তথ্য ও যোগাযোগ প্রযুক্তি hsc ict guide book pdf মেইড ইজি। উত্তরপত্র খণ্ডে এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এ অংশটি তৈরি করা হয়েছে। এখান থেকে তোমরা প্রতিটি অধ্যায় ও বিষয়বস্তুর গুরুত্ব অনুধাবন করে অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে পারবে।
বিগত সালের বিভিন্ন বোর্ড প্রশ্নের সমন্বয়ে তৈরি মডেল প্রশ্নপত্রের উত্তর রয়েছে। সৃজনশীল রচনামূলক অংশের পরীক্ষা-প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত বিগত বিভিন্ন সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসভুক্ত প্রশ্নের সমন্বয়ে তৈরি মডেল প্রশ্নপত্রের উত্তরসমূহ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশটি তোমাদেরকে বোর্ড পরীক্ষার উত্তর সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও বহুনির্বাচনি প্রশ্নপত্রের উত্তরমালা আলাদা করে দেওয়া হয়েছে এ বইতে।
hsc ict guide book থেকে কিছু নমুনা প্রশ্ন নিচে দেওয়া হল। এই পোস্টের শেষে গাইড বইটি ডাউনলোড লিংক দেওয়া হল।
hsc ict guide book pdf download
১. বিমান উড্ডয়ন ও প্রশিক্ষণ বাংলদেশ বিমান বাহিনীর ১টি নিয়মিত কার্যক্রম কিন্তু প্রশিক্ষণার্থীসহ বিমানের ভূপাতি হওয়া ১টি খারাপ দিক। বাংলাদেশ সরকার ডিজিটাইজেশান এর পদক্ষেপ স্বরূপ প্রশিক্ষণ আরও নিখুঁত ও যুগানুযায়ী করার উদ্দেশ্যে নতুন প্রশিক্ষণ পদ্ধতি চালু করতে ইচ্ছুক যাতে সময় ও অর্থ দুই বাঁচে এবং প্রশিক্ষণার্থীরা দ্রুত নিজেদেরকে উনড়বত করতে পারে।
ক. VR কী?
খ. I3VR এর সাথে কিভাবে জড়িত?
গ. উদ্দীপকে নতুন প্রশিক্ষণার্থীদের জন্য ঠজ VR System তৈরিতে কী কী উপাদান দরকার?
ঘ. VR সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে তুমি মনে কর কিনা? যুক্তির সপক্ষে লিখ।
২. চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্যুতের যথাযথ ব্যবহার ও সঞ্চয় এর যথা লক্ষ্যে ১টি উরমরঃধষ চৎড়লবপঃ হাতে নিল। যাতে করে রাস্তায় সকল লাইট পোস্টগুলো যথাযথভাবে কাজ করে অর্থাৎ দিনের আলোয় বাতি জ্বলবে না আবার সন্ধ্যায় বাতি জ্বলবে। এই ব্যাপারগুলো স্বয়ংক্রিয়ভাবেই হবে যার জন্য কোনো মানুষের দরকার হবে না।
ক. Expert system কী?
খ. ৩টি Expert system-এর নাম লিখ।
গ. উদ্দীপকের লাইট পোস্ট Automation এর জন্যে তুমি কী পদক্ষেপ নিতে যাতে বিদ্যুৎ সঞ্চয় হয়।
ঘ. AI city corporation এর Digital Project এর অন্যতম সহায়ক যুক্তির সপক্ষে ও বিপক্ষে মতামত দাও।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরো বিশ্বকে এখন হাতের মুটোয় এনেছে। পুরো বিশ্বের সকল প্রত্যন্ত অঞ্চলসমূহ এখন মুহূর্তেই তথ্য আদান প্রদান করতে পারে। এতে করে আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্য ও কর্মসংস্থান বেড়েছে এবং সাথে সাথে কিছুটা হলেও মনুষ্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে।
ক. GV কী?
