যমে হতে শুরু করেছে। আমরা কেনাকাটা কিংবা বাজার করি অনলাইনে, ব্যাংকিং করি অনলাইনে, ইলেকট্রিসিটির বিল দেই অনলাইনে, ট্রেনের টিকেট কিনি অনলাইনে। এ ধরনের প্রত্যেকটি কাজের জন্য কোথাও না কোথাও অসংখ্য তথ্য সংরক্ষণ করতে হয়।
একসময় যে কাজগুলো করতে অসংখ্য লেজার বই কিংবা কাগজের উপর নির্ভর করতে হতো এখন সেগুলো করা হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে। সেগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে তুললেও সেখানে এখনো চ্যালেঞ্জের অভাব নেই। সেগুলো অনেক সময় প্রয়োজনমতো বড় করা যায় না, দু প্রক্রিয়া করা যায় না কিংবা সাইবার দুর্বৃত্তরা মাঝে মাঝেই ডেটা হাতিয়ে নেয়।
কাজেই কম্পিউটার বিজ্ঞানীরা ক্রমাগতভাবে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে আরো শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছেন। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিন্টেম সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।
এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা
- ডেটাবেজ ম্যানেজমেন্ট-এর ধারণা ব্যাখ্যা করতে পারবে;
- ডেটাবেজ ম্যানেজমেন্ট-এর কার্যাবলি বিশ্লেষণ করতে পারবে;
- রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
- রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে;
- রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বর্ণনা করতে পারবে;
- ডেটাবেজ সিকিউরিটির ধারণা ব্যাখ্যা করতে পারবে;
- ডেটাবেজ সিকিউরিটির গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে;
- ডেটা এনক্রিপশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে;
- ডেটা এনক্রিপশনের উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবে।
hsc ict chapter 6 note pdf
১. টেবিলটিতে পণ্যের তালিকাটি ঠিকভাবে সাজানো না থাকায় একজন কর্মচারী টেবিলটিকে roduct_ID ফিল্ডের উপর ভিত্তি করে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালেন। কিন্তু পরবর্তীতে নতুন পণ্য সংযুক্ত করতে গিয়ে দেখা গেল টেবিলটিকে আবারো নতুন করে সাজাতে হয়।
ক. ডাটা এনক্রিপশন কী?
খ. কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড কেন ব্যবহার করা হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে সকল পণ্যের মূল্য 40000 টাকার কম তাদের Product-ID এবং Product-Name নির্ণয়ের জন্য স্ট্যান্ডার্ড কুয়েরি কমান্ড লিখ।
ঘ. উদ্দীপকের সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে তোমার মতামত দাও।
২. সাদমান সাহেবের প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ড মূলত কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। সম্প্রতি হাবীব সাহেবের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়, যা তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন করে। হাবীব সাহেব বুঝতে পারে কম্পিউটার সিকিউরিটির ঘাটতির কারণেই এ ঘটনা ঘটেছে।
ক. ডেটাবেজ ইনডেক্সিং কী?
খ. ডেটাবেজ ইনডেক্সিং কেন করা হয়?
গ. হাবীব সাহেবের প্রতিষ্ঠানের যে বিষয়টির ঘাটতি ছিল তার প্রকারভেদ বর্ণনা কর।
ঘ. উক্ত ঘটনা রোধে হাবীব সাহেবকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে? বিশ্লেষণ কর।
৩. এক কলেজে এইচ, এস, সি একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণের জন্য Student নামে একটি ডেটাবেজ তৈরী করা হয়েছে। ডেটাবেজটিতে Educational Information নামে একটি টেবিলে শিক্ষার্থীর তথ্য SC_Roll, Name, Group_Name, GPA, Ad_Date ফিল্ডগুলোর অধীনে সংরক্ষিত আছে। Student’s Information নামে আর একটি টেবিলে শিক্ষার্থীর তথ্য Class_Roll, SSC_Roll, F_Name, Address, Ph_Number ফিল্ডগুলোর অধীনে সংরক্ষিত আছে। টেবিল দুটির তথ্য কম্পিউটারের ডাটাবেজের মাধ্যমে একীভূত করা হয়েছে।
ক. ডাটাবেজ কী? ১
খ. ইনডেক্সিং ডেটাবেজের গুরুত্বপূর্ণ বিষয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত Educational Information এর ফিল্ডগুলো নিয়ে টেবিল তৈরির SQL কমান্ড লিখ।
ঘ. উদ্দীপকটির ডেটাবেজটি তৈরির জন্য টেবিল দুটির মধ্যে রিলেশনশিপ তৈরি সম্ভব কি-না যুক্তিসহ মতামত দাও।
৪. একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীর আইডি, নাম, পিতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, সেকশন ইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে।
ক. ডেটাবেজ কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান শর্ত লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ১টি রেকর্ড সংযোজন, বাতিল, আপডেট করার জন্য SQL কমান্ড লিখে ব্যাখ্যা কর।
৫. আইসিটি বিষয়ের শিক্ষক ক্লাসে ছাত্রদের অপারেটর, চলক, ডেটা টাইপ সম্পর্কে পাঠদান করেছিলেন এবং কীভাবে সি- ভাষায় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম লিখতে হয় তা ছাত্রদের বুঝালেন।
ক. চলক কী?