খ. GV এর উপাদানসমূহ লিখ।
গ. চিকিৎসাখাতে GV অত্যন্ত সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তির সপক্ষে মতামত দাও।
ঘ. “Outsourcing এর মাধ্যমে বেকারত্ব অবসান”। GV এর ১টি বিশেষ অবদান, যুক্তির সপক্ষে/বিপক্ষে মতামত দাও।
৪. চট্টগ্রাম কলেজ তার নিজস্ব বিভাগসমূহের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়। নেটওয়ার্ক স্থাপন ও সম্প্রসারণ কাজটি যথাযথভাবে করার প্রয়াসে তারা কয়েকটি বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো বলে মনে করল যার মধ্যে ছিল দূরত্ব নিরাপত্তা এবং নেটওয়ার্কের স্থায়িত্ব। উক্ত বিষয়সমূহের পুনঃ পর্যালোচনা নেটওয়ার্ক স্থাপনা ব্যয় বৃদ্ধির কারন হওয়াতে বিষয়টি Link 3 নামক নেটওয়ার্ক প্রতিষ্ঠানকে দেখভাল করতে নির্দেশ দিল। Link 3 ব্যয় বৃদ্ধি না করিয়ে সমস্যা সমাধান করল।
ক. Network কী?
খ. Topology কত প্রকার ও কী কী?
গ. উদ্দীপকে উল্লেখিত নিরাপত্তার খাতে তার মাধ্যম ১টি দুর্বলতা যুক্তির সপক্ষে/বিপক্ষে লিখ।
ঘ. কোন ধরনের প্রযুক্তিগত পদক্ষেপ উক্ত প্রতিষ্ঠানটি নেওয়াতে উল্লেখিত সমস্যার সমাধান হয়েছে বলে তুমি মনে কর যুক্তির সপক্ষে অবস্থান ব্যক্ত কর।
৫. Crown Cement কর্তৃপক্ষ তাদের দুটি কারখানায় নেটওয়ার্কে স্থাপন করল। কিন্তু নেটওয়ার্ক স্থাপনের কিছুদিন পরেই দেখা গেল দুটি কারখানা থেকে সময়মত Data Transfer করতে যথেষ্ট সময় লাগছে। কারখানা দুটির দূরত্ব প্রায় ৯৫ মিটার।
ক. NFC কী?
খ. NFC কয় প্রকার ও কী কী?
গ. কারখানা দুটিতে কোন ধরনের Wire Media যথাযথ।
ঘ. উদ্দীপকে Data Transfer Delay এর কারণ কী? কোন প্রযুক্তির ব্যবহার নতুন নেটওয়ার্ক করা ছাড়াই সমস্যার সমাধান করতে পারে বলে তুমি মনে কর।
৬. “E-Learning” বর্তমানে অত্যন্ত জনপ্রিয় বিষয় E-Learning শিক্ষা মাধ্যমকে আরও যুগোপযুগী করতে সহায়ক। CIDER
School কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের জন্য E-Learning service শুরু করল। কিন্তু কিছুদিন পর দেখা গেল শিক্ষার্থীরা তাদের আকর্ষণ হারাচ্ছে যার অন্যতম কারণ গতি।
ক. Communication system কী?
খ. Communication system-এর ৫টি উপাদানসমূহ কী কী?
গ. উদ্দীপকে উল্লেখিত E-Learning system এর কোন দিকটির দুর্বলতা এর গতিকে কমিয়েছে?
ঘ. উদ্দীপকে E-Learning system এর কোন Transmission পদ্ধতি যথাযথ বলে তুমি মনে কর।
৭. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী মিয়ানমার থেকে ১ম পর্যায়ে (১৬৫৭০২৩)৮ সংখ্যক মিয়ানমার নাগরিক বাংলাদেশে আসে তাদের বাসস্থানের উদ্দেশ্যে (৮০ই)১৬ হেক্টর সরকারী খাস জমি ব্যবহৃত হচ্ছে। উক্ত জমির (১০১০০১১)২ হেক্টর বনাঞ্চল ছিল।
ক. ইউনিকোড কী?
খ. ASCII কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের চিহ্ন নির্দিষ্ট করণের নাম লিখ।
গ. বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারে নাগরিকদের প্রকৃত সংখ্যা ডেসিমালে লিখ।
ঘ. বরাদ্ধকৃত খাস জমি কত অংশ প্রকৃত খাস জমি ছিল লিখ Binary বিয়োগ পদ্ধতি ব্যবহার করে বের কর এবং ডেসিমালে লিখ।
৮. “X” হচ্ছে এমন চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং অভ্যন্তরের চারটি কোনের প্রত্যেকই এক সমকোন।
ক. অ্যারে কী? ১
খ. void ডাটা টাইপ এর জন্য মেমোরির প্রয়োজন হয় না কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত “ঢ” ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট আঁক যেখানে দৈর্ঘ্য ও প্রস্থের মান শূন্য অপেক্ষা বড় হয়।
ঘ. উদ্দীপকে উল্লিখিত“X” ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি-ভাষায় প্রোগ্রাম লিখ যেখানে দৈর্ঘ্য ও প্রস্থের মান শূন্য অপেক্ষা বড় হয়।
৯. বেঙ্গল এগ্রো লি: এ কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের সাথে কর্মকর্তা হলে ৪০% এবং কর্মচারী হলে ৪৫% বাড়ি ভাড়া,
৫০০.০০ টাকা করে চিকিৎসা ভাতা প্রদান করা হয়। কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট ফাণ্ড চালু থাকায় তাদের মূল বেতন থেকে ১০% করে টাকা কর্তন করে রাখা হয়।
ক. প্রোগ্রামের ভাষা কাকে বলে?
খ. একটি প্রোগ্রাম তৈরির সময় কোন ভুলটির জন্য কম্পাইলার ম্যাসেজ প্রদান করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রদানের জন্য কোন স্তরের ভাষায় প্রোগ্রাম লিখা তোমার পক্ষে সহজ তার সপক্ষে যুক্তি দাও।
১০. রাসেল কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে বিশেষ পদ্ধতিতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। তার চাচাতো ভাই সুমনের হাতে একটি টিউমার হওয়ায় সে ডা: সায়েম এর শরণাপনড়ব হয়। ডা: সায়েম একটি বিশেষ পদ্ধতিতে – 40°C তাপমাত্রায় সুমনের টিউমার এর অপারেশন সম্পন্ন করলেন।
ক. বিশ্বগ্রাম কী?
খ. বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব- ব্যাখ্যা কর।
গ. সুমনের চিকিৎসায় ডাক্তার কোন পদ্ধতিটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
ঘ. “অর্থনৈতিক উন্নয়ন এবং যুব সমাজের বেকারত্ব দূরীকরণে রাসেল অনুকরণীয় দৃষ্টান্ত” উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
১১. জনাব মনজুর তার কর্পোরেট অফিসের কক্ষের জন্য কিছু কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও ফটোকপি মেশিন স্থাপন করেন যেখানে প্রত্যেকটা ডিভাইস পরস্পরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। কর্পোরেট অফিসের বাহিরে তার প্রতিষ্ঠানের আরো শাখা অফিস আছে। প্রতিষ্ঠানটি ভাড়ার বিনিময়ে Myserver.com এ তাদের ডেটা সংরক্ষণ করে।
ক. ব্যান্ডাউইথ কী?
খ. কোন ক্ষেত্রে WiFi এর পরিবর্তে WiMax ব্যবহার করা যুক্তিযুক্ত- ব্যাখ্যা কর।
গ. কর্পোরেট অফিস কক্ষের জন্য কোন নেটওয়ার্ক প্রযোজ্য- ব্যাখ্যা কর।
ঘ. myserver.com কী ধরনের সেবা প্রদান করছে? তোমার যুক্তিযুক্ত মতামত বিশ্লেষণ কর।
১২. “শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা” এই তিনটি বিষয় ১ জন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। বর্তমান শিক্ষা গ্রহণ ও দান সহজতর হয়েছে ICT এর কল্যাণে। উদাহরণ, Audio, Video ইত্যাদির সমন্বিত অবস্থা প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীকে শিক্ষার বাস্তব উপলব্ধি প্রদান করছে।
ক. Nano technologyj কী?