খ. ডেটা টাইপ সম্পর্কে লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির অ্যালগরিদম ও প্রবাহ চিত্র লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির ফলাফল পাওয়ার জন্য কীভাবে প্রোগ্রাম লেখতে হয়? -মতামত দাও।
৬. সাখাওয়াত সাহেব ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জনের রোল, নাম, জন্ম তারিখ এবং গ্রুপের তথ্য দিয়ে একটি টেবিল তৈরি করলেন। এরপর তিনি একই রোলের শিক্ষার্থীদের রোল, পিতার নাম, মাতার নাম ও ঠিকানা নিয়ে আরেকটি টেবিল তৈরি করেন।
ক. ক্লাইন্ট সার্ভার কী?
খ. ফিল্ড ও রেকর্ডের মধ্যে তুলনা কর।
গ. উদ্দীপকের আলোকে প্রথম টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে সাখাওয়াত সাহেবের তৈরি টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন কী সম্ভব? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৭. আবরার একদিন তার মামার অফিসে গিয়ে দেখতে পেল যে, মামা দরজার সামনে দাঁড়িয়ে বৃদ্ধাঙুল দিয়ে ইশারা করতেই দরজা খুলে গেল। সে আরো দেখতে পেল যে, মামা গবেষণা কক্ষের ভিতরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই দরজা খুলে গেল। আবরার মামার কাছ থেকে জানতে পারল তিনি উন্নত জাতের টমেটো নিয়ে গবেষণা করছেন।
ক. প্লেজিয়ারিজম কি?
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে জীবের পরিবর্তনের মূলনীতিগুলো লেখ।
গ. উন্নত জাতের টমেটো উৎপাদনে আবরারের মামার ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে দরজা খোলার প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত পদ্ধতি বর্ণনা কর।
৯. টেবিল দুটি তৈরিতে অপরাজিতা মাইক্রোসফ্ট অ্যাকসেস সফটওয়্যার ব্যবহার করেছে। ২য় টেবিলটিতে অপরাজিতা ১ম ফিল্ডটিকে প্রাইমারি কী ডিক্লেয়ার করেছে।
ক. ডেটাবেজে রিলেশনশীপ কী?
খ. বুলিয়ান ডেটা টাইপ ডেটাবেজে কোনটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের Student_ info টেবিলে ১ম ফিল্ডটি কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে Parents_ info টেবিলে প্রাইমারি কী ডিক্লেয়ারে যে অপারেশন হবে তাতে অপরাজিতা যে সুবিধা-অসুবিধা পাবে তা বিশ্লেষষণ কর।
১০. রহিম সাহেব HTML, CSS, JavaScript ব্যবহার করে ওয়েব ডিজাইন করে বেশ সচ্ছল জীবনযাপন করছেন। এসব ব্যবহার করে তিনি এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের ওয়েবসাইট তৈরি করেন।
ক. আনঅর্ডারড লিস্টকে চিহ্নিত করার উপায় কোনটি?
খ. ডোমেইন নেম এর গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের HTML ব্যবহার করে ““M.C Academy Model School and College” ব্রাউজারে প্রদর্শনের কোড লিখ।
ঘ. উদ্দীপকের কলেজের ওয়েবসাইট তৈরির ধাপসমূহ আলোচনা কর।
১১. একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীর Roll, Name, Address, Section, Date_of_Birth ইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে।
ক. এনক্রিপশন কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্তগুলো লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ডগুলোতে ব্যবহৃত ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের জন্য Test নামে একটি টেবিল তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে hsc ict chapter 6 note pdf download করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post