খ. Global village এর প্রভাব তোমার জীবনে কীভাবে?
গ. উদ্দীপকের ‘১ম বিষয়টি শিক্ষার্থী ও ICT-এর তিনটির সম্পর্ক’ তোমার জীবনের আলোকে বর্ণনা কর।
ঘ. ‘৩য় বিষয়টি ও ICT’ -এক্ষেত্রে তোমার করণীয় ও বর্জনীয় কী রয়েছে?
১৩. ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রায় ৫২ একর জায়গা নিয়ে বিস্তৃত। কলেজের অধ্যক্ষ নিজ উদ্যোগে কলেজের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাইলেশনের পদক্ষেপ গ্রহণ করলেন। সে সমস্ত ক্যাম্পাসকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসলেন। তিনি আইসিটি বিভাগের শিক্ষকদের পরামর্শে কেন্দ্রীয় ইন্টারনেট সেবা চালু করলেন। কিন্তু বিভিন্ন দূরত্বে অবস্থিত অফিসে বিভিন্ন সময় ইন্টারনেট সেবা চালু করলেন। কিন্তু বিভিন্ন দূরত্বে অবস্থিত অফিসে বিভিন্ন সময় ইন্টারনেট সেবার মানে দুর্বলতা দেয়া হয়।
ক. ব্যান্ডউইডথ কি?
খ. ‘ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব’ ব্যাখ্যা কর।
গ. ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরণের ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ইন্টারনেট সেবার দুর্বলতা দূরীকরণের কোনো উপায় আছে কি? থাকলে ব্যাখ্যা কর।
১৪. ডাঃ সায়মা ঢাকার একটি হাসপাতালে কর্মরত। যদিও সে ঢাকায় থাকেন তারপরও সে গ্রামের বাড়ির বিভিন্ন লোকদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ক. বায়োমেট্রিক কি?
খ. ‘হ্যাকিং নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড’ ব্যাখ্যা কর।
গ. ডাঃ সায়মা কিভাবে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন? ব্যাখ্যা কর।
ঘ. ডা: সায়মার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যাহক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা কর।
১৫. বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর মধ্যকার ক্রিকেট ম্যাচে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খেলা শেষে দেখা যায় সাব্বির X রান, সাকিব Y রান এবং মুসফিক Z রান করেছে। ঐ খেলায় বাংলাদেশ জয়লাভ করেছে।
ক. প্রবাহচিত্র কী?
খ. ‘সি’ মধ্যস্তরের ভাষা- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে সবচেয়ে বেশি রান কে করেছে তা নির্ণয়ের জন্য একটি প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের আলোকে সবচেয়ে বেশি রান কে করেছে তা নির্ণয়ের জন্য একটি সি ভাষায় প্রোগ্রাম রচনা কর।
১৬. একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীর Roll, Name, Address, Section, Date_of_Birth ইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে।
ক. এনক্রিপশন কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্তগুলো লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ডগুলোতে ব্যবহৃত ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের জন্য Test নামে একটি টেবিল তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
লিংকে ক্লিক করে সবগুলো অধ্যায় ডাউনলোড করো
আইসিটি ১ম অধ্যায়
আইসিটি ২য় অধ্যায়
আইসিটি ৩য় অধ্যায়
আইসিটি ৪র্থ অধ্যায়
আইসিটি ৫ম অধ্যায়
আইসিটি ৬ষ্ঠ অধ্যায়
উপরে দেয়া লিংকগুলোতে ক্লিক করে hsc ict guide book pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post